পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুলদান • [ ৯৬ ] বুলবুল বোস্তা বান্ধীর পুত্র জালাউদ্দীন রোহন-খের নামক স্থানে খাদেশ ও বুলবুল, পারসী ) ক্ষুদ্র পক্ষিবিশেষ । [ বুলবুলী দেখ। ] -پی-پس গুজরাতরাজসৈন্যকে পরাভূত করেন। - বাক্ষ্মণীরাজবংশের পর বুলবুল বোস্তl, ইহাকে ইংরাজী ভাষায় নাইটুইঙ্গেল ইমাদশাহী রাজগণ এখানে আধিপত্য বিস্তার করেন। তৎপরে : आक्रमिनर्णय ब्राजयश्tअब्र अङ्कामग्र श्ब्र । ५९२७ श्रृंटे एक फ्रामবিবি বেরার রাজ্য সম্রাট আকবরশাহের ছন্তে সমর্পণ করেন। । সম্রাটুপুত্র মুরাদ ও দানিয়াল যথাক্রমে এখানকার রাজপ্রতিনিধি | নিযুক্ত 제 1 >》o & श्रृंहेरश আকবরের মৃত্যুর পর জাবি- | সিনীর সঙ্গার মালিক অম্বর বেরীয় অধিকার করিয়া ১৬২৮ খৃষ্টান্স পৰ্য্যন্ত শাসন করেন। তৎপরে সিদ্ধখেরের দেশমুখ । লাকতী যাদবরাওর সাহায্যে সম্রাট শাহজাহান এই রাজ্য । পুমরুদ্ধার করেন । উক্ত যাদবরাও মালিক অম্বরের ১০ হাজার অশ্বারোহীর সেনানায়ক ছিলেন। তিনিই শাহজাহানের পক্ষ হইল নীয় পূৰ্ব্বস্বামীর অদৃষ্টাকাশ ঘনাদ্ধকারে সমাচ্ছন্ন করিয়াছেন। এই লাকঙ্গী যাদবের এক বীরপ্রস্থ কম্ভ भझांप्रांड्रे८कर्णद्वैौ श्रियांखैौग्न भांडा । श्रब्रजाछएरुद्र ब्रांङए जघtग्न ৬৭১ খৃষ্টালে শিবাদীসেনানী প্রতাপরাও এস্থান হইতে চোখ । সংগ্রহ করেন। তৎপরে ১৭১৭ খৃষ্টাব্দে সম্রাটু ফরুখশিয়রের সময়ে মহারাষ্ট্রগণ এস্থান হইতে চৌথ ও সরদেশমুখী করসংগ্রহের সনঙ্গ প্রাপ্ত হন। ১৭২৪ খৃঃাঙ্গে চিন্‌ খালিচ খান । ( নিজাম উলমুলক ) সখর-খেদলার (ফতেখেলো ) নিকটে । মোগলসৈন্যকে পরাভূত করেন । কিন্তু তিনি মহারাষ্ট্রদিগকে । কয় সংগ্ৰছ হইতে নিবtয়ণ করিতে পারেন নাই । ১৭৬০ } খৃষ্টাব্দে মেছকর পেশবার হস্তে সমৰ্পিত হয় । ১৭৬৯ খৃষ্টাব্দে নিজামও পুণরাজের অধীনতা স্বীকার করেন। ইংরাজ যুদ্ধে । মহারাষ্ট্র পরাম্ভবের পর ১৮০৪ খৃষ্টাব্দের নিজাম ইংরাজামুগ্ৰছে | সমগ্র বেরার রাজ্য প্রাপ্ত হন । ১৮১৩ খৃষ্টাব্দে মহারাষ্ট্ৰদল পুন- | ৰায় ক্ষতেখেলে। অধিকার করেন। পেদ্ধারি যুদ্ধের অবসানে । ১৮২২ খৃষ্টাঙ্গেয় সন্ধি অনুসারে এই প্রদেশ সম্পূর্ণরূপে . নিজামের হস্তগত হয়। তৎপরে মহারাষ্ট্রগণ আর মস্তকোত্তলন । করে নাই। কিন্তু স্থানীয় জমিদার, তালুকদার, রাজপুত ও মুসলমানগণের উপদ্ৰৰে রাজ্য মধ্যে বিশেষ উচ্ছ জ্বলতা উপস্থিত হয়। এই বিপ্লবের ফলে ১৮৪৯ খৃষ্ট্রাঙ্গে মালকাপুর লুষ্ঠিত হইয়াছিল। ১৮৫১ খৃষ্টাৰে যাদবৰংশীয়গণের অধিনায়কতায় । শেষ পেশৰ বাল্পীরাওর আরব সৈন্ত নিজাম সৈন্তগণকে ; পরাভূত করে । এই কার্ষ্যে