পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जांछठ ਾਂ ক্ষুদ্রক ਕਿ ইক্ষাকুর বংশ স্থমিত্ৰ পৰ্য্যস্ত রাজত্ব কৱিবে । তৎপরে এই স্বৰ্য্যবংশ ধ্বংস হইৰে । অগ্নিপুরাণে এইরূপ স্বৰ্য্যবংশ বর্ণিত হইয়াছে—ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্ৰ কগুপ, এই কুহুপ ইষ্টতে স্বর্ঘ্যের চারি স্ত্রী। রাষ্ট্ৰী, গ্রভ, সংজ্ঞ ও স্বৰণ । রাষ্ট্ৰী জৈবতের ‘কস্তা, ইছার গর্ভে রেবত্ত নামে পুত্র উৎপন্ন হয় এবং প্রভা প্রভাতনামে পুত্র প্রসব করেন। বিশ্বকৰ্ম্মার তনয়৷ সংজ্ঞা, এই সংজ্ঞার { ১৪৬ ] সূৰ্য্যবংশ গর্ভে বৈবস্বত মন্থ, এবং যম ও যমুনা নামে দুইটা যমজ সন্তান, ইচার মধ্যে যমুনা তনয়, তদ্ভিন্ন শনি, তপতী বিষ্টি ও অশ্বিনীকুমার জন্মগ্রহণ করেন । ছায়ার গর্ভে সাবর্ণি মকুর জন্ম হর । বৈবশ্বত মন্থর ইগাকু, নাভাগ, খৃষ্ট, শর্য্যাতি, নরিষ্যস্ত ও প্রাংশুনামে পুত্র হয়। নাভাগ হইতে ইষ্টতম, সত্তম, করুষ ও পুবঞ্জ নামে মহাবলপরাক্রান্ত পুত্র জন্মে। এই সকল পুত্রগণ অযোধ্যায় রাজত্ব করেন । মসুর ইলানামে এক কষ্ঠ হয়। বুধের ঔরসে ইলার গর্ভে পুরুরবার জন্ম । ষ্টল পুরুরবাকে প্রসব করিয়া সুহাম রাজার সহিত সঙ্গত হন, সুতু্যমের ঔরসে উৎকল, গয় ও বিনতাশ্ব নামে তিন পুত্র হয়। এই তিন পুত্রের মধ্যে উৎকল উৎকলে, বিনতাশ্ব সমস্ত পশ্চিম দিকে এবং গর গয়াপুরীতে রাজত্ব করেন । মুহাম বশিষ্ঠের আদেশে প্রতিষ্ঠান নামক পুরী প্রাপ্ত হন । এই পুরী তিনি পুরুরবাকে প্রদান করেন। নরিবাণ্ডের পুত্র শকগণ । নাভাগের পুত্র বৈষ্ণব, ধৃষ্ট হইতে অম্বরীয। অম্বরাষ অতিশয় প্রজারঞ্জক রাজা ছিলেন। খৃষ্ট হইতেই ধাষ্ট্রককুল উৎপন্ন হইয়াছে। শর্য্যাতির পুত্র স্বকল্প ও আনৰ্ত্ত । আনৰ্ত্তের পুত্র বৈরোহী, ইনি অনিৰ্ব দেশে রাজত্ব করেন । কুশস্থলী ইতায় রাজধানী, ইষ্টার কন্যার নাম রেবতী । রেবর্তী দ্বারাবর্তীতে আসিরা বলরাম কর্তৃক পত্নীরূপে গৃষ্ঠীত হন। মন্থর পুত্ৰগণের মধ্যে ইক্ষাকুর পুত্র বিকুক্ষি ষ্টজত্ব প্রাপ্ত হন । বিকুক্ষির পুত্র ককুৎস্থ, তৎপুত্র সুযোধন, তাহার পুত্র পৃথু, পৃথুর পুত্র বিশ্বগশ্ব, ই হার পুত্র আয়ু, আয়ুর পুত্র যুবনাশ্ব, তাহার পুত্র শ্রাবস্ত, তিনি নিজের নামাকুসারে শ্রাবস্তিক নগরী প্রতিষ্ঠিত করিয়া সেই স্থানে রাজধানী স্থাপন করেন । শ্রাবস্তের পুত্র বৃহদখ, তৎপুত্র কুবলয়াশ্ব, তিনি পুরাকালে ধুন্ধুমারত্ব প্রাপ্ত হইয়াছিলেন । ধুদ্ধমার নৃপতি তিন জন,—দৃঢ়াশ্ব, দ্বও, কপিল । দৃঢ়াশ্ব হইতে হৰ্ষশ্ব ও প্রমোদক, হৰ্যখ হইতে নিকুম্ভ, তাহার পুত্র সংহতাশ্ব, তাহার দুই পুত্র আরুশাশ্ব ও রণাশ্ব, রপাশ্বের পুত্র যুবনাশ্ব, তাহার দুই পুত্র মান্ধাতা ও মুকুন্দ। ইহার অসস্থা ও সস্তুত, সভূতের পুত্র সুধম্বা, তৎপুত্র ত্ৰিধৰ, ত্রিধস্বর পুত্র তরুণ, তরুণের পুত্র সভ্যত্রত, তৎপুত্র সত্যরথ, সত্যরণের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্ত্র হইতে রোহিতাশ্ব, তাতার পুত্র বৃক, তৎপুত্র বাছ, বাহুর পুত্র সগর। সগরের পত্নীর নাম প্রভা, ইনি ভ• হাজার পুত্র প্রসৰ করেন। ঔৰ্ব্ব্য মুনি সস্তুষ্ট হইয়া বর প্রদান করিলে সগরেয় ঔরসে অসমঞ্জম্নামে পত্র হয়। সগরের ৬০ হাজার পুত্র পৃথিৰী খনন করিতে করিতে কপিল মুনির শাপে ভস্ম হন। অসমগ্রমের পুত্র অংশুমা, তৎপুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, এই ভগীরথই মই