পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निकझेदर्डिन् [ ના ] নিকষা নিম্প্রহ (ত্রি) নির্গত শৃগ যত। আশাশূন্ত, স্পৃহারহিত। নিঃস্রব (পুং ) নিরস্ক-অপ্ত। ১ অবশেষ। “ক্রয়ো বা নিঃশ্রবস্তস্মাৎ বণিজাং লাডকৃৎ স্মৃতঃ।” ( যাজ্ঞব” ) ২ নির্গমন । নিঃস্রাব (পুং ) নিঃ-শ্রবর্তীতি নির-ফ্রঁ-ণ। ভক্তরস, ভাতের মাড়, ফেন। পর্যায়—আচাম, মাসয় । ২ ক্ষরণ । ৩ ব্যয় । “বহুবাদানোহয়নিঃস্রাবঃ ধাতঃ পূজিতদৈবতঃ ॥” (কামনাক ) নিঃস্ব (ত্রি) নির্নাস্তি স্বং ধনং যস্য। ধনহীন, দরিদ্র। ইহার লক্ষণ—“সুপাকারে বিরূক্ষেী চ বক্রেী পাদে শিরালকে । সংগুষ্কে পাগুরনখে নিঃস্বস্ত বিরলাজুলী।” (গরুড়পু) যাহার পাদদ্বয় বক্র, নর্থ সকল সুপাকার, পাগুরবর্ণ ও শিরাল এবং সৰ্ব্বদা পরিশুদ্ধ থাকে, অঙ্গুলী সকল বিরল, এই সকল লক্ষণাক্রাস্ত হইলে তাহাকে দরিদ্র বলিয়া জানিবে। নিঃস্বভাব (ত্রি) নির্গতঃ স্বভাবে যস্য। স্বভাবশূন্ত । বৌদ্ধ দিগের মতে বস্তুমাত্রই স্বভাবশূন্ত । “বুদ্ধা বিব্লিচামানানাং স্বভাবে নাবধার্যাতে । * অতো নিরভিলপশন্তে নিঃস্বভাবশ্চি দৰ্শিত ॥” (লঙ্কাবতার ) বৃদ্ধিদ্বারা বিবিচ্যমান পদার্থ সকলের স্বভাব অবধারিত অর্থাৎ নিশ্চিত হয় নাই । অতএব সেই সকল স্বভাব নিরভিলষ ও নিঃস্বভাব ইহা দৰ্শিত হইয়াছে। শৃঙ্গবাদিবৌদ্ধদিগের মতে-বস্থর স্বরূপত্ব স্বীকৃত হয় নাই, তাহার নিঃস্বভাবই স্বভাবের কারণ ইহা প্রতিপাদন করিয়াছে। নিকক্ষ (অব) কক্ষপ্ত সমীপ, সামীপার্থে অব্যয়ীভাব । পশ্চিমাপর সন্ধিসমীপ । “চিন্তাং পরিমিঞ্চত্যগ্নীদক্ষিণে নিকক্ষে" (কাত্যা’ শ্রেী"১৮২১) .পশ্চিমাপরসন্ধিঃ কক্ষপ্তস্ত সমীপং নিকক্ষমৃ’ ( বেদদীপ ) নিকট (ত্রি) নি সমীপে কটতীতি নি-কট-অচ। অদূর, পর্যায়— সমীপ, আসন্ন, সন্নিকৃষ্ট, সনীড়, অভ্যাস, সবেশ, অন্ত, অস্তিক, সমর্যাদ, সদেশ, অভ্যস্ত্ৰ, অভ্যর্ণ, সবিধা, উপকণ্ঠ, অভিত। (শদর") বৈদিক পর্যায়--তলিং, আসাৎ, অম্বর, ঔৰ্ব্বস, অস্তমীক, অীক, উপাক, অর্লাক, অস্তমান, অবম, উপম । ( বেদনিঘণ্ট, ২ অ” ) "দিবসরজনীকুলচ্ছেদৈঃ পতদ্ভিরনারতং বহুতি নিকটে কালঃ স্রোতঃসমস্তভয়াবহম্। ইছুহি পততাং নাস্তালম্বো ন চাপি নিবর্তনং তদিহ মছতাং কোয়ং মোহো যদেয মদাবিলঃ " (শান্তিশ”-৩২) নিকটতা (স্ত্রী ) নিকট-তল-টাপ্‌। লামীপ, নৈকট্য। নিকটবর্তিন (ত্রি ) নিকটে বৰ্ত্ততে বৃত-ণিনি। সমীপস্থ, নিকটস্থ, যে নিকটে থাকে। নিকটবর্তিত্ব (রী ) নিকটবর্তিনো ভাবঃ ত্ব। নিকটবর্তির ভাব। নিকটস্থ (ত্রি) নিকটে তিষ্ঠতি স্থা-ক। সমীপুস্থ, যে নিকটে থাকে, নিকটস্থিত। 