পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_அ উপনিবেশ [ 8x8 ) प्ले°निष६

  • —- ......

সাধারণতন্ত্র প্রবল ছিল, সেই সময়ে রোমকের যে ষে দেশ জয় করিত, সেই স্থানে স্বদেশীয়দিগকে উপনিবেশ করিতে *ांठाद्देउ । श्रादांब्र cरुषांtन ८नषिङ बिछिठ छांङिङ्गां दफ़ई झर्कभj ५ष९ cनc*न्न चमबहte यफू छांण नग्न, व्ष५दl cषषाएनं मशंब्राणि কিছুই নাই, সেই সেই স্থানে তাহারা ভাল জায়গা খুজিয়া নগরাদি স্থাপন করিত এবং ঔপনিবেশিকগণ সৰ্ব্বদাই সশস্ত্র থাকিয় সেই দেশ রক্ষা করিত । এই প্রণালীতে তাহারা গল (ফ্রান্স) জৰ্ম্মণী, রুশিয়া প্রভৃতি স্থানে উপনিবেশ করিয়াছিল। এইরূপে রোমকগণ ঔপনিবেশকদিগের হস্তে সেই সেই স্থানের শাসনাদির ভার দিয়া রাজকাৰ্য্য নির্বাহ করিতেন । আমেরিক আবিষ্কৃত হইলে য়ুরোপের সকল প্রধান জাতিই উপনিবেশ করিবার জন্য এক প্রকার পাগল হইয়া উঠে। তন্মধ্যে ইংরাজদিগের উপনিবেশ অধিক ফলপ্রদ श्हेब्राझिण । [ श्रांरभब्रिक cनथ । ] খৃঃ পঞ্চদশ শতাবে পর্তুগীজগণ আফ্রিকার নানাস্থানে, এবং ভারতবর্ষে আসিয়া উপনিবুেশ করেন। পর্তুগীজদিগের পরেই ওলন্দাজের বাণিজ্যবিস্তারের জন্য নানাস্থানে গিয়া উপনিবেশ করেন, তন্মধ্যে উত্তমাশা অন্তরীপ, মালাক্কী এবং ষবদ্বীপ প্রধান । ফরাসীরা কানাডায় গিয়া উপনিবেশ করে, এই উপনিবেশ বড় সুবিধাজনক হয় নাই, পুৰ্ব্ব অধিবাসীদের সঙ্গে তাহীদের আদে মিল হইল না। সুতরাং মুদৃঢ় তুর্গ, গড়খাই ও সেনাদিগকে সৰ্ব্বত্রই সজ্জিত করিয়া রাখিতে হইত। যুরোপের ভিন্ন ভিন্ন দেশের লোকেরা যে ষে স্থানে উপনিষেশের পর বসবাস করিয়া আসিতেছেন নিয়ে তাহার তালিকা দেওয়া গেল— ইংলণ্ডের উপনিবেশ–বৃটিশ উত্তর আমেরিকা, বৃটিশ ওরেষ্ট ইণ্ডিয়া দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকার বৃটিশ গুয়েন, সাইরালিওন, উত্তমাশা অন্তরীপ, সেণ্টহেলেন, মরিচীপ, সিংহল, প্রিন্স অব ওয়েলস দ্বীপ, সিঙ্গাপুর, মালাক্কা, অষ্ট্রেলিয়ার ও তাসমনিয়ার কোন কোন স্থান, বান্‌ডাইমনস ল্যাও, জিব্রাল্টার, মাণ্টা ও হেলিগোলও । ভারতবর্ষের অধিকাংশই ইংরাজদিগের অধিকারভুক্ত হইলেও ইংরাজদিগের উপনিবেশ বলিয়া বিবেচিত হয় না। ফ্রান্সের উপনিবেশ-সেণ্টপায়র, মিগুলন ও ফরাসী ওয়াডেলোপ দ্বীপপুঞ্জ ; আমেরিকার ফরাসীগিনি রাজ্য ; আফ্রিকার উপকূলস্থ সেনিগাল ও পৌরী ; বুর্বনৰীপ ; ভারতবর্ষে পুদিচারী, কারিকোল, চন্দননগর ; মার্কেসস দ্বীপ, সব কালিদোলিয়, আলজিরি। নিশ্চয়ৰচনঃ স্পেনের উপনিবেশ—মেক্সিকে1.