পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুমেরু মাসে ইহার অদূরবত্ত্ব একটি দ্বীপের নিকটে জাহাজ আসিয়া উপস্থিত হইলে, পেয়ার অবতরণ করিলেন এবং বিষুবরেখা হইতে ৭৯° ৪৪' উত্তরে ইহার অবস্থান নির্ণয় করিলেন । এই অভিযানের একজন পৃষ্ঠ-পোষক কাউন্ট উইল কজেকের নামানুসারে এই স্থানের নাম রাথ হইল। এখানে ভল্লুকের বড় প্রাদুর্ভাব দেখিতে পাওয়া গিয়াছিল । ১৮৭৪ খু: অস্বেয় মার্চমাসে প্রচণ্ড শীত সত্ত্বে ও পেয়ার সুেজে চড়িয়া একবার এই স্থানটি পৰ্য্যটনে বহির্গত হইলেন । তিনি দেখিতে পাইলেন যে, এই নুগুন আবিষ্কৃত দেশটি আয়তনে স্পিটসবার্জেনের সমান, এবং কতকগুলি অ প্রশস্ত খাল ও অষ্ট্রিয় প্রণালীনামক একটি প্রণালী, দ্বারা দুইটি প্রধান অংশে বিভক্ত ; এবং ইহার চতুর্গিকে বহু সংখ্যক ছোট বড় দ্বীপ আছে। এই অংশ দুইটির পূর্বদিক টির নাম উইলক জেক লগু ও পশ্চিমদিকটির নাম জিকিলও রাখা হইল । অষ্টিয় প্রণালীটি ৪২' উঃ পর্যন্ত বিস্তৃত । এখান হষ্টতে রলিন্‌সন প্রণালী বাহির হইয়া পুৰ্ব্বোত্তর দিকে প্রবাচিত হইয়াছে। এখানকার পর্বত গুলি ২ • • •—৩০ • • ফিট পৰ্য্যন্ত উচ্চ, ইহাদের মধ্যবৰ্ত্তী নিম্ন প্রদেশগুলি একেবারে বলফে আবৃত । সমীপবৰ্ত্তী দ্বীপগুলির উদ্ধদেশও বরফের মুকুটে শোভমান। এই নবাবিষ্কৃত প্রদেশটির নাম ফ্রান্স-জোসেফ-লগু রাখা চইল । ২৪এ এপ্রিল তারিখ পেয়ার জাহাজে ফি,রয় আলিলেন । ইছার পরে এমৃক্লিন্টকের নামানুসারে ষে প্রকাণ্ড দ্বীপটির নাম রাখা হইয়াছিল, সেই দ্বীপটি পর্য্যবেক্ষণ করিৰার জন্ত অভিযান সেই দিকে রওনা হইল। কিন্তু কতকদুর যাইয়াই জাহাজে অগ্রসর হওয়া একেবারে অসম্ভব ও বিপদসঙ্কুল বলিয়া বোধ হইল। তখন, ২০ এ মে তারিখে জাহাজ পরিত্যাগ করিয়া যাত্রিগণ নৌকায় চড়িয়া প্রস্থান করিবার জন্য রওনা ইষ্টলেন । সে জের উপরে নৌকা চাপাইয় তাহারা বরফ-সমুদ্রের উপর দিয়া চলিতে চলিতে অবশেষে ১৪ই আগষ্ট তারিখে ৭১• • উত্তরে ইহার প্রাস্ত সীমায় আসিয়া উপস্থিত হইলেন ও নৌকা গুলি জলে ভাসাইলেন । পরিশেষে রুবিয়ার একখানা জাহাজ তাহাদিগকে দেখিতে পাইয়া তুলিয়া লইল এবং এই ভাবে ১৮৭৪ খৃঃ অব্দের ৩য় সেপ্টেম্বর তারিখে তাহারা আসিয় ভার্ডোতে অবতরণ করিলেন। উনবিংশ শতাব্দীতে সুমেরু প্রদেশে যত অভিযান প্রেরিত হইয়াছে, তাহার মধ্যে এইটিই সর্বপ্রধান । . ১৮৭৪ খু অম্বের অক্টোবর মাসে ইংলণ্ডের প্রধান মন্ত্রী মহাশয় ঘোষণা করিলেন যে স্মিথ প্রণালীর পথে মেরু প্রদেশে আবার অভিধান প্রেরণ করা হইবে। কাপ্তেন নেমসের অধিনায়কত্বে দুই খান জাহাজ ১৮৭৫ খৃঃ অশ্বের ২৯এ মে তারিখে পোর্টস - মাউখ হইতে রওনা হইল। একখানায় পরিচালক ছিলেন