পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাৰ্ববেকার প্রতি বৃহদাখ্যানকথন। উত্তরভাগে একাদশীব্রতবিষয়ক প্রশ্ন, - বশিষ্ঠ এবং মান্ধাতার সংবাদ, রুক্সাঙ্গদের কথা, মোহিনীর । উৎপত্তি ও সংবাদ, মোহিনীর প্রতি বস্থর শাপ ও উদ্ধার, গঙ্গার পুণ্যকথা, গয়াযাত্রা, কাশীমাহাত্মা, পুরুষোত্তমমাহাত্মা ও ক্ষেত্রযাত্রা এবং অন্তান্ত বহু ধৰ্ম্মকথা, প্রয়াগমাহাত্মা, কুরুক্ষেত্রমাহাত্মা, হরিদ্বারমাহাত্মা, কামোদ অাখ্যান, বদরীতীর্থমাহাত্মা, কামাখামাহাত্মা, গৌতমাখ্যান, বেদপাদের তপস্তা, গোকৰ্ণক্ষেত্রমাহাত্মা, লক্ষণের আখ্যান, সেতুমাহাত্মা, নৰ্ম্মদামাহাত্ম্য, অবন্তীমাহাত্মা, মথুরা মাহাত্ম্য, বৃন্দাবনমাহাত্ম্য, ব্ৰহ্মার নিকটে বস্তুর গমন ও । মোহিনীচরিত্র কথন । এই সকল বিষয় এই পুরাণে বণিত ইইয়াছে। যদি কেহ এই পুরাণ শ্রবণ করে, কিংবা অন্তকে শ্রবণ করায় তাহ হইলে অন্তকালে ব্ৰহ্মলোকপ্রাপ্তি হয়। এই পুরাণ পুর্ণ তিথিতে সপ্তধেমুযুক্ত করিয়া উত্তম ব্রাহ্মণকে দান করিলে পুণ্য লাভ হর । ইহার অনুক্রমণিকা শ্রবণ করিলে বা করাইলে স্বর্গ • লাভ হয় । ● ● “যঃ শৃণোতি নরে ভক্তা শ্রাবায়ুদ্ধা সমাহিতঃ। স যাতি ব্ৰহ্মণেীধাম মাত্রকাৰ্য্যা বিচারণা ॥ যস্তুেতদিহ পূর্ণায়াং ধেনূনাং সপ্তকাস্থিতম্। প্রদস্তাদ দ্বিজবৰ্য্যায় স লভেন্মোক্ষমেব চ। যশ্চাতুক্রেমণীমেতাং নারদীয়স্ত বর্ণয়েৎ । শৃণুয়াদ্বৈকচিত্তেন সোহপি স্বর্গগতিং লভেৎ ॥” ( বৃহন্নারদীয়পু ৯৬ অ" ) ২ উপপুরাণভেদ। এখন বৃহন্নারদীয়পুরাণ নামে খ্যাত । নারদীয় মহাপুরাণ অপেক্ষ ইহা বহু ক্ষুদ্র । নারদশিক্ষা ( স্ত্রী ) নারদরুত বর্ণোচ্চারণশিক্ষাভেদ। নারদসংহিতা, ধৰ্ম্মশাস্ত্রভেদ। নারদিন (পুং ) বিশ্বামিত্রের পুত্রভেদ । ( ভারত অমুশাসন ) নারদীয় ( ক্লী) নারদম্ভেদং নারদ-ছ। বেদব্যাসকৃত নারদের প্রতি সনকাদির উপদেশাত্মক মহাপুরাণভেদ। “শৃণু বিপ্ৰ ! প্রবক্ষামি পুরাণং নারদীয়কম্। পঞ্চবিংশতিসাহস্রং বৃহৎচিত্রকথাশ্ৰয়ং ” নারদপুরাণ দেখ।] নারদেশ্বরর্তীর্থ (ক্লী) তীর্থবিশেষ । নারবেকার, খানাপুর, বেলগাম, চিকোড়ি পরগণায় ও ধারবাড় প্রভৃতি স্থানে ইহাদিগকে দেখিতে পাওয়া যায়। ইহাদের অনেকে গয়া হইতে আইসে। ইহারা হিন্দু, বৈশু বলিয়া পরিচয় দেয়। ইহাদের মধ্যে কোন শ্রেণীবিভাগ নাই। ইহার কোঙ্কণী ও মরাঠী ভাষায় কথাবাৰ্ত্ত কহে । X প্রভাসমাহাত্ম্য, পুরাণ আখ্যান, । [ రిలి ) | | নারসিংহ নাত্ববেকারগণ দেখিতে অতি স্বত্রী । ইহাদের ধনীর উত্তম বেশভূষা ও দরিদ্রের মরাঠীবেশ ধারণ করে। ইহার সাধারণতঃ ঘৃত ও কাপড়ের ব্যবসা করে।. কেহ কেহ মিষ্টান্ন প্রস্তুত করিয়া বিক্রয় করে। অনেকে কৃষিকাৰ্য্য করিয়া থাকে। ইহাদের সস্তান ভূমিষ্ঠ হইলে বার দিন পরেই নামকরণ হয় । ২ বৎসর হইতে ৫ বৎসরের মধ্যে সস্তানদিগের প্রথম মস্তক মুগুন এবং বিবাহের সময় ইহাদের উপনয়ন হয়। ইহাদের পুরুবদিগের ২০ বৎসর বয়সের পূৰ্ব্বে ও স্ত্রীলোকের বয়স্থ হইবার পূৰ্ব্বে বিবাহিত হয় । ইহাদের মধ্যে বিধবা-বিবাহ নাই । ইহার প্রধানতঃ শৈব ; মহাদেব, গণপতি, ভগবতী, কণকাদেবী প্রভৃতি দেবদেবীর পূজা করিয়া থাকে । মহারাষ্ট্রব্রাহ্মণের ইহাদের পৌরোহিত্য করিয়া থাকে । ইহার হিন্দুশাস্ত্রোক্ত ব্রত উপবাসাদি করে এবং বারাণসী, গোকৰ্ণ, মহাবালেশ্বর প্রভৃতি স্থানে তীর্থযাত্রা করিতে যায়। ইহাদের সামান্ত সামান্ত বিবাদ ইহাদের মধ্যে প্রধান প্রধান ব্যক্তি দ্বারা মীমাংসিত হয় । শঙ্কেশ্বর স্বামী প্রতি বৎসর ভ্রমণোদেশে এই সমস্ত লোকের বাসগ্রামে আসিলে তাহাম্বারা গুরুতর বিষয়ের মীমাংসা হইয়া থাকে ; যেমন বিধবার গর্ড, অবিবাহিত স্ত্রীলোকের দ্বিতীয় সংস্কার, কি এক সাম্প্রদায়িক লোক অপর নীচ জাতীয় লোকের সহিত আহার ইত্যাদি । নাত্ববেকারের তাছাদের সস্তানদিগকে ইংরাজী পড়িতে পাঠার। দিন দিন ইছাদের উন্নতি দেখা যাইতেছে। নরসিংহ ( ) নরসিংহমধিকৃত কতো গ্রন্থঃ অঞ্চ। ১ নরসিংহচরিত্যখ্যান উপপুরাণভেদ । [ নরসিংহপুরাণ দেথ । ] ২ নরসিংহরূপধারী বিষ্ণু তৈত্তিরীয় আরণ্যকে ইহার গায়ত্রী এইরূপ তাছে— “বজ্রনখায় বিদ্মহে তীক্ষুদংষ্ট্ৰীয় ধীমহি । তন্নো নারসিংহঃ প্রচোদয়াৎ ।” ( তৈত্তিরীয় আর ১০।১৭ ) ৩ তন্ত্রভেদ । নরসিংহ, মোহিনীদেবতাভক্ত বৈরুক্ষ মুনিগোত্রজ এক রাজা, ইহার পিতার নাম শ্ৰীপাল । ( সহাদ্রিণ ১।৩৩১১৭ ) নারসিংহ, খৃষ্টীয় ১৬শ ও ১৭শ শতাব্দীতে বিজয়নগররাজ্য এই নামে অতিহিত হইত। ঐ সময়ে লিখিত ফরাসী, পর্তুগীজ ও ইংরাজী প্রভৃতি গ্রন্থে এই রাজ্য উক্ত নামেই বর্ণিত হইয়াছে। ১৩৪১ খৃঃ অব্দে দ্বারসমুদ্রের বল্লালবংশ অবনত হইলে বিজয়নগরের রাজগণ এই রাজ্য স্থাপন করেন। ১৪৮৭ খৃঃ অব্দে বিজয়নগরের রায় বংশ বিলুপ্ত হইলে নরসিংহ নামে এক তৈলঙ্গ রাজকুমার রাজ্যাতিষিক্ত হন। ১৫৩৮ খৃঃ অফ পৰ্য্যন্ত 源