পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদ্রোগ [ ৬৫৭ ] হৃদ্রোগ ( শল্কারত্ন” ) ( পু) ২ জীরক। ৩ মনোজ্ঞ, মনোহুর । ৪ হৃজ্জ। ৫ হৃদ্ধিত । ৬ হৃৎপ্রিয় ।

  • ভক্ষাং ভোজ্যঞ্চ বিবিধং মূলানি চ ফলানি চ । হৃদ্যানি চৈব মাংসানি পাননি স্বল্পভাণি চ ॥” ( মন্ত্র ৩২২৭ ) হৃদ্যগন্ধ ( ক্লী ) হৃদ্যে গন্ধোহস্ত। ১ ক্ষুদ্র জীরক, সুগ্ন জীৱক ।

২ মেীণাচল লবণ। ৩ কাচলবণ । ( পুং ) ৪ বিশ্ববৃক্ষ। হৃদ্যগন্ধ ( স্ত্রী ) হৃগুগন্ধ-টাপ । ১ জাতীপুষ্পলত । ২ অজমোদ । হৃদ্যগন্ধি ( ক্ল' ) হৃদ্ধে গন্ধেহস্ত ষ্টৎ সমাগাস্তঃ । ক্ষুদ্রণীরক, ক্ষুদ্র জীয়ে । ( রত্নমালী ) হৃদ্য বর্গ (পুং ) হৃদয়-হিতকর মঙ্গকষায়বর্গ। এই বর্গ যথা—আম্র, আমড়া, শেয়াকুল, দাড়ম ও ছোণঙ্গ লেবু এই দশটা কষায় হৃদয়ের হিতকর, এই জন্য ষ্টচ হৃগুবৰ্গ । ( চরকস্বরস্থ।” ৪আ• ) হৃদ্যতা ( স্ত্রী ) হৃদ্যস্ত ভাবঃ তল-টাপ, । প্রণয়, প্রেম, সদ্ভাব, 3 || হৃদ্য স্ত্রী ) হৃদ-ধং-টাপ, । ১ বুদ্ধি নামক ঔষধি । ২ সল্প কীবৃক্ষ । ( রঞ্জিনি" ) ৩ লাগবল্লী, চণিত পাণ। ৪ জীরকবৃক্ষ। ৫ শতপ দীপুষ্প । চলিত সেউতী ফুল । ৬ মুরামাংগী । হৃন্দ্রজ ( স্ত্রী ) হৃদয়ন্ত ধ্রুব হৃদয়ত হৃদাদেশ: হৃদয়ের পীড়া, হৃদ্রোগ । হদোগ (পুং হৃদয়স্ক রোগ, হৃদয়শব্দত হৃধাদেশঃ। ইহার লক্ষণ— হৃদয়পীড়া, হৃদয়ের রোগ । "অতুষ্ণ গুব্বগ্ন কষায়fতক্তৈ: শ্রমভিঘাতlধ্যশন প্রসঙ্গেঃ । সঞ্চিস্তমৈবেগবিধায়ণৈশ্চ হৃদাময়ঃ পঞ্চবধঃ প্রদিষ্টঃ ॥ দৃষয়িত্ব রসং দোষা বিগুণ হৃদয়ঙ্গতাঃ। হৃদি বাধাং প্রকুৰ্ব্বস্তি হৃদ্রোগস্তং প্রচক্ষতে ॥” (মাধবনিদান) অতিশয় উষ্ণ দ্রবাসেবন, অতি গুরুপাক, এ৭ং কযায় ও অতিশয় তিক্তরসভোজন, অত্যন্ত পরিশ্রম, বক্ষঃস্থলে আঘাতপ্রাপ্তি, পূৰ্ব্বের আহয়ে উত্তমরূপে জীৰ্ণ ন হইলে পুনৰ্ব্বার তোজন, অধ্যুশন, মলমূত্রেয় যেগধারণ এবং অতিশয় চিন্তা এই সকল কারণে হৃদ্রোগ উৎপন্ন হুইয়া থাকে । সকল সময়ে হৃদয়বেদনা এবং বুকু ধৰ্ব্ব ধক করা এই রোগের সাধারণ লক্ষণ। পূৰ্ব্বোজ কায়ণে দোষ সকল দূষিত হঠয়া হৃদয়দেশে গমন করে এবং তাহাতে রস দুষিত হয়, এই রস দুষিত হইয়া হৃদয়দেশে বিবিধ বেদন উৎপাদন করে, এই জষ্ঠ ইহাকে হৃদ্রোগ কচে । এই হৃদ্রোগ পাচ প্রকার—বাতঞ্জ, পিত্তজ, শ্লেষ্মজ, ত্রিণোষজ এবং কৃমিজ । বাতন্ত্ৰ লক্ষণ—যে স্থলে বায়ু কুঁপিত হইয়া হৃদ্রোগ উৎপাদন করে, তথায় হৃদয়ে আকর্ষণবৎ বেদন, হুচবিদ্ধৰং বেদন, দওখারা মন্থনবৎ বেদনা, অস্ত্র দ্বারা দ্বিধাকরণ বা ফুটিভের আয় o