পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিউটন আইজাক সমাধিস্থল ও কবরের বস্ত্রীলঙ্কারাদি টাপু দ্বারা নিষিদ্ধ। পুরোহিতের সময় সময় কোন লোক বা বস্তুকে ‘টাপু বলিয়৷ ঘোষণা করেন। ঐ সময় সেই লোক আপনার জাহার সামগ্রী নিজে গ্রহণ করিতে পারে না । অন্য কোন ব্যক্তি তাহাকে আহার ও পান করাইয়া থাকেন। কাহারও মতে ষোড়শ শতাব্দীতে স্পেনবাসীরা নিউজিলণ্ড আবিষ্কার করেন । কিন্তু এ সম্বন্ধে কোন সস্তোষজনক প্রমাণ পাওয়া যায় না। ওলন্দাজ নাবিক অাবেল তাসমান ১৬৪২ খৃষ্টান্ধে তথায় উপস্থিত হইয়া, প্রথমে নিউজিলণ্ডের নাম সৰ্ব্বসাধারণের কর্ণগোচর করেন । নিউটন আইজাক, একজন বিখ্যাত দার্শনিক ও জ্যোতিঃশাস্ত্রজ্ঞ পণ্ডিত। ইংলণ্ডদেশের লিন্‌কল প্রদেশের কোলস্টারওয়ার্থ গির্জার এলাকাভুক্ত উলথর্প নামক একটী ক্ষুদ্র পল্লীতে ১৬৪২ খৃঃ অকো ২৫এ ডিসেম্বর নিউটন জন্ম গ্রহণ করেন। তাহার পিতামাতা উভয়েই প্রাচীন সম্রাস্তবংশ হইতে উদ্ভূত। এই নিউটনবংশ পূৰ্ব্বে লিন্‌কল প্রদেশের হুইটরি নগরে বাস করিত, পরে উলথর্প গ্রামের তালুকদারী পাইয়া এখানে আসিয়া | বাস করেন। ইহার পিতা রটুলণ্ডবাসী জেমস্ আস্কাফের কস্তাকে বিবাহ করেন। নিউটন যখন মাতৃগর্ভে তখন তাহার পিতার মৃত্যু হয়। এইরূপে শোকসাগরে পড়িয়া, তাহার মাত অসময়ে পুত্র প্রসব করিলেন । ইনি পিতামাতার একমাত্র সস্তান । নিউটন-পরিবারের ভরণপোষণোপযোগী আয় না থাকায় তাহার বিধবা মাতা নর্থ উইথামের ধৰ্ম্মযাজককে (Rector। পুনরায় বিবাহ করিতে বাধ্য হইলেন । এই সময় তিন বৎসরের বালক নিউটন মাতামহীর তত্বাবধানে থাকিয়া দিশিক্ষা আরম্ভ করেন। দ্বাদশবর্ষ বয়সে তিনি গ্রন্থামের বাকরণ-বিদ্যালয়ে প্রবেশ লাভ করিলেও বিদ্যাভ্যাসের বিশেষ কোন উন্নতি দেখাইতে পারেন নাই। এই সময়ে তিনি যন্ত্ৰ-বিদ্যা (Mechanic) অভ্যাসে আগ্রহ প্রকাশ করেন এবং যথাসাধ্য কৌশলের সহিত বায়বীয়-যন্ত্ৰ (Windmill), জলঘটিকা (Water-clock) 8 *T* (Sun-dial) firstকরেন। কিন্তু এই সকল বিষয়ে বিশেষ পারদর্শিতা দেখাইলেও বিদ্যাচর্চায় তিনি অপরাপর বালক অপেক্ষা হীন ছিলেন । জীবনী-লেখক ক্রষ্টায় লিখিয়াছেন যে, তাহার উপরিস্থ একটা বালক একদিন উপেক্ষা করিয়া তাহার পেটে লাথি মারিলে, "তিনি ঘৃণায় প্রতিজ্ঞ করিয়াছিলেন, যতদিন না ইহার বিদ্যার গৰ্ব্ব খৰ্ব্ব করিতে পায়ি, ততদিন আর কাহারওঁ সহিত আলাপ করিব না। তাহার এই আস্তরিক দৃঢ়তা তাহাকে বিম্বা-জগতের সৰ্ব্বোচ্চ আসন দান করিয়াছিল। ১৬৫৬ [ ৭৯ ] নিউটন আইজাক খৃষ্টাৰে নিউটনের দ্বিতীয় পিতা রেভারেও বারনাবাস স্মিথের মৃত্যু হইলে তাহার মাতা ও নিউটনকে পুনরায় উলথর্পে ফিরিা আসিতে ছইয়াছিল। এই সময়ে মাতার মাদেশে নিউটন বিদ্যাশিক্ষা পরিত্যাগ করিয়া আপনাদিগের যোত ও উদ্যানাদির উৎকর্ষসাধনে যত্নবান হন এবং এই সমস্ত কাৰ্য্য নিজ অনিচ্ছাসত্ত্বেও করিতে বাধ্য হইয়াছিলেন । যখন হাটবারে নিউটন সঙ্গী লইয়া গ্রান্থামে উৎপন্ন ত্রবাসমূহ বিক্রয় করিতে যাইতেন, তখন তিনি কোন স্থানে কলকারখানা দেখিলে, তথায় দাড়াইয় তাহtয় চক্রাদির গতি বিশেষরূপ দেখিতেন । নগরে প্রবেশ করিয়াই তিনি তাহার আলাপী একটী ঔষধ-বিক্রেতার বাটীতে যাইয়া তাহার পুস্তকালয় হইতে পুস্তক পাঠ করিতেন । এইরূপে পুরাতন গ্রন্থপাঠে তিনি এতাদৃশ আনন্দ অনুভব করিতেন যে, তাহার সঙ্গী যতক্ষণ না দ্রব্যাদি বিক্রয় করিয়া তাহাকে ডাকিতে আসিত, ততক্ষণ তিনি পাঠ হইতে উঠিতেন না। তাহার বিদ্যাভ্যাসে একান্ত আমুরক্তি দেখিয়া, তাহার মাতুল ‘রেভারেও ডবলিউ আসকাফ তাহাকে পুনরায় বিদ্যালয়ে পাঠাইতে মনস্থ করিলেন । সপ্তদশবর্ষ বয়সে তাহাকে আবার ক্যান্থিজের অন্তর্গত ত্রিনিতি কলেজে পাঠাভ্যাসাৰ্থ পাঠাইয়। দেওয়া হয় । এখানে তিনি ১৬৬৩ খৃষ্টাবো প্রথম প্রবেশিকা (Matriculation) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৬৬১ খৃঃ অব্দে “সাব-সিজার’ (sub-sizar) হইয়া বিনা বেতনে বিদ্যালয়ে থাকিয়া বিদ্যাশিক্ষা করিবার অনুমতি পান। ১৬৬৪ খৃষ্টাব্দে তিনি শিক্ষিত শ্রেণীভুক্ত হয়েল এবং ১৬৬৫ অব্দে “বিএ’ উপাধি প্রাপ্ত হন। এই কয় বৎসর মধ্যে তাহার কোন বিশেষ উন্নতি দেখা যায় না। যখন র্তাহার বয়স ২৪ বৎসর হয় নাই, তখন তিনি জ্ঞানের পরাকাষ্ঠা দেখাইয়া বীজগণিতের অন্তর্গত দ্বিপদ ***itz (Binomial theorem) fosts of so wroto, sfē Ngorff G» fryntră (principles of fluxion) 44: গতির নিয়ম (Law of force) ব্যাখ্যাকালে গ্ৰহগণের এমন কি চন্দ্রেরও সুর্য্যাভিমুখে আকর্ষণ র্তাহার অন্তঃকরণে জাগিয়া উঠে এবং তিনি কতকাংশে উক্ত বিষয় প্রতিপাদনে যত্ন করেন । তিনি উৎক্ষিপ্ত পাথরের পৃথিবীমুখে আকৃষ্ট দেখিয়া বলিয়াছিলেন যে, সমগ্র গ্ৰহগণ যেরূপ পরস্পর আকর্ষণশীল, এই পৃথিবীও সেইরূপ আকৃষ্টিশক্তির অধীন। ১৬৬৪-৬৫ খৃষ্টাব্দে নিউটন ফ্রিনিতি কলেজের আইন-সদস্য (Law-fellowship) șiềxt:H sa "North Bergz" FitzRZ+A প্রতিদ্বন্দ্বী হয়েন, কিন্তু উভয়ে সম্যক্ জ্ঞানবীন হইলেও তাহার