পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বমেরু ঘুরিয়া দেখিতে দেখিতে ইহার পশ্চিম উপকূলে তিনি ১৮৩১ খৃঃ অন্ধের ১লা জুন তারিখে গির্শনযন্ত্রে উত্তরমেরুর সংস্থান আবিষ্কার করেন। বুধিয়াৰ পশ্চিমাদকে তিনি যে স্থান আবিষ্কার করেন, তাহার নাম তিনি কিং-উইলিয়ামৃ-লও রাখেন। সৰ্ব্বোস্তরে যে অস্তরীপ আবিষ্কৃত হইল, তাহার নাম রাখা হইল ফেলিক্স অন্তরীপ। এখান হষ্টতে সমুদ্রোপকূল দক্ষিণ-পশ্চিমদিকে নামিয়। আলিয়া ভিক্টরী অস্তরীপ শেয ইরাছে । চারি বৎসরের মধ্যে ও হার স্বদেশে প্রত্যাবর্তন করিতে পারেন নাই। ইহাদিগের সংবাদ পাষ্টবার জন্ত ১৮৩৩ খৃঃ তাৰো সার জর্জ বেঙ্ক ও ডাঃ রিচাড কিং বহির্গত হইলেন। গ্রেট, সেভ লেক ( মহাদাস, হ্রদে ) শীত কাটাইয়া তাহাব ১৮৩৪ খৃঃ অব্দের ৭ই জুন তারিখে রিলায়ান্স দুর্গ ত্যাগ করেন ও ফিস ( মৎস্ত ) নদী অবতরণ করিয়া ৬৭° ১৭' উত্তরে ইহার মোহানায় আসিয়া উপস্থিত হন। ‘হাডসন্স বে কোম্পানী’ নামে আবিষ্কার-কাৰ্য্যসংসাধনের জন্ত যে দল সংগঠিত হয়, তাহারাই আমেরিকার উত্তর-মেরুর অস্থগত প্রদেশগুলির আবিষ্কারকাগ্য সম্পূর্ণ করেন। ১৮৩৭ খৃঃ অন্ধে মাকেঞ্জি নদীর মোহানার সঙ্গে বারো অন্তরীপের সংযোগ স্থাপন করা হয় । দুই বৎসর পরে এই কোম্পানীর প্রেরিত সিম্সন সাহেব টার্ণ-এগেন অন্তরীপ হইতে পুৰ্ব্বাভিমুখে গ্রেট - ফিস নদীর মোহান পৰ্য্যস্ত এক পথ আবিষ্কার করেন। এখানে মন্ট রিয়েল নামক দ্বীপে অবতরণ করিয়া পূৰ্ব্বাভিমুখে তিনি কাষ্টর ও পোলাক্স নদী পৰ্য্যস্ত অগ্রসর হন। ফিরিবার সময় তিনি এক প্রণালীর উত্তর গ্রান্ত ( অর্থাৎ কিং উইলিয়াম্ দ্বীপের দক্ষিণ প্রান্ত ) দিয়া আসিতে থাকেন । সৰ্ব্ব দক্ষিণ-পশ্চিম অস্তল্পীপটির নাম রাখা হইল হারসেল অস্তরীপ। এখানে ১৮৩৯ খৃ: অব্দের ২৬এ আগষ্ট তারিখে তিনি এক কুটীর নিৰ্ম্মাণ করেন । আমেরিকা মহাদুশের উত্তর উপকূলের যে সামান্ত অংশ এখন আবিষ্কার করিতে বাকি রহিল, তাহার ভার ১৮৯৬ খৃঃ অন্ধে হাডসন-বে-কোম্পানীর একজন গোমস্ত ডাঃ জন রেইর উপর সংন্তস্ত হইল। ১৮৪৭ খৃষ্টাব্দের বসস্তকালে তিনি পদব্রজে ভ্রমণ করিয়া এক বৃহৎ উপসাগরের উপকুল-প্রদেশ পৰ্য্যবেক্ষণ করেন ; ইহার উপকুল-রেপা ৭০০ মাইল দীর্ঘ। এই ভাবে তিনি ফিউর ও হেক্‌লা প্রণালীর মুখের সঙ্গে বুর্থির উপকুলের সংযোগ সাধন করেন ও প্রমাণ করেন যে বুখিয়া আমেরিকা মহাদেশেরই অস্তভুক্ত । ইংরাজের যখন মেরু-প্রদেশান্তর্গত আমেরিকা লইয়া এই ভাবে খাটিতেছিলেন, রুষগণ তখন সাইবেরিয়ার উত্তরাংশ অৰিষ্কারের চেষ্টা করিতেছিলেন। ১৮২১ খৃঃ জন্ধে