পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रिशंद्र পশম, আকাশের ঠিক সাক্ষাৎ সম্বন্ধে স্থাপিত হওয়া উহ। অধিক পরিমাণে মীহায় সংগ্ৰহ করিতে সক্ষম হয় । দিবাভাগে নীহাল্প-সঞ্চারসম্বন্ধে মিষ্টার মেসার বলেন, “পৃথিবী হইতে . রাত্রি কিংবা দিবা, সকল সময়েই এবং জাকাশের সকল অবস্থাতেই, তাপধিকারণক্রিয়া সম্পন্ন হইতেছে। সাধারণতঃ, স্বৰ্য্য যখন দৃষ্টিপরিচ্ছেদকবৃত্তের উপরে অবস্থান করে, তখন পৃথিবীর তাপবিকীরণ ও তাপগ্রহণশক্তি সমান থাকে। যে সমস্ত স্থানে সুর্যোর কিরণ লক্ষ ভাবে পতিত হইতে পারে না, সেই সমস্ত স্থান সুর্য ও অষ্টান্ত পদার্থ হইতে যে - তাপ গ্ৰহণ করে, সময় সময় তদপেক্ষা অধিক তাপবিকীরণ | করে ; এজষ্ঠ সেই সমস্ত স্থানে নিয়ত সমস্ত দিন নীহার সঞ্চিত হইতে থাকে ।” ডাক্তার জোসেফ ডি হুকার লিথিয়াছেন যে, নেপালের পূর্বভাগে স্থানে স্থানে প্রাতে ১০টার পূর্বে ও বৈকালে ৩টার পর সূর্যের মুখ স্পষ্ট দেখা যায় না । এই সমস্ত স্থানে এত অধিক পরিমাণে তাপবিকীরণ হয় যে, নিয়ত তথায় নীহারসঞ্চার হইতে দেখা যায় । নিহারিক (Nebula), আকাশস্থ এক প্রকার ক্ষণালোকবিশিষ্ট পদাৰ্থ । ইহাদের কোন নির্দিষ্ট আকৃতি নাই। দূরবীক্ষণ যগ্রন্থার অবলোকন করিলে, মেঘের (নিহার ) আকৃতিমত দেখায় বলিয়া 'নিহারিকা’ নাম হইয়াছে । সপ প্রথমে টলেমীর সিণ্টক্সিস্ গ্রন্থে নিহারিকার বিষয় সামান্তরূপে অবগত হওয়া যায়। দূরবীক্ষণের সাহায্যে দেথা যায় যে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য নক্ষত্রমগুলের সমষ্টিই ! নিহারিক । ১৬১৪ খৃষ্টাব্দে সিমসন মেরিয়াস একটী নিহারিকা আবিষ্কার করেন । এটা পূৰ্ব্বাবিন্ধুত নিহারিকাসমূহ হইতে সম্পূর্ণরূপে পৃথক । ১৬১৮ খৃষ্টাব্দে সুইস্ জ্যোতিৰ্ব্বেত্তা সিনটস্ ঠিক তদ্রুপ একটা পদার্থ ‘অরিয়ন নক্ষত্রপুঞ্জের মধ্যে আবিষ্কার করেন। হাইঙ্গেনস্ সাহেব ১৬৫৬ খৃষ্টাব্দে ইহার বিষয় প্রকাশ করেন, কিন্তু তাহার পূৰ্ব্বে যে ইহা আবিষ্কৃত হইয়াছিল, তাহা তিনি জানিতেন না বলিয়া, অহিলাদে অধীর হইয়া পড়েন । নিহারিকার নিকটবর্তী স্থান ঘোর তমসাচ্ছন্ন ; এই নিমিত্ত তিনি মনে করিলেন যে, আকাশের মধ্য দিয়া স্বর্গের জ্যোতিৰ্ম্ময় • রাজ্য র্তাহার নয়নপথে পতিত হইয়াছে । অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কেবলমাত্র ২০৷২১ট নিহারিক দেখা গিয়াছিল। ১৭৫৫ খৃষ্টাব্দে ফরাসী জ্যোতুিব্বি লাসেলী ( LaCailli ) ইহা ছাড়া আর ৪২ট নিহারিকার বিবরণ প্রকাশ করেন। তিনি ইহাদিগকে তিন শ্রেণীতে ভক্ত করেন । [ ২৩৯ ] নিহার •भ cथनै,-छूबरीक्रन निद्रा cवषिrग, uहे सगिहे caङ्गठ নিহারিকারূপে দেখা যায়, অর্থাৎ কোন নির্দিষ্ট আকার দৃষ্ট হয় না ; ২য় শ্রেণী নক্ষত্রে পরিণত হওয়ার উপযুক্ত এবং ৩য় শ্রেণী নিহারিকাপদাৰ্থপরিবেষ্টিত নক্ষত্র। অন্ত একট ফরাসী পণ্ডিত ১০৩টার অধিক নিহায়িক আবিষ্কার করেন । ইহাদের পর হাসেল নিহারিকার বর্তমান বিবরণ প্রকাশ করিলেন । ১৭৮৬ খৃষ্টাব্দে তিনি রয়াল সোসাইটতে হাজার নিহারিকার এক তালিকা দেন । ১৭৮৯ খৃষ্টাঞ্চে আর এক হাজারের তালিকা এবং ১৮০২ সালে পাচশতের অন্ত এক তালিক। প্রদান করেন । শেষবারে তিনি নক্ষত্রমণ্ডলের পদার্থসমূহ দ্বাদশভাগে শ্রেণীবদ্ধ করেন। যথা – > onto otol (Insulated stars) * 1 : -ETH Fi (Binary stars)অর্থাৎ झुंझेफ़ी নক্ষত্র একত্র হইয়৷ সাধারণ ভারকেন্দ্রের চতুদিক্‌ অবর্তন করে । gli qi zzztfj; stą Fi (Triple or multiple) i গুচ্ছবদ্ধ তারকা বা ছায়াপথ ( Milky way ) । নক্ষত্রপুঞ্জ । avfI-es (Clusters of stars) i ar Gest 8 ses শ্রেণীতে পার্থক্য এই যে ইহীদের আকৃতি গোলাকার এবং কেন্দ্রাভিমুখে ক্রমশঃ ঘনীভূত হইতেছে। নিহারিকা । v | at-tfg + fngifzi ( Steller Nebulæ ) ziztą নিকট ইহারা অতীব দূরবর্তী নক্ষত্ৰশ্রেণীর মত দেখা হয় । » i są fizifR*! (Milky Nebulosity)–sè cestrs তারামাল। নিহারিক সদৃশ এবং শুদ্ধ নিহারিক একত্র দৃষ্ট হয় । ». I firtfă ș-awra ( Nebulous stars ) ČR*if*বায়ুতে পরিবেষ্টিত । »» (RAFIF's fastfT (Planetary Nebulæ এই শ্রেণীর নিহাল্লিক। গ্ৰহগণের স্থায় সম্পূর্ণ গোলাকার, কিন্তু ক্ষীণ আলোকবিশিষ্ট । > * coff-too-fartfol (Planetary nebulae with centres) শেষোক্ত দৃপ্ত দেখিলে সহজেই বোধ হয় যে, নিহারিকাসমূহ দিন দিন উজ্জ্বল বিন্দুতে ক্রমশঃই ঘনীভূত হইতেছে । ১৮১১ খৃষ্টাব্দে তিনি রয়াল সোসাইটতে নিহারিকার তারকাকৃতিপ্রাপ্তি সম্বন্ধে এক প্রবন্ধ প্রেরণ করেন নিহারিক আকাশমগুলে বিচ্ছিন্ন অবস্থায় আছে, ইহাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি পরস্পর আকর্ষণবশতঃ একত্র হইয় পদার্থে পরিণত হইতে চেষ্টা করিতেছে এবং ক্রমশঃ একত্র হইয়া w) ; 8 6 | $ |