XXII ২ বশকৃদ বেদমন্ত্র । ( ত্রি ) | ఆt বেদন, অথবা কুঠার দ্বারা পাটিত বলিয়া বোধ হয়। এই সকল লক্ষণ দ্বারা ইহা বাতজ বলিয়া স্থির করিতে হইবে। বায়ু কুপিত হইয়৷ এই রোগ হইলে এই সকল লক্ষণ উপস্থিত হয় । পিত্তজ—বে স্থলে পূৰ্ব্বোক্ত কারণে পিত্ত কুপিত হষ্টয়া এই রোগ জন্মে তথার হৃদয়ে মানি, শরীরে চূষণবৎ যাতন, সস্তাপ, দ্বাহ, তৃষ্ণা, কণ্ঠ হইতে ধুমনিৰ্গমনের স্থায় অনুভব, মূৰ্খ, ঘৰ্ম্ম, পিপাসা ও মুথশোথ হইয় থাকে । শ্লেষ্মজ লক্ষণ—শ্লেষ্মা কুপিত হইয়। এচ রোগ হৰ্চলে শরীর ভারবোধ অর্থাৎ হৃদয় দুষ্ট কফ কর্তৃক ব্যাপ্ত থাকায় হৃদয়ের গুরুত্ব, কফম্রাব, অরুচি, গুড়ত, অগ্নিমাণ্য ও মুথের মধুরতা এই সকল লক্ষণ প্ৰকাশিত হয় tলদোষজ লক্ষণ-ত্রৈদোষক হৃদ্রোগে বায়ু, পিত্ত ও কফ এই তিন দোষ কুপিত হইয়াই উক্ত রোগ উৎপাদন করে, সুতরাং ঐ তিন দোষের লক্ষণসমূহ মিলিত হইয়া বা পৃথক পৃথক 和)이 2 Pi 1 কৃমি লক্ষণ —ডক্ত মিদোযঙ্গ হৃদ্রোগ উৎপন্ন হইবার পর যদি feল, দুগ্ধ ও গুড় প্রভৃতি কৃমিজনক দ্রব্য সেবন করে, তাহার হৃদয়ের এক দেশে কোন এক স্থানে গুস্থি উৎপন্ন হয়, এজন্ত ভু ও দ্রব্যের সারভুত রস উত্তর ধাতুতে পারণত হইতে পারে না এবং তাছা হইছে ক্লেদ ও রস নিগত হইতে থাকে, এবং সেই ক্লেদাদি হইতে কৃমি উৎপন্ন হয়, এই সকল কুমি এই রোগে হৃদয়ে তীব্র বেদন, স্বচাবেধবৎ যাতনা, কও, বমনযেগ, মুখ দিয়া কফশ্রাব, শূল, হৃদয়স্থ রসের উদগীরণ, অন্ধকারদর্শন, অরুচি, চক্ষুদ্বয়ের শু্যাববর্ণতা ও শোথ এই সকল লক্ষণ প্রকাশ পায় । হৃদ্রোগে ক্লাস্তিবোধ, দেছেয় অবসম্লতা, ভ্রম ও শোষ এই সকল উপদ্রব হইয়া থাকে । এই রোগ হইলে লিশেষ সাবধান তাঁর সহিত চিকিৎসা কয় আপশুক । নচেৎ ইহাতে রোগী হঠাৎ মৃত্যুমুখে পতিত হয় । ত্রিদোষজ ও কৃমিজ হৃদ্রোগই বিশেষ কষ্টসাধ্য। ইহার চিকিৎসা-অৰ্জুনৰুগের ছালচুর্ণ, ঘুত, দুগ্ধ, অথবা গুড়ের পানীর সঙ্কিত পান কfরলে হৃদ্রোগ আগু প্রশমিত হয় । হরীতকী, বচ, রাস্ন, পিপ্পলী, শুষ্ঠী, শঠী ও পুক্ষরমূল এই সকলের চূৰ্ণ সমভাগে গ্রহণ করিয়া উপযুক্ত মাত্রায় সেবন করিলে ইহ। বিনষ্ট হয় । হরিণের শৃঙ্গ পুটপাকে দগ্ধ করিয়া পেষণ করিৰে, পরে গবপ্নতের সহিত পান করিলে অতি কষ্টকর হৃদৰেঙ্গন ও পৃষ্ঠবেদন শীঘ্র বিনষ্ট হয়। গোধূম ও অর্জনবৃক্ষের কচুর্ণ, তৈল, ঘৃত ও গুড়েয় সহিত পাক করিয়া দুগ্ধের সছিত পান করিলে সৰ্ব্ব প্রকার হৃদ্রোগ নষ্ট হয় । গোধূম এবং অর্জুনৰুক্ষের বল্কলচুর্ণ ছদ্রোগ উৎপাদন করে এবং ইহা অতিশয় কষ্টদায়ক।