পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুধ - t es સૂર્વ থাকে। মেষে বুধ থাকিলে ৰিগ্ৰহপ্রিয়, অন্ধবেত্ত, অতিশয় । চতুর, প্রতারক, সৰ্ব্বদা চিন্তাৰিত, অতিকৃশ, সঙ্গীত ও নৃত্য কৰ্ম্মরত, অসত্যবাণী, রতিপ্রিয়, লিপিবেত্ত, মিথ্যাসাক্ষ্যwাতা, বছভোজনশীল, বহুশ্রমোৎপন্ন ধনধান্ত-বিনাশকর, অনেক । বন্ধনভাগী, রণে অস্থির ও বঞ্চক হয়। বুষে বুধ থাকিলে দক্ষ, দাস্তিক, দাতা, জ্ঞানাপন্ন, বিজ্ঞানশাস্ত্র ও বেদজ্ঞ, আরাম, বঙ্গভূষণ ও মাল্যবিধিবেত্ত, স্থির প্রকৃতি, শীততাযুক্ত, স্ত্রীধনযুক্ত, প্রিয়বর্ণকখনশীল, গান্ধৰ্ব্ব, হাস্তলীলা ও রতিশীল হইয়া | থাকে। মিথুনে বুধ থাকিলে শুভবেশধর, প্রিয়ভাষী, বিখ্যাত, মতিমান, স্নায়ুম্বিত, মানী, বিখ্যাত অশ্বের স্তায় ক্রীড়নশীল,স্ত্রীপুত্র । বিবানরত, শ্রতিকাব্য ও কলাবেত্তা, কবি, স্বাধীন, ឈ្មោះ, প্রমাণরত, অনেকক, অনেকপুত্র ও বহুমিত্রসম্পন্ন হয়। : কর্কটে বুধ থাকিলে প্রাঙ্গ, বিদেশনিরত, স্ত্রীরতি ও গৃহে অতিশয় আসক্তচিত্ত, চপলতাসম্পন্ন, অনেক প্রলাপশীল, স্বীয় বন্ধু- | বিদ্বেষ ও বাদয়ত, দ্বেষ্ট, চেরধনযুক্ত, কুৎসিতস্বভাব, সংকৰি ५ष५ श्रांप्रद११कौहिंचांद्रा दिशrांड रुहेग्न १८क । সিংহে বুধ থাকিলে জ্ঞান এবং কলাফু, লোকবিখ্যাত, মসত্যবাদী,অল্পশ্রবণশীল, ধনবান, সত্বহীন, সহজহস্ত, স্ত্রীদুর্ভাগ্যধীন, মস্বাধীন, জঘন্তকৰ্ম্মকারী, স্ত্রীলোকের ছায় আকৃতি, সস্ততি- ! ঠান, স্বীয়কুলের বিরুদ্ধ কাৰ্য্যকারক এবং লোকাভিরাম হয়। । তুলারাশিতে বুধ থাকিলে সৰ্ব্বদা শিল্পকৰ্ম্ম ও বিবাদে অভি- | রত, বাক্‌চাতুৰ্য্যসম্পন্ন, অতিশয় ব্যয়ী, নানাদিকে বাণিজ্য । কারক, বিজ্ঞান, অতিথি ও গুরুভক্ত, কৃত্রিম ব্যবহারকুশল, সন্মানিত, দেব ও বিপ্রভক্ত, শঠতাপরায়ণ, বলহীন, শীঘ্রকোপ | ७ *ग्निप्ङांरुभूद्ध झग्र । বৃশ্চিক রাশিতে বুধ থাকিলে শ্রমশোক ও কর্ণা, অত্যন্ত ধৰ্ম্ম ও লজ্জাশীল, মুখ, সাধুশীলহীন, লোভী, দুষ্টাঙ্গন- | রতিশীল, নিষ্ঠুর ও দম্ভনিরত, অস্থির কৰ্ম্মকর, লোকবিশিষ্ট, অতিশয় বিরুদ্ধধৰ্ম্মা, ঋণী ও নীচান্নপ্রিয় হইয় থাকে। ধনুরাশিতে বুধ থাকিলে—দাতা, শাস্ত্র, শ্রত ও বীৰ্য্যসম্পন্ন, মন্ত্রণাকুশল বা পুরোহিত, কুলপ্রধান, মহাবিভবসম্পন্ন, যজ্ঞ ও অধ্যাপনায়ত, মেধাবী, বাকৃপটু, লিপি, লেখ্য ও শহ্মকুশল । ছয় । | মকররাশিতে বুধ থাকিলে—নীচ, মূখ, যওপ্রকৃতি, পরকৰ্ম্মকয়, কলাদিগুণহীন, নানাদুঃখযুক্ত, শীঘ্রবিহারী, অতিশয় । ধলসম্পন্ন, খল, অসত্যচেষ্টাবিশিষ্ট, বদ্ধবিযুক্ত, অসংষতাত্মা, মলনমূই, ভয়চকিত ও নিষ্ঠাহীন হয়। কুম্ভরাশিতে বুধ পাকিলে-বাক্য ও বুদ্ধিকৃত কৰ্ম্মহীন, ধৰ্ম্মশুম্ভ, লজ্জারহিত, আশাহীন, শক্রপরাভূত, অশুচি, লীলতা- | বর্জিত, অজ্ঞ, অতিশয় দুষ্টাস্ত্রীযুক্ত, শক্রযুক্ত, ভোগত্যক্ত, সৰ্ব্বদ। বিভাগবেত্তা ও ক্লীবতুল্য হয় । মীনরাশিতে বুধ থাকিলে—আচার ও শৌচনিরত, দেবতামুরক্ত, সন্ততিবিহীন, দরিদ্র, স্বন্দরীপত্নীযুক্ত, সাধুদিগের প্রিয়পাত্র, পরিহাসরত, শূচ্যাদি কৰ্ম্মকুশল, পরধনসঞ্চয়শীল, রক্ষাকর্তা ও বিখ্যাত হইয়া থাকে । বুধ দ্বাদশরাশিতে থাকিলে উপরিউক্ত ফলসমূহ হইয়া থাকে। ইহাভিন্ন শক্র বা মিত্রের গৃহে অবস্থান করিলে বা শত্র ও মিত্র কর্তৃক দৃষ্ট হইলে ভিন্নরূপ ফল হইয়া থাকে। বুধ যদি মঙ্গলের গৃহে থাকে এবং রবি যদি ইহাকে দেখে ; তাঙ্গ হইলে সত্যবাদী, সুধী, রাজসৎকৃত এবং বন্ধুদিগের প্রতির পাত্র হয়। ঐ বুধ যদি চন্দ্র কর্তৃক দৃষ্ট হয়, তাছা হইলে যুবতীজনের চিত্তহারী, অতিশয় সেবক, অত্যন্ত মলিনদেহ ও গীতশীল হয় । মঙ্গল কর্তৃক সৃষ্ট হইলে—মিথ্যাপ্রিয়, সুন্দরকাব্য ও কলঙ্কযুক্ত, পণ্ডিত, প্রচুর ধনবান, ভূমিপ্রিয় ও শূর হয়। বুধ ও বৃহস্পতি কর্তৃক সৃষ্ট হইলে মুখযুক্ত, কেশসমূহ অতি সুন্দর, প্রভূত ধনবান, আজ্ঞাপক ও পাপায় হয় । শুক্র কর্তৃক দৃষ্ট হইলে নৃপকাৰ্য্যকারী, মুভগ, দুঃখী ও চাতুৰ্য্যযুক্ত হয়। শনি কর্তৃক দৃষ্ট হইলে অতিশয় দুঃখযুক্ত, উগ্রপ্রকৃতিসম্পন্ন, হিংসারত ও নিত্যকুলজনবিহীন হইয়া থাকে। এইরূপ মঙ্গল বুধ বুহম্পতি প্রভৃতি যে গৃহের অধিপতি যিনি, বুধ • তাহার গৃহে থাকিয়া রব্যাদি গ্রহের দৃষ্টিযুক্ত হইলে বিভিন্ন ফল হইয় থাকে । বাহুল্যভয়ে তৎসমুদায় এই স্থলে লিখিত হইল না । বুধগ্রহ পাপগ্রহের সহিত থাকিলে-পাপ এবং শুভগ্রহের সহিত থাকিলে শুভফল প্রদান করিয়া থাকে। যদি কাহার नश्ठि ना थारक, उांश श्हे८ग शृश्याभौ ७ नृहे नषकशद्र! শুভাশুভ নির্ণয় করা হইয়া থাকে ; কিন্তু বুধ রবির সহিত থাকিলে দোষের হয় না, তাহাতে বুধাদিত্যযোগ হইয়া থাকে। এই যোগস্থলে বুধের নিমে রবির থাকা আবশ্বক, অর্থাৎ বুধ যে নক্ষত্রে থাকিবে, রবি সেই নক্ষত্রের নুন নক্ষত্রে থাকিবে । বুধের উপরিভাগে রৰি থাকিলে এই যোগ হইবে না। এই যোগে জন্ম হইলে চাকচক্ষু, বিচক্ষণ, জ্ঞানবান, ধনবান এবং স্লাজমণ্ডলে পূজিত হইয়া থাকে। রবির দীপ্তাংশে যে কোন গ্রন্থ থাকুক না কেন, সেই গ্রন্থ অস্তমিত হইবে । যে গ্রহ অস্তমিত হইবে, তাছার ফল অশুভ। ইহার মধ্যে বিশেষ এই যে, বুধ অস্তমিত হইলেও তত অগুস্ত হয় না। বুধ—জ্যোতির্বিদ্যা, মাতুল, গণিত, বৈষ্কা, সৌন্দৰ্য্য ও শিল্প বিদ্যাকারক। বুধের অবস্থান দেখিয়া এই সকলের নির্ণয়