পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিশচন্দ্র अडिणाबैौ इहेब्रारझन । छेवा अभृङ वर्ष५ कब्रिग्ना छिडांमशाश्ऊि শিশুর প্রাণপ্রদান করিলেন। তখন আকাশমণ্ডল হইতে পুষ্পবৃষ্টি ও ছন্দুভিধ্বনি হষ্টভে লাগিল । ইন্দ্রের প্রসাদে পুত্রকে পাইর রাজা পরম আনন্দ লাভ করিলেন। সকল প্রকার অভীষ্ট লাতে র্তাহার হৃদয় আনন্দে পূর্ণ হইল। ইন্দ্র বলিলেন, ‘রাজা স্বীয় কৰ্ম্মফলে পুত্র ও কলব্র সহ স্বৰ্গে আরোহণ করিয়া পরম সম্পত্তি লাভ কর।” রাজা স্বীয় শ্বপচ প্রভূর বিনামুমতিতে স্বৰ্গারোহণ করিতে চাছিলেন না। তথন ধৰ্ম্ম অগ্রসর হষ্টয়া বলিলেন, বৎস! আমি মায়ায় শ্বপচরূপ ধারণ করিয়া তোমায় চণ্ডালপুরী প্রদর্শন করিয়াছি । আমিই সেই ব্রাহ্মণ এবং আমিই কৃষ্ণসপ হষ্টয়া তোমায় পুত্রকে দংশন করিয়াছি। এক্ষণে তুমি সেই ধৰ্ম্মবলে স্বৰ্গে আরোহণ কর । রাজা পুনৰ্ব্বার বলিলেন, অযোধ্যাবাগী অনুগত মানবগণ জামায় বিরহে শোকসগুপ্ত, তাদৃশ ভক্তগণকে ত্যাগ করিয়! যাওয়া সম্যক অসুচিত । অতএব হে সুরেন্দ্ৰ ! যদি তাঙ্গাদিগকে আমার সহিত বাষ্টতে দেন, তাহা হইলে আমি স্বর্গে গমন করিতে পারি । ‘তাঁহাই হইবে’ বলিয়া বর দিলেন । পরে সংসারবাসনাবিহীন রাজামুগৃগীত ব্যক্তি মাত্র স্ব স্ব পুত্রের উপর সংসারের ভারাপণ করিয়া জ্যোতিৰ্ম্ময় দেহে দিব্যবিমানে চড়িলেন । রাজা স্বীয় পুত্র রোহিতাশ্বকে রাজ্যে অভিষিক্ত করিয়া পুণ্য প্রভাবে কিঙ্কিণীজালমণ্ডিত দেবহুলভ দিব্যরথে আরোহণ করির স্বর্গে গমন করিলেন। র্তাহাকে রথে উপবিষ্ট । দেখিয়া দৈত্যকুলগুরু শুক্রাচাৰ্য্য বলিয়া দিলেন, “আtহা দানের কি মহিমা । যাহার প্রভাবে রাজা হরিশ্চন্দ্ৰ আজি মহেন্দ্রের সালোক্য লাত করিলেন।” ( দেবীভা” ৭১২-২৭ অ*) ব্ৰহ্মপুরাণের ৮ ও ১০৪ অধ্যায় ; পদ্মপুরাণ স্মৃষ্টিখণ্ডে ৮ জঃ ও স্বর্গখণ্ডের ২৪জঃ ; শ্ৰীমদ্ভাগবত ৯৭-৮ অঃ, ৯৷১৬৩১ ও ১০।৭২২১, স্কলাপুরাণে নাগরখও এবং হাটকেশ্বরমাহাষ্মো হরিশ্চন্দ্রের কথা ও বিশ্বামিত্রমাহাত্ম্য বিশদরূপে বৰ্ণিত আছে। মহাভারত বনপর্বে এবং রামায়ণের আদিকাওে ৬১ অধ্যাল্পে অম্বরীষ প্রসঙ্গে শুনঃশেফের বিবরণ উদ্ভূত হইয়াছে। রামায়ণোক্ত ত্রিশঙ্কুরাজের পরবর্তী অম্বরীষ হরিশ্চত্র হইলেও ঘটনাটী কিছু বিকৃত। গরুড়পুরাণের ১৪২ অধ্যায়ে অম্বরীষ রাজা ত্রিশঙ্কু ও হরিশ্চক্সের বহু পূৰ্ব্বৰী বলিয়া উল্লিখিত আছে। কুৰ্ম্মপুরাণের ২১ অধ্যায়ে হরিশ্চন্দ্র, সত্যব্রত ও সত্যধনীর পুত্র বলিয়া কথিত । মার্কণ্ডেয়পুরাণের ৭ম হইতে ৯ম অধ্যায়ে ৰে উপাখ্যান আছে, তাহার অনেক স্থলে দেৰীভাগৰতবর্ণিত উপাখ্যানের ঐক্য দৃষ্ট হয় এবং जन्मक हांमहे वङज । वाहणाख्रा ७९गमउ फेफू७ इहेण न । এতদ্ভিন্ন