পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূর্য্য - তেছে । ঐ সকল নক্ষত্রের সংখ্যা অভিজিৎ নক্ষত্র ধরিয়া অষ্টাবিংশতি । নক্ষত্রমগুলের দুই লক্ষ যোজন উপরে শুক্রগ্রহ অবস্থিত, সমুখে স্বয্য কোন নক্ষত্র ভোগ করিতে থাকিলে ঐ গ্রহ তাছার পশ্চাদিকে ভোগ করেন । এক সঙ্গে ভোগ করিবার সময় হইলে অত্যাচারী হইয়া অর্থাৎ ক্রমস্থ নক্ষত্রদিগকে অতিক্রম করিয়া ভোগ করেন । তাহার সঞ্চারে গ্রায় বৃষ্টি হয় । শুক্রগ্রহের যেরূপ সংস্থান ও গতি, বুধগ্রহেরও তদ্রুপ গতি হয়। অর্থাৎ বুধগ্রহ কখন স্বর্ধ্যেয় অগ্রে ও পশ্চাৎ কখনও ৰ এক সঙ্গে বিচরণ করিয়া থাকেন। এই বুধ শুক্রগ্রহের দুই লক্ষ যোজন উপরি ভাগে অবস্থিত। বুধ যখন স্বৰ্য্য হইতে অতিচারী হইয়। ধান, তখন প্রবল বায়ু নির্জল মেঘাড়ম্বর এবং जनांदू४ि श्ध्न थाप्य । বুধের উপরিভাগে মঙ্গল, মঙ্গলের উপরি ভাগে বৃহস্পতি, বৃহস্পতিয় উপরিভাগে শনিগ্ৰহ ই হার প্রত্যেকেই দুই দুই লক্ষ যোজন উপরিভাগে অবস্থিভ । শনিগ্রহের উত্তরে একাদশ লক্ষ যোজন দূরে ঋষিগণ অবস্থিত আছেন, তাহার লোকসকলের শান্তি বিধান করিয়া ভগবান বিষ্ণুর পরমপদ আরাধন করতে ছেন। স্বয্যের অধোন্ধিকে অযুগুযে়াজন অস্তরে রাহুগ্রহ নক্ষত্রের স্তায় ভ্রমণ করিতেছেন । স্বৰ্য্যমণ্ডল এই রাহুগ্রন্থের অধো ভাগকে উপরে রাখিয়া তাপিত করেন । এই স্বৰ্য্যমণ্ডল দশসহস্ৰ যোজন বিস্তীর্ণ এবং চন্দ্রমণ্ডল বিস্তারে দ্বাদশ সহস্ৰ যোজন, রাহুমণ্ডল তদপেক্ষাও অধিক বিস্তীর্ণ। ঐ রাহু অমৃতপানসময়ে চন্দ্রস্বর্যের মধ্যে প্রবিষ্ট হই ব্যবধান করিয়াছিল, বিষ্ণু ইহা জানিতে পারয় চন্দ্র ও স্বর্যাকে রক্ষা করিপার জন্ত সুদর্শনচফ্র প্রয়োগ করেন। ঐ চক্রের তেজ অতি দুঃসহ, তাহ সৰ্ব্বদা ঘুর্ণমান হইভেছে। রাহু তথায় চন্দ্ৰস্বৰ্য্যকে গ্রহণ করবার জন্ত মুহূৰ্ত্ত মা এ অবস্থিত হন, তৎপরেই ভীত হইয়া দুর হইতে নিবৃত্ত হইয়। আইসেন। এই প্রকারে চন্দ্র ও স্বৰ্য্যের অন্তরালে রাহুগ্রহের যে অবস্থিতি তাহাকেই লোকে গ্রহণ বলে । রাহুর ঋজু ও বক্র অবস্থিতিতেই সৰ্ব্বগ্রাস ও অদ্ধগ্রাস হয়। প্রকৃতপক্ষে ইং। গ্রাম নচে, লোকপ্রতীতিমাত্র। কারণ ঐ চন্দ্র স্বৰ্য্য হইতে রাহুর অবস্থান অতিশয় দূরে । এষ্টরূপে স্বৰ্য্যমণ্ডল অবস্থিত আছে । শিশু মায়ের আকারে জ্যোতিশচক্র অবস্থিত হইয়াছে। હરે | w: }:তিশচক্রেয় c স্ত্র ধ্রুব, এই ধ্রুবকে কেন্দ্র করিয়া অন্তান্ত । সকলে বিদ্যমান আছেন । এই ধ্রু:বর পর স্বর্য্যই প্রধান, স্বৰ্য্যকে উক্ত রূপে কেন্দ্ৰ কৰিয়া অন্যান্ত গ্ৰহগণ অবস্থিত আছেন । এই এক স্বল হইত্তেই