পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হীরক ব্রিলিয়ান্ট হীরকের উপর পৃষ্ঠ তাইতাস ক৪ জুলিয়ার মুক্তি অঙ্কিত করিয়া যশস্বী হইয়া গিরাছেন। সাধারণতঃ পুৰ্ব্বোক্ত প্রথম তিন প্রকারেই হীরক কাটা হইয়। থাকে । আfকর হইতে প্রাপ্ত হীরকের আকারের উপর উহার কাৰ্য্য নির্ভর করে। অপরিস্কৃত হীরক হাতে লইয়া কৰ্ত্তনকারী লিশেষ ভাবে পরীক্ষা করিয়া দেখিবে যে, কিরূপ ভাবে কর্তন করিলে হীরকের আরুতি গৰ্ব্বাপেক্ষ শোভাযুক্ত হয়, তদনন্তর ষেরূপ আকারে হীরক কাটা বিচারসিদ্ধ হয়, সেই রূপ একথানি সীসকথও প্রস্তুত করিয়ু লইতে হয়। হীরক কর্তৃক ঐ গীসার আদর্শ টকে সম্মুথে রাখিয় উক্ত হীরাখণ্ডকে একট দণ্ডের উপর । অণটিয়া লয় এবং অপর একখণ্ড হীরক লইয়। ঐ মাদশাহুরূপ : এক এক পাশ্ব ঘসিয়া মার্জিত করিতে থাকে ৷ হীরার একপাশ্ব নমুনার সমান কাটা ইষ্টলে অপরপার্শ্ব লীলাখণ্ডের সমধারের সহিত সমান্তর ও সমকোণ করিয়া রাখিতে হয়। কারণ হীরকের । দীপ্তি ঐ কোণের উপর নির্ভর করে। যদি অসাবধানতায় । হীরকের কোন ধার ব্লষণকালে নমুনfর সমধারের অপেক্ষ । অধিক লম্বা হইয়া যায়, তাহা হইলে সেন্ট অংশ বাদ দিতে হয় । , এই কৰ্ত্তন কার্য্য সাধারণ অস্ত্রের দ্বারা সুসম্পন্ন হয় না। একটী । ইস্পাতের তারে হীরকচূর্ণ মাখাইয়া হীরকের উপর টানিতে হয় । হীরকচূর্ণ তাছা হইতে ঝরিয়া পড়িলে পুনরায় চূর্ণমাখাষ্টর দেওয়া । হয় এবং পুনঃ পুনঃ এই ভাবে টানিলে হীরক কাটিয়া যায়। সময় । সমর চীরকের উপরিস্থ স্বাভাবিক ফাট বা জোড়ের দাগ লক্ষ্য : করিয়া হাতুড়ী দিয়া হীরক ভঙ্গ করা হয়। এই প্রণালী সুবিধাজনক নহে, কারণ হাতুড়ী দিয়া আঘাত দিবার কালে অনেক সময় উৎকৃষ্ট হীরক একেবারে ভঙ্গিয়া যায় । পুৰ্ব্বে জ্ঞ নিয়মে এক খণ্ড হীরক কাটিতে প্রায় একমাস এবং বড় হইলে কুই মাস পর্যন্ত সময় লাগে । স্বপ্রসিদ্ধ পিট-ডায়মগু নামক হীর কথও কৰ্ত্তন করিতে একবৎসর অতিবাহিত হইয়াছিল । হীরক কৰ্ত্তিত হইলে পালিস করিতে হয়। হীরক-কৰ্ত্তন- | কালে যে টুকরা ছিল যা গুড় পড়ে,সেই গুড় সাবধানে কুড়াইয়া রাখিতে ছয় । পরে ঐ গুলি ইস্পাতের হামামস্তিায় গুড়াইয়া এরূপ স্বল্প চূর্ণ করা হয় যে, উহার কণা পৰ্য্যন্ত দেখিতে পাওয়া যায় না। ঐ সুগ্ন গুড় দিয়াই হীরক পালিস করিতে হয় । হীরকচূর্ণ যে কেবল পালিশ কার্য্যেই ব্যবহৃত হয়, এরূপ নহে । হীরক দ্বারা নানাবিধ ছিদ্র কয়িবার যন্ত্ৰ ( Boring ma- | chiue ) প্রস্তুত করা হইয়া থাকে । কাচ কাটিবার নিমিত্ত ও ইস্পাতে স্বল্প ছিদ্র করিতে হীরকখন্ত্রের ব্যবহার আছে। হীরক অতি কঠিন পদার্থ। -একথও লৌহের উপর