পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৰ্ষবৰ্দ্ধন । [ ৫২৯ ] হর্ষবৰ্দ্ধন করিতে সন্মত হইলেন না। প্রকৃতিপুঞ্জের অনুরোধরক্ষার্থ এই সময়ে তিনি “কুমার শিলাদিত্য” নাম পরিগ্ৰছ করিয়া রাজকাৰ্য্য | পরিচালনা করিতে থাকেন । র্তাহার মনে যে উদ্দেশুই থাকুক, এই ভাবে প্রায় ৫৬ বৎসর রাজত্ব করিবার পরে ৬১২ খৃঃ অব্দে তিনি যথারীতি অভিষিক্ত কইরা রাজপদে সমাসীন হইলেন । ৬০৬ খৃঃ অব্দের আশ্বিন মাসে তিনি প্রথমে রাজ্যভার গ্রহণ ও একটী নূতন সংবৎ প্রবর্তন করেন । এই সংবতের প্রথমবর্ষ ৬৯৬-৬৪৭ খৃঃ আৰ । i রাজ্যবৰ্দ্ধনের হত্যা সংবাদের সঙ্গে এইরূপ সংবাদও আসিয়া- . ছিল যে, রাজভগিনী রাজ্যশ্ৰী শক্ৰহস্ত হইতে কোন প্রকারে । মুক্তিলাভ করির বিষ্ক্যাচলের দিকে পলায়ন করিয়াছেন। কিন্তু । কোথার গিয়া যে তিনি আশ্রয় লক্টরছিলেন, তাহ ঠিক জানা ! शांग्न मांझे । ; সিংহাসনে আরোহণ করিয়া হৰ্ষবৰ্দ্ধন ভ্রাতৃহন্তার অমুসরণ এবং বিধবা ভগিনীর অনুসন্ধানই আপনায় সৰ্ব্ব প্রথম ও প্রধান । কৰ্ত্তব্য বলিয়া মনে করিলেন । বহু কষ্টে পাৰ্ব্বত্যশবরদিগেয় । সহায়তায় পিন্ধারণ্য তন্ন তন্ন করিয়া অবশেষে ভগিনীকে বাহির করিলেন। অনেক কষ্টভোগ করিয়া এবং উদ্ধারের বিষরে একেবারে নিরাশ হুষ্টর হতভাগিনী রাজ্যশ্ৰী যখন সহচরীগণের সঙ্গে প্ৰজলিত অগ্নিকুণ্ডে গ্রাণবিসর্জন করিতে । উস্তুত হইয়াছিলেন, ঠিক সেই সদ্ধিমুহূৰ্ত্তে তাঙ্গর রাজভ্ৰাত , যাইয় তাহাকে জীবন্ম ত্ব্যর হস্ত হইতে উদ্ধার করিলেন। ভগিনীকে উদ্ধার করির হর্ষবৰ্দ্ধন কর্ণসুবর্ণরাজ বিশ্বাসঘাতক : শশাঙ্কের বিরুদ্ধে অভিযান করেন । এ সম্বন্ধে বিশেষ কোন লিখি ও বিবরণ পাওয়া যায় নাই । তবে অনেকেই মনে করেন । যে, হর্ষবদ্ধন শশাঙ্কের সমুচিত শিক্ষাপ্রদান করিতে সমর্থ হন নাই। গঞ্জাম হইতে আবিষ্কৃত শশাঙ্কের এক সামস্ত সৈন্তর্তীতের তাম্রশাসন হষ্টতে জানা যায় যে, ৬১৯ খৃঃ আদেও তিনি য়াজ্যশাসন করিতেছিলেন । সম্ভবতঃ হৰ্ষবৰ্দ্ধনের আক্রমণে অবসন্ন হইরা শশাঙ্ক কলিঙ্গের পাৰ্ব্বভ্যপ্রদেশে আশ্রয় গ্রহণ করেন । এখানে আবার শক্তিসঞ্চয় করির তিনি সমস্ত কলিঙ্গ ও দক্ষিণকৌশলের আধিপত্য-লাভে সমর্থ হইয়াছিলেন । হুর্বেয় পূৰ্ব্বে ভারতীর রাজন্তবর্গের ‘চতুরঙ্গ’ সৈম্ভবলের মধ্যে ‘রথ’ ও একটী প্রধান অঙ্গ ছিল । চর্ষবৰ্দ্ধনের সময়ও অন্তান্ত রাজাদিগেয় রথারূঢ় সেনাপতিয় কথা শুনিতে পাওয়া বীর । কিন্তু হর্ষের সৈম্ভবলের যে বিবরণ পাওয়া গিয়াছে, তাহাতে রথের উল্লেখ নাই । সিংহাসনে আরোহণ করিবার পরে, তাহার ৫• • • গজারোহী, २००० चचंi८ब्रांशै ७ e०००० *ालांडिक ছিল। ভগিনীর