পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলগিরি --- T নিৰ্ম্মিত কতকগুলি পুৱলাকৃতি ও তাছাদের শিরোদেশে তাতারদেশীয় উীষ বিদ্যমান। আর কতকগুলি ঘোর লাল এবং অত্যন্ত চাকচিক্যশালী মৃৎপাত্র আছে। ডাক্তার কন্ডওয়েল (Dr. Caldwell) বলেন যে, বর্তমান অধিবাসিগণের মধ্যে কেহই এই সমস্ত ধ্বংসাবশেষকে আপনাদের পূর্বপুরুষ কর্তৃক নিৰ্ম্মিত বলিয়া স্বীকার করে না, সুতরাং বোধ হয়, ձ সমস্ত কীৰ্ত্তিস্তম্ভ এবং তৎকালীন অধিবাসীরা বর্তমান নীলগিরিবালীদিগের অনেক পূৰ্ব্বতন লোক। কতকগুলি স্তম্ভ বৃত্তস্বচৗর আকৃতিবিশিষ্ট। ইহার একটা ভাঙ্গিয়া দেখা গেল, যে তাহার মধ্যে অনেক বৃক্ষ জন্মিয়াছে। ঐ বৃক্ষাবলী দেখিয়া বোধ হয় যে, ঐ সমস্ত কীৰ্ত্তিস্তস্ত অন্ততঃ ৮•• বৎসরেরও পূৰ্ব্বে নিৰ্ম্মিত হইয়াছিল । বর্তমান সময়ে যে সমস্ত গুপ্ত পরীক্ষার জন্য ভাঙ্গ হইয়াছে, তাহার অনেক গুলিতে পিতলের পাত্র, চুল্লী, মৃৎপাত্র, নানাপ্রকার গৃহ সামগ্রী ও তীরের ফল প্রভৃতি পাওয়া গিয়াছে। তদ্বারা অনেকে অম্বুমান করেন যে, তাহারা শকদেশের অধিবাসী (Scythic) ও তোড়াদিগের পুৰ্ব্বপুরুষ। কিন্তু ঐ সমস্ত কীৰ্ত্তিস্তস্ত ভাঙ্গিয়া ফেলিলে বা তাহার মধ্যস্থ দ্রব্যাদি স্থানান্তরিত করিতেও তোড়ার বিন্দুমাত্র আপত্তি করে না। এজন্য অনেকে বলেন যে, উক্ত পূৰ্ব্বতন অধিবাসীরা তোড়াদিগের আদিপুরুষ নহে। যদিও তোড়াগণ ঐ সমস্ত স্থানে স্বজাতির সমাধিকাৰ্য্য সম্পন্ন করিয়া থাকে । তথাপি তাহারা প্রাগুক্ত লোককে আপনাদের আদি পুরুষ স্বীকার করে না ; তদপেক্ষ একটা আধুনিক জাতিকে এবং সময় সময় কুরুম্বদিগকেই আদিপুরুষ বলিয়া থাকে। ডাক্তার সর্ট (Dr. Shortt) লিখিয়াছেন যে, “এখানকার অধিবাসীরা কহে যে, পাগু্যরাজদিগের সহচরগণ ঐ সমস্ত কীৰ্ত্তিস্তস্ত প্রভৃতি স্থাপন করিয়া থাকিবেন এবং এই পাণ্ড্য রাজারা এককালে নীলগিরিতে রাজত্ব করিতেন।” বড়গদিগেরও অনেকের এই বিশ্বাস, কিন্তু তাহার বলেন যে, ঐ পাও্যবংশীয়গণ কুরুন্ধ নামে অভিহিত। পাশ্চাত্য পণ্ডিত ও পুরাতত্ত্ববিদগণও এই শেষোক্ত মতের পোষকতা করেন। প্রবাদ আছে যে, কুরুদ্ধগণ এক সময়ে সমগ্ৰ দক্ষিণাত্যে বিস্তৃত হইয় পড়ে। পরে তাহারা বিদেশীয় রাজার আক্রমণে ছিন্ন ভিন্ন হইয়া, গিরি জঙ্গল প্রভৃতি দুৰ্গম প্রদেশে আশ্রয় গ্রহণ করে । মাত্রাজ প্রেসিডেন্সীতে ও ভারতের মান স্থানে ঐরাপ কীৰ্ত্তিস্তম্ভ বা স্মৃতিস্তস্তু আছে, তন্মধ্যে প্রোথিত মৃতদেহের अश् ि७धङ्गठि (श५ी शांद्र । [ ૨૧૪ ] নীলগিরি নীলগিরি পাহাড়ে এক অতি প্রাচীন বেদা জাতির বাস ছিল। ইহারাই লিংহুলস্থ বেদ। জাতির আদি পুরুষ । এখানকার জঙ্গলকে ৪ ভাগে বিভক্ত করা যাইতে পারে। (১) নীলগিরির পূর্ব এবং দক্ষিণ ঢালু প্রদেশ, (২) উত্তরন্থ চালু এদেশ ও মােয়ার উপত্যক, (৩)ক্ষিণ-পূর্ব বৈনাদ, ( s ) সোলা জন্মিবার অধিত্যক । প্রথমোক্ত প্রদেশে ভাল ভাল সেগুণ ও নানা জাতীয় বৃক্ষ দৃষ্ট হয়। দ্বিতীয় বিভাগটা চন্দনবৃক্ষবহুল। তৃতীয় বিভাগে অনেক চার চন্দনবৃক্ষ আছে, তৃতীর বিভাগে বৃহৎ বৃহৎ সেগুণ, শ্বেতশাল বা শিশু, বিজশাল বা পিয়াশাল প্রভৃতি বৃক্ষ এবং লাল ও সাঙ্গা য়ংবিশিষ্ট দেবদার জন্মে। শেষোক্ত বিভাগে সোলা গাছ জপধ্যাপ্ত দৃষ্ট হয়। এই সমস্ত সোলাগাছ প্রায় ৫-৬০ ফিট লম্বা হয়। উতকামগু, কুকুর এবং ওয়েলিংটন্‌ প্রভৃতি স্থানে এখন অষ্ট্রেলীয়া দেশীয় নীলবৃক্ষ ও অন্যান্য অনেক নূতন বৃক্ষ রোপিত হইতেছে। এই নীল বৃক্ষ এখানে এত শীঘ্ৰ বৰ্দ্ধিত হয় যে, তাহারা ১• বৎসর পরেই কার্যোপযোগী হইয় থাকে। [ নীল দেখ। ] নীলগিরিপ্রদেশ প্রায় ছয় হাজার ফিটু উচ্চে অবস্থিত । পূৰ্ব্ব ও পশ্চিম দিক্ৰন্থ সমুদ্রকুলের সমদূরবর্তী ও যথা সময়ে তথায় দুইট মমুম্ ( monsoon ) বায়ু প্রবাহিত হওয়ায় এবং ইহার নিকটে এইরূপ উচ্চ অন্ত কোন পৰ্ব্বত না থাকার এখানকার জলবায়ু, নাতিশীতোষ্ণ ও স্বাস্থ্যবৰ্দ্ধক। এখানে মশকাদি কীটপতঙ্গ বা ক্ষতিকর জীবজন্তু নাই। স্থানীয় উত্তাপ সকল সময়েই গড়ে প্রায় ৫৮° ফারণহিটু। এপ্রিল মে মাসেও উষ্ণতা বৃদ্ধি পায় না, কেবল মাত্র দক্ষিণ-পশ্চিম মস্থম্‌ বায়ু বহিলে গ্রীষ্মকাল জানা যায়। এই পাৰ্ব্বত্য প্রদেশে প্রতি বৎসর গড়ে ৪৫ ইঞ্চ বৃষ্টি পতিত হয় । জ্বর ও বাতরোগ সচরাচর লোককে আক্রমণ করে । বর্তমানকালে এখানকার জলবায়ু ভাল হওয়ায় এই স্থান দাক্ষিণাত্যের স্বাস্থ্য-নিবাস রূপে নিৰ্ব্বাচিত হইয়াছে। ডাক্তার জেরডন বলেন যে, এই পাহাড়ে প্রায় ১১৮ জাতীয় পক্ষী দেখিতে পাওয়া যায়। নীলগিরি, উড়িষ্যার অন্তর্গত একটা দেশীয় রাজ্য। অক্ষা ২১° ১৮ ৫৯% হইতে ২১° ৩৭ উঃ এবং দ্রাঘি” ৮৬° ২৯% इहेउ ४७* *Y७०° भूः भाषा आरश्ऊि । ऐशग्न छेङग्न , এবং পশ্চিমে ময়ূরভঞ্জ রাজ্য, দক্ষিণে ও পূৰ্ব্বে বালেশ্বর জেলা। এই রাজ্যের একতৃতীয়াংশ পাৰ্ব্বত্য-ভূমি, একতৃতীয়াংশ জঙ্গলপরিপূর্ণ ও অবশিষ্টাংশ চাষবাসের উপযুক্ত। এখানে এক প্রকার মূল্যবান কাল পাথর পাওয়া যায়,