হীরক ब्राषिब्रt ७कर्छी शङ्कएँौ नेिब्रा जांषांड कब्रिटन शङ्कर्पूी १७ थ७ XXII [ ఆలిరి ] 863 হীরক इहेग्रां वाग्न ७२१ शैब्रक ८णोझ्थ८७ग्न छेनब्र «atवनं कcग्न । शैब्रक দ্বার সকল প্রকার ধাতু খোদিত ও কত্তিত করিতে পারা যায়, কিন্তু জাগুলিম ( Tantalum ) ধাতুর উপর হীরকের একটা অ চড়ও পড়ে না। বহুক্ষণ হীরকযন্ত্ৰ ( drill ) যদি তাগুলাম ধাতুর উপর কার্য্য করে, তাছা হইলে দ্বীরকের অগ্রভাগেরই कउन अ१श्रृं क्रग्न इ३ग्रl शोग्न । ষ্ঠীরক তড়িৎ ও উত্তাপের অপরিচালক (non-conductor) সুতরাং ইহাব এক পার্শ্ব যদি কোনরূপে উত্তপ্ত ও ক্ষয়প্রাপ্ত হয়, তাহা হইলে ইহার অপর পাশ্বের কোন ক্ষতি হয় না । স্ববিখ্যাত রাসায়নিক লাভোসিয়ার প্রথমে পোড় হীরকের স্বাম-অঙ্গরিক গ্যাসে পরিণতির কথা উল্লেথ করেন। তদনন্তর ডেভী পরীক্ষা দ্বারা সিদ্ধাস্ত করেন যে, হীরক পুড়িলে স্বাম-অঙ্গারক গ্যাস ভিন্ন উছাতে অপর কোন পদার্থ প্রস্তুত হয় না । সুতরাং হীরক কেবল অঙ্গারের প্রাকৃতিক প্রভেদ মাত্র, ইহাতে কয়লা ভিন্ন জন্ত কোন পদার্থ বিদ্যমান নাই । হীরক অঙ্গার ভিন্ন আর কিছু নহে। স্বাভাবিক উপায়ে তরল লৌহের সহিত কয়লা মিশ্রিত হইয়া ক্রমাগত চাপ পড়িলে কয়ল হীরকের আকার ধারণ করে। পরে ভূগর্ভোখিত অগ্ন্যুৎপাতের সহিত হীরকখণ্ড অন্তষ্ঠি ধাতু ও কর্দমাদি মিশ্রিত হইয় পুথিবীর উপরে নীত হয় । ফরাসী রসায়নবিদ মৈদান কৃত্রিম উপায়ে হীরক প্রস্তত করিয়াছিলেন । তিনি Silica বা অস্ত আবর্জনা-বিহীন বিশুদ্ধ গৌঙ্গ বৈদ্যুতিক অগ্নিকুণ্ডে রাথির বৈদ্যুতিক আলোক ( are of light ) প্রদান করেন । তাঙ্গতে কুণ্ডের তাপ ৪ • • • সেণ্টিগ্রেডে উঠিয়া লৌহ তরল মোমের ন্তায় হয় । অতঃপর তিনি প্তাহাতে শোধিত কয়লা ছাড়িয়া দেন । কয়লাও সেই তাপে লোঁহের সহিত গলিয়া যায়। পরে উত্তাপ কমাইয়া উহাকে শীতল হইতে দিলে ও ভাহfর উপর চাপ প্রয়োগ ক রিলে কয়লাগুলি দানাবিশিষ্ট স্ফটিকে পরিণত হয়। উগ্র লৰপঞ্জাবক (Con. Hydrochloric acid ) fui se ofagos করিলে হীরকাকার স্ফটিক বাহির হয়, তাহ স্বাভাবিক হীরকের দ্যাঃ স্বচ্ছ এবং বর্ণ-রহিত নহে ; কিন্তু স্বাভাবিক হীরকের আপেক্ষিক গুরুত্বের ( ৩.৫ ) স্তায় ইহারও আপেক্ষিক গুরুত্ব ৩-৩ হইতে -৫ পর্য্যস্ত হয় । বৈজ্ঞানিক মেডেনডানার বলেন, হীরকের উৎপত্তি স্বৰ্গে । পৃথিবী স্থষ্ট হইবার পর উস্কায় সহিত হীরক পৃথিবীতে জালিয়াছে। আমেরিকার আরিজোল নামক স্থানে এক সময়ে উল্কাপাত হয় । উল্কাপিণ্ড যে স্থানে প্রবল বেগে আলিয়া নিপতিত হয়, সেই शांtनग्न भूखिक नब्रम श्हे८ण फथांग्र ७कछौ ग्रंउँौब्र श्रृंठ इहेब्रt *८ड़