কমা [ २४” ] হমেরু ওরে মাখাম্, অপরখানার কাপ্তেন ষ্টিফেনসন। জুলাই মাসের শেষ ভাগে স্মিথ প্রণালীতে পৌছিয়া ইচার বহুকষ্টে চঞ্চল বরফরাশির মধ্য দিয়া পথ করিয়া ৮১° ৪৪' উত্তরে লেডি ফ্রাঙ্কলিন উপসাগরে আসিয়া উপস্থিত হইলেন। কাপ্তেন ষ্টিফেনসনের জাহাজ এখানেই রহিয়া গেল, কিন্তু মাখাম আরও অগ্রসর হইয়। একেবারে বরফসমুদ্রের গ্রান্তদেশে যাইয়া উপস্থিত হইলেন ; এখানে বধফ vo হষ্টতে ১০০ ফিট পর্য্যন্ত গভীর। রোপসন প্রণালী প“সতে ফেলির তী;হারা আরও অগ্রসর হইয়l ৮২° ২৭’ উত্তর পর্য্যস্ত ষাষ্টয়া উপস্থিত হইগেন। শীত আসিয। উপস্থিত ৯ লে, আগামী বসন্ত ঋতুতে দুই জাহাজের লোক একত্র হষ্টয়া স্টুেজে চড়িয়া এই অজ্ঞাত প্রদেশ পরিদর্শন করিবার পরামর্শ ও বন্দোবস্ত কধিতে লাগিলেন । ১৮৭৬ খৃ:অব্দের এপ্রিল মাসে তাহার সুেঞ্জে চড়িয়া বাহির হইলেন এবং অজ্ঞাতপুপ ৩• • শত মাইল পরিমিত স্থান আবিষ্কার করিয়া এবং বহু নুতন ভৌগোলিক ও প্রাকৃতিক তথ্য সংগ্ৰহ করিয়৷ ১৮৭৬ খৃঃ অব্দে ইংলণ্ডে ফিরিয়া আসিলেন । মার্থম্ যতটা উত্তরে যাইতে সমর্থ হইয়াছিলেন, এপর্য্যস্ত কোন জাহাজই ততদূর যাইতে পারে নাই । ১৮৮০ খৃঃ অব্দে লে স্মিথ ইংলণ্ড হইতে ‘এইর’ নামক জাগজে চড়িয়৷ ফ্রান্স-জোসেফলণ্ডে যাইয়া উপনীত হন। তিনি দেখিলেন যে গ্রীনলণ্ডের বরফরাশি কোণ ও শৃঙ্গবিশিষ্ট হুটলেও, এখানকার বরফ-পৃষ্ঠ একেবারে সমতল এবং ১৫০ হইতে ২০ • ফিট উচ্চ। সমুদের ধার দিয়৷ চলিয়। তিনি ফ্রান্স-জোসেফ-লগুেব দক্ষিণতম প্রাপ্ত পৰ্য্যন্ত ১১o মাইল উপকুল-রেখা আবিষ্কার ও পর্যবেক্ষণ করেন । এই উপলক্ষে স্থানে স্থানে অবতরণ করিয়া তিনি প্রাকৃতিক ইতিহাসের অনেক নূতন উপাদান সংগ্রহ করেন। সাগুরখণ্ডের কাপ্তেন উইগিনস্ ১৮৭৪, ৭৫ ও ৭৬ খৃষ্টাব্দে যাইবেরিয়ার উত্তর উপকূলের সমুদ্রপথে পরিভ্রমণ করিয়া ইয়েনসেন্ট নদীর মোগনার সঙ্গে যুরোপীয় বন্দরসমূহের বাণিজ্য-সম্বন্ধ প্রতিষ্ঠিত করেন। ১৮৭৫ খৃঃ অম্বে নর্ডন্‌স্কিয়ল্ড এই উত্তর-পুৰ্ব্ব পথ আবিষ্কারের ংকর করিয়া সুইডেনের টমসে হইতে কারাগাগার-পথে ইরেনসেন্তে আসিয়া উপস্থিত হইলেন। তিনি এখানে এই নদীর" মোহানার উত্তর তীরে চমৎকার একটি পোতাশ্রয় আবিষ্কার করেন ও তাহার নাম ‘পোর্ট ডিকসন রাখেন। এবার এই পৰ্য্যস্থ অগ্রসর হইয়াই তিনি সুইডেনে ফিরিয়া আসিলেন, কিন্তু তাহার মনে দৃঢ় ধারণা জন্মিল যে এই উত্তর-পূর্ব পথ আবিষ্কারের কল্পনা কাৰ্য্যে পরিণত করা তেমন দুরূহু হইবে না । তাহার উৎসাহে উদ্দীপ্ত হইয়া সুইডেনের রাজা ও আরও কয়েকজন ধনাঢ্য লোক এক বিরাট আয়োজন করিয়া ১৮৭৬ খৃঃ অধোয় জুলাই মাসে স্কিযুক্তকে কয়েকজন কুৰ্ম্মকুশল উৎসাহী লোকের সঙ্গে