পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোঁর অধিকাংশ স্থানই গৃহপূক্ত হইয়াছিল। প্রবল বাতায় ও বন্যায় লোতে কতলোক যে ভাসিয়া জীবলীল। শেষ করিয়াছিল, তাছায় ইয়ত্ত নাই । ২ নোয়াখালি জেলার উপবিভাগ, উক্ত জেলার সদর জুধারাম, ৰাম্নী, সমৃদ্বীপ, হরিয়া, লক্ষ্মীপুর, বেগমগঞ্জ ও রামগঞ্জ লগন্ন ইহার অন্তর্গত । ৩ উৰু জেলার প্রধান নগর । {থধারাম দেখ } নোয়াকোট (ব) নবকোট, নেপাল রাজ্যের অন্তর্গত হিমালয়তটস্থিত একটা নগর । ত্ৰিশূলগঙ্গা-নদীর পূর্বকূলে অবস্থিত। ধৈবঙ্গ পৰ্ব্বত্তের নিকটৱৰ্ত্তী গিরিপথ দিয়া সহজে তিব্বত কিংবা চীনৰাপিগণ নবকোটরাজ্যে প্রবেশ করিতে পারে। ১৭৯২ খৃষ্ঠাবো চীনসৈন্ত এখান দিয়া নেপালে প্রৱেশ করিয়া নেপাল আক্রমণ করে । এখানকার মহামায়া বা ভবানীর মন্দিরের উপরিভাগে চীনলৈঙ্গের নিকট হইতে লদ্ধ কভকগুলি দ্রব্য যুদ্ধজয়ের গৌরবচিহ্ন স্বরূপ সংলগ্ন আছে । {নেপাল দেখ । ] নোয়াগ্নি, ভারতবর্ষের উত্তরাংশে কাশ্মীর রাজ্যের অন্তর্গত একটা গিরিপথ । ইহার একদিকে উচ্চ হিমালয়শিখর ও পূৰ্ব্বদিকে কাশ্মীরের উপত্যকাভূমি। ইহার সৰ্ব্বোচ্চ স্থান সমুদ্রপৃষ্ঠ হইতে ৰায়হাজার ফিট। অক্ষা ৩৩' ৪৩ উঃ এবং ভ্ৰাধি” ৭৫° ৩৪' পূঃ । নোয়াপুর (নবপুর) গুজরাত প্রদেশের অন্তর্গত একটা নগর। ১৮১৮ খৃঃ অবে এইস্থানে ইংরাজসৈনিকের আবাস মনোনীত হয়। নোয়াপুর (নবপুর ) বোম্বাই প্রেসিডেন্সির খাদেশ জেলার অন্তর্গত একট গ্রাম । এই গ্রামে কএকঘর ব্রাহ্মণের বাস আছে। এতদ্ব্যতীত এই গ্রামে এবং ইহার চতুর্দিকৃস্থ পাৰ্ব্বতীয় অংশে তীলঞ্জাতির বাসই অধিক । নোয়ারবন্দ, আসামপ্রদেশের কাছাড় জেলার একট নগর। শিলচরের ১৮ মাইল দক্ষিণে অবস্থিত। লুসাই ও কুকী-আক্রমণ হইতে দেশরক্ষার জষ্ঠ এখানে ইংরাজরাজ সৈন্ত-সংস্থান করিয়াছেন । ইহার নিকটে বিস্তৃত চার চাষ আছে। নোয়িল, মাজাজ প্রেসিডেন্সির কোয়গাতোর জেলার একটা নদী । বেলিন্‌গিরি শ্রেণী হইতে উখিত হইয়া কাবেরী নদীতে মিলিত হইয়াছে। নিকটবর্তী স্থানের চাষবাসের কুবিধার জন্স এই নদীতে ছয়ট আনিকাট অাছে। মোর, আসামের দক্ষিণে ও জাবা নগরের উত্তরে এবং কিদু এম ও ঐরাবতী নদীদ্বয়ের মধ্যে অবস্থিত একটী জনপদ। ১৬৯৫ খুষ্টাক্ষে এই স্থান ব্রহ্মের রাজার অধীন ছিল, এখানকার সামন্তরাঞ্জ আসামের রাজবংশীয়। ইহাদের ভাষা গুমিদেশের ভাষা