পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


* बैौड़ [ २8७ ] - मैौड़ यtषा छत्र ‘मैौफ़' श्tउ श्रृंभन कब्रिग्नां शूनब्रांद्र उथांब्र किबिदा। आहेप्न, अथवा “फेक्र' श्झेरउ शूनस्त्रीब्र $फ्र शांप्न किब्रिग्रा श्राहेरन ! [ डिथिनक जडेवा । ] মাচোচ্চরক্ত (কী ) বৃত্তভেদ। একটা বৃত্ত বাহার কেজ কোন এক বৃহৎ বৃত্তের মধ্যে ভ্রমণ করে। ( Epicyche ) নীচোপগত (ত্রি) খগোলের নিম্নভাগে অবস্থিত। নীচ্য (ত্রি) নীচি ভব স্থানচ্ বং, নলোপারোপে পূৰ্ব্বাণে দীর্ঘ । निम्न छद, छाङ्ठच्द । নীড় (পুং কী ) নিতরাং ঈডাতে স্ততে স্বপ্তেস্থাৎ त्रि-छेफु ঘঞ, । পক্ষিবাসস্থান। চলিত পাখীর বাস। পর্যায়—কুলায়। "মার্গান্ত যন্তে মুখপদ্মনীড়ৈশ্বন্ধঃ সুপৰ্ণৈ ঋষিয়ে বিবিক্তে।” ( ভাগবত ৩৫।৩৯ ) যে জাতীয় পক্ষী যে যে ঋতুতে গর্ভোৎপাদন করে, f्रश्नः সেই সময়ে তাহারা আপনাপন বাসা নিৰ্ম্মাণ করিতে যত্নবান হয়। এই বাসা তাহারা সচরাচর বৃক্ষাদির উচ্চতম ডালের উপর রচনা করিয়া থাকে। যখন গর্ভিণী-পক্ষীর ডিম্বপ্রসবকাল সন্নিকটবর্তী হইয় আসে, তখন উভয়ে এক একটা করিয়া কুটা কাটা ঠোঁটে করিয়া লইয়া কোন বৃক্ষে যাইয়া নীড় রচনা করে। এই নীড় এরূপ সুকৌশলে নিৰ্ম্মিত হয় যে, ইহার বহির্ভাগে হাত দিলে কাটা বিধার স্থার অনুভব হয়, কিন্তু যে স্থানে পক্ষিণী অগুদি প্রস্য করে, সেই স্থান বাটীর স্তায় খোলবিশিষ্ট ও বহির্দেশ হইতে অপেক্ষাকৃত কোমল। চিল, কাক প্রভৃতির বাসা সাধারণতঃ এইরূপ। চড়াই, শালিক প্রভৃতি গৃহাদির ফাটালে আপনাপন নীড়, স্বাস কুট দিয়া নিৰ্ম্মাণ করে। কাঠঠোকুর প্রভৃতি কোন কোন পক্ষী বৃক্ষাদির কোটর মধ্যে আপনাপন নীড় মনোনীত করিয়া লয় এবং তাহাতেই অগুণদি প্রসব করে। গৃহপালিত কুকুট, হংস, পারাবতাদি পক্ষ আপনাপন নির্দিষ্ট কুলায় খড় ঘাস ও নিজ মলসংযোগে নীড় রচনা করে। অপর পক্ষে, বাবুই পক্ষীর বাসা অতীব আশ্চৰ্য্যজনক। এই বাস দেখিতে ঠিক শুষ্ক ঝিঙে বা ধুধুলের মত, কেবল তলায় একটা মাত্র গওঁ । ইহার ভিতরের প্রবেশপথ এবং আবাসভূমি বড়ই সুকৌশলে গঠিত। প্রবাদ, ইহার রাত্রিকালে আপন নীড়ে আলো দিবার জন্য জোনাকিপোকা ভিতরে আটকাইয়া রাখে এবং উহার মধ্যে অগুদি প্রসব করে, কিন্তু তন্মধ্যে নিজেরা সৰ্ব্বদা থাকে না। এই জন্য আমাদের দেশে সকলেই বলিয়া থাকে ‘ম্বর খাতে বাবুই ভিজে । অতি হেয় প্রাণী চামচিক, যেরূপ কৌশলে আপনার নীড় পক্ষীর কোমলপালকে এখিত করিয়া নিৰ্ব্বাণ করে, তাহ দেখিলে আশ্চৰ্য্য হইতে হয়। देशांप्री औई नैौफ़ छभवा?