পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e זישאה কখনই উপশমিত হয় না। উৎপাত লক্ষণ জানা যাইলে রাজার প্রতিবিধান কর্তব্য । ( বৃহৎস" s৬ অ” ) নাভা,. পৰাৰ গবর্মেন্টের অধীন শতক্ৰনদীতীরস্থ একটা দেলীয় রাজ্য।Aঅক্ষা ৩•• ১৭ হইতে ৩০° ৪° উঃ এবং দ্রাখি ৭৫ a- ইষ্টতে ৭৬° ২০' পূঃ মধ্যে অবস্থিত। ইহার পরিমাণ ৯২৪ বর্গ মাইল । লোকসংখ্যা হিন্দু ৮৩৮•, মুসলমান ৬২৬৯, খৃষ্টান ৭, জৈন ২৩১, শিখ ২২:১৮, সৰ্ব্বসমেত ১৭১০৮। বর্তমান রাজবংশ, সিন্ধুদেশীয় জটিবংশ-সম্ভূত ফুলের প্রথম পুত্র তিলক হইতে উৎপন্ন। এই তিলক নাভা-রাজ্যে একটা গ্রাম সংস্থাপন করেন । ঝিন্দের রাজা এই একই বংশ-জাত এবং পাতিয়ালার রাজা কুলের দ্বিতীয় পুত্র রাম হইতে উৎপন্ন। প্রাগুৰু তিনটা বংশই এই জন্ত ফুলকীয়ান বংশ বলিয়া খ্যাত। পঞ্জাবের গৌরবসুর্য রণজিৎসিংহ যমুনার উত্তরাংশে আপনার অক্ষুণ্ণ রাজ্যবিস্তারে প্রয়াসী হইলে, নাভার রাজা ইংরাজদিগের নিকট সাহায্যপ্রার্থী হন। তদনুসারে ১৮০৯ খৃষ্টাবো মে মাসে উক্ত রাজা বুটশ শাসনাধীন হয়। বুটশ গবর্মেন্টের একান্ত অনুরক্ত রাজা যশোবস্তুসিংহের মৃত্যুর পর তাহার পুত্র রাজা দেবেন্দ্ৰসিংহ তৎপদে অধিষ্ঠিত হন। কিন্তু তিনি শিখযুদ্ধের সময় ইংরাজদিগের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন, এই বিশ্বাসে তাহাকে বার্ষিক ৫০ ০০০ বৃত্তি দিয়া পদচ্যুত করা হয় ও র্তাহার পুত্র ভরপুরসিং তাহার সিংহাসনে অধিরূঢ় হন । ইনি ইংরাজদিগের অতি বিশ্বস্ত ছিলেন ও সিপাহীবিদ্রোহকালে ইংরাজ গধর্মেন্টকে খাদ্য ও সৈন্যসাহায্য দ্বারা উপকৃত করেন। সেইজষ্ঠ পুরস্কার স্বরূপ জাজহার রাজ্য প্রাপ্ত হন। উহার বার্ষিক আয় ১০৬০০০ টাকা। তৎপরে জাজপুর জেলার অন্তর্গত কানোদ ও বড়বানা পরগণার কতকাংশ ৯৫০৫০০ টাকা নজর দিয়া গবর্মেন্টের নিকট গ্রহণ করেন । ১৮৬৩ খৃষ্টাব্দে তাহার মৃত্যু হয়। র্তাহার পর তাহায় ভ্রাতা ভগবানসিং রাজা হন, কিন্তু তিনি ১৮৭১ খৃষ্টাব্দে নিঃসস্তান অবস্থায় পরলোক গমন করায়, ১৮৬০ খৃষ্টাব্দে ৫ই মে তারিখের সনন্দের মৰ্ম্মানুসারে, দ্ধিক্ষের জায়গীরদার (বর্তমান ) হীরামিং রাজপদে নির্বাচিত হন। ১৮৪৩ খৃষ্টাব্দে ইনি জন্মগ্রহণ করেন। নাভী রাজ্যে চিনি, যৰ, গম, তুলা এবং তামাক উৎপন্ন হয় । । [ e ] নাভাক (পুং ) ঋষিভেদ । "নাভাকস্ত প্রশস্তিভিঃ।" ( ঋক্ । ৮৪১২ ) ‘নাভাকস্ত ঋযেঃ' ( সায়ণ ) নাভাগ (পুং) ১ বৈবস্বত মন্থর পুত্রভেদ । (হরিবংশ ১• অ' ) ২ সুৰ্য্যবংশীয় মযদতি রাজার পুত্র। ইহার পুত্রের নাম অজ । ( রামা’ ১৭১ অ” ) ২ ভগীরথনন্দন শ্রতের পুত্র । (হরিবংশ o - “.

