পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেনাবাস কায্যে ব্যাপৃত থাকেন বলিয়া উপযুক্ত ব্যক্তির উপর সেনানায়কের ভার অপর্ণ সন্নিবেন । কিন্তু রাজা সেনাপতির কার্য্যাদি সৰ্ব্বদা বিশেষভাবে পর্যবেক্ষণ করিবেন । কারণ সেনাপতির উপর চতুরঙ্গ বল গুপ্ত থাকে। সেনাপতি বিরুদ্ধাচরণ করিলে রাজা বিশেৰ বিপন্ন এমন কি পরিশেষে রাজ্যচ্যুত হইয়া থাকেন। শুক্রনীতি, কামন্দকী নীতি প্রভৃতিতে সেনাপতির গুণ ও কাৰ্য্যাদির বিশেষ বিবরণ লিখিত আছে, বাহুল্যভরে তাছা এই স্থলে লিখিত হইল না । কবিকল্পলতায় লিখিত আছে যে, সেনাপতির বর্ণনা করিতে হইলে জিতাবাস, স্বামিভক্ত, সুধী, নিৰ্ভীক, শস্ত্রশাস্ত্র ও বাখনে অভ্যাসশীল, এবং রণে বিজয় এই সকল গুণ বর্ণনা করিতে হর ।

  • সেনাপতির্জিতাবাসঃ স্বামিভক্ত: সুধীরতীঃ । অভ্যাসী বাহনে শস্ত্রে শাস্ত্ৰে চ বিজরী রণে ॥* (কবিকল্পলতা) সেনাপতিত্ব ( জী ) সেনাপতেৰ্ভাব ত্ব। সেনাপতির ভাব বা

ধৰ্ম্ম, সেনাপতির কার্য্য। সেনাপতিপতি (পুং ) সৰ্ব্ব প্রধান সৈন্তাধ্যক্ষ । সেনাপত্য (কী ) সেনাপতে: কৰ্ম্ম যৎ । সেনাপতির কার্য্য। সেনাপ্রণেতৃ (পুং ) সেনায়াঃ প্রণেতা। সেনাপতি। সেনাবিন্দু (পুং ) রাজভেদ । ( ভারত ) সেনাভিগোপ্ত (পুং ) সেনাপতি, সেনাদিগকে রক্ষাকারী। সেনামুখ (#) সেনায় মুখং পত্তিবয়ং। ১সেনার সংখ্যাবিশেষ, তিন হস্তী, তিন রথ, নয় অশ্ব ও পনর পদাতি, এই সমুদারে ৩• সংখ্যক সৈম্ভের নাম লেনামুখ । -একে রথো গজশ্চৈকে নরাঃ পঞ্চ পদাতয়ঃ। ত্রয়শ্চ তুরগাস্তজ জ্ঞৈঃ পত্তিরিত্যভিধীয়তে । পত্তিস্ত ত্রিগুণামেতামাহু: সেনামুখং বুধাঃ ॥* (ভারত ১২২৯) ২ সেনাগ্রভাগ । ৩ পুরদ্বারের সন্মুখবর্তী পথ। সেনামুখী (স্ত্রী) দেবীভেদ। (রাজতর ) সেনারক্ষ (পুং ) সেনাং রক্ষতীতি রক্ষ-অণ, সেনারক্ষক, * প্রহরী, পৰ্য্যায়-সৈনিক । ( অমর) । সেনাবাস (পুং) সেনারা আবাসঃ। সেনাদিগের বাসস্থান। সৈন্তগণ যে স্থানে বাস করে । বৃহৎসংহিতায় লিখিত আছে যে, ভম্ম, অঙ্গার, অস্থি, উষয়, তুৰ, কেশ, গৰ্ত্ত, কর্কট্রাবাস, খাবিধ ও মুষিকগণের বিবর ও বস্ত্রীক বখায় বিদ্যমান নাই এবং যে স্থলের ভূমি ঘন, সুগন্ধ, ধিং, মধুর ও সম সেই স্থানে সেনাবাস কল্প কৰ্ত্তব্য। রাজ। এইরূপ স্থলে সেনাবাল করিলে তাহার विछब्र झङ्ग । * , “ভন্মাঙ্গারাস্থ্যুবরতুষকেশখভ্রকর্কটাৰাগৈ । ঋষিমূৰকৰিবৱৈৰীকৈৰ্য চ সন্ত্যক্ত ॥ ● XXII 83 [ ఆసి ) সেন্দ্র করাজবংশ ধাত্রী ঘন স্বগন্ধা স্নিগ্ধ মধুর সমা চ বিজয়ায় । সেনাবালেইপ্যেবং যোঞ্জয়িতব্য যথাযোগই ॥