পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুবৰ্ণ সকল খনি আছে, তাহার মধ্যে মিয়াস্কের সমীপৰজী মোলে৭স্কের খনিগুলি এবং আউপেন্‌স্কের খৰি হইতেই অধিকতম স্বর্ণ সংগৃহীত হইরা থাকে । মিয়াস্কে যে স্ববর্ণের ভাল পাওয়া বাঙ্গ, সে গুলি অতি প্রকাও । আউসপেনস্কে হুবর্ণের সঙ্গে মরকত মণি, পাটল বর্ণের টোপাজ পাথর ও অষ্টান্ত ৰন্থমূল্য পাথর পাওয়া বায়। ককেসস পৰ্ব্বতে যে অতি প্রাচীৰ কালে সুবৰ্ণ সংগৃহীত ছুইত, তাহ গ্রীকদিগের পৌরাণিক গ্রন্থ পাঠে জানা যায়। কিন্তু বর্তমামে ১৮৭৫ খৃঃ অশের পরে এখানে স্নবর্ণ ংগ্রহের আর কোন চেষ্টাই করা হয় নাই । যুরোপখণ্ডে ইংলঙের কর্ণওয়াল, উইকলো ও হেলমূদডেল প্রভৃতি স্থানে মধ্যে মধ্যে ছোট ছোট লোপার টুকরা পাওয়া গিয়া থাকে, এখানে এপর্য্যস্ত a আউন্সের বেশি ওজনের সুবর্ণ | তাল পাওয়া যার নাই। আলপাইন হইতে বাইন্‌ জানিয়ুব | প্রভৃতি যে সকল নদীর উৎপত্তি হইয়াছে, তাছাদের জলেও । বালুকাকণার সঙ্গে অতি সামান্ত পরিমাণ সুবর্ণরেণু দেখা গিয়া | থাকে। রোন ও ইহার শাখাসমূহ এবং ফরাসী দেশের অষ্ঠাষ্ঠ নদী গুলিতেও যৎসামান্ত সুবর্ণ পাওরা যার । আলপস্ পৰ্ব্বতের বে দিকে ইটালি দেশ সেই দিকে লাগো মাগিয়রের উপরে ভেলাঙ্গাস্ক ও ভালটোপ্পা নামক স্থানে পেষ্টারেণা খনি নামে কতকগুলি খনি আছে। এখান হইতে বিগত কয়েক বৎসর পর্ষ্যস্ত বৎসরে ২• • • হইতে ৩০ • • হাজার আউন্স পৰ্য্যস্ত সুবর্ণ উত্তোলন করা হইয়াছে। সম্প্রতি আলোমণ্ট নামক স্থানে স্বর্ণবিমিশ্রিত একটি তাম্রখনি আবিষ্কৃত হইয়াছে । হাঙ্গেরিতে সেমনিজ নামক স্থানে কতকগুলি খনি আছে । তাহাতে ফটিকখনি ও লৌহের সঙ্গে সঙ্গে রৌপ্য, গালেন ও পাইরাইটজ, বিমিশ্রিত সুবর্ণও পাওয়া যায়। ট্রানসিলভেনিয়ার নাগিরাগ নামক স্থানে তেলিউরাম্ নামক ধাতুর সঙ্গে অতি পাতল ( ; ছষ্টতে x ইঞ্চি পুরু ) সুবর্ণপাত বাহির করা হয় । এই পাহাড়টার প্রত্যেক পার্থেই খনন করিলে কয়েক ফুট, পর্য্যন্ত স্বর্ণ ও রৌপ্য পাওয়া যায়। এথানকার তরোস পটক নামক স্থানেও প্রভূত পরিমাণ রৌপ্য ও জিপ সামের সঙ্গে বিমিশ্রিত অবস্থায় সুবর্ণ সংগৃহীত হইয়া থাকে। উত্তর আমেরিকায় আটলাণ্টিক্‌ মহাসাগরের দিকে কুইধেকের সন্নিকটে চডিয়ার নামক মদীতে ও নব-স্কোসিয়ায় সুবর্ণ লংগ্ৰছ করা হয় । কিন্তু প্রশাস্ত মহাসাগরের দিকেই ইহা অধিকতর পরিমাণে পাওয়া যায়। মেক্সিকো হইতে আলাস্ক পর্য্যন্ত ওলায় সমস্তটা স্থানই সুবর্ণের জন্ত বিখ্যাত । তবে উপকূলের সঙ্গে সমান্তরাল ভাবে প্রবাহিত সাক্রামেন্টের সমীপবৰ্ত্তী প্রদেশেই ইছ:র প্রাপ্তিটা কিছু বেশি পরিমাণ ঘটি থাকে। ব্লামাথ, [ છ8 ] সুবর্ণ কালম্রিয়া এবং ফ্রেজার নদীবিধৌত দেশেও নিতান্ত অল্প মুখ সংগৃহীত হয় না । ফ্রেজারের স্ববর্ণখলিও অভ্যন্তর দিকে একেবারে কালকেউ শৈলশ্রেণী ও রকি পৰ্ব্বঙেঞ্চ মধ্যবৰ্ত্তী প্রদেশ পৰ্য্যস্ত বিস্তৃত । কালিফোর্শিয়ার সাক্লামেন্টে নদী বিধেীত প্রদেশ গুলিতেও বহু বিস্তৃত সুবর্ণ-খনি আবিষ্কৃত হইয়াছে । ফ্রেঞ্জার নদীর উদ্ধদেশে কারিখে জেলার কতকগুলি খনি হইতে কিছু মিকৃষ্ট রকমের সুবর্ণ উত্তোলন করা হইতেছে। সামন্ত্ৰ নদীর সমীপবর্তী ওয়গন নামক স্থানে প্রভূত পরিমাণে মূল্যবান সুবর্ণ কঙ্কর পাওয়া গিয়াছিল। কালিফোশিয়াল্প অনেক গুলি স্থানে স্ফটিকমণির সঙ্গে সুবর্ণরেণু পাওয়া যায়। কালাভেয়াম প্রদেশে ভেলিউরামের খনি হইতে সুবর্ণও সংগৃহীত হষ্টয় থাকে । নেভেভা এবং কলোরেডোতে রৌপ্যথনি হঠতে রৌপ্যের সঙ্গে বমিশ্রিত অবস্থায় সুবর্ণও পাওয়া যায়। মেক্সিকো, পেরু, কেলিভির এবং চিলিদেশে সুবর্ণ পাওয়া যায়। তাহাও রৌপ্যের সঙ্গে বিশেধরূপে জড়িত থাকে । টিটিকাকা হ্রদের তীরবত্তী কারাবিয়ার স্ফটিকমণির সঙ্গে বহুমূল্য সুবর্ণ পাওয়া গিয়াছে। অধুনা ভেনিজুয়েলার কারাটালে এবং ফরাসী গায়েনার সেন্টইলাই নামক স্থানেও সুবর্ণখনি আবিষ্কৃত হইয়াছে। ব্রাজিলেও ফকোঠিঙ্গ নামক পাথরের পাহাড়ে প্রভূত সুবর্ণসমন্বিত খনি দেখিতে পাওয়া গিয়াছে। আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলেই অধিকতর পরিমাণে সুবর্ণ সংগৃহীত হইয়া থাকে । গিনি উপকূলের অনেক বন্দর হইতে সুবর্ণ-রেণু রপ্তানি করা হয়। ট্রান্স ভালের পর্বতে যে স্বর্ণ উত্তোলিত হয়, তাহ! তেমন উৎকৃষ্ট নইে । আবিসিনির এবং নিউধিয়ায়ও অল্প পরিমাণ সুবর্ণ পাওয়া খায়। লোহিত সাগরের উপকূলে এবং আকাবে উপসাগরের তীরবর্তী মাইভিয়ান নামক স্থানে কয়েকটি পুরাতম ও বহুবিস্তৃত খনি আবিষ্কৃত হইরাছে । অষ্ট্রেলিয়ার পূৰ্ব্বোপকুলে উত্তরদক্ষিণে বহুদূর পর্যন্ত বিস্তৃত স্থানে স্নবর্ণ প্রাপ্ত হওয়া যায়। ইহার মধ্যে দক্ষিণে ভিক্টোরিয়া, নামক প্রদেশেই অধিকতর পরিমাণে স্বযর্ণ সংগৃহীত হইয়া থাকে। ভিক্টোরিরার মধ্যেও আবার বাল্পরিট, কাসেলমইন, সাগুইষ্টি এবং ধিচওয়ার্থ এই কয়টি স্থান সবিশেষ প্রসিদ্ধ। নিউ সাউথ, ওয়েলস, প্রদেশের উত্তরদক্ষিণে প্রায় সৰ্ব্বত্রই মল্লাধিক পরিমাণে স্থবৰ্ণ সংগৃহীত হইয়া থাকে। কুইনসলণ্ডের সীমাস্ত দেশে অৰস্থিত পৰ্ব্বতের পূর্ব প্রান্তেও ইহা পাওয়া যায় ; এদিকে দক্ষিণে ত্ৰেড উড, আউলেড, টাম্বা রুথ এবং মায়ে নদীর সমীপবৰ্ত্তীর্ণ স্থানগু,লও মৃবর্ণের জন্ত যিখ্যাত । কুইনসলগুের মধ্যে জিমি, কিলঞ্চেজ্ঞান, ইষ্টাৰ্ণ নদী, হালি, পিঙ্ক ডাউন্স, ক্লোনেমি, এবং