পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ ти са: , W = \o [/A/ [ 8૧૭ ] न`श्म्निश् so নকারের স্বরূপ-- - “নকারং শৃণু চাৰ্ব্বাঙ্গ কোটিবিষ্কাল্পতাকৃতিং। & us ন, নকার। বাঞ্জনবর্ণের বিংশক এবং ত বর্গের পঞ্চবর্ণ। পরে বর্ণং হৃদি ভাবয় পাৰ্ব্বতি ॥” ( কামধেনুতন্ত্র ) ? हेशद्र चैकादल हान मख्। "मखा বৃতুলসীঃ স্বতাঃ।” এই নকার স্বয়ং পরম কুণ্ডলী, কোটি বিষ্কাল্পত সদৃশী,ইহার ( শিক্ষা ১৭ ) পর্যায়—মেষ, দীর্ঘ, সৌরি। ( বীজাভিধান ) এই শব্দের উচ্চারণে আভ্যন্তর প্রযত্ন এবং জিহাগ্রদ্বারা দস্তমূলের সম্যক্ স্পর্শ। বাহপ্রযত্ন সংবার, নাদ, ঘোষ, অল্পপ্রাণ। ইহার বাচক শব্দ– “নো গৰ্জ্জিনী ক্ষমা সৌরির্বারুণী বিশ্বপাবনী । মেষশ্চ সবিতানেত্ৰং দস্তুরো নারদোহঞ্জনঃ ॥ উৰ্দ্ধগামী দ্বিরগুশ বামপাদাঙ্কুলের্নর্থঃ। বৈনতেয়ঃ স্তুতি বত্ম ভবা হনর্ব নিরাগমঃ ॥ বামনে জালিনী দীৰ্ঘে নিরীহঃ সুগতির্বিয়ৎ । শব্দাত্ম দীর্ঘঘোণ চ হস্তিনাপুরমেচকে ॥ গিরিনায়কণীলে চ শিবোহনাদি মহামতিঃ ।” (বর্ণাভিধান তন্ত্র) গজ্জিনী, ক্ষম, সৌরি, বারুণী, বিশ্বপাবনী, মেঘ, সবিতা, নেত্র, দস্তুর, নারদ, অঞ্জন, উৰ্দ্ধগামী, দ্বিরগু, বামপাদাঙ্গুলিনথ, বৈনতেয়, স্তুতি, বত্মভব, অনৰ্ব, নিরাগম, বামন, জালিনী, দীর্ঘ, নিরীহ, সুগতি, বিয়ৎ, শব্দাত্মা, দীর্ঘঘোণ, হস্তিনাপুর, মেচক, গিরিনায়ক, নীল, শিব, অনাদি ও মহামতি এই সকল শব্দ নকারের বাচক | লিখন-প্রণালী— “বামতঃ কুণ্ডলীরেখা উদ্ধাধঃ ক্রমতঃ স্থিত। চন্দ্রসুৰ্য্যাগ্নিরূপ সা মাত্রা বাণী প্রকীৰ্ত্তিতা ॥” (বর্ণোদ্ধারতন্ত্র ) উদ্ধাধঃক্রমে একটী রেখা করিয়া, বামদিকে একট কুণ্ডলী করিয়া দিবে, তাহা হইলে নকার হইবে, ইহা চন্দ্র, স্বৰ্য্য ও অগ্নি স্বরূপ এবং বাণী নামে অভিহিত । ইহার ধ্যান— “ধ্যানমস্ত নকারস্ত বক্ষ্যতে শৃণু ভাবিনি। দলিতাঞ্জনবর্ণীভাং ললজ্জিহাং সুলোচনাং ৷ চতুৰ্ভুজাং কোটরাক্ষীং চারুচন্দনচর্কিতাং। কৃষ্ণান্ধরপরাধানামীষদ্ধাস্তমুখীং সদা । এবং ধ্যাত্বা নকারস্ত তন্মন্ত্রং দশধা জপেৎ।" ( বর্ণোদ্ধারতন্ত্র ) এই নকারের ধ্যান কথিত হইতেছে, বর্ণ অতিশয় কৃষ্ণ, ললজিহবা, সুলোচন, চারিহস্তযুক্ত, চক্ষুকোটরপ্রবিষ্ট, চারুচন্দনাদিচর্চিত, পরিধানে