পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/৭৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ন [ १४२ ] বারমহল বাসী ও সর্দারগণ কেলিজাতীয়। সর্দারের উপাধি ঠাকুর, রাজপুতবংশে উদ্ভব হইলেও ইহার সঙ্করবর্ণ। ১৮২৬ খৃষ্টাব্দে ইহাঙ্গের রাজকর হইতে অব্যাহতি দেওয়া হয়। ২ উক্ত রাজ্যের রাজধানী। অক্ষা” ২৪°৭' উঃ এবং দ্রাঘি” ৭১' ৪০" পূঃ । ১৮২০ খৃষ্টাব্দ হইতে এখানকার রাজবংশের সহিত ইংরাজের শাসন-সম্বন্ধ স্থাপিত হয় । বামড়া, মধ্যপ্রদেশের সম্বলপুর জেলার সন্নিহিত একটা সামন্তরাজ্য। ভূ-পরিমাণ ১৯৮৮ বর্গ মাইল । এই রাজ্যের দক্ষিণভাগ পৰ্ব্বত ও বন কীর্ণ। ব্রাহ্মণী নদী এই স্থান দিয়া প্রবাহিত । এখানে প্রচুর লৌহ পাওয়া যায়। জঙ্গলমধ্যে ল, রেশম, গুটী, মোম, মধু ও রজন প্রভূত পরিমাণে উৎপন্ন হয়। পূৰ্ব্বে বামড়া রাজ্য সরগুজা রাজ্যের অধীন ছিল । খৃষ্টীয় ১৫শ শতাকে সম্বলপুরাধিপতি বলরামদেব এই রাজ্যকে গড়জাত মহলের অন্তভুক্ত করেন। ইহার। আপনাদিগকে গঙ্গাবংশীয় রাজপুত বলিয়। পরিচয় দেন। উহাদের বংশোপাখ্যান হইতে আমরা জানিতে পারি যে, খৃষ্টীয় ১৬শ শতাদের শেষ ভাগে রামচন্দ্রদেব রাজা ছিলেন। র্তাহ হইতে অধস্তন ১০ম পুরুষে রাজা সুধলদেব সি, আই, ই, রাজকাৰ্য্য পর্যালোচনা করিতেছেন। কুমার সচ্চিদানন্দদেব বাহাদুর বিশেষ উৎসাহের সহিত রাজকাৰ্য্যে পিতার সহায়তা করিয়া থাকেন। বামন ( দেশজ ) ব্রাহ্মণ । বামনঘাটী, উড়িষ্যাপ্রদেশের ময়ূরভঞ্জরাজ্যের উত্তরস্থ একটা বিভাগ। বাঙ্গালার ছোটলাটের শাসনাধীন। ইংরাজাধিকারে আসিবার পর হইতে সিংহভূমে ডেপুটী কমিসনরের হস্তে এই স্থানের শাসনকাৰ্য্য পরিচালিত হইতেছে। পূৰ্ব্বেকার প্রজাবিদ্রোহের পল ইংরাজরাজ এখানকার শাসনভার কড়িয় লইয়াছিলেন । ১৮৭৮ খৃষ্টাব্দে এখানকার সর্দার হস্তে পুনরায় শাসনভার প্রদত্ত হয় ; কিন্তু ১৮৮২ খৃষ্টাব্দে তাহার মৃত্যুর পর বালকরাঞ্জের হইয়। ইংরাজরাজ এখানকার শাসনকাৰ্য্য পর্য্যালোচনা করিতে থাকেন । বামনহাটী ( দেশজ ) ব্রাহ্মণযষ্ঠীলতাভেদ । বামনিয়াবাস, রাজপুতনার জয়পুর রাজ্যের অন্তর্গত একটা নগব । বামনী, বিশাখপত্তন জেলার জয়পুররাজ্যের অন্তর্গত একট গিরিশৃঙ্গ, ২৪৮৮ ফিট উচ্চ । অক্ষা” ১৯৩৫ উঃ এবং দ্রাঘি” wరి'8' ? | বামানী, রঙ্গপুর জেলার অন্তর্গত একটা নগর ও প্রধান বাণিজ্য-স্থান । & বায়ন ( পরিস ) কোন দ্রব্য কিনিবার পূৰ্ব্বে মূল্য স্থির করিয়া মূল্যের মধ্যে অগ্রিম যাহা দেওয়া হয়। বায়ন করার পর সেই দ্রব্যের মূল্য বৃদ্ধি হইলেও ক্রেতাকে আর অধিক দিতে श्ध्न न ! বায়নাক (আরবী ) বিস্তারিত বিবরণ। বার (পারসী )১ ফল। ২ সময় । ৩ পুনরুক্তি । বারউড়ানী (দেশজ ) দেওড়, গুলি নিক্ষেপ। বারকোল ( দেশজ ) কচ্ছপ । বারকোষ (দেশজ ) কাষ্ঠনিৰ্ম্মিত পাত্রভেদ । বারকল, চট্টগ্রামের পাৰ্ব্বত্যভূমে বিস্তৃত একটা গিরিমালা। বারকল টঙ্গ ইহার সৰ্ব্বোচ্চ শৃঙ্গ, অক্ষা” ২২° ৪৫ উঃ এবং দ্রাঘি" ৯২, ২২ পূঃ। এই পৰ্ব্বতের জঙ্গলভূমে বহুশত বস্তহস্তী বিচরণ করিয়া থাকে । ২ উক্ত গিরিমালাস্থ একটা জলপ্রপাত। অক্ষা” ২৩"৪৩ উঃ এবং দ্রাঘি ৯২° ২৬ পূঃ । পৰ্ব্বতনিঃস্থত জলরাশি প্রায় ১ মাইল রাস্ত প্রপাতাকারে পতিত হইয়া কর্ণফুলী নদীতে মিলিত হইয়াছে। বারগ্রাম, কীকটদেশের অন্তর্গত একটা প্রাচীন গ্রাম। গঙ্গা ও কৰ্ম্মনাশার সঙ্গমস্থলে অবস্থিত। বারদিগর ( পারসী) পুনরায়। বারদিয়া, পশ্চিম মালবের অন্তর্গত একটা ইংরজিরক্ষিত সামন্ত রাজ্য। ঠাকুর রাজগণ কর্তৃক পরিচালিত। বারমহল, মাম্রাজ প্রেসিডেন্সীর অন্তর্গত একটা ভূমি-বিভাগ। উত্তর আর্কট ও সালেম জেলার ত্রিপাতুর, কৃষ্ণগিরি, ধৰ্ম্মপুর, উত্তস্করই, ওমুর ও দেঙ্কমকোট্টই তালুক লইয়া এই বিভাগ গঠিত হয়। অক্ষা” ১২° ৫ হই’ ত ১২° ৪৫ উঃ এবং দ্রাঘি ৭৮, ১০ হইতে ৭৯ ৩০ পূঃ। এই বিভাগের কৃষ্ণগিবি, জয়রণগড়, বরণগড়, কাবলগড়, মহারাজগড়, ভূষণগড়, গজনগড়, কটিরগড়, ত্রিপাতুর, বানিয়াম্বাড়ী, সথারসনগড় ও থাতুকল্প প্রভৃতি দ্বাদশটা স্থানে দেশরক্ষার্থ দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল। ইহার পূৰ্ব্ব ও পশ্চিম সীমায় ঘাটপৰ্ব্বতমালা। পূৰ্ব্বে এইস্থান বিজয়নগররাজবংশেৱ অধিকারে ছিল এবং ঐ রাজবংশের আনগুণ্ডি শাখার রাজগণ এই প্রদেশের শাসনকর্তা ছিলেন। ১৬৬৮ খৃষ্টাব্দে ইহা মহিমুর-রাজ্যের অন্তর্গত হয়। ১৮শ শতাদের কপার পাঠান নবাব বারমহল অধিকার করেন। প্রায় ৫০ বৎসর রাজ্যশাসনের পর ১৭৫৯ খৃষ্টাবে হাইদার আলী তাছাদের নিকট হইতে এইস্থান কাড়িয়া লন । পরবৎসরে মহারাষ্ট্রগণ এই প্রদেশের সর্বময় কর্তী হন ; কিন্তু পানিপথের যুদ্ধে মহারাষ্ট্রশক্তি বিপৰ্যন্ত হইলে পুনরাগ হাইদার এই স্থান অধিকার করেন। ১৭৬৭ খৃষ্টাব্দে নিজাম ও