পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দলীপসিংহ - ইহার কিছুকাল পরে স্কটুলণ্ডের মেথ্রিস দুর্গে কোর্ট অব ডিরেক্টারগণে পরিবৃত হইয়া আমোদে বাস করেন। এখানে অনেক সন্ত্রান্ত মহিলা আসিয়া তাহার সহিত আলাপ করেন। দলীপ, বিলাতী ললনার প্রশংসায় মুগ্ধ হন নাই, রমণীর কটালে তাহার চরিত্র কলুষিত হয় নাই। ইহাই দলীপের झह्।। ३द्र श्रद्रेि5 ।। দলীপ দুই বৎসর বাস করিবার জন্য ইংলণ্ডে আসেন । ১৮৫৬ খৃষ্টাব্দে ডিসেম্বর মাসে জেনোয় ও ফ্লোরেন্স হইয়। ইতালীর রাজধানী রোমনগরে যাইয়া উপস্থিত হইলেন । মহানুভব "পোপ দলীপের সন্মানাথ রাজপ্রাসাদে যেখানে মুন্দর প্রতিমূৰ্ত্তি সকল স্থাপিত আছে, সেইস্থান আলোকিত করিতে ধলিলেন । রোম হইতে দলীপ নেপলস, পম্পির আগ্নেয়গিরি বিশ্ববিয়াস দর্শন করিয়া পরে,জেনিভা নগর হষ্টয়া ইংলণ্ডে ফিরিয়া আসিলেন । ইংলণ্ডে আসিয়া তিনি শুনিলেন, অযোধ্যা বৃটিশাধীন ঠষ্টয়াছে। অযোধ্যার নবাব ওয়াজিদ আলীশাহের বার্ষিক ১৫ লক্ষ টাকা বৃত্তি স্থির হইয়াছে, এ ছাড়া তাহার পরিবারবর্গের ভরণপোষণ জন্য বৃটিশ গবমেণ্টকে আরও অনেক টাকা দিতে হুইবে । স্বাধীন শিখরাজ্যের অধিপতি মহাবীর রণজিৎসিংহের পুত্র ও পরিবারগণের মোট পাঁচ লক্ষ টাকা ত্তি হইবার পর অলস সামন্তরাজের বিলাসের জন্ত বৃটিশ “লমেণ্ট ১৫ লক্ষ টাকা বন্দোবস্ত করিলেন, ইহা মহারাজ দীপের পক্ষে অপমানজনক ও অসহ বলিয়া বোধ হইল । ভবিষ্ণুতে তাহার প্রতি সুব্যবস্থা হইতে পারে, এই আশা fতনি ক্লারিজ ছোটেল হইতে ১৮৫৬ খৃষ্টাব্দে ৯ই ডিসেম্বর কোর্ট অব্‌ ডিপ্লেক্টরগণের সভাপতিকে লিখিলেন, “দশ বর্ষবয়সে অভিভাবকের আদেশমত পঞ্জাবরাজ্য ইংরাজকে অর্পণ করিক্তে বাধ্য হইয়াছিলেন । তখন অভিভাবক ও মন্ত্রিগণের পরামর্শে সন্ধির সর্বগুলি ভাল বলিয়াই বোধ করিয়াছিলাম । এখন ভরসা করি, আমার পুৰ্ব্বপদ ও আমার বর্তমান অবস্থা বিবেচনা করিয়া আমার সন্মানযোগ্য ন্যায় বন্দোবস্ত করা #3 o' সম্মুপতি প্রত্যুত্তরে ছুনাইলেন, ভারতবর্ষ হইতে *নিয়ার্তাহাকে উত্তর দেওয়া হইবে, তবে সন্ধির ধারানুসারে ইঞ্জির ইচ্ছামত বাসস্থান সম্বন্ধে যে প্রতিবন্ধক ছিল, তাহ ইতে তিনি মুক্ত হইলেন। মে মাস অবধি অপেক্ষা করিয়া দীপ আবার কোর্ট অব ডিরেক্টারগণকে তাহার' বিষয় "रैिप्पन मरन कब्रिप्राइन, ५भन नमग्र (कून भाcन) "াদ আসিল—ভারতে ভীষণ সিপাহীবিদ্রোহ উপস্থিত গৈছে। মুতরাং আর তাহার পত্র লেখা হইল না। [ eసె4 ] দলীপসিংহ ७ नभtग्र डेहे.