পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নায়কবংশ [ २० ] নায়কবংশ সৈন্তাপত্য গ্রহণ করিলেন। যড়যন্ত্রিগণ ভজোরে পলাইয়া আশ্রয় লষ্টল। চোকনাথ সসৈন্তে তথার গিয় তাহাদিগকে দমন করিলেন । এই সময় তঞ্জোরাধিপ তাহার অধীনতা স্বীকার করেন। ১৬৬৩-৬৪ খৃষ্টাব্দে মুসলমানের আর একবার ত্রিটিনপল্লী ਾਂ করিয়াছিল, কিন্তু এবারও তাহার নিরীহ গ্রামবাসিগণের রক্তে হস্ত কলঙ্কিত করিয়া পৃষ্ঠপ্রদর্শন করিতে বাধ্য হইয়াছিল। তঞ্জোরের নায়ক বিজয়রাঘব মুসলমানদিগকে সাহায্য করিয়াছিলেন বলিয়া চোৱনাথ তাহার ৪ রাজ্য জয় করেন ও তঞ্জোররাজ বিলক্ষণ অবনত হন। ইহারই অনতিপরে, রামনাদের সেতুপতি মল্লার অধীনতা অগ্রাহ করিয়া বিদ্রোহী হইলেন। কিন্তু এবার চোকনাথ তাহাকে দমন করিতে সমর্থ হন নাই। ১৬৭৪ পুষ্টাব্দে তিনি আবার তঞ্জোর আক্রমণ করেন। এবার তঞ্জোরে মৰ্ম্মভেদী বিয়োগান্ত নাটকের অভিনয় হইয়াছিল। বিজয়রাঘব আপনার মানরক্ষা করিতে গিয়া সপরিবারে নিহত হন । অলগিরি নায়ক তঞ্জোরের শাসনকৰ্ত্ত হইলেন । ১৬৭৫ খৃষ্টক্সে চেঞ্জনাথ চন্দ্ৰগিরির রাজকন্যা মঙ্গম্মালের পাণিগ্রহণ করেন। মন্ডুরাপতি র্তাহার প্রণয়ে এতই বিমুগ্ধ হইয়াছিলেন যে নিজ ভ্রাতা মুক্ত অড়কাদ্রির উপর সমস্ত রাজকার্যের ভায় অর্পণ করিয়া আপনি ত্ৰিচিনপল্লীতে থাকিয়৷ সেই রমণীর সহিত আমোদ প্রমোদে অতিবাহিত করিতেন । মন্ত্রিগণ আডুকাদ্রির সহিত যড়যন্ত্র করিতে লাগিলেন ও সকলেই তাহাকে স্বাধীন রাজা হইবার জন্ত উত্তেজিত করিলেন । এদিকে ( ১৬৭৬ খৃষ্টাব্দে ) শিবাজীর বৈমাত্রেয় ভ্রাতা একোজী ও তঞ্জোরের একজন পলায়িত রাজকুমারের সহিত যোগ দিয়া সমস্ত মদুর রাজ্য আক্রমণ করিল। এই ঘোর সঙ্কটকালেও চোঞ্চনাথের চৈতন্ত হয় নাই, তিনি রমণীপ্রেমে উন্মত্ত হইয়া সুখে নিদ্রা যাইতেছিলেন । কিন্তু যখন তিনি শুনিলেন, তাহার আর নিস্তার নাই। তখন তঞ্জোর হইতে মুসলমানদিগকে তাড়াইয়া দিবার জন্য অস্ত্ৰধারণ করিলেন । যুদ্ধযাত্রা করিলেন বটে, কিন্তু সাজাগোজাই সার হইল । এই সময় মহিমুররাজ ম্যুর জয় করিবার চেষ্টা করেন । শিবাজীও দাক্ষিণাত্য অধিকার করিবার জন্য প্রভূত সৈন্যসহ অগ্রসর হইতেছিলেন, কিন্তু কোলকুণ নদীর বন্যায় দেশ প্লাবিত হওয়ায় তিনি প্রত্যাবৰ্ত্তন করিতে বাধ্য হন । শিবাজী চলিয়া গেলে, মুসলমানের সুযোগ বুঝিয়া গিল্পীতে গিয়া শিবাজীর সেনাপতিকে আক্রমণ করিল। কিন্তু তাহারাই পরাজিত হয় । এই সময় চোকনাথ

  • Nelson's of Madura country নামক গ্রন্থে এই

