পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* নিমগাও भांशूरु भएज़ कि ¢नथांtन ।’ সময় নিমের ডালে দাতন করিলে মুখ পরিষ্কার এবং ট্রাতের গোড়া শক্ত হয়। ঢোল বা তব্‌লার উত্তম্বোত্তম খোল এই নিম কাঠে নিৰ্ম্মিত হয়। শ্ৰীক্ষেত্রের জগন্নাথদেবের দারুময় মূৰ্ত্তি এই নিমকাণ্ঠে গঠিত । নিম (পুং ) শলাক, শঙ্কু । নিমক (পারসী ) লবণ । নিমকদান ( পারসী ) লবণপাত্র । নিমকমহল, লবণ প্রস্বতের প্রধান কাৰ্যস্থান। নিমকহলাল (পারসী) , রাভক্ত । ২ বিনয়ী । ৩ বিশ্বস্ত । ৪ কৃতজ্ঞ । নিমকহলালী ( পারসী ) > রাজভক্তি। ২ কৃতজ্ঞতা । ৩ বিশ্বস্ততা । নিমকহারাম (পারসী ) কতয়, অকৃতজ্ঞ। যাহার কৃতজ্ঞতা স্বীকার করে না । নিমকহারামী (পারসী) ১বিশ্বাসঘাতকতা। ২ রাজবিদ্বেষ। নিমকাজী ( পারসী ) নিম্ন কৰ্ম্মচারী। নিমকি ( দেশজ ) নোনুতা খাদ্যদ্রবাবিশেষ । নিমখার (নিমসর ) অযোধ্যার অন্তর্গত সীতাপুর জেলার একটা নগর। গোমতী নদীর বামপাশ্বে সীতাপুর সহর হইতে ২০ মাইল দূরে অবস্থিত। অক্ষা ২৭” ২০০৫ উঃ এবং দ্রাঘি, ৮০° ৩১ ৪. পূঃ । নিমখার একটা প্রসিদ্ধ তীর্থ স্থান। এইস্থানে বহু সংখ্যক মন্দির ও পুষ্করিণী আছে । জনপ্রবাদ এইরূপ যে রাবণ সীতা স্তরণ করিলে পর, রামচন্দ্র রাবণকে বধ করিয়া সীতাকে উদ্ধারপূর্বক অযোধ্যায় প্রত্যাবৃত্ত হন এবং ব্ৰহ্মহত্য পাপ হইতে মুক্তিলাভ করিবার নির্মিত এই স্থানে স্নান করিয়া পাপমুক্ত হন । নিমখাসা ( পারসী ) মধ্যম রকম । নিমখের, মধ্যভারতে ভোপাবারের ঠাকুরগামস্তরাজ বা ভীল এজেন্সীর অধীন একটী ক্ষুদ্র রাজ্য। বিন্ধ্যপৰ্ব্বতের একধারে অবস্থিত। সার জন্‌ ম্যাকমের বাজেআপ্ত বন্দোবস্তের সময় হইতে তিরল গ্রামের ভূ ইয়া বা প্রধান সর্দার ধারারাজকে বার্ষিক ৫- ০২ টাকা কর দিবার অঙ্গীকারে পুরুষানুক্রমে এই রাজ্য ভোগ দখল করিতেছেন। এই তু ইয়া, ধারা এবং মুলতানপুরের যাবতীয় চুর ডাকাতির জন্য দায়ী। ভূইয়া-ভাল জাতীয় দরিয়াসিং এখানকার সর্দার । ইনি বেশ ইংরাঞ্জী লেখাপড় শিথিয়াছেন । 