পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हेव्यूछ [ ২৫২ ] `श्रृझ।


ইন্দুকমল (রা) ইহুৰি শুক্লং কমন উপ কৰ্ম্মধ। শুরুপ। ইন্দুকলা (স্ত্রী) ইলো কল অংশ। চন্ত্রের ১৬ ভাগের এক ভাগ । পুষ৷ ১ বশ1২ জুমনস ৩ রতি ৪ প্রাপ্তি ৫ ধৃতি ৬ ঋদ্ধি ৭ সৌম্য ৮ মরীচি ৯ অংশুমালিনী ১• জজির ১১ শশিনী ১২ ছায়। ১৩ সম্পূর্ণমগুলা ১৪ তুষ্টি ১৫ অমৃত৷ ১৬, এই ১৬ টর এক একটকে ইন্দুকলা বা চক্সকল বলে । কালমাধবীয়গ্রন্থে লিখিত আছে— - চন্দ্রের প্রখম কলা অগ্নি পান করেন, দ্বিতীয় কলা স্বৰ্য্য, ৩য় কলা বিশ্বদেবগণ, ৪র্থ কলা বরুণ, ৫ম কলা ববটুকীর। ৬ষ্ঠ কলা ইন্দ্র। ৭ম কলা স্বৰ্গীয় ঋবিগণ। ৮ম কলা বিষ্ণু । কৃষ্ণ পক্ষীয় ৯ম কলা যম। ১০ম কলা বায়ু। ১১শ কলা উষ । ১২শ কলা অগ্নিস্বাত্তাদি পিতৃগণ । ১৩শ কলা কুবের । ১৪শ কলা শিব । ১৫শ কলা ব্ৰহ্মা। ১৬শ কলা সৰ্ব্বদাই জলে প্রবিষ্ট খাকে । এইজন্ত অমাবস্তার দিনে চন্দ্র দেখা যায় না, ঐ দিন চন্দ্র ওষধিতে পরিণত হন । অনন্তর ঐ ওবধি গোরুতে ভক্ষণ করে, তাহাতে দুগ্ধ ও ঘুতের উৎপত্তি হয়, সেই দুগ্ধ ঘৃতাদি দ্বারা ব্রাহ্মণের যজ্ঞাদি করেন, সেই যজ্ঞের ফল অমৃত উৎপত্তি। ঐ অমৃতে পুনরায় চন্দ্রকলা পূর্ণ হয়। ইন্দুকলাবটিকা। বৈদ্যোক্ত ঔষধ বিশেষ। শিলাজত্ব লোহ, স্বর্ণ, প্রত্যেক সমভাগে লইয়া বাবুই তুলসীর রসে মাড়িয়া ১ রতি ওজনে এক একটী বটিকা করিবে । ইহা মসুরিকা, বিস্ফোটক, লোহিত জর ও সৰ্ব্বপ্রকার ব্রণ ও বসন্ত, রোগে বিশেষ উপকারী । ইন্দুকলিকা (স্ত্রী) ইদুরিব শুভ্র কলিকা যন্তাঃ বহুব্রী। ১ কেয়াফুল। স্বার্থে কন্‌। ২ চন্দ্রকলা । ইন্দুকান্ত (পুং ) ইন্দু: কাস্তঃ মনোজ্ঞঃ যন্ত বহুত্ৰী। চন্দ্রকাস্ত भणि । छठ खेलग्न श्हे८ल बै भ१ि फेब्बल शग्र । ইন্দু কান্ত। ( স্ত্রী ) ইন্দু: কান্তঃ পতিঃ যন্তাঃ বহুত্রী । ১ রাত্রি। ইন্দু: কান্তইব প্রকাশকত্বtৎ যন্তীঃ । ২ কেয়ী । ইন্দুকান্ত (স্ত্রী) ইন্দো কান্ত। রাত্রি। চন্দ্ৰপ্রিয়, রোহিণী। ইন্দুক্ষয় (পুং ) ইন্দো ক্ষয়ে যত্র বহুব্রী। অথবা ইন্দু ক্ষীয়তেহত্রেতি ক্ষি-অধিকরণে অচ । অমাবস্তা। ঐ দিন চন্দ্র দেখ বায় না । চঞ্জের ক্ষয় । ইন্দুজ (পুং ) ইন্দো; জায়তে ইদুজন-ড। তারার গর্ভে চন্দ্র কর্তৃক উৎপাদিত যুদ্ধগ্রহ। চন্দ্র রাজস্বয়ষজ্ঞ করাতে ধনগৰ্ব্বে বিবেকশুষ্ঠ হইয়া বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করিলেন। দেবগণ ব্ৰহ্মার নিকট ঐ কথা জানাইলে, তিনি স্বয়ং আসিয়া তারাকে লইয়া পুনরায় বৃহস্পতিকে দিলেন। অনস্তর বৃহস্পতি তারাকে গর্ভবতী দেখিয়া বলিলেন, তুমি জামার বাটতে থাকিস্থা এ গর্ড কখনই রাখিতে পান্ধিৰে স । তার স্বামীর বাক্যানুসারে তৎক্ষণাৎ গর্ভস্থ পুত্রকে প্রসব করিয়া শরস্তম্ভে নিক্ষেপ করিলেন। সদ্যপ্রস্থত কুমার শরস্তম্ভে পতিত হইবামাজ জলন্ত অগ্নির স্থায় দীপ্তি পাইতে লাগিল । তাহার রূপে দেৰতারাও হীর মানিল । ব্ৰহ্মা তারাকে জিজ্ঞাসা করিলেন, এ পুত্ৰটী কাহার ? বৃহস্পতির না চন্দ্রের ? তারা অতি কষ্টে—লজ্জার মাথা খাইয়া বলিলেন, এ পুস্ত্ৰটী চন্দ্রের। তখন চন্দ্র ঐ পুত্রটকে গ্রহণ করিলেন, তাহার নাম বুদ্ধ রাখিলেন। (হরিবংশ ২৬ অঃ । ) ইন্দুজনক (পুং ) ইন্দোশ্চন্দ্রস্ত জনক। ১ অত্ৰিমুনি ( অত্রিজাত শব্দ দেখ। ) ২ সমুদ্র । সমুদ্রমন্থনে চক্সের উৎপত্তি হয় । ( ভারত অাদি ১৮ অধ্যায় । ) ইন্দুজ (স্ত্রী) ইন্দোর্জাত ইন্দু-জন-ড টপূ। নৰ্ম্মদ নদী । - [ নৰ্ম্মদ দেখ। ] ইন্দুপুত্র (পুং) ৬তৎ। বুধগ্রহ। [ ইন্দুজ দেখ। ] ইন্দুপুম্পিক ( স্ত্রী) ইদুরিব শুরুং পুষ্পং যন্তাঃ বহুব্রী। বিষলাঙ্গল, কলিকার গাছ । ইন্দুভ (রী) ৬তৎ। ১ মৃগশিরা নক্ষত্র। ২ ঐ নক্ষত্রের দেবতা চন্দ্র। ৩"কর্কট ঝুঁশি, ইন্দুভা (স্ত্রী) ইন্দুন ভাতি ভান্ড আপ তৎ। ২ চন্দ্রকিরণ । ইন্দুভূষণ ( পুং) ইন্দুন ভুষতি ততৎ। নীলপদ্ম । ইন্দুভূৎ (পুং) ইন্দু বিভর্তি ইন্দু ভূ-ক্ষিপ । মহাদেব । ইনি সৰ্ব্বদাই চন্দ্রকলা কপালে ধারণ করেন। i ইন্দুমণি (পুং) ইন্দুকাস্তঃ মণি শাকতৎ। ১ চন্দ্রকান্ত (ইন্দুপ্রিয়ো মণি, ইন্দুরিব শুভ্রোমশিব কৰ্ম্মধ1) ২ মুক্ত । ইন্দুমণ্ডল (ত্রি) ইন্দোমওলং ৬তৎ। চন্দ্ৰবিষ, মওলাকার পদাৰ্থ । চন্দ্রমণ্ডল পরিমাণে ৪৮০ যোজন । - ইন্দুমৎ (ত্রি) ইন্দুবিদ্যতেৎত্ৰ ইন্দুমতুপ। ১ রাত্রি। ২ শিব। ৩ ময়ুর । ৪ পূর্ণিমা । ইন্দুমতী (স্ত্রী) প্রশস্ত ইন্দুবিদ্যতে যস্যাং ইন্দুমতুপ। ১ পূর্ণিমা। ২ অজরাজের পত্নী বিদৰ্ভরাজার ভগিনী। রাজা দশরথের মাতা । ইন্দুমৌলি (পুং) ইন্দুপ্রতিজনকতয়া মৌলে শিরসি যন্ত বহুত্ৰী। মহাদেব। ইনি চন্দ্রের তপস্যার তুষ্ট হইয়৷ সৰ্ব্বদাই তাহার কলা মস্তকে ধারণ করিতেছেন । (কাশীখও । ) ইন্দুর (উন্মুর শব্দের অপভ্রংশ। ) মুষিক । ইহর । ইন্দুর নানাজাতীয়। দেশভেদে ভিন্ন ভিন্ন প্রকারের ইন্দুর দেখা যায়। ১ কুমুদিনী ।