পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৭০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেশিয়ারপুর [ а о о } হোশিয়ারপুর বসন্তোৎসব । চলিত হোলি, ফাঙ্কনী পৌর্ণমাসীতে অর্থাৎ দোলপূর্ণিমাতে যে উৎসব হয়, তাeাকে কোলাকা কহে । চলিত হোলি বা কোরি ২ ফাল্গুনী পৌর্ণমাদী, এই তিথিতে হোলিক আচরণ করিতে হয়, বলিয়া এই তিথির নাম হোলিকা হক্টরছে। এই পূর্ণিম তিথি সায়াহব্যাপিনী হইলে সেক্ট দিনে চহার অনুষ্ঠান বিধেয় । এইদিন সায়ংকালে পুজাদি এবং পূৰ্ব্বাহ্লে গবাদির ক্রীড়া করিবে । “ফাল্গুনী পৌর্ণমাসী ছোলিক সা চ সাল্লাহ্নব্যাপিনী গ্রাহ্য । গায়াহ্নে হেtশকাং কুৰ্য্যাৎ পূৰ্ব্বাহ্লে ক্রীড়নং গবাং, ইতিবচনাৎ নির্ণয়ামৃতে উক্তং— প্রতিপদ্মভূতভদ্রাম যাচ্চিতা ছোলিকা দিবা । সংবৎসরঞ্চ শুদ্রাষ্ট্রং গুরং বহুতি সাদ্ভুতং ॥ প্রদোষব্যাপিনী ওlাহা পুণিমা ফাল্গুনী সদা । তষ্ঠw ভধামুখং তা ৭, পুজা হোল নিশামুথে ॥” (নির্ণয়সিন্ধু) যদি দিবার অৰ্দ্ধভাগের পর ফাল্গুনী পূর্ণিমা হয়, তাহা হইলে রান্ধিতে ভদ্রাবসানে ছোলিকা হইবে । ষে সময় চতুর্দশী পুৰ্ব্বদিন প্রদোষব্যাপিনী ও পরদিন পূর্ণিমার ক্ষয় বশতঃ সায়ংকালের পূৰ্ব্বেষ্ট পূর্ণিমার শেষ হয়, এবং পুৰ্ব্বদিন সমস্ত রাত্রিতে পূর্ণিমা থাকিলেও পূৰ্ব্ব দিনে হোলিকা হক্টৰে না, পরদিন পূর্ণিমা না থাকিলেও প্রতিপদযুক্ত এই তিথিতে হোলিকাকুষ্ঠান করিবে । “দিবাদ্ধাৎ পরতোহপি স্তাৎ ফাৰুনী পূর্ণিমা যদি । রাষ্ট্রে ভদ্রাবসানে তু হোলিকা দ্বীপাতে তদা | যদা তু পুৰ্ব্বদিনে প্রদোষব্যাপিনী পরদিনে চ ক্ষয়বশfৎ সায়াহৎ প্রাগেৰ পূর্ণিমা সমাপ্যতে তদা পূৰ্ব্বদিনে সম্পূর্ণাত্রে ভদ্রাসস্থাৎ | তত্ৰ চ তল্লিষেধাৎ পরেইহনি প্রতিপক্ষ্মেব কুৰ্য্যাৎ । ( নির্ণয়সি” ) নির্ণয়সিন্ধুতে ইহার ব্যবস্থা প্রভৃতির বিশেষ বিবরণ লিখিত আছে বাহুল্য ভয়ে তাহু। এই স্থানে লিথিত হইল না । উত্তরপশ্চিমদেশে এই উৎসব বিশেষরূপে চলিত। তথায় এই পুর্ণিমার দিন ভগবান শ্ৰীকৃষ্ণের উদ্দেশে দোলযাত্র হইরা থাকে । [ দোলযাত্র শব্দ দেখ ] হোলাকাধিকরণ ( ক্লা ) জৈমিস্থ্যক্ত অধিকরণভেদ। জৈমিনির প্রথমাধ্যায়ের দ্বিতীয়পাদে এই অধিকরণস্তায় প্রদর্শিত হইরাছে । হোলিকা (স্ত্রী) হোলকা পৃষেদিয়াদিত্বাৎ সাধু । হোলাক, হোলি। হোশিয়ারপুর (হুশিয়ারপুর ), পঞ্জাবের ছোটলাটের অধীন জালন্ধর বিভাগের মধ্যস্থিত একটা জেলা। ইহার উত্তর-পূৰ্ব্বে ৰাঙড় জেলা এবং বিলাসপুর,উত্তর-পশ্চিমে