পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निछांमब्राझा বেরার রাজ্যকে বাদ দিলে অবশিষ্ট সাম্রাজ্যের উত্তর অক্ষাং | ২ •” ৪ হয়। এই রাঙ্কা দক্ষিণ-পশ্চিম হইতে উত্তর পূৰ্ব্বে | প্রায় ৪৭৫ রাষ্টল দীর্ঘ এবং প্রস্থে ও প্রায় তদনুরূপ। বেরার বাদে অবশিষ্ট নিজামরাঙ্গের পরিমাণফল প্রায় ৮.• • • বর্গ মাইল। এই রাজ্যের উত্তরে এবং উত্তরপূৰ্ব্বে মধ্য-প্রদেশ, দক্ষিণে ও দক্ষিণপূর্গে মাদ্রাজ প্রেসিডেন্সীর অন্তর্গত রাজ্য, পশ্চিমে ও উত্তর-পশ্চিমে বোম্বাই প্রেসিডেন্সীর অন্তর্গত রাজ্য। পশ্চিমাংশে ইংরাজদেগের নির্বাঢ়স্বত্বাধিকৃত কতকগুলি দ্বান আছে। বেরার বাদ দিলে, অবশিষ্ট নিজামরাজ্যের মধ্যে পুৰ্ব্ববিভাগে থমমেৎ, নলগোগু, মহবুবনগর ও নগরকল, উত্তর বিভাগে মেহদক, ইন্দোর, বিদর, লগগুল ও শিরপুরতপুর, পশ্চিম বিভাগে বিদর, নন্দের, নলপ্পুর্গ, দক্ষিণ বিভাগে রাইচুর, লিঙ্গসাগর, সোরাপুর ও গুলার্গ এবং উত্তরপশ্চিম বিভাগে আরঙ্গাবাদ, বীড় ও পর্ভানি জেলা বিদ্যমান আছে । ইহার রাজধানী হায়দরাবাদ এবং ইহার সহরতলীসমূহ একত্র সদর-জেলা নামে অভিহিত । হায়দরাবাদ রাজ্য সমুদ্র ঠীর হইতে গড়ে প্রায় ১২৫০ ফিটু উচ্চে অবস্থিত । কোন কোন পাহাড় প্রায় ২৫০০ ফিট উচ্চে অবস্থান করিতেছে । গোলকুগুয়ে যে দুর্গ বা সেনানিবাস আছে, উহা প্রায় ! সমুদ্র হইতে ২-২৪ ফিট উচ্চে নিৰ্ম্মিত। তার্থী নদীর উপ- : ত্যকাভূমির জল কেবলমাত্র পশ্চিমমুখে কাম্বে উপসাগরে ৷ পতিত হইতেছে, তদ্ধির যাবতীয় সাম্রাজ্যের জলরাশি পূর্বাভিমুখে | গোদাবরী ও কৃষ্ণানদী দিয বঙ্গোপসাগরে নীত হইয়া থাকে । f এথানকার জমি প্রায়ই বন্ধুর । বালাঘাট গিরিশ্রেণী ২• • মাষ্টল, সহাদ্রিশ্ৰেণী ২৫ • মাইল এবং গাবিলগড়শ্রেণী ১২০ মাইল বিস্তৃত। লেণগঙ্গা ও বদ্ধার সঙ্গমস্থলে এবং শেষোক্ত । নদীর তীরবস্তু উপত্যকাপ্রদেশে বিস্তৃত লৌহ ও পাথরিয়া কয়লার খনি আছে । ইলোরের ১• • মাইল উত্তরপূর্কে আরও একট ক্ষুদ্র কয়লার খনি দৃষ্ট হয় । শাহাবাদে চূণ-পাথরের খনি আছে। ' হায়দরাবাঙ্গ রাষ্ণো যে সমস্ত নদনদী বর্তমান থাকিয়৷ এই রাজ্যকে স্বনরক্ষপে জলসিক্ত করিতেছে, তন্মধ্যে গোদাবরী, l পূর্ণ, প্ৰাণহিত বরদা, বেণগঙ্গা, কৃষ্ণ, ভীম ও তুঙ্গভদ্র প্রধান । জলবায়ু সাধারণতঃ স্বাস্থ্যকর। জেলায় যে সমস্ত বালুকপ্রস্তরময় গিরিমালা বিদ্যমান, সেখানে চক্ষুরোগ অত্যন্ত প্রবল । হায়দরাবাদ রাজ্যে উত্তম উত্তম ঘোটক, হস্তী ও উত্ন । পাওয়া যায় এবং ঐ সমস্ত বস্তু খরিদ জন্য ক্রেতাগণ বহুদূর | হইতে এখানে