帶 নিকটসম্বন্ধীয় (ত্রি) নিকট সম্পৰ্কীয়, নিকট সম্বন্ধবিশিষ্ট, স্বজন । নিকটাগত (ত্রি ) উপস্থিত, অভ্যাগত, সমাগত। সমীপে উপস্থিত। নিকটাগমন ( জী ) নিকটে আগমনম্। উপসন্নত, নিকটে আসা, উপস্থিতি । নিকটানিকট ( দেশজ ) কাছাকাছি। নিকন ( দেশজ ) গোময় দিয়া ধৌতকরণ, গোবরযুক্ত জল দিয়া গৃহমার্জিত করণ। গৃহাদি গোময়াদি দ্বারা পরিষ্কার। নিকনচুকন (দেশজ) গোময় দিয়া গৃহপরিষ্কার করণ। নিকন্ধিয় ( দেশজ ) ১ নিস্কন্ধ, মস্তকহীন। ২ স্কন্ধবিহীন ভূত যোনিবিশেষ । নিকর (পুং ) নিকরোতীতি ব্যাপ্নোতীতি নি-ক-অচ। ১ সমূহ, রাশি । ২ সার। ৩ স্থায়-দেয় ধন । ৪ নিধি । ( মেদিনী ) নিকর্তন (ক্লী ) নি-কৃত-লুটি। ১ ছেদন। (ত্রি ) ২ ছেদন কারী। নিকর্তব্য ( ক্লী ) নি-কৃত-তব্য। ছেদনীয়। নিকর্ষণ ( ক্লী ) নির্নাস্তি কর্ষণং যত্র । ১ সন্নিবেশ । ২ পত্তনাদিতে পরিচ্ছন্ন প্রদেশ । নগরাদির বহিঃস্থিত ক্রীড়াভূমি । ৩ গৃহাদির বাহিরে বিচরণভূমি, গৃহপ্রবেশের দ্বারস্থিত উঠান। ৪ সমীপস্থত । ৫ প্রাক্ষণাদির সন্নিবেশ । ( ত্রি ) ৬ কর্ষণরহিত । নিক্য (পুং ) নিকমতি পিনষ্টি স্বর্ণাদিকং যত্রেতি নি-কষ-ঘ ( গোচরসঞ্চরেতি । পী ৩৩১১৯ ) ১ , কষ্টিপাথর, সুবর্ণ পরীক্ষা করিতে হইলে এই নিকযোপলে পরীক্ষা করিতে হয় । "নিকবে হেমরেখেব ঐরাসীদনপায়িনী।" ( রঘু ১৩৪৬) (ত্রি ) সুবর্ণাদির পরীক্ষার্থ কর্ষণকৰ্ম্ম । “যদা নিগুণমাপ্নোতি ধানং মনসি পূৰ্ব্বজম। তদা প্রজ্ঞায়তে ব্ৰহ্ম নিকষং নিকষে যথা ॥” ( ভারত শাস্তি ২০৫ অ” ) ৩ শাণ, অস্ত্রাদি তীক্ষতীসাধন অস্ত্র । ( অমর ) | নিকষণ (কী ) নি-কষ-লুটু। ঘর্ষণ, খনন। নিকষা (স্ত্রী) নিকষতি হিনস্তীতি কয-হিংসে পচাদাচ্‌, ততষ্টাপ্ত। ১ রাক্ষসমাতা। স্বমালিকস্ত ও বিশ্রবীর পত্নী। ইহার গর্ভে রাবণ, কুম্ভকৰ্ণ, বিভীষণ ও শূৰ্পণখা জন্মগ্রহণ করে। ( রামা" ) ( অব্য ) নি-কষ-গতেী-আঃ ( আঃ সমিন্‌ নিকষিভ্যাম্। উৎ ৪।১৭৪ ) ২ নিকট। ৩ মধ্য। এই X ২২ e