পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r-+----- নীলগিরি ബ ইহাঙ্গের কুলগত কোন নাম নাই, স্থানের নামানুসারে ইছারা আপনাদের নাম রাখে। ইহাদের মধ্যে কোন शृष्टमाँग्न ब बिछांश्न नाझे, किड़ काटनक भंॉथ भांtछ्, ठग्रtशा চিত্ৰঙ্কর ও কারনষরু গ্ৰধান । নীলগারগণ দেখিতে মুঙ্গার, নাতিদীর্ঘ, নাতিত্ত্বস্ব, বলিষ্ঠ, বুদ্ধিমান। স্ত্রীলোকের পুরুষদিগের অপেক্ষ রুশ ও মুত্ৰ । ইহাদের মাতৃভাষা কগাড়ী। সাধারণতঃ এই জাতীয় লোক মিতভোজী, কিন্তু রন্ধনকার্য্যে নিতান্ত অপটু ৷ সকল গোড়। লিঙ্গায়তদিগের গুীয় ইহার। মদ বা মাংস ভক্ষণ করে না, কিন্তু লিঙ্গাপ্পুৎদিগের সহিত ইহীদের চরিত্র ও পোষাক সম্বন্ধে কোন বিশেষ প্রভেদ সাই । ইহার কার্পালের সুস্তার কাল রং কয়ে । অতি অল্প ংখ্যক কৃষিকাৰ্য্য করিয়া থাকে। নীল, চুণ, কলাগাছের ছাই ও তত্বধা বীজের পরস্পর সংমিশ্রণে এই কাল রং প্রস্তুত হয়। বিদেশীয় প্রব্যের আমদানী হেতু ইহাদের ব্যবসায়ে বিশেষ অনিষ্ট হইতেছে। ইহাদের অধিকাংশ লোকই ঋণজালে জড়িত। বিবাহ ও অন্য কোন বিশেষ ঘটনায় ইহারা প্রায়ই কর্ক্স করে । শুদ্ধ লিঙ্গায়ত অপেক্ষ ইহার হীনজাতি । কিন্তু তাহীদের সহিত ধৰ্ম্মশালার এক পংক্তিতে ভোজনের নিষেধ নাই । ইহাদের স্ত্রী, পুরুষ ও সস্তানগণ, প্রাতঃকাল হইতে ১ •ট পর্য্যন্ত এবং ২টা হইতে সন্ধ্য পর্যন্ত কৰ্ম্ম করে। ইহার লিঙ্গায়তের এক শাখা এবং জঙ্গমকে অত্যন্ত মান্ত করে । জঙ্গম ইহাদের গুরু, তিনিই সকল ধৰ্ম্মকাৰ্য্য করেন। কোলাপুরের অন্তর্গত সিদগেরি নামক স্থানে জঙ্গমের বাস। ইহাদের সমাজনীতি ও ধৰ্ম্মনীতি লিঙ্গায়তদিগের হইতে একটু পৃথক । ইহারা সস্তানদিগকে সামান্ত সামান্ত অঙ্ক লিথিতে ও পড়িতে শিক্ষা দেয়। ইহারা জাতীয় ব্যবসা ভিন্ন অন্ত কোন ব্যবসা অবলম্বন করে না। মোটের উপর ইহাদের বর্তমান অধস্থ ক্রমেই শোচনীয় হইয়া পড়িতেছে। নীলগিরি, ১ মাঞ্জাজ প্রেসিডেন্সীর অন্তর্গত একটা গিরিশ্ৰেণী ও জেলা। নীলগিরি জেলা পূৰ্ব্বে অতি ক্ষুদ্র ছিল। ১৮৭৩ খৃষ্টাব্দে দক্ষিণপূর্ণ বৈনাদের অক্টারলোনি বিভাগ এই জেলাভূক্ত হয় ; পরে ১৮৭৭ খৃষ্টাব্দে মলবারের অন্তর্গত বৈনাদ তাসুক নম্বলকোড়, চেরাম্কোড় এবং মননাদের কোন কোন অংশ এই জেলার অন্তভুক্ত হওয়ার এই জেলার আয়তন পূৰ্ব্বপেক্ষা অনেক বন্ধিত হইয়াছে। এই জেলা উত্তরদক্ষিণে ৩৬ মাইল এবং পূৰ্ব্বপশ্চিমে ৪৮ মাইল বিস্তৃত । ইহার পরিমাণइण ss१ १* धारॆण ।। ४av बर्ममारॆश मांशङ्कृग्,ि ०s श्*मारेण फाप्लेब्रट्लानि प्लेज्राक, यक्९ २8० दर्भमहेश ऐन्मोत्र विकाश । নীলগিরি জেলার উত্তরে