পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৭০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোলকর [ প্রভাবও সীমাবদ্ধ হইয়াছে ; তখন তিনি কিংকৰ্ত্তব্যবিমূঢ়ের স্থায় ইংরাজের নিকট নুতনভাৰে ও নিজের ইচ্ছামুরূপ সন্ধির প্রস্তাব করিয়া পাঠাইলেন । কিন্তু ইহাতেও তিনি সস্তষ্ট না হষ্টয়া এবং অন্তের সচায়তা গ্রহণ না করিয়া একাই সৈন্যসহ ইংরাজের বিরুদ্ধে যুদ্ধ করিতে অগ্রসর হইলেন। যুদ্ধ অবশুম্ভাবী হইয়া উঠিল । হোলকর ইংরাজ-বিরুদ্ধে যুদ্ধ করিয়া সদলে পরাজিত হইলেন এবং তাছার অধীনস্থ সেনাদল ছন্নভঙ্গ হষ্টয় পড়িল । বলবান শক্রর সমক্ষে অধিকক্ষণ রণক্ষেত্রে দণ্ডায়মান হষ্টতে সমর্থ না হঠয়া হোলকর শতদ্রু প্রবাহিত প্রদেশে পলায়ন করি লেন। ইংরাজসেনাপতি লর্ড লেক্‌ ৰ্তাহাকে ধূতকরণার্থ পশ্চাদ্ধাপিত কষ্টলেন ; কিন্তু তাহাকে ধরিয়া উঠিতে পারিলেন ন । এপানে আসিয়া যশোবন্ত রাও শিখদিগের সহিত মিলিত হইলেন এবং তাহাদিগকে ইংরাজের বিপক্ষতাচরণ করিতে প্ররোচিত করিতে লাগিলেন । কংগের বিষয় তাহার এই চেষ্টা ফলবতী হয় নষ্ট । ১৮•৫ খৃষ্টাব্দের ২৪ এ ডিসেম্বর তারিখে তিনি বাধ্য হইয়া ইংরাজের অঙ্গুকুলে এক সন্ধিপত্র স্বাক্ষর করেন। ঐ ঘটনা আলোচনা করিয়া তাহার মস্তিষ্ক বিকৃত হইয় উঠে এবং তিনি উন্মাদরোগগ্ৰস্ত হইয় পড়েন। এই অবস্থায় ১৮১১ খৃষ্টাবো তাঙ্কার মৃত্যু ঘটে । যশোবস্তের মলহর রাও ছোলকর নামে এক অবৈধপত্নীগর্ভজাত সস্তান ছিল । তাহার মৃত্যুকালে, ঐ বালক নাবালক থাকায় তাহার মাতা তুলসীবাই স্বয়ং রাজকাৰ্য্যপরিচালনের ভার গ্রহণ করেন । রাজা বালক এবং রাজ্যকত্রী রমণী, সুতরাং রাজ্যে বিশৃঙ্খলাই সম্ভব । ঐ সময়ে রাজ্যের নানাস্থানেও সামন্তবৃন্দের য়tষ্ট্রবিপ্লব আরুব্ধ হয় এবং তাছাতে হোলকরের অধিকৃত বহু প্রদেশ হস্তচু্যত হইয়াছিল। ষড়যন্ত্রকারিগণ গোপনে আসিয়া তুলসীবাইকে নিষ্ঠুরূপে নিহত করে। ১৮১৮ খৃষ্টাব্দে ৬ই জামুরারী মাহিদপুয়ের যুদ্ধে হোলকর সৈন্ত সম্পূর্ণরূপে বিপর্যন্ত হয়। ঐ সঙ্গে মন্মশোরের প্রস্তাবিত সদ্ধির সর্তামুলারে উদয়পুর, জরপুর প্রভৃতি রাজপুত রাজস্য বর্গকে হোলকরের শাসনমুক্ত করির ইংরাজের কর্তৃত্বাধীনে জানয়ন করা হয় এবং কোটার নরপতি জালিমসিংহ চোলকরের অধিকৃত চারিট জেলা খাজান বন্দোবস্ত করিয়া লন । এই রূপে সাতপুর শৈলমালার দক্ষিণে ও উক্ত শৈলের মধ্যবৰিভূভাগে হোলকরের অধিকৃত স্থানসমূহ অপরের হস্তগত হইয়াছিল এবং অবশিষ্টাংশ যাহা হোলকরের উপভোগ্য রাজ্য বলিয়া নিদিষ্ট হয়, তাহাও ইংরাজ-গবমেন্টের