পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** দ্বারকানাথ ঠাকুর

  • করিয়া কর্তৃপক্ষের সুদৃষ্টিতে পড়েন ও একেবারে নিম্কির *দেওয়ানী পদে নিযুক্ত হন। ক্রমশ: বোর্ড, কাষ্টম ও অহিঙ্কেণ বিভাগের দেওয়ানীও লাভ করিয়াছিলেন । এইরূপে নানা বিষয়ে বুদ্ধি খেলাইয়া উন্নতি করিয়া স্বারকানাথ স্বাধীন डॉtर वादगाग्न झालाहेtउ हेछूरु इहेग्न भि: ऎहेलिग्नम कांग्र ७ মিঃ উইলিয়ম প্রিন্সেপ নামক দুইজন ইংরাজকে অংশীদার করিয়া ১৮৩৪ খৃষ্টাব্দে আগষ্টমাসে “কার ঠাকুর” নামে এক বাণিজ্যালয় স্থাপন করেন। ইংরাজের আদর্শে বাণিজ্যকুঠি বাঙ্গালীদ্বারা এই প্রথম স্থাপিত হইল। এই সদৃষ্টাস্তের প্রশংসা করিয়া তখনকার গভর্ণরজেনারেল লর্ড উইলিয়ম বেণ্টিক্‌ মহোদয় স্বায়কানাথকে এক পত্র লিথিয় ছিলেন। ইহার অব্যবহিত পূৰ্ব্বে দ্বারকানাথ মিঃ জে জি গর্ডন, জে ক্যালবার, জন পামার ও কর্ণেল জেম্স ইয়ঙ্গ নামক কয়েকজন গণ্য মাদ্য ব্যক্তিয় সহিত মিলিত হইয়। “ইউনিয়ন ব্যাঙ্ক” নামে একটী তেজারতী কারবার স্থাপন করেন । এই ব্যাঙ্কে তাহার কনিষ্ঠ ভ্রাত রমানাথ ঠাকুর খাতাঞ্জী ছিলেন । এই সময়ে ८यन्न ठा रुTाँझ लिझ रुटिकां ङांश *रक भांमीॉड रुrाँझ* ७ * কলিকাতা ব্যাঙ্ক” নামে আরও দুইটী ব্যাঙ্ক ছিল ; তন্মধ্যে ইউনিয়ান ব্যাঙ্কের সহিত কলিকাতা ব্যাঙ্ক মিশিয়া গেল এবং ১৮২৯ খৃষ্টাকে কমসাল ব্যাঙ্ক দেউলির হইয়া বন্ধ হইয়া যায় । স্বারকানাথ ঠাকুর ইহার একমাত্র অবস্থাপন্ন ধনী অংশী থাকায় তাহাকেই উচ্চার সমস্ত দেন দিতে হয় । ১৮২৯ খৃষ্টাব্দেই ইউনিয়ন ব্যাঙ্ক স্থাপিত হয় । ইহা অতি অল্প দিনই চলিয়া ছিল।

কার-ঠাকুর কোম্পানী বাঙ্গাল বেহায়ের নানান্থানে কুঠি স্থাপন করিয়া নীল, রেশম ও তাহfন্ত পণ্য দ্রব্যের অস্তুর ও বহির্বাণিজ্য চালাইতে লাগিল । সে সময়ে অন্তান্ত বাণিজ্য কুঠির মধ্যে ইহাই সৰ্ব্বাপেক্ষ প্রসিদ্ধি লাভ করে। এই কুঠির আয়ে দ্বারকানাথ রাজসাহী, পাবনা, য়ঙ্গপুর, যশোর প্রভৃতি জেলায় জমীদারী ক্রয় করিতে পারিয়াছিলেন । দ্বারকানাথের প্রধান জমীদারী কটকের বহামপুর পরগণ । শৈশব হইতেই রাজ রামমোহনের সহিত স্বারকানাথের বিশেষ ঘনিষ্ঠত হইয়াছিল । তাহtয় সছুপদেশে ও মহাযুভব তায় দ্বারকানাথের হৃদয় উচ্চভাব ধারণ করিয়াছিল। আর্থিক ও বিষয় বুদ্ধির উন্নতির সহিত র্তাহার সাধারণ ছিভাকুষ্ঠানের যথেষ্ট উল্লেথ অাছে। তাছার উৎসাহে হিন্দুকলেজ, মেডিকেল কলেজ ও छभैौझन्न नछ (Land-holders' Society) স্থাপন, ডেপুটি ম্যাজিষ্ট্রেটের পদ স্বষ্টি, মুদ্রণস্বাধীনতা, সতীদাছনিবারণ ও য়ুরোপীয় দেশীয়ের মধ্যে IX s - ૨ જ { ১১৩ ] चांद्रकांमांथ $ाकूत्र নিমন্ত্রণামন্ত্রণাদি দ্বারা সত্তাব সংস্থাপন अङ्केडि কাৰ্য্য ঘটিয়াছিল। এই সকল কার্যের কতকগুলিতে তিমিই নেতৃত্ব ও কতকগুলিতে প্রধান পরিপোষক রূপে কাৰ্য্য করিয়া সফল हट्टेग्न झिालन । ईशग्नहे cफठेघ्र ४४७७ शृंछेicरु छाछनझ्ट्न সাধারণ সভা আহ্লভ হয় এবং তাছা হইতে “ব্ল্যাক অ্যাক্ট” ( ১৮৩৬ খৃষ্টাব্দের ১১ অাইন ) সম্বন্ধে প্রতিবাদ করা হয় । এই সকল কার্য্যের ফলে তিনি কলিকাতার জটিল আৰু দি পিস পদে নিযুক্ত হন । স্বারকানাথ গভর্ণরজেনারেল লর্ড অকলাণ্ডের নিকট দেশীয়গণের মুখপাত্ররূপে পরিচিত ছিলেন এবং সৰ্ব্বদা পরামর্শের জন্ত গভর্ণরজেনারেল কর্তৃক আহূত হইতেন। ১৮৪১ খৃষ্টাব্দে তিনি বিলাত যাইতে ইচ্ছা করেন । তাহার ইচ্ছ। শুনিয়া তথনকার ইংরাজ সমাজ অতি আহলদিত হইয়া টাউনহলে এক সভা করিয়া তাহাকে অভিনন্দন পত্র দিলেন । কলিকাতার সেরিফ সভাপতি ছিলেন । ১৮৪২ খৃষ্টাব্দের ৯ই জানুয়ারী দ্বারকানাথ বিলাত যাত্র করেন । এই সঙ্গে ডাঃ ম্যাকগোয়ান প্রভৃতি তাহার সহিত বিলাতে যান । পথে দ্বারকানাথ উtহায় দৈনন্দিনলিপি লিথিয় রাথিতেন । য়োমনগরে তিনি পোপ কর্তৃক সসন্মানে গৃহীত হন এবং কর্ণেল ক্যালডওলের বাড়ীতে নিমন্ত্রণে গিয়া প্রসিয়ার রাজকুমার ফ্রেডরিকের এবং মিসেস সমরভাইলের সহিত পরিচিত হন । বিদুষী সমরভাইল তৎকালে অঙ্কশাস্ত্র ও জ্যোতিৰ্ব্বিদ্যায় বিখ্যাত হইয়াছিলেন । তৎপরে ১০ই জুন লগুনে উপস্থিত হন । ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ডাইরেক্টরগণ স্বার কানাথের মহিমা শুনিয়াছিলেন । লগুনে অবস্থানকালে তাহার একদিন জ্বরিকানাথকে এক ভোজ দেন । ১৬ই জুন তারিখে দ্বারকানাথ ভারতেশ্বরীর দরবারে উপস্থিত হন এবং এক সপ্তাহ পরে রাজপরিবারের সহিত একত্র ভোজনের নিমিত্ত বাকিংহাম প্রাসাদে নিমন্ত্রিত হন । এ সম্মান আর কোন ও বtঙ্গালীর ঘটে নাই । অtহারের পর তিনি মহারাণী কর্তৃক সেইদিনে মুদ্রিত তিনট স্বর্ণমুদ্রা উপহার প্রাপ্ত হন । ইহার পরও মহারাণী আরও একদিন তাহীকে স্বালয়ে আহবান করিয়া শিশু রাজকুমারী ও প্রিন্স অব ওয়েলসকে দেখাইয় ছিলেন । প্রিন্স অ্যালবার্ট ও মহারাণী ভিক্টোরিয়ার ছুইখানি পূর্ণ পরিমাণ ছবি কলিকাতাবtলীকে উপহার দিবার জন্ত মহারাণী স্বারকানাথকে প্রদান করেন । এই ছবি এখন টাউনহলে আছে । ইহার পর তিনি স্কটল ও দর্শন করিয়৷ ১৮৪২ খৃষ্টাস্বের শেষে কলি কাতায় প্রত্যাবর্তম করিতে বাহির হইলেন। পথে ফরাসী দেশে