翰 নিমগাও, ভীমানীর তীরবর্তী একটা ক্ষুদ্র জনপদ। খেড়া হইতে ৬ মাইল দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত। এই গ্রামের উত্তরাংশে [ లిసి ] [ নিশিন্দা দেখ । ] মুখ ধুইবার ; নিমচাক ক্ষুদ্র একটী পাহাড়ের উপরে খাণ্ডোবার এক মন্দির অাছে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে গোবিন্দরাও গাইকবাড় এই মনির নিৰ্ম্মাণ করেন। চৈত্র মাসের পূর্ণিমার নি এই দিয়ে একটা মেলা হইয়া থাকে। মেলা উপলক্ষে প্রায় পাচ সহস্র যাত্রির সমাগম হইয়া থাকে। এই মন্দিরের অনেক নিষ্কর দেবোত্তর আছে। নিমগিরি, মাদ্রাজ প্রেসিডেন্সীর অন্তর্গত বিজগাপত্তন জেলাস্থ জয়পুরবিষয়ে অবস্থিত একটা গিরিমালা। এই গিরি পূর্বঘাট গিরির সমান্তর ও প্রায় • • • • ফিন্টু উচ্চ । বংশধারা নদী এই গিরিমালা হইতে উৎপন্ন । নিমগ্ন (ত্রি) নিতরাং মগ্নঃ নি-মস্জ-ত্ব । জুলাদিতে মগ্ন, জলাদিতে ডুবিয়া যাওয়া । নিমচ, গোয়ালিয়র রাজ্যের অন্তর্গত একটা সম্বর । এই স্থানে ইংরাজদিগের একটী সৈন্তের জাড়া আছে। মালবের উত্তরপশ্চিমে, মালব-মিবারের সীমান্ত প্রদেশের মধ্যস্থলে অবস্থিত। অক্ষা” ২৪° ২৭’ ৩৮' উঃ এবং দ্রাধি” ৭৪° ৫৪% ১৫* পূঃ । এই থানে রাজপুতানা-মালবা-রেলওয়ের একট ষ্টেসন আছে । ১৮১৭ খৃষ্টাব্দে গোয়ালিয়রে ইংরাজ ও সিনিয়ার সন্ধি হয়। এই সন্ধির সর্ত অনুসারে দৌলত রাও সিনিয়া সৈন্তগণের আড্ডার স্থান এবং কএক বিঘা জমি প্রদান করেন । ইহার পর আর একটী সন্ধি হয় ; তাহাতে ইংরাজগণ আরও কএকখানি জায়গা প্রাপ্ত হন। যখন সৈন্তের দুরদেশে যুদ্ধার্থ গমন করিবে, তখন তাহদের পরিবারাদি থাকিবার জন্য এথানে একটা ক্ষুদ্র দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল । বর্তমান সময়ে ইহাতে গোলাগুলি অস্ত্রশস্ত্র রক্ষিত হয় । এই স্থান সমুদ্রপৃষ্ঠ হইতে ১৬১৩ ফিটু উচ্চ। জলবায়ু অতি স্বাস্থ্যকর। কোন সময়েই এখানে অত্যন্ত গরম অথবা অত্যধিক শীত পড়ে না। বেশী গ্রীষ্মের সময়েও রাত্রিতে বেশ ঠাণ্ডা পড়িয়া থাকে। নিমচের লোকসংখ্যা সৰ্ব্বশুদ্ধ ২১,৬• • ; তন্মধ্যে হিন্দু ১৪১৬৭ এবং মুসলমান ৫৪৩২ ; বাকী অন্যান্ত জাতি । মিলচ কলিকাতা হইতে ১১১৪ মাইল পশ্চিমে অবস্থিত । নিমচ (পারসী ) ছোট তরবারিবিশেষ । নিমচ) আফগান ও উচ্চগিরিশৃঙ্গবাসী জাতির মিশ্রণে উৎপন্ন এক সঙ্কর জাতি । ইহারা ভারতবর্ষীয় ককেস পৰ্ব্বতে: দক্ষিণস্থ ঢালু স্থানে অবস্থিতি করে। ইহাদের মধ্যে প্রচলিত ভাযার সঙ্গে ভারতবর্ষীয় ভাষার বিশেষ ঘনিষ্ঠত আছে। কিন্তু অtশ্চর্যের বিষয় এই যে লাটিন ভাষার সহিতও ইহার কতক মিল দেখা যায় । নিমচাক (দেশজ ) গোলাকার কাষ্ঠখণ্ড । পাতকুয়ার নিম্নদেশ বাধাইবার জন্ত ব্যবহৃত হয়।