পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হংস [ 886 J হংস আদি হংসজাত বলিয়া উল্লিখিত হইয়াছে । পুৰ্ব্বকালে প্রাণিতত্ত্ববিদগণের গবেষণা ও অক্সসন্ধানের ফলে C. ferus ( শ্বেতবর্ণ en ) s C. mansuetus atta stās stè wifs strestwa তালিকায় সন্নিবিষ্ট হইয়াছে। অনেকে C. ferusকেই C. nuRicus বলিয়া অবধারিত করেন। C. musicus শ্রেণীর হংস উড়িবার কালে পাণকৌড়ি পক্ষীর গুtয় এক প্রকায় সিস দিবীর মত শব্দ করে। ঐ শৰাটী সঙ্গীতের স্তায় বড়ই মধুর। এই কারণে ইহার যুরোপীয় মাত্রেরই প্রিয়। iotaro oft's Hooper, Elk & whistling Swan, ওয়েলস্বাসী—Alarch "Fatstat–Cygne Sauvage, Rostě –Cigno di Cigno Salvatico, grín Singschwan, Nordostliche Singschwan, fqt=Int3– Wild Swaue প্রভৃতি সংজ্ঞায় অভিহিত করে। এই হংসঞ্জাতি প্রধানতঃ উত্তরমেরুতে বাস করে। গ্রীষ্ম ঋতুতে ইহার এসিয়া ও যুরোপের উত্তরমেরুস্থ দ্বীপসমূহে, স্কন্দনাভ রাজ্যের উত্তরে এবং আইসলণ্ড দ্বীপে চলিয়া যায়। প্রবল শীতের সময় ইহার ক্রমশঃ উত্তরদেশ ত্যাগ করিয়া আকাশমার্গে সমুদ্র উত্তয়ণপুৰ্ব্বক বুটশ রাজ্যের সেট লাও ও অর্কানি দ্বীপে অষ্টিসে এবং তথtয় ডিম্ব প্রসবাস্তে শাবক উৎপাদন করিয়া থাকে । বিমানচারী হংসগণ এইরূপে ক্রমশঃ দক্ষিণে আসিয়া হলগু, ফ্রান্স, প্লোভেন্স ও ইতালী হইয়। ভূমধ্যসাগর অতিক্রম করিয়া আফ্রিকার উত্তয়-সীমান্তস্থ বাৰ্ব্বরি ও মিশর রাজ্যে আসিয়া সমুপস্থিত হয়। ইহার পর আর দক্ষিণে ইহাদের বাস লক্ষিত হয় না । পুৰ্ব্বাঞ্চলে জাপান দ্বীপ পর্য্যস্ত ইহাদের বাস আছে । তাহীর দক্ষিণে আর বড় দেখা যায় না । এই হংসগুলির গলা লম্ব করিয়া ধরিলেওষ্ঠাগ্র হইতে পুচ্ছন্তে পৰ্য্যস্ত প্রায় ৫ ফিট লম্ব হয় এবং পক্ষদ্বয় বিস্তার করিলে উভয় প্রাস্তদ্বয়ের বিস্তৃতি ৮ ফিটেয় কম হয় না । ইছারা স্বাধারণতঃ ৬৭ট ডিম্ব প্রসব করে। ডিম্বগুলি ৪র্ণ লম্বা ২w" চওড়া হয়। ইহার অৰ্দ্ধপালিত তাবে গৃহস্থের বাটতে পুষ্করিণী বা তৎসংলগ্ন ভূমিতে বিচরণ করিয়া বেড়ায়। ইহারাই আমাদের দেশে রাজহংস নামে খ্যাত । C. Bewickii নামক রাজহংসগুলি উক্ত Hooper নামক হংস হইতে আকৃতি, গঠন ও বর্ণে অনেকটা পৃথকৃ। ইহার ৩ ফুট, ১০% ইঞ্চ হইতে ৪ ফিট, ২% পর্য্যস্ত ষড় হয়। ইহাদের চঞ্চু ও পদদ্বয় কৃষ্ণবর্ণ, চঞ্চুমূল হরিদ্রাবণ, কখনও কমলা-নেবুর মত হয়। বক্ষ ও মস্তক লাল বর্ণ। ইংরে। শৈবালন্ত,পের মধ্যে বাস নিৰ্ম্মাণ করে। উহার বহিরায়তন প্রায় ৬ ফিট, লম্ব ৪w• ফিট, বিস্তার ও খাড়াই ২ ফিট, হইয় থাকে। অগুরক্ষাস্থানের গর্ত ১ ফিট, ও তাছায় gwylt, XXII >°C之 ব্যাস অৰ্দ্ধ ফিট, ডিম্বগুলি ঈষৎ হরিদ্রাভ লালবর্ণের ও ৬৭টা হয় । ইহারi"২৫৩ টা দলবদ্ধ ভাবে কর্কশ শৰ করিতে করিতে আকাশমার্গে বিচরণ করিয়া থাকে । C. immutabilis *I critetölä ktx ( Polish swan) শ্বেত বর্ণের হয়, কিন্তু পাদদ্বয় ও ওষ্ঠ প্রভৃতি স্থলে বর্ণগুর मृटे হইয় থাকে। ওষ্ঠাগ্র হইতে পুচ্ছাস্ত পর্যন্ত ইহার ৫৭ ইঞ্চ পৰ্য্যস্ত হইয়া থাকে । C. olor al Mute swan cofotos efs zoira sitzan পালক শ্বেতবর্ণ এবং ঠোঠদ্বয় হরিদ্রাভ লাল । ঠোঁটের শেষ ভাগ হইতে চক্ষু পৰ্য্যস্ত স্থানে লালবর্ণ মাংসপিও शृंछे रुग्न । জাতীয় কোন কোন হাসের চক্ষুর নিকটস্থ ঐ লাল এই ফুল চক্ষুর চারিধার বেষ্টন করিয়া এরূপ বদ্ধিত হয় যে, উহাতে ঐ ংসের সৌন্দর্য অধিকতর বৃদ্ধি পাইরা থাকে । c. Buccinator নামক হংসজাতি উত্তর আমেরিকার ফারপ্রদেশে জন্মে । ইহাদের গাত্রবর্ণ সাদা, ঠোঁট ও পদদ্বয় কাল । কপোলদেশ কমল-নেৰুর গুtয় লাল । ইহার সাধারণতঃ ৭• ইঞ্চ লম্বা হয়। ৬১” দক্ষিণ অক্ষাংশেও ইহাদের ডিম্ব ফুটিয়৷ ছানা বাহির হইতে দেখা যায়, কিন্তু প্রধানতঃ উত্তর-মেরুপ্রদেশেই ইহাদের ডিম ফুটিয়া থাকে। C. atratus Ri Anas Plutonia *tğfaiqi cat* ataI ! ইছাদের সমস্ত দেহই কৃষ্ণবর্ণ-পালকে আচ্ছাদিত, কেবল পক্ষের ছই চারিট মাত্র পালক সাদা হইয়া থাকে,ঠোট লাল এবং পদম্বর পাশুটে কাল হয়। অষ্ট্রেলিয়া দ্বীপের পশ্চিম উপকূল ও নিউসাউথ ওয়েলসে এবং ভান ডিমেন্স ও নামক দেশভাগে এই জাতীয় হংস প্রভূত দেখিতে পাওয়া যায় । আমাদের দেশে রামাযুণীয় যুগ ব্যতীত যেরূপ নীলপদ্মের অস্তিত্ব অলীক বলিয়াই সাধারণের ধারণা ছিল, সেইরূপ কোন অসত্য বস্তুর বা বিষয়ের ব্যাপার বুঝাইতে য়ুরোপবাসী ইংরাজগণ কথায় কথায় কালহঁালের ( Black swan ) কথা উদাহরণ স্বরূপ উখাপন করিতেন। কালহাস যে জগতে আছে, ইহা তাহাদের ধারণায় আসিত না । ১৬৯৭ খৃষ্টাব্দে ৬ই জানুয়ারী ওলন্দাজ-নাৰিক Willem de Vlaming weftijzJeltsitei অষ্ট্রেলিয়াদ্বীপে যাইয়। সৰ্ব্ব প্রখম কীলহঁসে দেখিয়া যুরোপবাসীদিগের নিকট কালইসের অস্তিত্ব প্রকাশ করেন । কালহঁfস হ্রদাদিতে সন্তরণ করিয়া বেড়ায় । মন্থয্যের আগমনে ভীত হইয়া দ্রুত বেগে, এতদূরে সরিয়া যায় যে, সহজে উছাদিগকে গুলি করিয়া মারা যায় না । উপস্থি উক্ত রাজহাস অপেক্ষ ক্ষুদ্রাকার পাতিহঁ{সগুলি Anscrine শাখাভূক্ত এবং ইংরাজী ভাষায় Dncks, goose প্রভৃতিসংজ্ঞায় অভিহিত । এই শ্রেণীর হংস শীতহিমামী-মণ্ডিত