পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাত রাস পূর্ব ও পশ্চিমবঙ্গে প্রায় লক্ষ হাড়ীর বাস। পূৰ্ব্ব পূৰ্ব্ব আদমস্বামারী আলোচনা করিলে দেখা যায় যে, ইহাদের সংখ্যা ক্রমেই কমিয়া আসিতেছে । Ο হাত ( দেশজ) হস্তগন্ধের অপভ্রংশ, কর, ভুজ। হাতকড়ী (দেশজ ) হস্তবন্ধনাথ লোংময় যন্ত্রবিশেষ, হাতে হাতকড়ী পায়ে বেড়ী’ । হাতে হাতকড়ী দিলে আর হাত লাড় যায় না। চুরি ডাকাতি প্রভৃতি গুরুতর অপরাধ করিলে অপরাধীয় চাতে হাতকড়ী দেওয়া হষ্টয় থাকে । হাতকরাত ( দেশজ ) গৌহময় যন্ত্রবিশেষ। ছোট করাত। হাতচালা (দেশজ ) হস্তচালন, একপ্রকার গণনা । কোন দ্রব্যাদি অপহৃত হষ্টলে যিনি এই বিষ্ঠা অবগত আছেন, তিনি অপর কোন এক জনের হাত চালনা করিবেন । হস্ত উপুড় করিয়া ধয়িতে হইবে, হস্তচালক মন্ত্রপাঠ করিতে থাকিবেন । মন্ত্র-প্রভাবে হস্ত চলিতে তারক্ত হইবে, এবং চলিতে চলিতে যে স্থানে সেই অপহৃত বস্ত আছে, সে স্থানে গিয়া থামিবে । এষ্টরূপে হস্তচালনা করিয়া বস্তুর সন্ধান করিয়া থাকে। কিছুদিন পূৰ্ব্বে হাতচালা, নলচাল প্রভৃতি বিছা বিশেষরূপে প্রচলিত ছিল । প্রচার হইয়াছে। হাতছানী ( দেশজ ) হস্তসঙ্কেত হাতছেচড় (দেশজ) চোরবিশেষ, যাহারা সামান্তরূপ চুরি করে, দশটা জিনিষ আছে, হয়ত তাছার মধ্য হইতে একট চুরি করিল, এষ্টরূপ চোরকে হাতছেচড় কহে, ইহাকে ছিচকে চোরও বলে । ststeitet (twee) saten, (Lycopodium imbricatum) হাতড়ান (দেশজ ) হাতদিয়া দেখা, মলালোক বশতঃ যে স্থানের কোন বস্তু দেখিতে পাওয়া যায় না, তথায় কোন বস্তু পাইবার জল্প হাত বাড়াল । হাতড়ী (দেশৰ ) গেীsযুগেরবিশেষ, আঘাতত্ব। কাৰ্যবিশেষে नानाथकांब्र cझाप्ले १फ़ झाडऊँौ वावरु७ रुग्न । cगोश्कब्र প্রকাগু হাতড়ী দিয়া লৌহ পিটির থাকে, স্বত্রধর তদপেক্ষ ক্ষুদ্র চাতুড়ী দ্বার ছুতায়ের কার্য্য করে এবং স্বর্ণকার তদপেক্ষাও ছোট হাতুড়ী দ্বার স্বর্ণ ও রৌপ্যাদির কার্য্য করিয়া থাকে। হাতব্য (ত্রি) হাতব্য। ভক্তিব্য, হানযোগ্য, ত্যাগ করিবার উপযুক্ত ।

  • হাতবোইয়মসার এব বিরসঃ সংলার ইত্যাদিকং। সৰ্ব্বস্তেষ হি যাচি চেতলি পুনঃ কস্তাপি পুণ্যাত্মনঃ ॥” (শাক্তিশ) হাতযোড়া ( দেশজ ) হস্তবন্ধ। কোন কার্ধে নিযুক্ত থাকাকে

