পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्लेब्रिक्वाल দেয় কপালে ৬০ লক্ষ স্থানে ২০ লক্ষ, আর্মেনিয়ানদের ১০ লক্ষ ऋांtन १ णभ, ७ इॉफ़ा ४गञानिशष्क गांप्फ बांहेन गन्न ५बर অপরাপর অনুচরবর্গকেও ঐ পরিমাণে টাকা দেওয়া ধাৰ্য্য হইল । কেবল উমিচাদের নামে শূন্য পড়িল। ক্লাইব প্রভৃতি সকলে পরামর্শ করিলেন, উমিচাদ বেরূপ ধূৰ্ত্ত, তাহার সহিতও সেই রূপ চাতুরী না করিলে চলিতেছে না। সে যেমন আমাদিগকে ভয় দেখাইয়া টাকা আদায় করিতে চায়, তাহার দোষের প্রতিফলস্বরূপ চাতুরী দ্বার। তাহাকেও ঠকাইতে छ्हेrय । এই সময়ে ছুইখানি পত্র স্থির হইল। একখানি সাদ। কাগজের পত্রে মীরজাফরের সহিত তাহাদিগের যে যে টাকাকড়ি চুক্তি হইল, তাছাই রহিল ; ঐ পত্রে আড্‌মিরাল ওয়াটসন ও কমিটির সভ্যেরা সছি করিলেন। অপর একখানি পত্র লাল কাগজে উমিচাদকে ঠকাইবার জন্য প্রস্তুত হইল । শেষোক্ত পত্রে ওয়াটুসন সাহেব অথবা কমিটির সভ্যগণ সহি করিলেন না। এই পত্রে ক্লাইব সহি করিলেন, পরে পাছে ওয়াটুসনের সহি না দেখিয়া যদি উমিচাদ গ্রহণ না করে, এজন্য ক্লাইৰ লুসিংটন নামক একজন কৰ্ম্মচারী দ্বার। ওয়াটুসনের নাম জাল করিলেন । হতভাগ্য উমিচাদ ওয়াটুসন ও ক্লাইবের সহি দেখিয়া ঐ লাল কাগজ গ্রহণ করিলেন। এদিকে ঘোরতর বড়যন্ত্ৰ চলিতে লাগিল । নবাবও তাহার আভাস পাইলেন । নবাবকে সন্তুষ্ট রাখিবার জন্ত ইংরাজের ক্র্যাফুটন নামক এক ব্যক্তিকে নিযুক্ত করিলেন । ঐ ব্যক্তির নিকট হইতে নবাব জানিতে পারিলেন যে ইংরাজেরা চিরকালই তাহার মিত্র থাকিবে, ইংরাজ হইতে তাহার কোন অনিষ্টের আশঙ্কা নাই । ভীর সিরাজ ইংরাজদিগের মিষ্ট বাক্যে সম্পূর্ণ বিশ্বাস করিলেন । এই সঙ্কটকালে উমিচাদও স্থির ছিলেন না, তিনি বেশ বুঝিয়াছিলেন বে ইংরাজদিগকে বিশ্বাস নাই, তাহারা অনায়t. সেই তাহাকে ফাকি দিতে পারে। তিনি কৌশল করিয়া নবাবকে জানাইলেন যে ফরাসী ও ইংরাজগণ একত্র হইয়া उँोहान्न विङ्गएक भैोन्जहे अल्ल शान्नन् कब्रि८द । यहे स्नग्न cनश्वाहेम्रो তাহাকে তাহার প্রাপ্য ( যে টাকা কলিকাত। লুটের সময় তাছার বাট লুট করির নবাবের সৈন্তগণ লইয়া আসে) মোট ৪ লক্ষ টাকা এবং ইতিপূৰ্ব্বে বর্ধমানের রাজাকে তিনি যে সাড়ে চারি লক্ষ টাকা ধার দেন, সেই টাকা আদায়ের হুকুম বাহির করিয়া লইলেন । . ५हे णमcग्न ७ब्राऐन नाएश्य फेमिकँाप्नब्र छछ बफ़ई फ़िक्ति७ ईहेरणम, ऐभि$ान क९न