পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিধিরাম [ >२४ ] নিধিবাস ുബTarunnoBot (আলাপ)...-- - --להחד-א-שריים -- - * StS ttt ttt DD BBS BBBBS BBBS BS BBBBBB BBB BBBBB BBBB BBBB BBBBS | পুষ্প, মুকু, বিক্রম, শঙ্খ ও গুক্তি প্রভৃতি এবং অন্যান্ত জলপাত । কবিতাটতেও কবিচন্দ্রের’ ভণিতা দৃষ্ট হয়। প্রভৃতি বানিচয় ভোগ ও ক্রয় বিক্রয় করিয়া থাকে। હરે | নিধিরাম গুপ্ত, (প্রকৃত নাম রামনিধি ) একজন স্বভাবজাত সকল সবে তাছার কিছুমাত্র অনুরাগ জন্মে না, তড়াগ, দেবালয় | প্রভূত নানাবিধ সংকৰ্ম্মে কালাতিপাত করে । এই নিধি | তিন পুরুষ মাত্র ভোগ হয় । শঙ্খনিধি-–এষ্টনিধি রজঃ ও তমোময় । এই নিধির অধি- | ষ্ঠানে লোকের স্বভাবও রজঃ ও তমোময় হয়। এই নিধি | একপুরুষমাত্র ভোগ ইষ্টয়া থাকে। এই নিধির অধিপতি । একাকী দিব্যভোজন ও অলঙ্কারাদি দ্বারা সৰ্ব্বদা শোভিত । থাকিতে ভালবাসে, অপরের কথা দূরে থাকুক, আপনার ; ভাৰ্য্যা ও পুত্রাদিকেও কিছুমাত্র প্রদান করে না । এষ্ট অষ্টনিধির বিষয় যথাযথ বিবুত হইল। স্বয়ং পদ্মিনী দেবী এই সকল নিধির উপর আধিপত্য বিস্তার করিয়া থাকেন। (মার্কণ্ডেয়পু ৬৮ অ' ) ৮ পৌরবংশীয় নৃপবিশেষ । ইনি রাজা দগুপাণির পুত্র । মৎস্তপুরাণাদি মতে নিরামিত্র নামে বিখ্যাত ছিলেন । ( মৎস্তপু" ৫ •৷৮৩ ) ৯ মহাদেব । ( ভারত ১৩১৭৷৩৬ ) ১• ঋষিদিগের ঋণতৃত পাঠযুত বেদ । [ নিধিগোপ দেথ । } নিধিগোপ ( পুং ) নিধিমূৰ্যাণামুণভূতপীঠে বেদস্তুং গোপ্যুতি, গুপ-অর্ণ । অনূচীন । "মথ ধদেবাসু ফ্ৰবীত তেল ঋষিভা ঋণং জায়তে । তস্তুৈভ্য এতৎকারাতি ঋধীণাং নিধিগোপং হনুচানমাছঃ ॥" ( শতপথ রা" ১।৭।২।৩) নিধিমথ (পুং ) নিধীনাং নাথঃ । কুবের, পৰ্য্যায়-নিধীশ, নিধীশ্বর, নিধি প্রভু । নিধিনাথ, একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত । ইনি হায়সারসংগ্রহ নামে একখানি গ্রন্থ প্রণয়ন করেন । মিধিপ ( পুং ) নিধি-প) ক । ধনেশ্বর, কুবের। নিধিপতি (পুং ) নিধানাং পতিঃ । কুবের । নিধিপ ( পুং ) যক্ষাধিপতি । নিধিপাল ( পুং ) যক্ষেশ্বর। নিধিমণ্ড (ত্রি) ধনযুক্ত। ( ঋক্ ২৩৯১ ) নিধিরাম কবিচন্দ্র, একজন বিখ্যাত কবি । ইনি বিষ্ণুপুরের রাজা গোপালসিংহের সভাপণ্ডিত