পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেনাচর [ করা হয়। চন্দ্রসেনের অপর পুত্ৰগণের নাম গরিসেন, স্বল্পরাজ, রামসেন, ঠেঙ্গ পঞ্চানন, দৈত্যসেন ও দানসেন এই কয় জন শিখরভূমিবাসী মুক্তিদাসের কষ্ট হইতে উৎপন্ন। এই পক্ষে যে কল্প জন্মে, তাহাকে উদয়ন গুপ্তম ত দোকড়ি গুপ্তকে সম্প্রদান করা হয়। উক্ত স্বল্পরাজ অত্যন্ত দাতা ও ভোক্তা এবং কান্দুখান নামে প্রসিদ্ধ ছিলেন । কায়স্থ জাতীয় পুত্ৰগণের মধ্যে চন্দ্রখান অত্যন্ত প্রবল প্রতাপান্বিত ছিলেন, তাহার পর বলবান এবং অস্ত্রবিদ্যবিশারদ অমর সেন তাছার অমুজ, তৎপরে গন্ধৰ্ব্ব লেন তীপুীয় বাঠ গুপ্তের দৌহিত্র । অপর পক্ষে যে কষ্ঠ জন্মে সেই কষ্ট তপনগুপ্তের বধূ। ধৰ্ম্মসেন ভীপুরীর তপন গুপ্তের দৌহিত্র। নেপাল ও চয়ানন্দ আগুংিপুর দৌহিত্র। এই দুহিত হইতে BBBBS DDS DBBBBeBB GB BB DD S CBBBB BB খানাদি এই অষ্টাদশ পুত্র হয়। ইহাদের মধ্যে ৮ জন অসৎ কাৰ্য্য ख कूनषक *प्रांग्र१ ७:वः ४० छन नमश्♚निकांग्रैौ ७ कूगकांर्थीতৎপর। এক্ষণে আর সেনভূমরাজবংশের সন্ধান পাওয়া যায় না । এক সময় এই বংশু বৈগুলমাজের উপর বথেষ্ট প্রভুত্ব করিয়া গিয়াছেন । সেনরাজবংশ, বাঙ্গালার স্ব প্রসিদ্ধ হিন্দুরাজবংশ। এই বংশীয়গণ খৃষ্টীয় ১১শ হইতে খৃষ্টীয় ১৪শ শতাব্দী পৰ্য্যস্ত আধিপত্য করিয়া গিয়াছেন । [ বঙ্গদেশ ও স্ববর্ণগ্রাম শব্দে বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য । ] সেনহট্ট, এক্ষণে সেনহাটা বা সেনানী নামে প্রসিদ্ধ, খুলন। জেলায় খুলনা সহর হইতে দেড় ক্রোশ দূরে ভৈরবনদের তীরে অবস্থিত । বঙ্গজ বৈদ্যগণের ইহা একটা প্রধান সমাজ । এখানে ডাকঘর ও উচ্চ বিদ্যালর আছে । পেনস্কন্ধ (পুং ) শম্বরের পুত্র । (হরিবংশ ) সেনা (স্ত্রী) সিনোতি শক্ৰমিতি সিঞ বন্ধনে ( রূৰ্বজনীতি। উণ, ৩১- ) ইতি ন স চ নিৎ, টাপ, । চতুরঙ্গবল, ফৌজ, পৰ্য্যায়—ধ্বজিনী, বাহিনী, পৃহনা,অনাকিনী, চমু, বন্ধখিনী, বল, সৈন্ত, চক্র, অনীক, বাহনা, পূতনা, গুক্মিণী, বরচক্ষুঃ (শস্বরত্ন”) হস্তী, অশ্ব, রথ ও পদাতি প্রভৃতি বলই সেনাশন্ধবাচ্য। ২ চতুবিংশতিবৃত্তাহ মাতৃদিগের মধ্যে তৃতীয়ের মাত । ( হেম ) সেনাকৰ্ম্মন (ক্লী), সেনায়াঃ কৰ্ম্ম। সেনাদিগের কার্য। সেনাগ্র ( ক্লী) লেনয়া অগ্রং। সেনার অগ্রভাগ । সেনাক্স (কী) সেনায় অঙ্গং। হস্তী, অশ্ব, রথ ও পদাতি সমূহ। এই চারিট লেনাঙ্গনামে অভিহিত । ‘হন্ত)শ্বস্থপাদাভং সেনাঙ্গং স্তাচ্চতুষ্টরং ' ( অমর ) সেনাচর (খ্রি.) সেনায়াং চ ভীতি চর (তিক্ষসেনাদারেষু। প৷ ৩২১৭ ) ইতি ট। সৈন্তামুগামী সেনার সহিত গমনকারী। [ سوانا لا সেনাপতি “মৃগরাঞ্চয়তে রাজ্ঞঃ শাস্তনোশ্চ বছর। কশ্চিৎ সেনাচরোহরণ্যে মিথুনং তদপশু ত a- (ভারত ১ ১৩ol১৪) সেনাজীব ( পুং ) সৈন্ত, সামন্ত । সেনাজীবিন (পুং ) সেনা । সেনাজু (ত্রি) সেনাপ্রেরক, যিনি সেনা প্রেরণ করেন। “জtয়াং লেনাজুবা বুহেতু রথেন” ( খঙ্ক ১।১১৬১ ) ‘সেনাজুবা শক্রসেনয়াঃ প্রেরকেণ’ ( সারণ) সেনাধিনাথ (পুং সেনারা অধিনাথ । সেনানায়ক, সেনানী। সেনাধিপ (পুং ) সেনায়াঃ অধিপঃ । সেনাপতি । সেনাধিপতি ( পুং ) সেনাদিগের অধিপতি । সেনাধ্যক্ষ (পুং ) সেনায়া অধ্যক্ষ । সেনাপতি, সেনাদিগের खोशाक । সেনানী (পুং সেনাং নয়তীতি নী (সংস্কৃদ্বিযেতি। পা ৩২।৬১) ইতি কিপ । ১ কাৰ্ত্তিকেয় । ( অমর ) ২ বাহিনীপতি, সেনাপতি । ৩ খৃতরাষ্ট্রের এক পুত্র। ( ভারত আদিপ ) ৪ শম্বরের পুত্ৰভেদ । ( হরিবংশ ) ভগবান গীতাতে বলিয়াছেন যে, সেনানীদিগের মধ্যে আমি স্কন্দ । “সেনানীনামহং স্কনা: সরসাময়ি সাগর: ( গীত। ১০২৪ ) সেনাপতি (পুং ) সেনায়াঃ পতিঃ । কাৰ্ত্তিকেয়, ইনি দেবতা দিগের সেনাপতি, এই জন্ত ইনি সেনাপতি নামে খ্যাত ॥ ২ সেনানী, বাহিনীপতি, যিনি সেনাসকল পরিচালন করেন। “কুলীনঃ শীলসম্পল্লো ধতুৰ্ব্বেদবিশারদ । হস্তিশিক্ষণশ্বশিক্ষাম কুশলঃ শ্লক্ষ্ণ ভীষণঃ ॥ নিমিত্তে শকুনজ্ঞানে বেত্তী চৈব চিকিৎসিতে। বুহতত্ত্বৰিধানজ্ঞঃ ফলগুসারবিশেষবিৎ । রাজ্ঞা সেনাপতিঃ কার্য্যো ব্রাহ্মণঃ ক্ষত্রিয়েtংথবা ॥* ( মৎস্তপু : ১৫জ ) ষে ব্ৰাহ্মণ বা ক্ষত্রিয় কুলীন, শীলসম্পন্ন, ধমুৰ্ব্বেদশাস্ত্রে বিশেৰ সুশিক্ষিত, হস্তী ও অশ্বশিক্ষার বিশেৰ কুশল, মধুরভাৰী, শকুনতত্ত্বজ্ঞ, অর্থাৎ শুভাশুভ নিমিত্ত দেখিয়া যিনি সমস্ত বুঝিতে পারেন, চিকিৎসাশাস্ত্রকুশল, কৃতজ্ঞ, পূর, ক্লেশসহিষ্ণু, সরঞ্জ এবং যিনি সকল প্রকার ব্যুৎরচনাকার্ঘ্যে নিপুণ ও বিশেষজ্ঞ তাদৃশ গুণসম্পন্ন ব্যক্তিকে রাজা সেনাপতিপদে নিযুক্ত করিবেন। রাজা কখনই অনুপযুক্ত ব্যক্তিকে সেনাপতির কার্য্যে নিযুক্ত করিবেন না, তাছ ছইলে তাহার রাজ্য অচিরে বিনষ্ট হইবে। মন্থতে লিখিত আছে বে, রাৎ। স্বয়ংই সেনাপতি হইয়া যুদ্ধস্থলে সৈন্ত চালনা করিবেন এবং তিনি সেনাদিগকে সৰ্ব্বদা সুশিক্ষা প্রদান, সদা পুরুষত্ব প্রদর্শন, মন্ত্রণা ও চায়চেষ্ট সম্বা সঙ্গোপন, এবং সৰ্ব্বদা শত্রুর ছিদ্রান্বেষণ শিক্ষা দিবেন। রাজা নানাৰিখ