क् िफैTागान पछेब्रि, uहे छद्रव्र [ 886. I ১১২ डेबिर्मेल -_ওয়াটুস ও ক্র্যাফটন উভয়ে পরামর্শ করির স্থির করিলেন, ७९म फेभि5ाभप्रु भूब्रश्रिमबाल दहे८७ इजस्त्रछि कब्राहे আবশুক। জ্যাফটন উমিচাদকে গিয়া জানাইলেম যে, এই সময়ে তাহার মুরশিদাবাদ পরিত্যাগ করা উচিত, কারণ এখানে গোলযোগ উপস্থিত হইলে ওয়াটুস সাহেব ঘোড়ার চড়িয়া অনায়াসেই পলাইতে পরিবেন, কিন্তু তিনি এখন বৃদ্ধ হইয়া পড়িরাছেন, সঙ্কট উপস্থিত হইলে তাড়াতাড়ি পলাইতে পরিবেন না। এই জন্ত তাহার অনুরোধ, তাহার সহিত অবিলম্বে উমিচাদকে কলিকাতায় যাইতে হইবে । কিন্তু তখনও উমিচাদ নবাবের কোষাগার হইতে আপনার প্রাপ্য টাকা হস্তগত করিতে পারেন নাই । তিনি ক্র্যাফটনকেও এই কথা জানাইলেন। তখন ক্র্যাফ - টন উমিচাদকে হাতে রাখিবার জন্য আশা দিয়া বলিলেন বে ঐ সামান্য টাকা ন পাইলে তাহার কোন ক্ষতিবৃদ্ধি হইবে না, নুতন বন্দোবস্ত হইলেই ইংরাজের তাহাকে প্রধান কাৰ্য্যাধ্যক্ষ করিবেন ইত্যাদি নানা প্রকার প্রলোভন দেখাইয়া উমিচাদকে কলিকাতায় পৌছিয়া দিল। যথাসময়ে পলাশী সমরক্ষেত্রে সিরাজের সৌভাগ্যস্বৰ্য্য চিরদিনের মত অস্তমিত হইল । ইংরাজের বাঙ্গালার সৰ্ব্বময় কর্তী হইয়া উঠিলেন। উমিচাদ ও ভাবিলেন, এইবার বুঝি তাহার ভাগ্য মুম্প্রসন্ন হইল। তিনি অচিরে ত্রিশ লক্ষ টাকা পাইবেন, একি কম আহলাদের কথা ! উমিচাদ ক্লাইবের সঙ্গে যুরশিদাবাদে গমন করিলেন । মীরজাফর বাঙ্গালার নবাব বলিয়া ঘোষিত হইল। এখন ক্লাইব • প্রকৃত’ সন্ধিপত্রাচুসারে সকল বিষয় নিম্পত্তি করিবার কথা উত্থাপন করিলেন। মীরজাফরের ভবনে সভা হইল। ক্লাইব, ওয়াটুস, ক্র্যাফুটন, মীরণ, রায়দুল্লভ ও উমিচাদ সেই সভায় উপস্থিত হইলেন । সকলে যথাস্থানে উপবেশন করিলেন, কিন্তু উমিচাদকে কিছু দূরে বসিতে দেওয়া হইল। সাদা কাগজের সন্ধিপত্রানুসারে একে একে সকল বিবয় মিটিল। এইবার উমিচাদের পালা। উমিচাঁদের অস্তরে কতই মুখস্বপ্ন উদিত হইতেছিল ! সকলেই ভাবিতেছিলেন, এখন কিরূপে উমিচাদকে ঠকাইবেন । চতুরপ্রকৃতি ক্র্যাফটন সাহেব অবিলম্বে অমানবদনে হিন্দিভাষার বলিরা উঠিলেন, “আমীরচাদ । লাল কাগজ ফেরেব, জাপকে কুচ নাহি মিলেগ৷ ” উমিচাদের মস্তকে যেন বজাঘাত হইল। তিনি যখন শুনিলেন লাল কাগজ জাল—তাহার লাভের আশায় ছাই পড়িয়াছে—তখন তিনি নিম্পদ হইয়। পড়িলেন, তাহার সৰ্ব্বশরীর কঁাপিতে লাগিল, মাথা ঘুরিয়া উঠিল। ৰদি সেই