ौब्र कफ़ि शा बन्नशी जश्णध यद्भिग्नां রাখে এবং অভ্যন্তরভাগে কোমল ভূণগুচ্ছ দিয়া উদ্ধার মধ্যভাগ আরও কোমলত্তর করে। বাহুড়ের নীড় কোথাও দৃষ্ট হয় না। ইহার সচরাচর ভয়গুহাদি বা নির্জন গৃহাদির ফড়িতে, অথবা কোথাও বৃক্ষাদির ডালে দিবাভাগে খুলিয়া থাকে। এই তাছাদের মনোমত নীড় । সস্তান প্রসব করিতে হইলে, আপনার যেরূপ ডাল বা কড়ি ধরিয়া ঝুলিয়া থাকে, সেইরূপ সন্তানাদিকেও প্রসবের পরেই ঝুলাইরা দেয়। কাকাতুয়া প্রভৃতি পাৰ্ব্বতীয় পক্ষিগণপৰ্ব্বতের ফাটলে ও বৃক্ষাদির উপর নীড় রচনা করে। ময়ূরাদি পৰ্ব্বতগাত্রে বা মুক্তিক খনন করিয়া একট গর্ত করে অথবা গাছের ডালে ৰাস করে এবং তাহাতে গুহ্ম লতাপাত দিয়া রাখে। কোন কোন জাতীয় পাতিহাস স্বাভাবিক অবস্থায় পৰ্ব্বতের শিখরদেশে অথবা বৃক্ষাদির উপরে নীড় নিৰ্ম্মাণ করিয়া থাকে। অষ্ট্রেলিয়া ও তন্নিকটবর্তী দ্বীপসমূহে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে এবং বোর্ণিওীপের উত্তরপশ্চিমে একজাতীয় পক্ষী আছে, তাহারা গভীর জঙ্গলে মৃত্তিক, বালু ব। রাবিশযুক্ত স্থান খনন করিয়া, অথবা একস্থানে শুক্লাপাত, গাছের ডাল, মাটী, পাথর ও পচা কাঠ প্রভৃতি সংগ্ৰহ করিয়া তাহার মধ্যস্থলে অগুদি প্রসব করিয়া, উপরে প্রচুর পরিমাণে ঐরুপ পদার্থ চাপ দিয়া থাকে। এই তাঁহাদের নীড়, তাহারা নিজে ডিমে তা দেয় না, স্থৰ্য্যের উত্তাপে বা মুক্তিকার আভ্যন্তরিক গরমে উহা ফুটিয়া স্থানা বাহির হয়। ভারতীয় শকুনি জাতীয় পক্ষী প্রভৃতির নীড় দেখিতে অতি কদৰ্য্য, কেবল কতকগুলি গাছের ডাল বা কঞ্চির বুনন দ্বারা গঠিত। উহার ঠিক মধ্যস্থলে একটী গর্ত আছে। ঐ গৰ্ত্ত তৃণাদি পদার্থ দ্বার পাতলা অথচ কোমল আচ্ছাদনবিশিষ্ট। অগুপ্রসযের সময় পুরাতন ছিন্নবস্ত্র আনিয়া, তাহার উপর দিয়া আরও কোমল করে। কখনও বা কাঁকড়ার পরিবর্তে মানুষের মাথার চুল, পরিত্যক্ত পশমাদি বা কঁচা গাছের পাতাও দিয়া থাকে। এই নীড়ের ব্যাস সাধারণতঃ ২ হইতে ৩ ফিটু ও খাড়াই প্রায় s হইতে ১· ইঞ্চি পর্যন্ত হইয় থাকে। আফ্রিকার উঃপক্ষী পাহাড়ের উপর এবং যাহারা পালিত তাহার উচ্চভূমিতে অগুপ্রসবসময়ে হংসাদির মত নীড় নিৰ্ম্মাণ করে। ভারতসমুদ্রের স্বমাত্র, বোৰ্ণিও, যবদ্বীপে এবং চীনদেশের সমুদ্র-উপকূলে একপ্রকার তালচড়াই (Swallow) আছে, তাহারা পৰ্ব্বতগুহামধ্যে আপনাপন্ন মুখের লালা সহযোগে যে নীড় নিৰ্ম্মাণ করে, তাহ চীনবাসী ও যুরোপবাসীর वफ़ फेनांtषग्र श्वांछ। ॐशtभब्र जूषनिःश्ऊ uहे शांग नषूद्ध উপকূলে জাত কোন পদার্থ হইতে প্রাপ্ত। কেম্পক্ষার সাহেব