७नइ ७ अन्वब्रन् ब्राअथांनाएन नगौcश्रब्र प्याग्रहे निभञ्ज१ श्हेउ । शून ब्राल ७ ब्राणङ्कमात्र आश्रिक्लर् আলধারটনে দুই তিনবার আসিয়া দলীপের সহিত ক্রিকেট খেলা করিতেন ও র্তাহার ফটোগ্রাফ লইতেন। ১৮৫৬ খৃষ্টাব্দের শেষভাগে দলীপের নাম জাল করিয়া বিলাত হইতে কতকগুলি লোক ঠুtহার মাতাকে পত্র লেখেন। তখন দীপের জননী নেপালে ছিলেন। [ ঝিনান দেখ। ] ঘটনাক্রমে সেই পত্র জঙ্গ বাহাদুরের হস্তগত হয় । তিনি সেই পত্র নেপালের বৃটিশ রেসিডেন্টের নিকট পাঠাইয়া দিলেন। পরে সেই পত্র গৰধরজেনারদের নিকট হইয়া বিলাতে ডিরেক্টরগণের নিকট আসিল । দলীপের হইয়া সর জন লেগিন গবমেণ্টকে লিখিলেন, “পত্রগুলি দলীপের নয়, জাল ।” to ७३ गमग्र शहेtऊ शनैौश्व मtठाद्र विषग्न किडू फ़िरुिङ হইলেন । নেমিয়াগোরে ভারতে আয়িতে ছিলেন। তাছাকে মাতার নিকট যাইতে অনুরোধ করিলেন। কিন্তু ८नबिश নিজে ন'গিয়া এক উদাসীকে দিয়া রাণী ঝিনানের কাছে পত্র পাঠাইলেন, এ সংবাদ প্লাইয়া দলীপ অতি দুঃখিত হন। সর্জন লেগিন দীপের হইয়া নেমিয়াকে পত্র লেখেন, 'একজন অপরিচিত লোককে মহারাণীর কাছে পাঠান মহারাজের - ইচ্ছা নয়। আপনি স্বয়ং গিয়া মহারাণীয় সহিত দেখা করবেন ও র্তাহাকে বুঝাইয়া বলিবেন যে কি রূপে তিনি থাকিতে ইচ্ছা করেন, মহারাজ কি রূপে তাহার কার্য্যে আসিতে পারে। নেপালে থাকাই তাহার পক্ষে এখন মঙ্গলজনক । যহাতে ভবিষ্ণুতে তিনি আত্মীয় ও পরিবারবর্গে পরিবৃত্ত হইয়া সুখে কালযাপন করিতে পারেন, মহারাজ ভারতে গিয়র্তাহার চেষ্টা করিবেন।’ t সিপাহী বিদ্রোহের সময় মহারাজ দলীপের ফতেগড়ন্থ বাটাও বিদ্রোহির লুণ্ঠন করে, তাহাতে দলীপের ভারতে যাহা কিছু সম্বল ছিল, সমস্তই নষ্ট হয়, দলীপ এ সংবাদে অত্যন্ত কাতর হইয়াছিলেন। ইংরাঞ্জের তত্ত্বাবধানে থাকিলেও ইংরাজ গবর্মেটি তাহার ক্ষতিপূরণ করিয়া দেন নাই । Ꮌbrö Ꮔ 'খুষ্টাব্দে ২৯এ ডিসেম্বর, দলীপ লৈাগিনের শিক্ষাধীনতা হইতে নিষ্কৃতি পাইলুেন। যে বয়য়ে হিন্দু রাজ কুমারগণ সাবালক হন, তদপেক্ষ দলীপের এখন তিন বৎসর অধিক হইলেও অথবা যুরোপীয় রাজপুত্রগণ যে বয়সে সA. লক হন, তদপেক্ষ এক বর্ষ অধিক হইলেও কোর্ট অৰু ডিরেক্টরগণ জানাইলেন, ‘মহারাজ এখনও নাবালক, তিনি ८कान विदग्न कार्षी गलामtन श्रभम ' मगौन ठाँहांtन्नद