অপর সকল পুরাণেই হরিশ্চজের বংশবর্ণন দেখা যায় । XXII [ (*४१ ] হরিশ্চন্দ্রগড়, বোম্বাই প্রদেশে আহ্মদনগর হরিশ্চন্দ্র বাৰু হরিশ্চন্দ্র, ১ ভট্টায়ক হরিশ্চন্দ্র নামে খ্যান্ত, এক জন প্রাচীন বৈদ্যাকগ্রন্থকার। টোডরানদ, ভাবপ্রকাশ প্রভৃতি গ্রন্থে ইহার মত উদ্ধত হইয়াছে। কাহারও মতে তটার হরিশ্চন্দ্র ও ভট্টারক হরিশ্চন্দ্র উভয়ে অভিন্ন ব্যক্তি । [ হরিশ্চন্দ্র দেথ । ] ২ এক জন জৈন গ্রন্থকার । পুরুদেবচম্প রচয়িতা। ৩ মালৰেল্প পরমারবংশীয় এক জন প্রাচীন সামন্তরাজ ৷ লক্ষ্মীবস্মার পুত্র । ৪ কলেজের শেষ নৃপতি জয়চক্সের পুত্র ও উত্তরাধিকারী। ৫ কুমায়ুনের চাম্ববংশীয় এক জন নৃপতি । ইনি ১৩৮৩ শকে রাজত্ব করিতেন । ৬ কাষ্ঠীর টাকবংশীয় এক জন সামন্ত নৃপতি, মদনপালের পিতামহ । [ মদনপাল দেখ । ] জেলাস্ত একটা গিরিদুর্গ। মরাঠাদিগের যতগুলি গড় আছে, তন্মধ্যে এই গড়ট বিশেষ প্রসিদ্ধ । সমুদ্রপৃষ্ঠ হইতে ৩৮৯৪ ফিট উচ্চ । হরিশ্চন্দ্রপাল, পূর্ববঙ্গের এক জন প্রসিদ্ধ পালনৃপতি । প্রবাদ এইরূপ ষে, সাভারে ই হার রাজধানী ছিল, এখনও সাভার জঙ্গলে তাকায় রাজধানীর ধ্বংসাবশেষ পড়িয় আছে । দেশাবলির মতে, আদিশূরের পূৰ্ব্বে ইনি রাজত্ব করিতেন । হরিশ্চন্দ্রপুর ( ক্লী) হরিশ্চন্দ্রত পুরং । হরিশ্চন্দ্র, রাজনগর শোভপুর । হরিশ্চন্দ্র বাবু, কাশীবালী একজন প্রসিদ্ধ হিন্দীকবি । বর্তমানকালে সকল হিনীকfষ অপেক্ষ বিখ্যাত । খৃষ্টাবে ৯ই সেপ্টেম্বর হরিশ্চন্দ্র জন্মগ্রহণ কয়েন । তাছার পিতার নাম গোপালচন্দ্র সাহ ওরফে গিরিধর বনারসী, গিরিধলও এক জন পল্পিহাসরসিক কবি ছিলেন। ২৭ বর্ষ বয়ঃক্রম কালে ৯ বর্ষের বালক হরিশ্চন্দ্রকে রাখিয়া ১৮৫৯ খৃষ্টাব্দে তিনি পঞ্জলোক গমন করেন। হরিশ্চন্দ্র কাশীর কুইন্‌স কলেজে শিক্ষালাভ কয়েন । বাল্যকাল হইতেই তাছার হিন্দীরচনার দিকে লক্ষ্য ছিল, বয়োবৃদ্ধির সহিত হিন্দীসাহিত্যের উন্নতিকামনায় তিনি মনঃপ্রাণ সমৰ্পণ করেন । অল্প দ্বিনেট ‘তিনি হরিশ্চন্দ্রিকা” নামে একখানি সাময়িক পত্র প্রকাশ করেন । তাছার রচনাকৌশলে সমস্ত হিন্দুস্থান বিমুগ্ধ হইয় পড়ে। ১৮৮০ খৃষ্টাব্দে সমস্ত দেশীয় সংবাদপত্র স্বেচ্ছায় তাহাকে "ভারতেন্দু উপাধি প্রদান করেন। ১৮৮৫ খৃষ্টাব্দে তাছার মৃত্যু হয়। তিনি অজাতশত্রু ছিলেন । তাছার মত ৰিপুল সাহিত্যসম্পদ ইদানীং আর কেহই হিন্দীভাষায় রাখিয়া ধাইতে পারেন নাই। ১৮৬৯ খৃষ্টাবে। তাছার স্বন্দরীতিলক প্রকাশিত হয়। हेशष्ठ जवाहेब्रा इरण ७* कविब्र प्रचब्र शमब्र कविडा नश्शूरोड इहेब्रtिइ । डिनि ठांब्रडैौब्र ७ ब्रू ब्रां*ीब्र बब्रनैब्र मशंकाशंtणब्र जैौदनैो अशलचह्न *७थनिक मशचां७ क जैौवनsब्रिज' ७धकां* क८ब्रम ॥ እbዎ¢ ● Nes