উদ্ধার সাধিত হইলে হৰ্ষবৰ্দ্ধন ভারতের একচ্ছত্র জু সু শা o সম্রাট হটবার অভিপ্ৰায়ে তাহার বিরাট বাহিনী লষ্টয়া দিগ্বিজরে বহির্গত চফ্টলেন । চীনপরিব্রাজক টিউএনসিরং বলেন যে, প্রথম ৫৭ বৎসরের মধ্যে র্তাহার জিগীষার কিছুভেষ্ট পরিতৃপ্তি হইল না। মুহূর্তের জন্তও সৈন্তগণ যুদ্ধবেশ পরিত্যাগ করিতে পারিত না । এষ্ট ভাবে এই অল্প সময়ের মধ্যেই তিনি সমগ্র উত্তর-পশ্চিমপ্রদেশ আপনার অধিকারভুক্ত করিয়াছিলেন। বাঙ্গালারও অনেক অংশে এই সময়েই ভাষার অধিকার বিস্তৃত চষ্টরছিল বলির মনে কর । রাজ্যজর করিবার উfচার এত স্পুছা বাড়িয়াছিল যে, ক্রমশঃ সৈন্সবল বৃদ্ধি করিতে করিতে অৰশেষে তিনি ৬০ • • • গজারেী এবং ১• • • • • অশ্বারোহী সমবেত করিতে সমর্থ হইয়াছিলেন । র্তাহার দীর্ঘ রাজত্বকালের মধ্যে তিনি বছরাজা জয় করিয়াছিলেন । যুদ্ধে যে রাজাই তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছেন, তাহাকেই পরাজয় স্বীকার করিতে হইয়াছে। কিন্তু একটি মাত্র যুদ্ধে তাহাকেও একজন পরাজিত করিয়াছিলেন । সেই মহাবীয়ের নাম ২য় পুলিকেশী, তিনি চালুক্য বংশীয়, এবং উত্তর ভারতে তযবৰ্দ্ধনের যেরূপ প্ৰভূত্ব ছিল, দক্ষিণ ভারতে তাহারও সেইরূপ প্ৰভূত্ব ছিল। এমন একজন প্রবল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বাছা বাছ সেনাপতি ও সৈন্ত-সামস্ত লইয়া হযবৰ্দ্ধন স্বরং যুদ্ধ চালাষ্টতে অগ্রসর হইলেন । কিন্তু পুলিকেশী সত্যাশ্রয় নৰ্ম্মদাতীরে এমন সুদৃঢ় ও মুরক্ষিত ভাবে অবস্থিতি করিতেছিলেন যে, কিছুতেই আর্য্যাবর্কেশ্বর ভাঙ্গকে পশ্চাৎপদ করিতে পারিলেন না । এই সময়ে নৰ্ম্মদানী উভয় সম্রাটের সাম্রাজ্যসীমা বলিয়া স্থির হইল। কোন প্রকারে মান বাচাইয়৷ শ্ৰীহষ কে নিজরাজধানীতে ফিরিয়া আসিতে হইল। ডাক্তার ফ্লট প্রভৃতি কাহারও কাহারও মভে এই যুদ্ধ ৬০৯ কি ৬১০ খৃঃ অন্ধে সংঘটিত হইয়াছিল। কিন্তু জান গিয়াছে যে, তৎকালে হর্ষ উত্তর-ভারতবিজরে ব্যাপৃত ছিলেন। কেহ কেহ ৬২৪ খৃঃ অন্ধই ফুই মহাবীরের সমরকাল নিৰ্দ্ধারণ করিয়াছেন । বলভাদেশে দ্বিতীয় ধ্রুবসেন ( ধ্রুবভট) তখনও স্বাধীন ভাৰে রাজদণ্ড পরিচালনা করিতেছিলেন। রাজ্যলোলুপ হর্ষবৰ্দ্ধন র্তাহাকে আক্রমণ করিয়া পরাজিত করিলেন । ধ্রুবসেন নিরুপান্থ হইরা তরোচের অধিপতির আশ্রয় লইলেন । ইহার পরে ৰিজেতার সঙ্গে তাহার যে সন্ধিবন্ধন হর, তদনুসারে তিনি হর্ষবৰ্দ্ধনের কন্সার পাণিগ্রহণ কল্পিয় তাহার মহাসামস্তুের দ্যায় বলভদেশে প্রতিষ্ঠিত কইয়াছিলেন । ইছার পরে হর্ষবৰ্দ্ধন ক্রমে ক্রমে আনন্দপুর এবং সৌরাষ্ট্রের দক্ষিণাংশেও আপনার আধিপত্য বিস্তার করেন। ৬৪৩ খৃঃ