পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধদেব { ৭৯ ] - বুদ্ধদেব “ভগবান ক্ষত্রিয় ছিলেন, জামরাও ক্ষত্রির, আমরাও ভগৱানের । দেহের অংশ পাইতে পারি। আমরাও ভগবানের দেহাংশের | উপর গুপ নিৰ্ম্মাণ করিব।” কিন্তু দূত আসিয়া দেষিল, বুদ্ধের শরীর পূর্বেই অষ্টভাগে বিভক্ত হইয়াছে। তখন সে । বুজের চিতা হইতে অঙ্গার লইয়া গেল। পিয়লিষনীয় মৌর্য্যগণ ঐ অঙ্গারের উপর মহাস্ত,প নিৰ্ম্মাণ করিলেন । এইরূপে আটটা শরীরস্ত,প, একটা কুম্ভস্ত,প ও একটা অঙ্গারগুপ, সৰ্ব্বগুৰু দশটা স্তুপ নুিষ্ঠিত হইল। এক সময়ে বুদ্ধদেবের প্রবর্তিত ধৰ্ম্ম সমস্ত জগতে প্রচারিত হইয়াছিল। এখনও মানব জাতির প্রায় এক তৃতীয়াংশ লোক এই বুদ্ধের অনুগামী ও বুদ্ধের ভক্ত। [ বৌদ্ধ শৰে অপরাপর সবিস্তার বিবরণ দ্রষ্টব্য। ]