অসন্তুষ্ট হইয়া ইংরাজগণ বাজীরাওর পূৰ্ব্ব সম্পত্তি কড়ির গরেন এবং তাকে স্ট্রিনগরে নজৰুৰী ! করিয় রাখেন । | দেউলগাও-রাজ, মালকাপুর, লক্ষুর, চিখলি, ধোনেগাঁও, বুল । aান, দেউলঘাট, মেহকয় ও ক্ষতেখেলো এখানকার প্রসিদ্ধ নগর। | (Nightingale si Pellorreum rufeceps) e tără “বুলবুলবোস্তা” বা “বুলবলহাজার দস্তিান” বলে। অনেকেই বোধ করি এই সুবিখ্যাত গায়ক পক্ষীকে দেখিয়াছেন । ইহার সৌন্দৰ্য্য অতি সামান্য ; কিন্তু ইহার স্বর এত সুললিত যে, যে কোন ব্যক্তি একবার এই পক্ষীর গান নিবিষ্টচিত্তে শ্রবণ করিয়াছেন, তিনিই মুক্তকণ্ঠে ইহাকে গায়কবিহগকুলের শ্রেষ্ঠ বলিয়া স্বীকার করিতে ও ইহার এই চিত্তোম্মাদক স্বরের ভূয়সী প্রশংসা করিতে কুষ্ঠিত হন নাই। এই পার্থী সচরাচর ১•• একশত হইতে ১৫০ দেড়শত টাকা মূল্যে বিক্রয় হইয় থাকে । প্রাণীতত্ত্বজ্ঞেরা বলেন যে, বুলবুলবোস্তার গানোপযোগী শির ও মাংসপেশী সমুদায় অত্যন্ত সবল ; অন্য গায়ক পক্ষীদিগের উছা তত পরিপুষ্ট হইতে দেখা যায় না। এই নিমিত্ত ইহাদের স্বর অত্যন্ত উচ্চ এবং ইহার অনেকক্ষণ পর্য্যন্ত বিবিধস্বরে গান করিতে সমর্থ । দুই-প্রকার বুলবুলবোস্ত দেখিতে পাওয়া যায়। তন্মধ্যে এক শ্রেণীর পাখী গুলি সমতল ক্ষেত্রের অরণ্য মধ্যে বাস কয়ে । ইহাদের শরীরের দীর্ঘতার পরিমাণ প্রায় পাচ ইঞ্চি ; এই দৈর্ঘ্যের আবার সাৰ্দ্ধ দুই ইঞ্চি পুচ্ছ ; চঞ্চু এক ইঞ্চির কিঞ্চিৎ নুন। চঞ্চু স্বশ্নাগ্র ও অবক্ৰ। চকুর ও মুখের অভ্যস্তরভাগ পীতবর্ণবিশিষ্ট । ইহাদের পৃষ্ঠাদি উপরিভাগের বর্ণ প্রায় নস্তের স্থায়, তলভাগ ঈষৎ শ্বেতাভ ও পদদ্বয় ঈষদ্রকমিশ্রিত শুভ্রবর্ণ। . অপর শ্রেণীর পক্ষীগুলি পৰ্ব্বতোপরি বাস করে এবং কখন কখন পৰ্ব্বত নিম্নভাগস্থ অরণ্যাদিতেও দেখিতে পাওয়া যায় । অপাৰ্ব্বত্য শ্রেণীর পক্ষীগুলি অপেক্ষা এই শ্রেণীর পার্থীগুলির দেহের পরিমাণ প্রায় দুই ইঞ্চি অধিক এবং কণও কিঞ্চিৎ গাঢ় ছয় । প্রথম শ্রেণীর পক্ষী অপেক্ষা দ্বিতীয় শ্রেণীর পক্ষীদিগের কণ্ঠধ্বনি অনেক পরিমাপে উচ্চ ; বিশেষতঃ দ্বিতীয় শ্রেণীর বুলবুলবোস্তারাই রজনী-গায়ক বলিয়া বিখ্যাত । বুলবুলবোস্ত প্রৌঢ়াৰস্থাতেই অধিক পরিমাপে গান করিয়া থাকে । বুলবুলবোস্তার পুংপক্ষীয়াই গানকারী ; এই পক্ষিগণ বাল্যাবস্থায় প্রায় দুই তিন মাসকাল গান করে এবং দলবদ্ধ হইয়া তিন চারিমাস একস্থানে অবস্থান করে । ঐ সময়ের মধ্যে তাহারা প্রায় চুইবার অওপ্রসব, শাবকোৎপাদন ও তাহীদের প্রতিপালন করিয়া খাকে । শাবকাবস্থাতেই ইহুদিগের পুং স্ত্রী প্রভেদ বিশেষরূপ প্রকাশ পায় । যে সকল শাবকের বক্ষের ও