ও দক্ষিণ আমেীিক্ষায় शूरदर्द हिल, यथम जांच्च माहे। ७थम भारबब्रिकांच्ह किफेब1; পোর্টোরিকে ও তার্জিন দ্বীপ ; জালিয়ার ফিলিপাইন দ্বীপशूआ ७ब१ जांज्जिकाँग्न coथनिछिe ७ शिनि शैौन्भूख जांtइ । পর্তুগীজ উপনিবেশ-দক্ষিণ ও পূর্ব আফ্রিকার উপকুলস্থ অনেক স্থান, জঙ্গোলা, বেঙ্গল, লোয়াঙ্গো ও মোজাম্বিক, ভারতবর্ষে গোয়, টিমর দ্বীপের উত্তরাংশ । ওলন্দাজ উপনিবেশ-কুয়াশও দ্বীপ, আমেরিকাস্থ গোয়েনার মধ্যবর্তী ইউষ্টেক ও মুরিনম নামক স্থান ; আসিয়ার মধ্যে যবদ্বীপের রাজধানী বটেবিয়া, বোর্ণিও দ্বীপেয় অনেক স্থান, সুমাত্রা, শিলিবিস, তিমর ও মালাক্কা দ্বীপপুঞ্জ । 尊 দিনেমার উপনিবেশ–ওয়েষ্ট ইণ্ডিয়ার মধ্যস্থ সেন্ট ক্রুজ, সেন্টজন ও সেন্ট টমাস এবং গিনি উপকূলে খৃষ্টানবর্গ। সুইস উপনিবেশ-ওয়েষ্ট ইণ্ডিয়ার মধ্যস্থ সেন্ট বার্থলभिडे छैौश्रृं । উপনিবেশিত ( ত্রি ) উপ-নি-বিশ-ণিচ ক্ৰ। ১ নিবাসিত । যে সকল ব্যক্তিকে উপনিবেশে বাস করান গিয়াছে। উপনিষৎ [ দ ] (স্ত্রী) উপনিষীদতি উপ-নি-সদৃষ্কিপূ। অথবা সদ-শিচ-কিপূ। ১ সমীপসদন । ২ রহস্ত। (উপনিষদে রহস্তে সমীপসদনে । ত্রি” শে° ৩। ৩। ২৮৯ ) ৩ মিৰ্জ্জন স্থান । ৪ রহস্ত । ৫ ধৰ্ম্ম । ৬ খ্রিজাতি-কৰ্ত্তব্য ত্রত বিশেষ । ৭ বেদশিরোভাগ, বেদান্ত । ( ভবেন্থপনিবন্ধৰ্ম্মে বেদান্তে বিজনে ক্সিয়াম্। মেদিনী । ) উপনিষদকে মুনিখুষিগণ বেদের শিরোভাগ বা বেদান্ত বলিয়াছেন, কারণ বেদের এই অংশে ব্রহ্মবিদ্য। কীৰ্ত্তিত হইয়াছে। বেদের অন্য অংশে কৰ্ম্মকাণ্ড দ্বারা পুণ্যলাভের উপদেশ আছে, কিন্তু এই অংশে জ্ঞানকাণ্ডের দ্বারা যাহাতে নিত্য আত্মতত্ত্ব লাভ করা যায়, তাহারই উপদেশ ঘোষিত ङ्हेग्नां८छ् । শাস্ত্রকারের উপনিষদের এইরূপ অর্থ ও ব্যুৎপত্তি कब्रिग्नां८छ्न "বেদাস্তে নাম উপনিবৎপ্রমাণম্।” ইতি বেদাস্তসার। "উপনিষচ্ছবো ব্ৰহ্মাত্মৈক্যসাক্ষাৎকারবিবয়ঃ। উপনিপুৰ্ব্বকস্ত কিপূগ্রত্যয়াস্তস্ত বা ৯ বিশরণ গত্যযসাদমেধিত্যপ্তধাতোরুপনিষদিতিরূপঃ । তত্ৰোপশন্ধঃ সামীপ্যমাচষ্টে তচ সঙ্গোচকাত্তাৰাং সৰ্ব্বাত্তরে প্রত্যগাত্মনি পৰ্য্যবস্ততি। মিশন্ধেী cनाश*ि छफ्रभद निक्रिएनाडि उरैजक्ष বাচুাপশম্বসীমানাধিকরণ্যাৎ । তন্মাৎ ব্রহ্মবিদ্যাস্কলংপালিলাং