পরিদর্শনে রক্ষিত ও শাসিত থাকিবে বলিয়া ধাৰ্য্য ছইল । ৬৯৮ ] হোলকর ১৮৩৩ খৃষ্টাব্দের অক্টোবর মাসে ২৮ বৎসর বয়সে অপুত্ৰক অবস্থায় মলহর রাও হোলকরের মৃত্যু ঘটে । মলছরের বিধৰ পত্নী ও মাত মাৰ্ত্তও রাও নামক একটা ৩৪ বৎসরের স্বজাতীয় শিশুকে দত্তক গ্রহণ করিয়৷ ১৮৩৪ খৃষ্টাব্দের ১৩ই জাম্বুরারী র্তাহাকে রাজপদে অভিষিক্ত করেন । মলহর রাওর মাত৷ স্বহস্তে দীর্ঘকাল রাজকাৰ্য্য পরিচালন করিতে পরিবেন ভাবিয়tষ্ট এইরূপ একটী অল্পবয়স্ক শিশুকে সিংহাসনে বসাইয়াছিলেন ; কিন্তু তাহার এই কাৰ্য্য সাধারণের অভিমত হয় নাচ । তথন রাজ্যের পদস্থ ও সম্রাস্তব্যক্তিমাত্রই মৃত রাজার জ্ঞাতিভ্রাত। গুরি রাও হোলকরকে সিংহাসন দিতে কৃতসঙ্কল্প হইলেন। পূৰ্ব্বেই রাজনৈতিক স্বব্যবস্থার জন্য ১৮১৯ খৃষ্টাব্দে হরিরাও চোলকরকে কারাগারে অবরুদ্ধ রাখা হইয়াছিল। রাজ্যের সম্রাস্ত ব্যক্তিগণ এবং তাছার অমুগত ও হিতাকাঙ্ক্ষীমাত্র একত্র দলবদ্ধ হইল্প। ১৮৩৪ খৃষ্টাব্দের ২রা ফেব্রুয়ারী রাত্রিকালে বলপুৰ্ব্বক হরিরাওকে কারামুক্ত করিল এবং ঐ সময়ে সাধারণ প্রজামণ্ডল ও সেনাদল সাগ্রছে তাহাকে রাজা বলির অভি. ননান করিরাছিল। ক্টংরাজ প্রতিনিধি মাৰ্ত্তও রাওর রাজ্যাভিষেক সময়ে তাহাকে হোলকরপতি বলিয়৷ স্বীকার করিয়াছিলেন। এক্ষণে সাধারণ প্রজামওলী কর্তৃক হরি রাওকে সিংহাসন অপিভ হইতেছে দেখিরাও র্তাহtয়া এ বিবয়ে হস্তক্ষেপ করিলেন না। কারণ তৎকালে কোন দেশীর রাজস্তবর্গের রাজনৈতিক বিষয়ে ইংরাজ হস্তক্ষেপ করিবেন না বলিয়াই প্রতিশ্রত ছিলেন । কে রাজপদ পাইলে ? এ বিষয়ের মীমাংসার জন্ত ইংরাজ গবমেণ্ট মধ্যস্থ হইলেন না। কাজেই প্রতিপক্ষ দুই দলে আপনাপন সাধ্যানুসারে রাজ্যে ক্ষমতা বিস্তার করিতে অবসর পাইলেন । এষ্ট রাষ্ট্রবিপ্লবে রাজ্যমধ্যে ঘোর অরাজকতা ও অত্যাচারের স্বচনা হইল। ধনশালী বণিকৃগণ ইন্দোর ছাড়িয়া চলিয়া গেল । ব্যবসাৰাণিজ্য একেবারে বন্ধ হইল এবং দুৰ্দ্ধৰ্ব ভালজাতি পথে ঘাটে লুণ্ঠন করিয়া গ্রাম সমূহ উৎপন্ন করিল। অবশেবে মাৰ্ত্তও রাওর পক্ষীয় লোকদেরই পরাভব হইল। মৰ্ত্তও রাও রাজ্য হইতে বিতাড়িত হইলেন । তিনি সিংহাসনপ্রাপ্তির দাবী ত্যাগ করিলে অপরপক্ষ তাছাকে মাসিক ৫ শত টাকা বৃত্তি নিৰ্দ্ধারিত করিয়া দিয়াছিলেন। ১৮৩৫ ५डेप्चब्र vहे cनcैषम्र विनभनण शूनब्राब्र नदौन मशब्रांज ७ उहाब्र মন্ত্রীকে নিহত করিবার মানসে রাজপ্রাসাদ আক্রমণ করিল। डाशtनग्न ७३ वज्रषज्ञ शूर्क हेtऊहे *ब्रिख्याङ रुहेब्रा ब्रांछन्नौब्रগণ আক্রমণকারী আততায়ীদিগকে সম্বলে সংহার করিতে সমর্থ হইল ।