হাতযোড়া বলে । হাত রাস, যুক্তপ্রদেশে আলিগড় মহকুমার দক্ষিণপশ্চিম সীমান্ত অপহৃ"ক এখন ঠষ্ঠ বিরল [ go & J হাতিনী স্থিত একটা ভছশীল । ইহাতে ছুইটী পরগণ আছে—হাতরাল এবং মুস1ন । ভূপরিমাণ ২৯১ বর্গমাইল, ইহার মধ্যে ২F৬ বর্গমাইল কৃষিক্ষেত্র । ২ উৰু আলিগড় জেলার সহর এবং হtভরাস তহশীলের সদর । আলিগড় এবং অfওiাপধের প্রার মাঝামাঝি স্থানে এই সহপ্লট অবস্থিত। অক্ষা” ২৭° ৩৫' ৩১* উঃ এবং দ্রাঘি• ৭৮- ৬ ৯% পূঃ । হাত রাস সঙ্গরট স্বনিৰ্ম্মিত এবং উত্তরপশ্চিম প্রদেশের একটী বাণিজ্যকেন্দ্র । এই সহরে অনেক প্রস্তর ও ষ্টষ্টকনিৰ্ম্মিত গৃহ আছে। খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে এই সহরট জাটঠাকুর দয়ারামের অধিকারে ছিল । তাহার দুর্গের ভগ্নাবশেষ এখনও দেখা যায় ১৮০৩ খৃষ্টাব্দে বখন এই দোয়াৰ বুটশরাজ্যের সহিত সংযুক্ত হইল, তখন হষ্টতে ঠাকুরগণ গবমেন্টের সহিত মন ব্যবহার আরম্ভ করিলেন । ১৮১৭ খৃষ্টাব্যে গবমেণ্ট মেজর জেনারল মাসলের অধীনে এক দল সৈন্ত প্রেরণ করিলেন, দুর্গটি যদিও স্বরক্ষিত ছিল, তথাপি ইংরাজসৈন্ত সহজেই অধিকার ुf०८ङ गमर्थ श्हेण। मन्त्राब्राग রায়িতে দুর্গ হইতে পলায়ন করিয়াছিলেন এবং অবশিষ্ট দুর্গরগক সৈন্তগণ ইংরাজের বহুত স্বীকার করিল। কাণপুরের পরেই বাণিজ্যের জন্ত দোয়াবের মধ্যে এই সহ্রট বিখ্যাত । হাত৷ ( দেশজ ) ১ লৌহপিত্তলাদিনিৰ্ম্মিত হস্তাকৃতি পাত্রবিশেষ, দবী। সাধারণতঃ লেীছ, পিত্তল ও কাঠের হাত ব্যবহৃত হর । ইহ গৃহস্থের নিত্যপ্রয়োজনীয় বস্তু । অল্পব্যঞ্জনাদি পাককালে হাত ভিন্ন পাকক্রিয় সম্পন্ন হর না । ২ হস্ত । হাতাহাতি ( দেশজ ) হাতে হাতে যুদ্ধ, এষ্ট শব্দ সংস্কৃত হস্তাহস্তি শব্দের অপভ্রংশ, যে স্থলে পরস্পয়ে তাতে হাতে মায়ামারি ३ग्न, उiझां८कहें श७iहां७ि कtरु । হাতি ( দেশজ ) হস্তী । gtfgąFfef| ( caos ) sotso I (Siphenanthus hastata) হাতিনা (দেশজ ) অলিন্দ, মৃত্তিকানিৰ্ম্মিত গৃহের আলিঙ্গ অর্থাৎ চাতালকে হাতিন কছে। ইষ্টকনিৰ্ম্মিত গৃহের অলিঙ্গেয় নাম য়ক । মুক্তিকানিৰ্ম্মিত গৃহে পাচ চাল হক্টতে আট চাল পর্যাপ্ত হষ্টয়া থাকে, চারি চালে গৃহ এবং তাহ ভিন্ন যে কয় চাল হষ্টবে, সেই কয়ট হাতিন হষ্টয় থাকে। এইরূপ ঘরকে চুমুরী বা চৌরী ঘর কহে। আর যে স্থানে স্থই চালে গৃহ এবং তাহার অধিক চালে হাতিন হয়, এষ্টরূপ স্বর বাঙ্গালী-ঘর নামে অভিহিত । সাধারণতঃ এই ঘর তিন চালের অধিক ছয় না, সন্মুখে হাতিন গ্লাকে । চৌরী আটচালা গৃহে চারিদিকে হাতিমা থাকে। शङिबी (cनभज) इलिनैौ भtजब जगजश्न, जैौ रुणै।