পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থলেমান কররাণী স্বলেমান সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। সেলিমের মৃত্যুর পরে তিনি তাহার উত্তরাধিকারীর অধীনত অস্বীকার করিয়া বসিলেন এবং জ্যেষ্ঠ সহোদরকেও উত্তেজিত করিয়া তুলিলেন। সম্রাটের দরবার হইতে ফিরিবার সমর তাজর্থ। পথিমধ্যে কঙ্কগুলি সরকারী হস্তী ও অর্থ হস্তগত করেন, রাজমন্ত্রী হিমুয় সহিত চুণায়ের সন্নিকটে তাহার এক তুমুল যুদ্ধ হয়। ইহাতে পরাজিত হইলেও কয়ূরাণাসৈন্ত অর্থ ও মূল্যৰান্‌ দ্রব্যাদি লইয় নিৰ্ব্বিঘ্নে বুজিপুরে পলাইয়া যায় । ১৫৫৫ খৃঃ অন্ধে দিল্লীর সম্রাটু মহম্মদ আদিল শাহ বেহারের অভিমুখে অগ্রসর হইলে স্থলেমান যাইয়া বঙ্গেশ্বর বাহাদুর শাহের সঙ্গে যোগদান করিলেন। উভয় পক্ষে মুঙ্গেরেল্প সন্নিকটে যে যুদ্ধ হইল, তাহাতে সম্রাট সৈন্ত পরাজিত হইয় দিল্লীর অভিমুখে পলায়ন করিল। বাহাদুর শাহের মৃত্যুর পরে তীয় পুত্র জলাল-উদ্দীন বাঙ্গালার সিংহাসনে অধিরোহণ করেন । ইহার সঙ্গেও স্বলেমানের বেশ সম্ভাব ছিল। কিন্তু তাহার মৃত্যুর পর যখন তাহার পুত্রকে নিহত করিয়া গিয়াস্ উদ্দীন বাঙ্গালার মসনদে আরোহণ করেন, তথন সুলেমান বঙ্গদেশ অধিকার করিবার জন্ত অগ্রজ তাজখাকে এক দল মুশিক্ষিত সৈন্ত সহ গৌড়ে প্রেরণ করিলেন। এক প্রকার নিৰ্ব্বিবাদেই বঙ্গদেশ স্থলেমানের পদানভ হইল। তিনি জ্যেষ্ঠকে বাঙ্গালার শাসনকর্তা নিযুক্ত করিয়া পাঠাইলেন ; এবং এক বৎসর পরে যখন তাহার মৃত্যু হইল, তখন স্বয়ং আসিয়া বাঙ্গালার সিংহাসনে উপবেশন করিলেন ( ১৫৬৪ খৃঃ অদ । ) তিনি অল্পদিন পরেই রাজধানী গৌড় হইতে তাড়ায় স্থানান্তরিত করিলেন । এই তাড়াকে কেহ কেহ কুশপুত্র-ভাড়াও বলিয়। থাকেন । ইহা গৌড়ের অনতিদূরে বাগমতী নদীর তীরে অবস্থিত ছিল। ইতিমধ্যে দিল্লীর সিংহাসন আবীর মোগলদিগের হস্তগত হুইয়াছে। সুলেমান যখন বাঙ্গালা দেশ অধিকার করিলেন, আকবরশাহ ভারতবর্ষের সম্রাটু—র্তাহার সৈন্যদল ধীরে ধীরে বিদ্রোহী প্রদেশ গুলিকে আবার দিল্লীর অধীনতা পাশে অtবদ্ধ করিতেছিল, কুটবুদ্ধি স্থলেমান বহুমূল্য উপঢৌকন সহ এক জন দূত পঠাইয়া সম্রাটেয় প্রতি ভক্তি ও আনুগত্য প্রকাশ করিলে সম্রাটু তাহাকে আপনার প্রতিনিধি বলিয়া স্বীকার করিলেন । বঙ্গবাসী রক্ষা পাইল । • এই ভাবে সমগ্র বাঙ্গাল ও বেহারের রাজা হইয়া সুলেমান রোহ তস দুর্গ আক্রমণ করিবার সংকল্প করিলেন। তখনও ঐ उँiहाँग्न अशौनउ चैौकांब्र कtब्र नॉईं । ४४७४-७४ খুঃাকে তাহার অগণিত সৈন্ত যাইয় ফুর্গ অবরোধ করিয়া বসিল । [ ৫৬ ] সুলভেতর এই ভাবে প্রায় ছয়মাস কাটিয়া গেল। তখন আকবর জোনপুরে আসিয়াছেন এই সংবাদ পাইয়া দুর্গাধিপতি ফতেখ। তাহার সাহায্য প্রার্থনা করিয়া পাঠাইলেন । এমন একটি মূল্যবান দুর্গ হস্তগত করিবার মানসে সম্রাট ও সন্মত হইয়া একদল লৈষ্ঠ প্রেরণ করিলেন । ভীত হইয়। স্থলেমান ভাড়ার অভিমুখে পলাইয়া আসিলেন। কিন্তু পাছে বা বঙ্গাধিপতি যাষ্টয়া বিদ্রোহী উসবেক সর্দারগণের সঙ্গে যোগদান করেন, এই ভয়ে সম্রাট, তাহার অনুধাবন না করিয়া, তাহfয় প্রতি মিত্রতার ভাবই প্রদর্শন করিলেন । উচ্চাকাঙ্গী স্বলেমান বাঙ্গাল ও বেহার লইয়া তৃপ্ত হইতে পারিলেন না ; তিনি উড়িষ্যার দিকে ঘন ঘন লোলুপবৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। অবশেষে যখন দেখিলেন যে সম্রাট, পশ্চিম প্রদেশগুলি লইয়া বিশেষ ব্যতিব্যস্ত হইয় পড়িয়াছেন, তখন তিনি যাইয়। ১৫৬৭-৬৮ খৃঃ অব্দে উড়িষ্যা আক্রমণ ও বিশ্বাসঘাতকতা করিয়া সহজেই উহা অধিকার করিলেন । উড়িব্যার সর্বশেষ হিন্দুরাজ মুকুন্দদেব যুদ্ধে পরাজিত ও নিহত হন। ইহার পরে, এখানে একজন প্রতিনিধি শাসনকর্তা রাগিয়া স্থলেমান পর বৎসর কোচবিহার আক্রমণ ও লুণ্ঠন করেন ; কিন্তু হঠাৎ সংবাদ পাইলেন যে উড়িষ্যার লোকেরা বিদ্রোহী হইয় তাহার: প্রতিনিধিকে তাড়াইয়া দিয়াছে । তাড়ায় ফিরিয়া আসিয়া একদল সৈন্ত পাঠাইয়া তিনি উড়িষ্যা পুনরধিকার করিলেন, ইহার; পরে তিনি রাজ্যের আভ্যন্তরীণ উন্নতিসাধনে মনোনিবেশ করেন। তাহার আমলে প্রজার বেশ মুখ-শাস্তিতে ছিল, ১৫৭৩ খৃঃ অৰে যখন তাহার মৃত্যু হয়, তখন প্রজা সাধারণে সকলেই বিশেষ সস্তপ্ত হইয়াছিল। নামতঃ স্বাধীন ন হইলেও কাৰ্য্যতঃ তিনি স্বাধীন রাজাই ছিলেন । র্তাহার মৃত্যুর পরে তদীয় পুত্র বয়াজিদখ বাঙ্গালার সিংহাসনে অধিরোহণ করেন। তুলত ( fত্র ) মুখেন লভ্যতে ইতি স্ব-লভ-খল (ল মুহুর্তাং কেবলাভ্যাং । পা ৭৷১৬৮ ) ইতি কুমাগমো ন । মুখলভ্য, জনায়াললত্য, যাছা অনায়াগে লাভ করা যায় । স্থলভং সকলং পুণ্যং যজ্ঞদানাদিঞ্জং ফলং । গঙ্গাতোয়ৈশ্চ গলিলৈস্থলভং পিতৃতৰ্পণং - ( আহ্নিকগুৰ ) সুলভত্ব (কী ) মলভক্ত ভাবঃ স্বলভেন্ন ভাৰ ৰ ধৰ্ম্ম, মুখে লাভ । স্থলভা (স্ত্রী) স্থলভ-টাপ, ১ মাষপণী। ই ধুম্ৰপত্রা। (রাজনি-) ও তুলসী গাছ। (বৈদ্যকনি") s বার্ষিকী মল্লিকা, চলিত বেলফুল। সুলভেভর (ত্রি) স্বলভাতিরঃ। অস্থলত, ৰাহা মুখে णांछ क्ष्म्न नt ।