কৃষ্ণবস্ত্র, সৰ্ব্বদ ঈষৎ হাস্ত করিতেছেন। এইরূপে নকারের ধ্যান করিয়া এই মন্ত্র দশবার জপ করিতে হইবে। . - l X আকৃতি পঞ্চদেকীয় এবং পঞ্চ প্রাণাত্মক। মাতৃকাস্তাসে এই নকার বামপাদের অঙ্গুলি নখে স্বাস করিতে হয়। কাব্যের আদিতে এই বর্ণের বিদ্যাস করিলে সুখ হয়। “দো ধঃ সৌখ্যং মুদং নঃ।” ( বৃত্তরত্নাকরটীকা) ২ অনুবন্ধবিশেষ। “নঃ স্বাদিঃ পো মুচাদিঃ ” (কবিক” ) ন এই শব্দ মুগ্ধবোধের মুচাদিগণবোধক। ন (অব্য ) নহ বন্ধনে নশ নাশে ব!—ড। ১ নিষেধ। পর্যায়— নছি, অ, নেী, অভাব, অনা, না । ( ভরত ) “অতিবাদাংস্তিতিক্ষেত নাবমন্ত্যেত কঞ্চন । নচেমং দেহমাশ্রিত্য বৈরং কুৰ্ব্বত কেনচিৎ ॥” ( মনু ৬৪৭। ) ২ উপমা । ৩ নঞর্থ। ৪ নকারস্বরূপবর্ণ। ৫ বন্ধ । ৬ সুগত । ৭ হিরণ্য । ৮ জ্বত । ৯ রত্ন । ( একাক্ষরকোষ । ) [ নঞ, দেখ। ] নই (দেশজ ) ১ নূতন। ২ নবতি, ৯০। নইচ ( দেশজ ) হকার নল । নইনসিং, পণ্ডিত নই সিংহ নামে খ্যাত। একজন প্রসিদ্ধ অতুসন্ধানী ও ভূতত্ত্ববিৎ । প্রায় ১৮২৫ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। বর্তমান শতাব্দীর মধ্যভাগে ইনি রবার্ট শ্লজেন্টবাইটের সহিত হিমালয় জরীপ করিতে নিযুক্ত হন। বহুদিন উক্ত সাহেবের সহকারী রূপে থাকিয় হিমালয়ের অনেক প্রাকৃতিক তত্ত্ব আবিষ্কার করেন। ইনি আপন প্রভুর সহিত মধ্যএসিয়ার প্রাকৃতিক ভূবৃত্তাস্ত স্থির করিবার জন্ত অসমসাহসে বহু তুর্গম স্থান পৰ্য্যটন করিয়া ছিলেন। রবার্টের হত্যার পর ইনি নিজ গ্রামে আসিয়া কিছুদিন শিক্ষকতা করিতে থাকেন। বৃটশ গবমেন্টের ত্রিকোণমিতির পরিদর্শক ও অনেক বড় সাহেবই নইন্‌সিংহের কার্য্যকুশলতা অবগত হইয়াছিলেন। ১৮৬০ খৃষ্টাব্দে ত্রিকোণমিতির জরীপবিভাগের কর্ণেল মন্টগোমারি নইনসিংহকে ডাকাইয়া আনিয়া কার্ঘ্যে নিযুক্ত করেন। ইতিপূৰ্ব্বে কোন বিদেশই তিব্বতের রাজধানী লাসা নগরীর প্রকৃত অবস্থান নির্ণয় করিতে পারেন নাই ; কিন্তু অসীম অধ্যবসায়, কষ্টসহিষ্ণুতা ও সতর্কতার গুণে ১৮৬৬ খৃষ্টাব্দে নইন্‌সিং লাস নগরীর প্রকৃত ভুবৃত্তান্ত প্রকাশ করিয়া বৃটশ গবর্মেন্টের খ্যাতিভাজন হইলেন। তৎপরবর্ষে ইনি থোক্জলঙ্গের প্রসিদ্ধ স্বর্ণ খণি পরিদর্শন করেন। পরে সাতবৎসর কাল তুষারগহ্বরে অবস্থান করিয়া তিব্বতের পশ্চিম হইতে S Sఫి