ছিলেন । বন্দ মাত সুরধুনী iীর্ষক গঙ্গাবনানাট নিধিরামের ভণিতাযুক্ত দেখা যায় । এতদ্ব্যতীত তিনি বাঙ্গালা ভাযায় সংক্ষিপ্ত রামায়ণ ও মহাভারত এবং প্রীমদ্ভাগবত অবলম্বনে গোবিন্দমঙ্গল, দাতাকৰ্ণ প্রভৃতি কএকখানি ক্ষুদ্র ও বৃহৎ গ্রন্থ রচনা করেন । কৃত্তিৰালী বাঙ্গালী কবি। ইনি ১৬৬৩ শকে বৈদ্যবংশে জন্মগ্রহণ করেন। পাণ্ডুয়ার অন্তর্গত ইলছোবার নিকটবৰ্ত্তী চাপৃতা’ নামক গ্রামই ইহার আদি বাসস্থান । ইষ্টইণ্ডিয়া কোম্পানীর অধীনে ইনি কাৰ্য্য করিতেন ; সেই কারণ ইনি কলিকাতার অন্তৰ্ব্বৰ্ত্তী কুমারটুলি নামক স্থানে আসিয়া বাস করিতে বাধ্য হইয়াছিলেন। ইহার সুমিষ্ট বাক্য-বিন্যাস ও সরল কথায় বর্ণিত কবিতাগুলি, বড়ই হৃদয়গ্রাহী এবং সাধারণের মনোমুগ্ধকর। নিধুবাবুর রচিত কবিতার মধ্যে নিম্নলিখিত একটী ছত্র পাওয়া যায়। ‘নানান্‌দেশের নানান ভাষা। বিনে স্বদেশী ভাষা মিটে কি আশ ॥ ইহাতেই স্পষ্ট জানা যাইতেছে যে, নিধুবাবু বঙ্গভাষানুরাগী ছিলেন । আদিরসঘটিত গীতরচনায় ইহার অলৌকিক ক্ষমতা ছিল । এরূপ সরল ভাষায় রচিত ভাবপূর্ণ ও মনোহারিণী কবিতা বঙ্গ-সাহিত্যে অভি বিরল। তন্মধ্য হইতে একটা নিম্নে উদ্ধত হইল— > ভালবাসিবে ব’লে, ভালবাসিনে । আমার স্বভাব এক্ট, তোমা বই আর জানিনে ॥ বিধুমুথে মধুর হাসি, আমি বড় ভালবাসি, তাই তোমারে দেখতে আসি, দেখা দিতে আসিনে ॥ & | নয়ন নীরে কি নিবে মনের অনল । সাগরে প্রবেশি যদি না হয় শীতল ৷ তুযায় চা তকী মরে, অন্ত বারি নাহি হেরে, ধারাজল বিনা তার সকলি বিফল ৷ যবে তারে হেরি সখি, হরিষে বরিযে আখি, সেই মারে নিবে যদি অনল প্রবল ৷ ইহার রচিত গীতগুলি নিধুর টপ্পা’ নামে পরিচিত। আদিরস ভিন্ন নিধুবাবুর রচিত অন্তরূপ (1 | ১৭৫৬ শকে অর্থাৎ ১৮৩৪ খৃষ্টাব্দে প্রায় ৯৪ বৎসর বয়সে তিনি ইহলোক পরিত্যাগ করেন। গুণাকর ভারতচন্দ্র রায়ের মৃত্যু সময়ে ইহার বয়স ১৯ বৎসর ছিল । সাধারণে গীত অল্প নিধিরাম শৰ্ম্ম, একজন গ্রন্থকার, ইনি আচারমালা’ নামে একুথানি সংস্কৃত গ্রন্থ রচনা করেন। নিধিবাস, (নিবাস) আহ্মদনগরের অন্তর্গত একটা মহকুমা। ইহার উত্তরদিকে গোদাবরী নদী, নিজাম রাজ্যের সীমা নির্দেশ করতেছে, পূৰ্ব্বে শিবগাও, দক্ষিণে নগর এবং পশ্চিমে রাহুড়ি ।