হইতে কতক স্বতন্ত্র। কোন কোন স্থানবাসীরা কালি I Bes j દ્રૌ BB B BBBB BB BB B BBBBB DDD DBBD পরিচয় দেয় । নোরোজ ই জালালি (ৰানো এলানী) দান ধৰ্ম্মশান্ত্রের একটী প্রসিদ্ধ দিন ৭ জুলতান মালিঙ্ক-শাহের আদেশে জ্যোতির্মি ও জঙ্কশাস্ত্রবিদগণ বৎসর, ঋতু, মাদ ও কালনির্ণয়ের জন্য পুনরায় গণনা আরম্ভ করেন। উক্ত গণনার कण हिमैौङ्गठ श्छ cष, शांन* ब्राविग्न ७भम cमरड्रां*ि३ বসন্তু কালের প্রথমে ৰিঘুবক্রাপ্তি অতিক্রম করিয়া জয়ন বৃত্তে अंयम क्रम। uहे कांग्नर१ फेड क्नि श्रेष्ठ भूगथमांनभ१ब মাস ও বৎসর গণনা চলিয়া জাসিতেছে । নোবিমেটাল, মাগ্রাজের অনন্তপুর ভালুকের অন্তর্গত একটা গ্রাম। ওটী হইতে ৩৫ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত। এখানকার আঞ্জনেয়ের মন্দিরে ১৫৫৮ সংবতে উৎকীর্ণ একখালি শিলালিপি আছে । নোবিলিয়াস্ রবার্ট-ডি, একজন পর্তুগীজ মিশনারি। ১৫৬ খৃষ্টাৰো ইমি প্রথমে ময়ূর নগরে আগমন করেন । এই সময়ে তিরুমল নায়ক এখানে রাজত্ব করিতেন। এখানকার ছিন্ম অধিবাসিগণ খৃষ্টীয় যাজকপ্রধান নোবিলিকে তত্ত্ববোধ-মাগল্প नॉरम श्रङिश्ठि कtग्नन । »७७० धुंटेitरु मांठritछन्न निकüषसैं গ্রামে উtহার জীবলীলা শেষ হয় । { খৃষ্টাদ দেখ । ] নোত্র, উত্তর-তারতের কাশ্মীর রাজ্যের লাখ বিভাগের অন্তর্গত একটা উপবিভাগ। করকোয়ম গিয়িশ্রেণীর এগার হাজার ফিটু উন্ধে অবস্থিত। ইহার চতুর্দিক গুযোক বা নোত্রা নদীদ্বারা পরিবেষ্টিত। দেশকিৎ ইহার প্রধান গ্রাম । অক্ষা” ৩৪° ৩৫' উঃ এবং দ্রাঘি” ৭৭° ৩৭ পুং । নোহর [ ইসলাম গড় দেখ। ] নোহল, চালুক্যবধে রাণ অবসিবর্ধার কল্প। ইনি মুগ্ধতুঙ্গ রাজপুত্র কেয়ূরবর্ধকে বিবাহ করেন । ইহার প্রতিষ্ঠিত মন্দির ও শিবলিঙ্গ লোহলেশ্বর নামে খ্যাত । নে। (স্ত্রী) মুদ্যতে নেয়েতি মুদ্র-প্রেরণে-ডে (মামুদিভ্যাং ডোঃ । উপৃ ২৬৪ ) ১ নৌকা, জলোপরি প্লধন তরণি। ২ যন্ত্রচালনীয় নেীভেদ। মহাভারতে এইরূপ নৌকার উল্লেখ দেখিতে পাওয়া যায়। যথা- ‘ “তত: স প্রেষিতে বিধান বিষ্করেণ নরন্তদা। পার্থানাং দর্শস্নায়াস মনোমারুতগামিনীম্। সৰ্ব্ববাতসহাং নাযং যন্ত্রযুক্তাং পতাকিনীম্। শিৰে ভাগীরথীতীরে নরৈৰ্ব্বিশ্ৰুস্তিভিঃ কৃতাম্।।” (প্তা"১১৫•।৪৫) এই যন্ত্র চালনীয় নৌক শৰে কলের জাহাজই বোধ হয়, বর্তমান সময়ে জাহাজের যে সকল লক্ষণ দেখা যায়, , তাহ।