क्त्ग्रिोश्रारु अश्चिमाग्नम्न श्रि उ श्लिम१ शिशिरुक्र इङ्ग्रेग्नाश्। তঙ্গোর আক্রমণ করেন। বুঝা যায় না, কি কারণে তিনি গিঞ্জি আক্রমণ না করিয়া ত্ৰিচিনপল্লীতে ফিরিয়া আসেন । এই সময়ে মহিমুররাজ মদুরার অন্তর্গত দুইটা দুর্গ অধিকার করিয়া নানাস্থানে লুটপাট করিতে থাকেন। চোকনাথের মন্ত্রী গোবিন্দপ্পও এই সুযোগে কৌশলক্রমে চোকনাথকে বনী করিয়া তাহার কনিষ্ঠ ভ্রাতা মুক্ত লিঙ্গপ্পকে রাজসিংহাসনে অভিষিক্ত করিলেন । ( ১৬৭৭ খৃঃ অঃ ) 參 মুক্ত লিঙ্গপ্প রাজা হইয়া রস্তম্ নামক এক মুসলমানকে আপনার দুর্গরক্ষক করেন। এই ব্যক্তি বিশ্বাসঘাতকতাপুৰ্ব্বক দুর্গ অধিকার করির চোকনাথকে মুক্ত ও র্তাহাকে পুনরায় রাজপদে প্রতিষ্ঠিত করিলেন। সেই মুসলমানই দুই রাজ্যশাসন করেন । এই সময় মহিমুররাজ, রামনাদের মড়বগণ, মহারাষ্ট্রগণ ও তঞ্জোরের মুসলমান সেনাপতিগণ মহুরী গ্রাস করিবার জন্য অগ্রসর হইয়াছিলেন। মহিম্বরের সেনাপতি রস্তমকে পরাজিত ও নিহত করিলেন । চোঙ্কনাথ স্বাধীন হইলেন বটে, কিন্তু মহিমুরের সেনাপতি তুর্গ অৰরোধ করিয়া রহিল। তখন তিনি আর কোন উপায় না দেখিয় শিবাজীর পুত্ৰ শস্তুজীর সাহায্য প্রাধুনা করিলেন। শভূজীর সেনানায়ক অসুরমল্ল আসিয়া মহিমুরের সেনানায়ককে পরাস্ত ও বন্দী করেন। অসুরমল্লের যত্নে মহিমুরাধিকৃত স্থানসমূহ পুনরুদ্ধার হইল। কিন্তু স্নচতুর মহারাষ্ট্র-সেনাপতি সে সকল ভূভাগ চোকনাথকে আর ছাড়িয়া দিলেন না । বরং ত্ৰিচিনপল্লী অবরোধ করিয়া বসিলেন । তাহাতে চোঙ্কনাথ বিশেষ মনোকষ্ট পাইয়া ভগ্নহৃদয়ে প্রাণত্যাগ করেন। তাহার পঞ্চদশবর্ষীয় কুমার রঙ্গকৃষ্ণ মুক্ত, বীরপ্প ( ১৬৮২ খৃষ্টাব্দে ) সিংহাসনে অভিষিক্ত হইলেন। তিনি অত্যন্ত সাহসী ও বীর বলিয়া গণ্য ছিলেন। তাহার প্রতাপে অল্পদিন মধ্যেই মহারাষ্ট্রসেনানায়ক দুর্গাবরোধ ছাড়িয়া স্বদেশে ফিরিয়া যান। রঙ্গকৃষ্ণ বাহুবলে ক্রমে ক্রমে নষ্ট দুর্গগুলি উদ্ধার করেন ও ( ১৬৮৬ খৃষ্টাব্দে ) মহিমুর সেনাদিগকে ময়ূরারাজ্য হইতে তাড়াইয়া দেন। তিনি কখন মন্ত্রিগণের উপর নির্ভর করিতেন না । আপনি সকল কার্য দেখিয়া বেড়াইতেন। কাহারও দোষ পাইলেই তাহার দগুবিধান করিতেন, আবার কার্যক্ষম ব্যক্তিকে উপযুক্ত পারিতোষিক প্রদান করিয়৷ উৎসাহিত করিতেন । ময়ূরার গ্রহবৈগুণে এমন রাজা বহুদিন জীবিত ছিলেন না। ১৬৮৮ খৃষ্টাব্দে দারুণ বসন্তরোগে সহসা তিনি প্রাণত্যাগ করেন। মুতু্যকালে তাহার এক স্ত্রী গর্ভবতী ছিলেন। কয়েক দিবস পরে, তিনি এক পুত্র প্রসব করেন, কিন্তু প্রস্থতিও তাহার চারি দিন পরে দেহ বিসর্জন করিলেন। মৃত রাজার মাত৷