পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৭৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t পদ্মিনী [ १२७ l পঙ্কিনী अव८ब्रां१ कtब्रम ! यश् मेिन चव८ब्रांरशग्न *ब्र उिनि «धकाँब्र করেন, পদ্মিনীকে পাইলেই ভারত ছাড়িয়া চলিয়া शाहेद !' কিন্তু বীরচেতা রাজপুতগণ তাহ শুনিয়া সকলেই প্রতিজ্ঞ করিলেন, একজনেরও জীবন থাকিতে ঘবনের করে কেছ চিতোরের রাণীকে অর্পণ করিতে পরিবেন না। ধখন আল্লাউদ্দীন দেখিলেন, তাহার উদ্দেশু সিদ্ধ হইতেছে না, তখন তিনি ভীমসিংহকে বলিয়। পাঠাইলেন, “আমি সেই অমুপম সুনারীর প্রতিচ্ছায় একবার মাত্র দর্পণে দর্শন করিয়া দেশে ফিরিয়া যাইব ।’ ভীমসিংহ এ প্রস্তাবে সন্মত হইলেন। ধূর্ব আল্লাউদ্দীন অল্পমাত্র সৈন্য লইয় চিতোরে প্রবেশ করিলেন । ভীমসিংহ অতিথির অভ্যর্থনার জন্তু যত্ন ও আয়োজনের ক্রট করেন নাই। এমন কি তিনি আল্লাউদ্দীনের বিদায়কালে তাহার সহিত ফুর্গের পাদদেশ পর্য্যস্ত আলিয়া ছিলেন। ধূৰ্ত্ত আলাউদ্দীন মিষ্টকথায় রাজপুতদিগকে আপ্যায়িত করিলেন। ভীমসিংহ যখন আল্লাউদ্দীনের সহিত শিষ্ট্রালাপ করিতেছিলেন, সেই সুযোগে একদল সশস্ত্র যবনসেন গুপ্তস্থান হইতে বাহির হইয়া অতর্কিত ভীমসিংহকে বন্দী করিয়া ফেলিল। আল্লাউদ্দীন প্রচার করিলেন, যে পদ্মিনীকে না পাইলে ভীমসিংহকে ছাড়িয়া দিবেন না। চিতোরবাসী সকলে সেই দারুণ সংবাদ শুনিল। তখন বুদ্ধিমতী পদ্মিনী পতির উদ্ধারের এক অপরূপ উপায় উদ্ভাবন করিলেন। তিনি আল্লাউদ্দীনকে বলিয়। পাঠাইলেন, "তিনি আত্মসমর্পণ করিতে প্রস্তুত আছেন, কিন্তু তৎপূৰ্ব্বে যবনাধিপকে অবরোধ উঠাইয়া লইতে হইবে। তাছার সহচরীগণ যবনশিবির পর্য্যস্ত র্তাহার অনুগমন করিতে ইচ্ছা করেন, যtহাতে তাঙ্কাদের মৰ্য্যাদার কোনরূপ হানি না হয়, তাহারও বন্দোবস্ত করিতে হুইবে । উtহার যে সকল চিরসঙ্গিনী আছে, তাহার। তাছার সহিত দিল্লী পৰ্য্যন্ত যাইতে প্রস্তুত। সেই সকল তন্ত্রমহিলাগণের মৰ্য্যাদা ও সম্মানরক্ষণবিষয়ে যেন কোন ক্রুট না হয় এবং কেহ যেন এই সকল পুরমহিলাদিগের নিকটবৰ্ত্তী হইরা অস্তঃপুরবিধির ব্যভিচার না করে, তাহারও বন্দোবস্ত করিতে হইবে এবং শেষ বিদায় লইবার জন্ম ভীমসিংহের সহিত তাহাকে একবার দেখা করাইতে হইবে। আল্লাউদ্দীন পরিনীর সকল প্রস্তাবেই সম্মত হইলেন। পরে নির্দিষ্টদিনে সাত শত আবরণযুক্ত শিবিক আনীত হইল । বাছ বাছা সাতশত সশস্ত্র রাজপুতৰীয় সেই শিবিকায় প্রবেশ করিলেন । আচ্ছাদিত শিবিকাগুলি ক্রমে যখন শিবিরাভ্যন্তরে উপস্থিত হইল। অৰ্দ্ধ ঘণ্টার দs তীক্ষসিংহ প্রাণপ্রিয়তমার সহিত সাক্ষাৎ করিবার আশে পাইলেন। এখন তিনি যবনশিবিরে প্রেরণীর সহিত দেখা করিতে আসিলেন। এখানে উপস্থিত হুইবামাত্র তাহার কএকজন সেনানী তাহাকে অতি গোপনে শিবিক মধ্যে রক্ষণ করিয়া নগরাভিমুখে যাত্ৰা করিল। পদ্মিনীর সহচরীগণ শেষ विमाग्न शहैद्रां शिब्रिह्म शाहेtठटश् छरिद्रा ८क्इ किङ्ग पणिन না। অৰ্দ্ধঘণ্টা অতীত হইল, ভীমসিংহ ফিরিলেন না cनषिद्र श्रांझाफेकौन् छेदीइ फेकैौशं श्हेय्णन । आग्न दिलष সহিতে পারিলেন না । যে সকল শিবিকা শিবিরাভ্যন্তরে ছিল, আল্লাউদ্দীন তাহার আবরণ খুলিয়া দিতে আদেশ করিলেন । কিন্তু তিনি য়াহ দেখিলেন, তাহাতে একদিকে নৈরাপ্ত ও অপরদিকে মহাক্রোধ আসিয়া। তাছার হৃদয় অধিকার করিল। শিবিকা হইতে বাহির হইয়াই রাজপুতবীয়গণ যবনদিগকে আক্রমণ করিল। উভয়দলে ঘোরতর যুদ্ধ হইল। রাজপুতের মধ্যে যতক্ষণ একজনও জীবিত ছিল, ততক্ষণ পর্য্যস্ত তাহারা মুসলমান সৈনিকগণকে পলায়িত রাজপুতগণের অনুসরণ করিতে দেয় নাই । আলাউদ্দীনের অভীষ্ট ব্যর্থ হুইল । *騎 ভীমসিং পথিমধ্যে একটা ঘোটকে আরোহণ করিয়া নিরাপদে চিতোরচুর্গে প্রবেশ করিলেন। এদিকে পাঠান-সৈন্তগণ আসিয়া দুর্গ আক্রমণ করিল। রাজপুতবীরগণ প্রাণপণে দুর্গরক্ষা করিতে লাগিলেন। এই সময়ে পদ্মিনীর পিতৃব্য গোর ও তাহার দ্বাদশ বর্ষীয় ভ্রাতু-পুত্র বাদল অসামান্য বীরত্ব প্রকাশ কল্পিয়াছিলেন । পাঠানের পুনঃ পুনঃ আক্রমণে ক্রমেই চিতোর ধ্বংসমুখে পতিত হইতেছিল। এক এক রাজপুতবীর বহুসংখ্যক যখনসেনাকে নিহত করিয়া সমরশায়ী হইতে লাগিল । ক্রমে ভীমসিংহ বুঝিতে পারিলেন যে, আর তিনি প্রাণপ্রতিমা পদ্মিনী ও চিরসুখের আবাস চিতোরনগরীকে রক্ষা করিতে পারিতেছেন না । তিনি স্বপ্নে আবার দেখিলেন, চিতোরের অধিষ্ঠাত্রী জেৰী নিতান্ত ক্ষুধাতুর হইয়া দ্বাদশ রাজপুত্রের শোণিত চাহিতেছেন। তদনুসারে একে একে এগারজন রাজপুত্র জন্মভূমির জষ্ঠ রণস্থলে তাত্মোৎসর্গ করিলেন । আর ভীমসিংহ স্থিয় থাকিতে পারিলেন না। রাজবংশের পিগুলোপ হইবার আশঙ্কায় অবশেষে মিজে আস্মোৎসর্গ করিতে অগ্রসর হইলেন। রাজপুতমহিলাগণ জহরত্রতের অনুষ্ঠান করিতে অগ্রসর হইল । রাজস্থানের প্রফুল্লকমলিনী পদ্মিনী চিরদিনের জন্ত পতিচয়ঃ ठूषन रुब्रिग्न छगड ष्ठिांश cनर दिनर्थन कब्रिग्ना निद्रण সতীত্বর ও রাজপুতকুলগৌরব রক্ষা করিলেন। রাজপুত