* (۹ لا- به دs * slجة ) সেনাবাহ (পুং) সেনাং বহতীতি বহু-ৰি। সেনাপতি, সেনানী। সেনাস্থান ( ক্লী ) সেনায়া স্থানং । সৈগুদিগের অবস্থিতিস্থান । সেনাব্যুহ । পুং ) যুদ্ধস্থলে উপযুক্তরূপে লৈsস্থাপন, বৃহ। সেনীয় ( ত্রি ) সেনা সম্বন্ধীয়। সেন্দ্র ( ত্রি ) ইশ্রেণ সহ বর্তমানঃ । ইস্ত্রের সহিত বর্তমান, ইজ যুক্ত, ইন্দ্রবিশিষ্ট । সেন্দুকরাজবংশ-দক্ষিণাত্যের একট প্রাচীন রাজবংশ । অনেকের বিশ্বাস বর্তমান লিলো ( সিন্ধিয়া )-রাজবংশ প্রাচীন গেন্দ্র কবংশ হইতেই সমুদ্ভুত। খৃষ্টীয় সপ্তম শতাব্দীর প্রারম্ভ হইতেই এই বংশের সন্ধান পাওয়া যায়। চালুক্যপতি ২য় পুলিকেশীয় চিপ লুন তাম্রশাসনে শ্ৰীবল্লতসেনানন্দরাজ নামক এক সেঞ্জকপতিয় উল্লেখ পাওয়া যায়, তিনি চালুক্যসম্রাট, ২র পুলিকেশীর মাতুল বলিয়াই অভিহিত হইয়াছেন ॥১ গাইকবাড়রাজের অধিকারভুক্ত নেীসারি জেলাস্থ বগুম্‌র হইতে প্রাপ্ত তাম্রশাসনে ২ এই বংশের একটী ক্ষুদ্র বংশাবলি পাওরা যায়, যথা—১ম ভাস্কশক্তি, তৎপুত্র আদিত্যশক্তি এবং আদিত্যের পুত্র পৃথিবীবল্লভ নিকুম্ভলশক্তি। এই তাম্রশাসন ৪•৭ (চেদী) সংবতে (৬৫৫ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ। ইহার পর চালুক্যরাজ ১ম বিক্রমাদিত্যের ১০ম বর্ষে ( প্রায় ৬৬৪ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ কর্ণল cজলা হইতে আবিষ্কৃত তাম্রশাসন হইতে জানা যায় যে, চালুক্যপতি সেঙ্গকৰংশীয় রাজা দেবশক্তির অনুরোধে রটুগিরি নামক গ্রাম দান করিয়াছিলেন ।ও মহিমুর রাজ্যের বড়গাম্বে নামক গ্রাম হইতে প্রাপ্ত সেক্সক-মহারাজ পোগিল্লির শিলালিপিতে লিখিত আছে যে, তিনি চালুক্যসম্রাট, বিনয়াদিত্যের ( ৬৮০ হইতে ৬৯৭ খৃঃ অঃ ) অধীন মহাসামগুরূপে অধিষ্ঠিত ছিলেন, বনবাসী প্রদেশের অন্তর্গত নাগরখগু বিষয় এবং ফেড়,গুর গ্রাম তাছার অধিকারভুক্ত ছিল। এই শিলাফলকের পর্বভাগে সেক্সকবংশের রাজচিহ্ন গজমূৰ্ত্তি খোদিত আছে । লক্ষ্মেশ্বর শিলাফলকে কএকজন সেন্ত্রকরীজের নাম পাওয়া যায়. যথা— ১ম বিজয়শক্তি, তৎপুত্র কুম্বশক্তি, তৎপুর দুর্গশক্তি। দুর্গশক্তি চালুক্যপতি সত্যাশ্রয় পুলিকেশীয় সময় বিদ্যমান ছিলেন (») Epigraphia Indica, Vol. III, p. 60, (*) Indian Antiquary, Wol, XVIII. p. 265. (e) Jaurmal of the Bombay Branch Royal Asiatic Society, Vol. xVI. p. 228. - (*) Iudian Antiquary, Vol. XIX. p. 142.