মহিমুররাজ ; পূর্ব ও দক্ষিণপূৰ্ব্বে [ २१8 J নীলগিরি - - T *কোয়ম্বাতোর জেলা ; দক্ষিণে মলবার ও কোয়স্থাতোরের কতকাংশ এবং পশ্চিমে মলবার। রাজকীয় প্রধান প্রধান ব্যক্তির উতকামণ্ডে অবস্থিতি করেন। নীলগিরি পাহাড় পূৰ্ব্বে কোরাত্তোর ও মলবারের অস্তগঁত ছিল। পরে ১৮৬৮ খৃষ্টাৰো নীলগিরি প্রদেশ লইয়। পৃথক্ জেলা স্থাপিত হয়। একজন কমিশনর নিযুক্ত হন । তিনি খাজনা আদায় করিতেন ও তদ্ভিন্ন দায়রার বিচার ও দেওয়ানী বিচারের কাজ চালাইতেন । কমিশনর ১৮৮২ খৃষ্টাব্দে কালেক্টর, জেলার মাজিষ্ট্রেট ও অতিরিক্ত দায়রার জজের পদে নিযুক্ত হইয়াছেন । তাহার সহকারী কমিশনর, প্রধান সহকারী কালেক্টর ও মাজিষ্ট্রেটের কাৰ্য্য করিতেছেন । তদ্ভিন্ন একজন সবজজ ও ধনাগারের ডেপুটী কালেক্টর নিযুক্ত হইয়াছেন । উতকামণ্ডে একজন ডেপুটী তহশীলদার আছেন। বর্তমান সময়ে উভকামণ্ডে সমস্ত বিচাল্পবিভাগ স্থাপিত হইয়াছে । গ্রীষ্মকালে এই উতকমেণ্ডে মাজাজ প্রেসিডেন্সীর রাজধানী হর। নীলগিরি জেলায় ৫টা উপবিভাগ আছে। পেরঙ্গনাদ, তোড়ানাদ, মেকনাদ, কুলননাদ এবং দক্ষিণপূৰ্ব্ব বৈনাদ । নীলগিরি প্রদেশের আদিম অবস্থা ছুঞ্জেয় । এইমাত্র পরিচয় পাওয়া যায় যে, হায়দর আলীর ১০০ বৎসর পূর্বে তোড়ানাদ, মেক্‌নাদ ও পেরঙ্গনাদ নামক স্থানে তিন জন শাসনকর্তা ছিলেন । মলাইকোটা, হুলিকলছুর্গ ও কোটাগিরিতে তাহাদের সুদৃঢ় দুর্গ ছিল । সুতরাং এই গিরি যে পূৰ্ব্বে কোঙ্গুদেশ অর্থাৎ পূৰ্ব্ব চেরদেশের অন্তর্গত ছিল এবং তদনন্তর ১৭শ খৃষ্টাব্দে মহিমুরের অন্তর্গত হইয়াড়ে, এরূপ অনুমান নিতান্ত অযৌক্তিক নহে । আরও অমুমিত হয়, যে হায়দর আলী পূৰ্ব্বোক্ত হুইট দুর্গ অধিকারপূর্বক অধিবাসীদিগের নিকট হইতে যথেষ্ট কর আদায় করেন । টিপু সুলতানও কোটাগিরি দুর্গ অধিকার করিয়াছিলেন । ১৮২১ খৃষ্টাব্দে মিঃ সুলিবান এই স্থানে প্রথম ইংরাজ কুঠ প্রস্তুত করেন । ১৮৭৩ খৃষ্টাব্দের পূৰ্ব্বে নীলগিরি জেলা যখন অন্ত কাহারও অস্তভূক্ত হয় মাই, তখন ইহার আয়তন অতি ক্ষুত্র ছিল। ইহার চতুর্দিকে ছুইটী গিরিশ্রেণী মধ্যবর্তী অধিতাকাকে পরিবেষ্টন করিয়া জেলাকে সীমাবদ্ধ রাখিয়াছিল। এই অধিত্যক প্রদেশে ক্ষুদ্র ক্ষুদ্র গিরিমালা নীলবর্ণ তৃণ দ্বারা মণ্ডিত। স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র নির্মরসমূহ কল কল শব্দে প্রবাহিত হইতেছে। কোথাও বা ক্ষুত্র ক্ষুদ্র বৃক্ষসমূহ শ্রেণীবদ্ধভাবে সমোচ্চ দণ্ডায়মান থাকির স্বভাবমাধুর্ঘ্য প্রকাশ করিতেছে। এই গিরি সাধারণতঃ eथाइ ४००० क्रॆि ऎळ । ६वमान ७ प्रश्रिब्रव्र वषादसैंौं बांशङ्कमेिं