লেফটেনাণ্ট XXII [ २¢ ] স্বমেরু আধু নিউ-লাইবেরিয়া-দ্বীপসমুহ সম্পূর্ণ জরিপ করিয়া এষ্ট সিদ্ধান্তে উপনীত হন যে ইহার উত্তরে অগ্রসর হওয়া অসম্ভব । ১৮২০–২৩ খৃষ্টাব্দে বারণ রাঙ্গেল, কলিমা নদীর মুখ হইতে কুকুরবাহিত বংক্ষে চলিবার গাড়ী করিয়া চারিবার যাত্রা করেন । তিনি সেলগিস্কর অন্তরীপ ও কলিমা নদীর মধ্যবৰ্ত্তী প্রদেশে পরিভ্রমণ করিয়া উত্তর দিকে কিয়দর অগসর ইবার চেষ্টা করিয়৷ ছিলেন । কিন্তু এখানে বরফ অতি পাতলা বলিয়। তাছার উপর দিয়া গাড়ী চলিতে পারে নাট । এষ্ট উপলক্ষে একজন দেশীয় রাজার নিকট হইতে তিনি সংবাদ পান যে উত্তর দিকে কয়েক ক্রোশ দূরে আবার স্থল আছে । অধুনা সাইবেরিয়ার স্বমেরু প্রদেশান্তর্গত অংশসমুহ সমস্তই আবিষ্কৃত ও বিশধরূপে নির্ণীত হইরাছে । কিন্তু এখনও কোন জাহাজ সৰ্ব্বোত্তর অস্তরীপটি ঘুরিরা আসিতে পারে নাই । তাছা হইলেই পূৰ্ব্বোত্তর পথটি पञांदिकब्र हट्रेग्रां यांब्र । ১৮৪৫ খৃঃ ভাবে লাংকেষ্টার প্রণালী হইতে বেরিং-প্ৰণালী পর্য্যস্ত একটা পথ আবিষ্কারের উদ্দেশুে সার জন ফ্রাঙ্কলিনের অধীনে একটা অভিযান প্রেরিত হয়। বীচি দ্বীপে শীত কাটাহয় ফ্রাঙ্কলিন, পারি কর্তৃক ১৮১৯ খৃঃ অর্থে আবিষ্কৃত উত্তর সমারসেট, প্রদেশের পশ্চিম উপকুল বাহিয়া বে প্রণালী প্রবাহিত, পীল সাউও নামধের সেই প্রণালী দিয়া দক্ষিণাভিমুখে কিং উইলিয়াম দ্বীপের দিকে অগ্রসর হইতে লাগিলেন, বহুদূর পর্য্যস্ত দুই দিকেই স্থল, কিন্তু যেমন তিনি পশ্চিম তীরের দক্ষিণতম সীমা ছাড়াইয়া আসিলেন, অমনি মেলভিল, দ্বীপ হইতে কিং উইলিয়ম্ দ্বীপের দিকে যে ভীষণ বরফ-স্রোত প্রবাচিত হইতেছে, একেবারে তাহার উপর যাইয়া পড়িলেন । এই খানেই অভিযানের শেষ হইল । এদিকে তাহারা ফিরিয়া ন জাসাতে ১৮৪৮ খৃঃঅন্ধে ইংৰাণ্ডে একটা মহা উদ্বেগের সঞ্চার হইল। একটা বিরাট, অনুসন্ধানের অনুষ্ঠান হইল। কলিনসনের অধীনে বেরিং প্রণালীর পথে এক অভিবান, এবং কাপ্তেন অষ্টিনের অধীনে বারে প্রণালীর পথে আর এক অভিযান প্রেরিত হইল। এই পথে কাপ্তেন পেনী নামক একজন তিমি-শিকারীর অধীনে তৃতীয় এক অভিযানও রওনা হইল । অষ্টিন এবং পেনী বারে প্রণালীতে প্রবেশ করির বীচি দ্বীপে ফ্রাঙ্কলিনের শীতাবাস দেখিতে পাইলেন ; কিন্তু কোন পথে যে ঐ অভিযান গিয়াছে, তাছা বুঝিতে পারিলেন না। তখন অষ্টিন গ্রিফিৎ দ্বীপে ও পেণী কর্ণওয়ালিস দ্বীপে ত - কাটাইয়া, বিস্তৃত রূপে অমুসন্ধান করিবার জন্ত সবিশেষ বন্দোবস্ত করিলেন । পেনী ওয়েলিংটন প্রণালী দিরা অগ্রসর হইতে লাগিলেন ; ক্লিন্টক ৮১ দিনে ৭৭• মাইল অতিক্রম করিয়া মেলভিল,