  • ' ، ، م

মাভাগ ১৫ অ’, বিষ্ণুপু ) মৎস্তপুরাণে ইনি ভগীরথপুত্ৰ বদন অভিহিত হইয়াছেন। নাভাগ, মহারাজ দিঠের পুত্র। ইহার বিষয় মার্কাওয়পুরাণে এইরূপ লিখিত আছে—করুষের সাত পুত্র। ইহারা সকলেই কারুষ নামে খ্যাত। ইহাদের মধ্যে দিষ্টের পুত্ৰ নাভাগ । ইনি প্রথম যৌবনে পদার্পণ করিয়াই অতীব স্বমনোহর এক . বৈশ্বতনয়াকে দর্শন করেন। তাছাকে দেখিয়াই অতিশয় কামমোহিত হন। অনন্তর তিনি সেই কম্ভার পিতার নিকট গমন করিয়া ঐ কম্ভাকে প্রার্থনা করিলেন । কন্যার পিতা করজোড়ে কহিলেন, আপনারা রঞ্জি, আমরা ভৃত্য, বিশেষতঃ আপনারা বরদাতা, আমরা কখনই আপনাদের সমকক্ষ নহি । যদি আপনার এই কষ্ঠার পাণিগ্রহণে নিতান্ত অভিলাষ হইয়া থাকে, তাহ হইলে আপনায় পিতার অনুমতি লইয়া বিবাহ করিতে পারেন। তাহাতে নাভাগ কহিলেন, গুরুজনসমীপে ঈদৃশ মন্মথবিষয় ব্যক্তকর। সৰ্ব্বদা যুক্তিবিরুদ্ধ। ইহাতে সেই কন্যার পিতা কহিলেন, আপনার বলিতে লজ্জা বোধ হইলে অামি নিবেদন করিতেছি। কস্তার পিতা এই কথা বলিয়ু মহারাজ দিষ্টের নিকট এই বৃত্তান্ত নিবেদন করিল। দিই পুত্রের এই অতিলাষ জানিয়া ঋষিগণের সহিত পরামর্শ করিয়া ঋষিগণ দ্বারা পুত্রকে জ্ঞাপন করিলেন—‘প্রথমে ক্ষত্রিয়া পত্নীর পাণিগ্রহণ করিয়া পরে ইহাকে গ্রহণ করিলে দোষ হইবে না। রাজকুমার নাভাগ তাহ গ্রাহ না করিয়াই তৎক্ষণাৎ তথা হইতে বাহির হইলেন, এবং সেই কন্যাকে গ্রহণ করিয়া কহিলেন, “যাহার ক্ষমতা থাকে, তিনি আসিয়া আমার সহিত যুদ্ধে প্রবৃত্ত হউন।’ এদিকে কন্যার পিতা দিষ্ট্রের শরণাপন্ন হইলেন। মহারাজ দিষ্ট ধৰ্ম্মদুষক পুত্রকে বধ করিবার জন্য সৈন্যদিগকে আদেশ করিলেন। তখন পিতাপুত্রে তুমুল সংগ্রাম বাধিল । পুর পিতাকে শস্ত্র ও অস্ত্র স্বারা অতিক্রম করিলেন । এই সময়ে পরিব্রাটু মুনি অন্তরীক্ষ হইতে আগমন করিয়া এই যুদ্ধ হইতে নিবৃত্ত করান। নাভাগ বৈপ্ততনয়ার পাণিগ্রহণ করিয়া বৈপ্তত্ব প্রাপ্ত হইলেন। কৃষি, পাশুপাল্য ও বাণিজ্যাদি দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করিতে লাগিলেন। ইহার ঔরসে ভলম্বন নামে এক পুত্র হয়। জননী পুত্রকে কছিলেন, তুমি পৃথিবীপাল হও । নাভাগ বৈশুকন্যার পাণিগ্রহণ করিয়া বৈপ্তত্ব প্রাপ্ত হইয়াছিলেন। ভৃগুবংশীয় প্রমতির শাপে রাজা নল বৈপ্তত্ব প্রাপ্ত হইয়াছিলেন, পরে প্রমতি প্রসন্ন হইয়া ইহাকে বলিয়াছিলেন, কোন ক্ষত্রিয় তোমার কন্যার বলপূর্বক পাণিগ্রহণ করিলে তুমি আবার ক্ষত্রিয় হইবে। নাভাগ সেই বৃত্তান্ত অবগত ' دww