সমাগত হয় । | [ ১০২ ] নিজামরাজ্য এখানকার জমি সাধারণতঃ উৰ্ব্বর। ‘লাল জমিন্‌ নামক যে একপ্রকার লালবর্ণবিশিষ্ট জমি দৃষ্ট হয়, উছ বন্ধীক গিরির ধ্বংসাবশেষ দ্বারা আবৃত। এখানে জমিতে সার দিয়া চাষাদি করিলে সৰ্ব্বকালে সৰ্ব্বপ্রকার শস্ত উৎপন্ন হয় । অর্থাৎ শস্তবিশেষ ঋতুবিশেষের অপেক্ষা করেন। তুলার চাষ বহু পরিমাণে বিস্তৃত। নারিকেলবৃক্ষ অনেক আছে ও এখানকার লোক তাহার রসে তাড়ি প্রস্তুত করে। হায়দরাবাদের গ্রামসমুহে অসংখ্য আম্র ও তেঁতুলগাছ জন্মিয় থাকে। ধান্ত, গম, নানাজাতীয় ভুট্ট, জোয়ার-বজরা প্রভৃতি এথানকার প্রধান শস্ত । সর্ষপ, তিল ওঁ ভেরাগু অনেক জন্মে। তদ্ভিন্ন শিম্‌ জাতীয় অনেক বৃক্ষ দৃষ্ট হয়। পিঁয়াজ, রশুন, গাজর, ধনিয়া, মূল, গোলআলু, লালসালু, শুষ্ঠ ও তেঁতুলের চাষ আছে। তুলা, নীল এবং ইক্ষুর চাষ বহু বিস্তৃত। তামাকের চাষ অল্প পরিমাণে হইয়া থাকে। এখানকার ফুটি ও আনারস নাগপুরের কমলালেবুর স্থায় প্রসিদ্ধ । দৌলতাবাদের লাল আঙ্গুর অনেকস্থলে নীত হইয়া থাকে। জঙ্গলে তসরের কীট, লাক্ষ, মোম, মধু, রজন ও নানাপ্রকার অাটা পাওয়া যায়। গোচন্মের বিস্তৃত বাণিজ্য আছে। সে গুণ ও শিশুকাষ্ঠ বিপুল জন্মে। নিজামরাজোয় মধ্যে মুসলমানের সংখ্যাই অধিক। উহার অসভ্য জাতি মধ্যে পরিগণিত । কিন্তু সদয় ব্যবহারে তাহার। নানাসম্প্রদায়ে বিভক্ত। তন্মধ্যে সেখ, সৈয়দ, মোগল ও পাঠান সম্প্রদায়ই প্রধান । তদ্ভিন্ন ব্রাহ্মণ, রাজপুত, বৈরাগী, বিদার, ভষ্ট, চামার, দরজা, ধাঙ্গড়, গোণ্ডা, গাওলী গোসাঞি, গুজরাতা, লিঙ্গায়ৎ, যোগী, লোহার, কোমতি, কোলী, কোষ্ট, কুগ্ৰী, মাঙ্গ, মালী, মহর, কুম্ভকার, মহলী, মাল্ভাব, মরাঠী, মারবারী, সোণার, তৈলঙ্গী, তেলী, বন্দর, বঞ্জার ( মুটে ), বেণে, ভাল, গদ (গোড় ), কোয়, লম্বানী, পান্ধী, শিখ, আরবী, রোহিল, অসভ্যজাতি ও অন্সান্ত কতকগুলি জাতি এই বিশাল রাজ্যে বাস করে। ইহার দক্ষিণপূৰ্ব্বাংশে তেলগু ভাষা, দক্ষিণপশ্চিম জেলা সমূহে এবং কৃষ্ণানদীর নিকটবৰ্ত্তী স্থানে কণাড়া ভাষা, উত্তর এবং পশ্চিম প্রদেশে মরাঠীভাষা প্রচলিত। এতদ্ভিন্ন কএকস্থলে নানারূপ মিশ্রিত ভাষার ব্যবহার দৃষ্ট হয় । এই রাজ্যের মধ্যে তৈলঙ্গ বাসিরা অৰ্দ্ধসভ্য। তাহার সামান্ত পর্ণকুটরে বাস করে বলিলেও অত্যুক্তি হয় না। সাধারণ লোকের মধ্যে ভাঙ্গ বা সিদ্ধির অত্যন্ত প্রচলন । মদিরাপানও দোষাবছ মনে করে না এবং নারিকেল প্রভৃতি রস হইতে নান্নারূপ মদ্য প্রস্তুত করিয়া আনন্দের সহিত পান করে। গোড়গণ পৰ্ব্বতকনারে ও কাননাভ্যস্তরে বাস করে এবং