দিন, রাত্রি, মাস, পক্ষ, ঋতু, জয়ন, ৰৎসয়, সুখ, দুঃখ, বৃষ্টি, অনাবৃষ্টি এভূতি হইতেছে, এই সকলের বিধান- ' | | | { ১২৬ ] সূৰ্য্য কর্তা স্বৰ্য্য। স্বৰ্য্য গ্ৰহগণের সহিত গতানুসারে উক্ত প্রকার ফল বিধান করিয়া থাকেন। অতএব একমাত্র ভগবান স্বৰ্য্যই প্রত্যক্ষ দেবতা, সকলেরই তাছার উপাসন করা সৰ্ব্বতোভাবে বিধেয় । ( ভাগবত ৫২০-৩০ অ* ) পাশ্চাত্ত মত্ত। - পাশ্চাত্য বৈজ্ঞানিকগণের মতে ইহা একটি পদার্থময় মওল । ইং এতই উত্তপ্ত যে ইহার অভ্যস্তুরতাগস্থ পদার্থসমূহ সৰ্ব্বদাই এমন বাষ্পীয় অবস্থায় পরম্পর বিচ্ছিন্নভাবে অৰস্থিতি করিতেছে যে ইহাদিগের মধ্যে কোনও প্রকারের রাসায়ুনিক সংযোগ কখনই সংঘটিভ হইতে পায়ে না। তথাপি ইহার গুরুত্ব ও ঘনত্ব বড় বেশী । বে সকল বাষ্প দ্বারা ইহার অবয়ব গঠিত, সেইগুলি পরম্পরের অংশসমূহের আকর্ষণে এরূপ দৃঢ়ভাবে সংশ্লিষ্ট ও সংপিষ্ট যে ইহার ফলে স্বর্ঘ্যের যে ঘনত্ব লাভ হইয়াছে, তাহা, যেখানে মাঝামাঝি রকমের, সেখানেও জলের ঘনত্বের সমান এবং কেন্দ্রস্থলে ইহা বোধ হয় ধাতব পদার্থ অপেক্ষ কম ঘন নহে । আলোকমণ্ডল ( Photosphere ) পরিবেষ্টিত যে সুর্যটিকে আমরা সাধারণতঃ দেখিয়া থাকি তাহা প্রকৃত স্বর্য্যের সামান্ত একটু অংশমাত্র । গ্রহণকালীন পৰ্য্যবেক্ষণের ফলে জান। গিয়াছে যে, আলোকমণ্ডলের বাহিরেও দুইটি বিভিন্ন আবরণ আছে। প্রথমটির নাম বর্ণমণ্ডল (Chromosphere ) । ইহা প্রধানতঃ জলযান দ্বারা গঠিত। দ্বিতীয়টির নাম অভিামণ্ডল (Corona) । এই দুইটি আবরণের বহির্দেশে, বিশেষতঃ স্বৰ্য্যমণ্ডলম্ব বিষুবরেখার সমক্ষেত্রে, বেশ একটি পদার্থময় বিস্তার আছে ৰলিয়াও প্রমাণ পাওয়া গিয়াছে। দ্বিতীর আবরণটি যে পদার্থে গঠিত, ইহ সেই পদার্থে কি অন্য কোন বিভিন্ন পদার্থে গঠিত তাহ। জানা যায় নাই । Spectroscope দ্বারা স্বর্যামগুলেয় এই যে গঠনপ্রণালী জান। গিয়াছে, ইহার ফলে দুইটি সম্পূর্ণ বিভিন্ন মতের স্বষ্টি হইয়াছে। প্রথম মতামসারে স্বর্য্যের প্রকৃত বায়ুমণ্ডল ( Atmosphere ) বর্ণমণ্ডল দ্বারাই সীমাবদ্ধ এবং ভূপৃষ্ঠে যে সকল রাসায়নিক উপাদান দেখিতে পাওয়া যায়, প্রধানতঃ সেই সকল উপদানঞ্জ বাম্পেই এই বায়ুমণ্ডল সংগঠিত । সময় সময় জাভামণ্ডল ও বিষুবরেখা-সংক্রাপ্ত যে বিস্তার দেখিতে পাওয়া যায়, এই মতানুসারে তাই সেীর উপাঙ্গ ব্যতীত আর কিছুই নহে । দ্বিতীয় মতানুসারে এই বায়ুমণ্ডল আভামগুলেরও প্রাপ্ত সীমা পধ্যস্ত বিস্তৃত। উত্তfপ নীচের দিকে ক্রমঃপূহ দেশ অম্নভূক্ত হইয় থাকে । আলোকমণ্ডলের নিকটে ইহা এতই ৰে৯ ৰলিয়। ৰিশ্বাস করা হয় যে, এখানে রাসায়নিক উপাদামণ্ডল