পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোহাগা করিয়া লsয়া হয়। পরে রাসায়নিক প্রক্রিয়ায় কাৰ্ব্বনেট অব সোড়া-যোগে বোরালিক এসিড হইতে কেবলমাত্র সোহাগ গ্রহণ করা হয় । " বৈজ্ঞানিক কাটিয়ার ও পেন সৰ্ব্ব প্রথমে এই প্রদেশে কৃত্রিম সোহাগ উৎপাদনের প্রথা আবিষ্কার করেন। এখনও সেই প্রথানুসাবে ফরাসীরাজ্যে লোহাগ প্রস্তুত হইতেছে। ইতালীদেশীয় বোরাসিক এসিড হইতে ইংলগুরাজ্যে কৃত্রিম সোহাগা উৎপন্ন হইয়া থাকে। তথায় পরিশুষ্ক উক্ত এসিডের সহিত সোডা-ভস্ম (Soda ash ) মিশ্রিত করিয়া রিভাবরি টোরী ফার্ণেল নামক উনালের উপর রাখিয়া তাপ দিলে এমোনির বিচ্যুত হয় এবং তাছাই উহার অঙ্গজ দ্বিতীয় পদার্থরূপে পরিণতি পার। জিপসাম (Gypsum ) এবং সাধারণ লবণের সহিত মিশ্র Woof; Borates of lime or Double borates of lime | and Sodu পাওয়া যায়। এসিড-যোগে উহা পৃথক্ করির লওয়া | ছর । কখন কখন জিপসাম্ স্তরে অথবা পটাশ সলটসমূহেয় | *if* ***t*ita ( Borate of Magnesin) •Isai wf , উহাতে শতকরা প্রায় ৭০ ভাগ বোরাসিকু এসিড বিদ্যমান থাকে । ১৮৫৫ খৃষ্টাব্দ পৰ্য্যস্ত পাশ্চাত্য জগতে সোহাগায় ব্যবসায় কাউণ্ট লার্ডারেল নামক জনৈক ধনী ব্যক্তির একচেটিয়া ছিল । । তাহাতে বাজারে বোরালিক এসিড, ক্রয়বিক্রয়ের বিলক্ষণ অক্ষবিধা ঘটিত দেখিয়া ভারতজাত লোহাগার বাণিজ্য প্রসার বৃদ্ধি । করিবার প্রয়াস হয় । তদনুসারে ইংলণ্ডের বণিকৃসমিতি ভারতের তদানীন্তন রাজ প্রতিনিধি লর্ড ডালহৌসীর নিকট আবেদন করেন যে, ইংলণ্ডে প্রতিবৎসর ১১০০ টন ইতালীজাত বোরাসিক এসিড, এবং ৩০০ হইতে ৬০০ টন ভারতীয় বোরাসিক এসিড, আনীত হয় । তুলনায় ভারতীয় লোহাগায় ব্যবসায় এত সামান্ত যে তাহা গণনীয় নহে । তদবধি তারতীয় সোহাগার বাণিজ্য বৃদ্ধি করিবার জন্ত ভারতগৰমেন্টের দৃষ্টি আকৃষ্ট হয়। তথন লাদকের পুগ উপত্যকায় অতি সামান্ত মাৱ লোহাগা উৎপন্ন হইত। কাপ্তেন হে পুগা উপত্যক পরিদর্শনার্থ গমন করিয়া লিথিয়াছেন,পুগা উপত্যকার অতি ক্ষুদ্র উপরে যে অংশে সোহাগ পাওরা যায়, তাহ পূৰ্ব্বপশ্চিমে দুই মাইল লম্বা এবং উহার পরিসর এক মাইলের তৃতীয়াংশ মাত্র । উক্ত উপত্যকায় খাত দির একটা ক্ষুদ্র নদী প্রবাহিত হইয়া পিন্ধনদে নিপতিত হইয়াছে। ঐ নদী কএকটা উষ্ণ প্রস্রবণের জলে পুষ্ট । হে সাহেব উহায় তাপ ১৩০, ১৪• এবং ১৫o হইতে ১৬৭ ডিগ্ৰী পৰ্য্যস্ত পরীক্ষা করিয়াছেন। পুগা উপত্যকার সকল স্থান প্রস্রবণের জলে ব্যাপ্ত ন হইলেও উক্ত উষ্ণ জলে যথেষ্ট সোহাগা ( Borate of Soda ) *itsat sta i XXII • [ २० > J সোহাগ পুগা ভিন্ন নীতিগিরিসঙ্কটের অদূরস্থিত রোডক ( রজোখ ) নামক স্থানে এবং চীনসম্রাটের অধীন তিব্বতের যাঙ্গথান ভূভাগেও প্রচুর সোহাগ উৎপন্ন হয়। হিমালয়ের অপর পারে যতগুলি হ্রদ আছে, তাহার সকলগুলিতেই প্রায় কিছু না কিছু লোহাগ পাওয়া যায়। ফুঃখের বিষয়, বৈদেশিক বণিকৃবৃন্দের ঈর্ষ ও হিংসানিবন্ধন তাহfর অনুসন্ধান অসম্ভব হইয়। উঠিয়াছে এবং ঐ সকল জলরাশির রাসায়নিক পরীক্ষা না হওয়ায় উহাদের সঠিক বিবরণ পাওয়া যায় না । তাতাররাজ্যের মরু প্রদেশের লবণময় স্থানে গর্ত খুড়িয়া রাখিলে তাহাতে সোহাগা আসিয়া জমে। সিমলা জেলার ডেপুটী কমিসনর লর্ড হে পঞ্জাবপ্রদেশের সোহাগার বাণিজ্যের যে বিবরণ সঙ্কলন করিয়াছেন, তাঙ্গতে লিখিত আছে যে, লাঙ্গেল, তিববত ও ম্পিতি উপত্যকাবাসী কুনাবারী ও খাম্‌পে নামক ভ্রমণশীল পাৰ্ব্বত্য জাতি সোহাগার বাণিজ্যপরিচালনার্থ গ্রীষ্মকালে পুগার খনিতে গমন করে এবং তাভার প্রদেশ হইতে তিববতেয় যে যে স্থানে সোচ্চাগ বিক্রয়ার্থ আনীত হয়, উছাদের কোন কোন দল সে সকল স্থানেও গমন কবিয়া থাকে। উহার শরৎকালে গিরিপথসমূহ অবরুদ্ধ হইবার পূর্বেই স্বদেশে চলিয়া আইসে এবং গৃহে সোহাগা পরিষ্কার করিয়া সিমলাশৈলে বণিক্দিগের নিকট বিক্রয় করিতে আনে। উছাদের সোহাগ!-পরিষ্কার প্রণালী অতি সহক্ত ও সরল । প্রথমে তাছার গুড়া সোহাগ দুই ভাগ গরম ও একভাগ ঠাণ্ড মিশ্রিত ওলে গুলিয়া য়াখে । জলের উত্তাপে লোহাগ গলিয়া যায়। তৎপরে জল যতই ঠাণ্ড হইতে থাকে, সোঙ্গগাও ততই দান বাধিতে থাকে । সোহাগী ফুটিবার ভয়ে উক্ত খনিজ সোহাগার উপর বৃতের আচ্ছাদন দেওয়া হষ্টত ; কিন্তু তাছাতে ক্ষতি ভিন্ন বিশেয কোনও সুবিধা হয় না জানির উরু প্রথা পলিতাক্ত হইয়াছে। যুক্ত প্রদেশের স্থানে স্থানে সোহাগ পরিষ্কার করিবার কালে উষ্ণজলের সঙ্গে চুণ মিশাষ্টয় দেওয়া হষ্টয়া থাকে। পরিষ্কৃত সোহাগার বড় দানাগুলি ‘চৌকি" এবং গুড়া সোচাগ ‘রেগ’ নামে খ্যাত। চৌকিগুলি বিশেষ রূপ পরিষ্কার, কিন্তু রেগ, বা গুড়া সোহাগা ধুলাবিহীন করণার্থ পুনরায় দুষ্ট একবার উষ্ণ জলে সিদ্ধ করিতে হয় । তিব্বত হইতে যুক্ত প্রদেশে যে খনিজ সোহাগার আমদানী হয়, প্রথম পরিষ্কারে তাহার প্রতি এক শত মণে ৬• মণ চৌকি ও ৪০ মণ রেগ পাওয়া যায় । ঐ রেগ গুলি পুনরায় সিদ্ধ করিলে ১০ মণ কুজ ও ৩০ মণ কওি হয়। কতগুলি পুনরায় সিদ্ধ করিলে ৪ মণ মাত্র কুজ পাওয়া বায় এবং ২০ মণ কেবল মাট ও ধুলী থাকে। অনেক স্থলে শতকরা ২০ মণ পর্যাস্ত ধূলা বাহির হয় । উত্তরে তিব্বতয়াজ্যের রাজধানী লাস নগরীর দক্ষিণ ও যাম