পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৬৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৈহয়রাজবংশ কৃষ্ণের পুত্র জোগম, তৎপুত্র পরমদী এবং এই পরমর্দষ্ট বিজ্জলের পিত।। ৩য় সোমেশ্বরের পুত্র রাজা জগদেকমল্পের রাজাকালে বিজল ‘মহামগুলেশ্বর’ ছিলেন । তিনি কল্যাণের নরপতি ৩য় তৈলকে মুকৌশলে রাজচ্যুত করিয়া ধীরে ধীরে উপাধিসহ কল্যাণের চালুক্যসিংহাসন অধিকার করিয়াছিলেন ; কিন্তু অনতিকালপরেষ্ট রাজ্যমধ্যে এক ধৰ্ম্মবিপ্লব উপস্থিত হয়, তাহাতে র্তাহাকে সপরিবারে রাজ্যভ্রষ্ট হইতে হইয়াছিল। লিঙ্গায়ত-ধৰ্ম্ম প্ৰবৰ্ত্তক বসব এই বিদ্রোহের প্রধান নেতা । বসবের মাতুল ও শ্বশুর বলদেব মহারাজ বিজ্জলের প্রধান মন্ত্রী ছিলেন । বলদেশের মৃত্যুর পর বিজ্জল বসবকেই মন্ত্রিপদে নিয়োজিত * কবেন । বসব লিঙ্গায়তমতপ্রচারকল্পে রাজ- | কোষের অর্থ অঘথ। ব্যয় করিতেছেন শুনয় রাজা তাহাকে দণ্ড । পিঠে সমুদ্যত ইষ্টলেন । বসব পলায়ন করিলেন, রাজা তাঙ্কার পশ্চাদমুসরণ করিলে বসব-শিষ্যগণ তাহাকে পথিমধ্যে পরাস্ত করে । রাজা বাপ্য হইয়। ভঁtহাকে মন্ত্রিত্বে নিয়োগ করেন, কিন্তু JSDBBB KBSBB BB BBB SBB DD DJS ঠহার পর ষড়যন্ত্র করিয়। এসব রাজার প্রাণসংহার করিয়াছিলেন । এই ঘটনা বসবপুরাণে ভক্তলিঙ্গায়তের লেখনীতে যে ভাবে বিরুত, বিজণরায়চরিত-রচয়িত। জৈনকবির রচনায় তাহ অন্তরূপ চিত্রে প্রী তফলিত দেখা ষায় । পসবপুরাণে লিখিত আছে, রাজা বিজ্জল হল্লেযুগ ও মধুবেষ্য নামক দুইজন লিঙ্গায়ত সাধুকে বুজরুক জানিয়া তাছাদের উভয় চক্ষু উৎপাটিত করিয়া দেন । তাহাতে বসলের আদেশে তাহার প্রিয়শিধ্য জগদেব স1সুচর রাজসভায় গমন করিয়া রাজীকে নিহত করেন । তদনন্তর বসবের শাপে কল্যাণনগরীতে ঘোর রাষ্ট্রবিপ্লব হয় এবং অধিবাসীমাত্রেষ্ট আপনাপণি কাটা কাটি ও মারামারি করিয়া মরে । জৈনলেখকের উপাখ্যান অঙ্গরূপ । রাজা বিজজল শিলাহারবংশীয় সামস্তরজি ২য় ভোজকে বশে আনয়ন করিবার নিমিত্ত কোলহাপুয়াভিমূপে যুদ্ধযাত্রা করেন । তিনি স্বরাজ্যে প্রত্যাবর্তনকালে ভীমানদীতটে শিবির সন্নিবেশ করিয়! শ্রম দূর করিতেছিলেন । রাজা স্বয়ং জৈনধৰ্ম্মান্নুরক্ত, কিন্তু তাহার মন্ত্র বসব লিঙ্গায়ত ছিলেন । বসব স্বীয় প্রভুকে স্বমতে মানয়ন করিতে সমর্থ না হইয় তাহার প্রাণসংহারে কুতসঙ্কল্প হন এবং সেষ্ট উদ্দেস্যে তিনি ভীমতীিরে অবস্থিত রাজার নিকটে তাহার এক বিশ্বস্ত জঙ্গম অঙ্গুচরকে জৈনপুরোহিত সাজাইর পাঠান। ছদ্মবেশী জৈনপুরোহিত রাজাকে কয়েকট। বিষাক্ত ফল উপহার দিলেন । জৈনধৰ্ম্মে বিশ্বাসী রাজা পুরোহিতের প্রদত্ত উপহারে সন্দিহান না ইষ্টয়াই সেই ফল ! [ د تواني ] হৈহয়রাজবংশ গ্ৰহণ করেন, কিন্তু যেমন তিনি সেই সুপক্ক ফলের অস্ত্রাণ লইবার জন্ত ফলট নাসিকাগ্রে আনয়ন করিলেন, তৎক্ষণাৎ র্তাহার চৈতন্থ বিলুপ্ত হইল । এই সংবাদ শিবির-মধ্যে রাষ্ট্র হইলে রাজপুত্র ইন্মড়ি বিজ্জল ও অন্তান্ত আত্মীয়পগ রাজার শুশ্ৰুষার জন্ত সেই স্থানে সমাগত হইলেন। অনেক চেষ্টার পর ক্ষণেকের জষ্ঠ রাজার মুৰ্খ। অপগত হইল । তিনি তখন পুএকে ডাকিয় বলিলেন, "রাম বসব আমাকে বিষাক্ত ফল প্রেরণ করিয়া কৌশলে আমার প্রাণসংহার কারল । পুত্র, তুমি প্রতিশোধ গ্রহণ করিও । ইহায় পর রাজার পুনরায় মুহুঁ হঠল—সে মূৰ্ছ আর ভাঙ্গল না । পিতার সৎকার সমাপণ করিয়া যুবরাগ বসবকে দণ্ড দিতে অগ্রসর হইলেন । বসব মলবার উপকূলস্থ উলবি নামক স্থানে ষাইয় আশ্রয় গ্রহণ করিলেন । কিন্তু এখানে ও তিনি নিশ্চস্ত হহতে পারলেন না । অচিরে রাজসৈন্ত ষাইয়। ডলবিলগর বেষ্টন করিল। তখন বসব কুপমধ্যে নিমজ্জিত হহয়! মান রক্ষh কারণেল এবং বসবপত্নী নীলম্ব বিবপানে সংসারজ্বালা এড়াহলেন । ছেন্নবসব স্বীয় মাতুলের সমুদায় সম্পত্তিসহ রাজহারে আসিয় প্রাণভিক্ষা চাইল ও পরিত্রাণ পাইল । ১১৬৭ খৃষ্টাধে বিজলের মৃত্যু ঘটে । অনন্তয় তাহার পুত্র । সোম ( নামান্তর সোবিদেব বা সোমেশ্বর ) রাজ্যাধিকার প্রাপ্ত হন। রাজা সোম স্বায় পত্নী বাবলদেবীর নিমিত্ত ১৯৯৬ শকের জর সম্বৎসরে কীৰ্ত্তকী শুক্ল দ্বাদশীতে ব্ৰাহ্মণদিগকে এবং সোমেশ্বরদেবের পুজোপলক্ষে ভূমি দান করিয়াছিলেন । ১১• • শকে রাজা সোমেশ্বরের রাজ্য কাল শেষ হয় এবং তাহার ভ্রাত। मेश्य কিছুকাল স্বাধীনভাবে ও কিছুকাল স্বীয় ভ্রাতা আহবমল্লের সহযোগে রাজ্যশাসন করেন । ১১০৩ ও ১১ ৯৪ শকে উৎকীর্ণ শিলালিপিতে র্তাহীদের উভয় ভ্রাতার শাসনকাল বর্ণিত হইয়াছে। এই শেষোক্ত শকেই চালুক্যরাজ ৪র্থ সোমেশ্বর কলচুড়িরাজবংশের অধিকার হইতে আপনার পূর্বপুরুষদিগের অপহৃত রাজ্যাংশের কতকাংশ হস্তগত কল্পিয় লন এবং উত্তরের যাদবরাজগণও অবশিষ্টাংশ অধিকার করিয়৷ লসিলেন । এই সময়ে লিঙ্ঘণ নামে মাত্র রাজা এবং তাছার সময় ছষ্টতে কলচুড়িবংশের বিলোপ সাধিত হয় । আমরা শিলালিপি হইতে তিনটী বিভিন্ন হৈছয় বা কলচুরিবংশের শাসন প্রভাব নানাস্থানে বিস্তৃত দেখিতে পাই । ঐ তিনটার মধ্যে চেীর রাজবংশই আদি মূল ও অতিশয় প্রভাবান্বিত ছিলেন। কল্যাণ ও রতনপুরের রাজবংশ তাহার শাখামাত্র। সাধারণের স্বৰিধার জঙ্ক পরে উক্ত রাজগণের৯ তালিকা লিপিবদ্ধ হইল ঃ