পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাম্বানীপপুঞ্জ বালীয় সেই সকল বোতলের কুচি কুড়াইলা জানে । ইছাই তাহাজের ক্ষুর। ঐ বোতল কুচি দিয়া তাহার। মাথার চুল কামায়। পুরুষের প্রায় দাড়ী গোপ হয় ন। স্ত্রীলোকদের মাথাতেও বড় বড় চুল নাই। ইহার খৰ্ব্বাকার,—অধিক বড় হইলেও পাচ ফিটের চেয়ে কাছাকেও দীর্ঘ দেখা যায় না । উদর স্থল। দাত গুলি গোল, ছোট ছোট এবং পরিষ্কার পরিচ্ছন্ন ; যেন পাতি পাতি করিয়া মন্থণ মুক্তার দান। সাজান রহিয়াছে। অ্যঙ্গামানীদের কাপড় নাই। কাজেই কাপড়ের সঙ্গে যে লজ্জা থাকে, আন্দামানীদের সে লজ্জাও নাই,-মাতা পিতা, ভাই ভগিনী, সকলের কাছেই তাহার বিবস্ত্র হইয়া বসিয়া থাকে । তবে ইহাদের স্ত্রীলোবের। কখন কখন গাছের পাতা পরে। পাতা পরে, কিন্তু তাহা অঙ্গাচ্ছাদনের জন্ত নয়,—সে কেবল শরীরের বেশভূষা। মন হইল, পাতার ঝালর করিয়া কোমরে পরিল ; মন इहेण मां, কিছুই পরিল না। ইহাদেৱ সৰ্ব্বাঙ্গে কাটা দিয়া আঁজি কাটা, দেখিতে অনেকটা হাতীর গায়ের মত । ইহাদের মাক চেপ্টা ও ঠোট স্থল । আন্দামানবাসীদের কুটীর অতি সামান্ত । চারি পাচট কাঠা মাটীতে পুতিয়া তাহার উপরিভাগ একত্র করিয়া বাখে। চালের উপরে গাছের পাত্ত দিয়া ছাওয়া। কুটীয়ে প্রবেশ করিবার ক্ষুদ্র একটা দ্বার থাকে। ঐ দ্বার দির। তাছার গুড়ি মারিয়৷ ভিতরে প্রবেশ করে। কুট [ ও৮ ] प्रकाiग्झांभांमधॆौপপূঞ্জ cब्रन्न ८भद्दखएउ श्रृंदा माहे, शाएइन्न श्राज्रा बिछाहेब्रो छाहाब्र উপরে শয়ন করে । কুটীরের চালে শূকরের মাথা এবং मैंाग्छ जूलाटमी शr८क, हेहाहे उाझाcन ब्र शृंझ्लब्ऊ । সমুদ্রে শিকার করিয়া বেড়াইবার নিমিত্ত ইহাদের ডোঙ্গ ও বাশের ভেল আছে। কাঠ খুদিয়া ডোঙ্গ৷ নিৰ্ম্মাণ করিবার জন্য কোন প্রকার লৌহ অস্ত্র মাষ্ট । গাছের গুড়ির এক দিক পোড়াইয়। তাহার পর পাথরদির অঙ্গার টাচিয়া ফেলে, তাহাতেই ক্রমে ডোঙ্গার খোল প্রস্তুত হয় । ইহাদের ধমুক অতিশয় লম্বা। তীরের ফলায় মাছের কাটা কিম্বা শূকরের দাত জাগান থাকে। কাছার বা তীরে কাঠের ফল ; ফলার মুখ একটু পোড়াইয়া তীক্ষ করা । কাঠের বল্লাম, দা, কুঠার এবং ঢালও অনেকের হাতে দেখা যায়। এই সকল সামান্ত অস্ত্র লষ্টয় তাহারা শুকর প্রভৃতি বস্ত পশু এবং মৎস্ত শিকার করে । শিকার করিতে যাইযার পূৰ্ব্বে তাহারা মাটীতে গড়াগড়ি দিয়া সৰ্ব্বাঙ্গে ধুল মাথে। ধূলা মাখিলে মশা, মাছী, ডাশ প্রভৃতি দংশন করিতে পারে না । তাহার পর পৃষ্ঠের উপরে ঝুড়ী ঝুলাইরা তাহারা শিকার করিতে বাহির হয় । খাদ্যদ্রব্য আহরণের নিমিত্ত স্ত্রীলোকেরাই অধিক পরিশ্রম করিয়া থাকে । সমুদ্রে ভাট পড়িলে তাহার। জলের ধারে ঝিনুক শামুক প্রভৃতি কুড়াইয়। আনে । পুরুষেরা বদ্য পশু মারিবার জন্ত বনে বনে ঘুরিয়া বেড়ায় । তদ্ভিন্ন সমুদ্রের বড় বড় মাছ বিধিবার নিমিত্তও ইহার তীর ধনুক লইয়া জলের ধারে ধীরে বেড়াইতে থাকে । ইহাদের অব্যর্থ সন্ধানের উপম৷ কেবল অর্জুনের লক্ষ্য বেঁধার কথা মনে পড়িলে একটা খুজিয়া পাওয়া বার,—নতুবা তাহার ঠিক দৃষ্টান্ত দেখাইতে জগতে আর দ্বিতীয় স্থল নাই ; ইহার রাত্রিকালে আলো জালিয়া দূর হইতে তীর দিয়া মাছ বিধিতে পারে । সমুদ্রের জলে সাতার দিতে দিতে দূরতরবর্তী শত্রুর প্রতি বাণ নিক্ষেপ করে । পুৰ্ব্বে আন্দামানবাসীর। বিদেশীয় লোককে সহজে আপনাদের দ্বীপে আসিতে দিত না,—তাহারা আগন্তুক । শত্রুদিগকে বিনষ্ট করিবার নিমিত্ত প্রাণপণে যত্ন করিত । ইউরোপীয়দের জাহাজ প্রথমে আন্দামানের কুলে আসিয়া লাগিলে এখানকার অসভ্য লোকেয়া চীৎকার করিম উঠিল । কেহ কেহ কুৎসিত অঙ্গভঙ্গী দেখাইয়। এবং তর্জন গর্জন করিয়া ভয় দেখাইভে লাগিল ৷ ”