ৰিতস্তানী ও গুরুৰাসপুর জেল, দক্ষিণ-পশ্চিমে জালন্ধর জেলা ও কপূৰ্বথাল রাজ্য এবং দক্ষিণে শতদ্রু নদী ও অম্বালা জেলা। জেলার সম্বর ছোশিয়ারপুর। এই জেগাট পাৰ্ব্বত্য ভূমি এবং সমভূমিতে সমবিভাগে বিভক্ত জেলার পুধ্বদিক্‌ কাঙাড়া পাহাড়ের পশ্চিম ঢালু ভূমি। ইহার সহিত সমস্থত্রে একটি ক্ষুদ্র পর্বতমালা এই দেশটর মধ্য দিয়া পরিএমণ করিয়া গিয়াছে। এই দুইটা শৈলমালার মধ্যস্থিত উপত্যক। তুমি যশ বান্‌-দূন নামে পরিচিত। শিবলিক শৈলমাল। দক্ষিণাংশে এই শৈল ক্রমশঃ বালুপাহাড়ের ছোট ছোট পাহাড় হইতে ক্রমোচ্চনীচ মালভূমিতে অবসান হুইয়াছে । এষ্ট উচ্চ ভূমিট কৃষিকৰ্ম্মে সম্পূর্ণ অনুপযোগী। উত্তরে মালভূমির্ট ছোট ছোট বিচ্ছিন্ন পাহাড় শেষ হইয়াছে । শতদ্রুর নিকট এই পৰ্ব্বত মালার মধ্যবৰ্ত্তী স্থান ৬বর্বর এবং এখানে প্রচুব চাষবাস কষ্টয়া থাকে। 이《3 e Cgiri, 2 যশ ধান-দূণ শিবলিকশৈলের পুবে অবস্থিত । এই উপত্যকাটীর উত্তরদিকূট সোহান নদীর দ্বারা অববাহত । শতদ্রু নদী ইহার নিম্ন ভূমি দিয়া প্রবাহিত হইয়াছে। এই জেলার দুইট প্রধান নদী শতদ্রু ও বিতস্ত । এই দুষ্ট টাই আবার ইহার সীমাস্ত নদী। মুসলমানাগমনের পূৰ্ব্বে এই জেলা কতোচ বংশীয় জলন্ধরএাজের অধীন ছিল । বিভক্ত হইয়৷ পড়িল, তখন হোশিয়ারপুর কঠোচ বংশ যশধানের এবং দিতারপুর এই রাজবংশের অপর শাখা দ্বারা শাসিত হইত। মুসলমানদিগের আগমনের পরও এই স্থানে তাহাদিগের শাসন অব্যাহত ছিল । ১৭৫৯ খৃষ্টান্ধ হইতে শিখগণ হোশিয়ারপুর জেলা অধিকার করিবার জন্ত সেনা প্রেরণ করিতে লাগিল, । অবশেষে পঞ্জাবকেশরী রণজিৎ সিংহ এই জেলা অধিকার করিলেন । এই জেলার অধিকাংশ স্থানই তাছার অধীনস্থ ক্ষুদ্র ক্ষুদ্র জাইগীরদারের মধ্যে বিভক্ত হইয়াছিল। ১৮৪৬ খৃষ্টাব্দে শিখযুদ্ধের অবসান হইলে এই জেলাট বুটশ গবমেন্টের শাসনাধীন হইল। দ্বিতারপুর এবং যশবানের রাজচ্যুত রাজগণ গবমেন্টের নিকট হইতে মাসিক বৃত্তি প্রাপ্ত হইলেন, কিন্তু তাছার; এইরূপ বন্দোবস্তে সন্তুষ্ট ন হইর গবমেন্টের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিলেন। যুদ্ধে তাহারা অনায়াসে পরাজিত ইষ্টলেন । দিতারপুরের রাজা জগৎসিংe ৩• বৎসর গবমেন্টের বৃত্তি ভোগ করিয়া বারাণসীতে দেহত্যাগ করেন। ষশবানের , রাজ উমেদসিংহ ও বৃত্তি প্রাপ্ত হইয়াছিলেন । কিন্তু যখন মহারাণী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন তখন উমেদসিংহের প্রপৌত্র পূর্ব-জাইগীর লাভ করেন । মৃথন এই রাজপুতবংশ অনেক শাখার