পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বমেরু পদপ্রান্ত বেষ্টন করিয়া ১৮ ফিট পুরু একটা বরফের মেখলা যেন বিরাজ করিতেছে । এই যে চিত্নস্থায়ী বরফজাঙ্গালটি, কেন ইহার নাম রাখিয়াছিলেন “আইস-ফুটু ( তুষার-পাদ ) । যে স্থানে তিনি শীত অতিবাহন করেন, সে স্থানকে তিনি ‘ভানু রেন ছেলেয়ার পোতাশ্রয়’ আখ্যায় অভিহিত করেন । বসন্তকালে সমুদ্রের দিকে ৪৫ মাইল বিস্তৃত একটা তুষারক্ষেত্র আবিষ্কৃত হয় । ইহার নাম রাখা হয় “ৰাম্‌বোট, গ্লাসিয়ার” ( Humboldt Glacier ) wba atwo cwtan co costagi সঙ্গে ছিলেন, তিনি একটা কুকুরের গাড়ীতে চড়িয়া এই বরফরাশর পাদদেশ অতিক্রম করেন এবং "কনষ্টিটিউশন নামক অন্তরীপে যাইয়া পৌছেন। ফ্রাঙ্কলিনের সংবাদ আনয়নের জন্ত সিন্‌সিনাটির চার্লস হল কয়েকবার মেরুধাত্রা করিয়াছিলেন। দ্বিতীয় বারে ( ১৮৬৪-৬৯ খুঃ অবো ) তিনি ফ্রাঙ্কলিনের দলের মরণাবশিষ্ট লোক কয়েকজন ষে পথে পলায়ন করিরাছিল, কিংউইলিয়ম দ্বীপের দক্ষিণ উপকূলস্থ সেন্ট টডস আরলগু ( দ্বীপ ) ও পেফার নদীতে যাইয়৷ উপস্থিত হইলেন। এখানে এসকিমো জাতীর লোকের মুখে তিনি জাহাজের ধ্বংসের ও আরোহীদিগের পলায়নের কথা অবগত হন, এবং সাত জন য়ুরোপীয়কে টড, দ্বীপে সমাধি, দেওয়া হইয়াছে, এই সংবাদ অবগত হইয়া, সেখান হইতে কয়েকখানা অস্থি লইয়া আসেন। ১৮৭১ খৃঃ আৰো তিনি, স্মিথ প্রণালী হইতে যে প্রণালী উত্তরাভিমুখে চলিয়া গিয়াছে, সেই প্রণালী-পথে ২৫০ মাইল অগ্রসর হইয়া এই সুদীর্ঘ প্রণালীর স্মিথ সাউও, কেন বেসিন, কেনেডি চানেল, রোবসন চানেল প্রভৃতি বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন। ১৮২০ খৃঃ অন্ধ হইতে নরওয়েবাসীর মৎস্ত-শিকার উপ-. লক্ষে মেরুপ্রদেশে পরিভ্রমণ কয়িতে আরম্ভ করে। কিন্তু বহু বৎসর পর্য্যন্ত তাহাৰু উল্লেখযোগ্য কিছুই করিতে পারে নাই। ১৮৬৩ খৃঃ অব্দে কাপ্তেন কাল সেন সৰ্ব্বপ্রথম স্পিট স্বাজেন দ্বীপপুঞ্জ ঘুরিয়া জালেন। ১৮৬৪ খৃঃ অশ্বে কাণ্ডেন টোবসেন নর্থ ইষ্ট-লগু দেখিয়া আসেন । ১৮৭২ খুঃ অব্দে কাপ্তেন আণ্টমান ও কাপ্তেন জমসেন, ১৬১৭ খৃঃ অধো কাপ্তেন এজ, কর্তৃক আবিষ্কৃত উইচেসলণ্ড নামক স্থান পরিদর্শন করির আসেন। ১৮৬৯ খুঃ আৰো নরওয়েবাসীর নব-জেমন্ত্রী পর্য্যস্ত যাতায়াত কল্পিত। সেই বৎসর কালসেন কারাগাগর পার ছইরা ওবি নদীর মোহান পর্যন্ত দেখিয়া আসেন। ১৮৭১ খৃঃ অশো বীরেন্টস যে স্থানে শীত কাটাইরা ছিলেন, তিনি সেই স্থানে উপস্থিত হইয়াছিলেন । ১৪৯৭ খৃঃ অন্ধের পর সেখানে এই প্রথম সভ্যজগতের লোকের পদচিহ্ন পত্তিত হয়। [ २१ ] স্বমেরু ১৮৫৮ হইতে ১৮৭২ খৃঃ আন্সের মধ্যে সুইডেনের অধিবাসীরা স্পিটসবার্জেনে সাতটি এবং গ্রীনলণ্ডে দুইটি অভিযান প্রেরণ করে। ১৮৬৪ খৃঃ অম্বে নরডে স্কিন্দ্র ও ডুনার, স্পিটলবার্জেন eथtशt*ब्र जाणिाँ शिङिग्न हांtन ध्रुखानिक *१ीए३ञ१ ७ १श् ংখ্যক পৰ্ব্বতের উচ্চভ নির্ধারিত করিয়া স্বদেশে প্রত্যাशरीन कgब्रन । গোথার অধিযাগী ডাঃ পিটারমান ১৮৬৮ খৃঃ অৰে বার্জেন হইতে কাপ্তেন কোল্ডিওয়ের অধীনে এক অভিযান প্রেরণ করেন। তাছার স্পিটসবাজেনের ছিনৃলোপেন প্রণালী পর্যাপ্ত পরিভ্রমণ করিয়া ফিরিয়া আসেন । ১৮৭০ খৃঃ আৰো বারণ হিউগ লিন ও কাউন্ট জেইলষ্টর ফোর্ড ওয়ালটয় টাইমেনের প্রণালী পরিদর্শন করেন। ১৮৬৯ খৃঃ অব্দে ‘জারমেনিয়া’ ও 'श्न ग' नाप्म झहे थाम आश्ण गहेग्न cकाछि७ष्म ७ श्छिमान গ্রীনলণ্ডের অভিমুখে যাত্রা করেন। ৭•• ৪৬ উত্তরে যাইয়া ছানসা বিচ্ছিন্ন হইয় পড়ে ও অব্যবহিত পরেই ধ্বংসমুখে পতিত হয়। আরোহীরা নানাপ্রকার দুঃখ কষ্ট সহ করির ফেয়ারওয়েল অন্তরীপের পশ্চিমে অবস্থিত ‘ফ্রেডরিকৃ স্থলে’ যাইয়া উপনীত হয় । জারমেনিয়া নিৰ্ব্বঘ্নে গ্ৰীৰূলণ্ডের পুৰ্ব্ব উপকূল বাহির ৭৫° ৩৯′ উত্তর পর্য্যন্ত ধাইয়া উপস্থিত হয়। ১৮৭০ খৃঃ অব্দের মার্চ মাসে জাহাজের লোকের পদব্রজে উত্তর দিকে ১• • মাইল স্থান পরিভ্রমণ করির কিরিয়া আসেন । তাছাদের । আবিষ্কৃত প্রদেশের উত্তর সীমায় একটা অন্ধকারাচ্ছন্ন গুহা দেখিতে পাওর। গিয়াছিল। ইহার নাম রাখা হয়, গ্রিন্স বিসমার্ক । ৭৩° ১৪’ উত্তরে দেখিতে পাওয়া যায় যে একটি অনতিগভীর অপ্রশস্ত খাল গ্রীনলগুের অভ্যন্তর তাগে বহুদূর পৰ্য্যস্ত বিস্তৃত রছিয়াছে ; ইহার উত্তর তীরে ৭••-১৪• • ফিট, खेफ़ शिब्रिथूत्र विद्राजभांन । কোল্ডিওয়ের সঙ্গে লেফটেনাণ্ট পেরার নামক একজন ভদ্র লোক ছিলেন । ১৮৭১ খৃঃ অশ্বে ওয়েগ্রেট নামে একজন নৌবিভাগের কৰ্ম্মচারীকে সঙ্গে লইয়া তিনি মেরু-যাত্রা করেন। স্পিটস বাজেন ও নব জেমূৰ্বার মধ্যযন্ত্ৰী যক্লফ-ক্ষেত্রের সীমাস্ত রেখ পরীক্ষা করিয়া উত্তর-পূৰ্ব্ব পথ আবিষ্কারের জন্ত র্তাহার নখ জেম্স্লার উত্তর প্রান্ত দিয়া অগ্রসর হইতে মমত্ব করিলেন। যখন তাহার। তাহাদের এই অভিপ্রায় ব্যক্ত করেন, তখন অষ্ট্রিয়ার হাঙ্গানী হইতে এক অভিযানপ্রেরণের বিপুল আয়োজন হইতেছিল। ১৮৯৮ খৃঃ অশ্বের জুলাই মাসে ওরেগ্রেট ও পেয়ারের पञचैौ८म ५हे अछियांन c3धब्रिष्ठ झछ । वङ् कtछे उँIइब्रिा नय জেমূৰ্বার উত্তরপ্রাস্ত ছাড়াইয়া জাগিয়া ১৪ মাইল দূরে একট। পৰ্ব্বত্য প্রদেশ দেখিতে পাইলেন। ১৮৭৩ খৃঃ অশ্বের অক্টোবর