পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নক্ষত্রে দেখিলেন যে এক অমাবস্ত বা পূর্ণিমা হইতে অপর অমাবস্ত বা পূর্ণিমা ঘটতে ৩৯ বার স্বৰ্য্যোদয় হয় । সুতরাং ৩• দিনে এক মাস হইল। কিন্তু সুৰ্য্যোদয়াস্তকালে নক্ষত্রের প্রতি দৃষ্টিপাত করিয়া তাহারা দেখিলেন যে, নক্ষত্রগণের মধ্য দিয়া স্বৰ্য্যও গমন করেন। ১২ বার অমাবস্ত হইলে স্বৰ্য্য একবার নক্ষত্র চক্র ঘুরিয়া আসেন। এইরূপে র্তাহার ৩০ দিনে এক মাস ও ১২ মাসে বা ৩৬০ দিনে এক বৎসর গণনা করিতে লাগিলেন। চঞ্জের গতি দেখিয়া চজপখ ২৭ । ২৮ নক্ষত্রে বিভক্ত হইয়াছিল। সুৰ্য্যও সেইপথে ১২ মাস ব্যাপিয়া ভ্রমণ করেন। এজন্ত সেই পথকে আবার ১২ ভাগে বিভক্ত করিবার প্রয়োজন হইল। আকাশে তারাগণই স্থাননির্দেশক। এ নিমিত্ত, যেমন কতকগুলি তার লইয়া এক এক নক্ষত্র কল্পিত হইয়াছিল, তেমনি একটী বা ততোধিক নক্ষত্র লইয়া ১২ট রাশি কল্পিত হইল। যেমন কয়েকটা তারার পরম্পর বিষ্ঠাস দেখিলে তাহাদিগকে ত্রিকোণাকার বা শকটকার বলিয়া বোধ হয়, তেমনই কতকগুলি নক্ষত্রের পরস্পর বিন্যাস দেখিয়া মেষবৃষাদির জাকার কল্পিত হইয়াছিল। এই নাম ও আকার কল্পনা দ্বারা দুই প্রকার সুবিধা হইল। অদ্য আকাশের কোমৃ স্থানে স্বৰ্য্য বা চন্দ্র আছেন, তাহ নাম দ্বারা ব্যক্ত হইতে পারিল এবং সেই অবস্থান আকাশের কোন অংশ, তাহাও যন্ত্রের সাহায্য ব্যতিরেকে নির্দিষ্ট হইল। এই রাশিবিভাগ মিশরবাসিগণ প্রথমে করিয়াছিলেন বলিয়া কেহ কেহ মনে করেন। কথিত আছে যে, মিশরবাসিগণের রাশি কল্পনা দেখিয়া খৃষ্টাব্দের ৪০০ বর্ষ পূৰ্ব্বে গ্ৰীকগণ গ্ৰীক ভাষায় krios, tauros প্রভৃতি রাশিগণের নামকরণ করেন। ইহারা দেখিলেন যে, মেষবৃষাদি দ্বাদশ রাশি দ্বার সমুদয় আকাশ নির্দেশ করা যায় না। এজন্য štetni ștzwef ztni sistri auriga, cassiopeia প্রভৃতি নাম দিয়া, কতকগুলি নুতন আকারবিশিষ্ট রাশি করনা করিলেন। এইরূপে কালক্রমে ৩৬টা অতিরিক্ত আকার কল্পিত হইল এবং পূর্বের ১২টা লইয়া এক্ষণে সমুদয় আকাশ 8ध्रौ ब्रांभिाऊ दिउद्ध झईल । কিন্তু কোন কোনু তার লইয়া কোন কোন রাশি হয়, তাহা চিত্র বা বর্ণনা না থাকিলে চিনিতে পারা যায় না। কেন না, যে কোন তারাপুঞ্জের যথেচ্ছ আকার কল্পিত হইতে পারে। খৃঃ পূঃ ৪৭০ অবে গ্রীক উদক্ষ (Eudoxos ) প্রথমে গোলকে রাশিগণের আকার প্রদর্শন করেন। তদনন্তর খঃ পূঃ ১২৮ অব্দে হিপার্কস প্রথমে তারী-মানচিত্র প্রস্তুত [ 88 ] নক্ষত্র جمعیت করেন । খৃঃ ১৩৭ অব্দে বিখ্যাত টলেমি সেই তারা-মানচিত্রের সংস্কার করেন। প্রায় তিন শত বৎসর পূৰ্ব্বে তীয়কে ব্রাহি নামক জ্যোতিৰ্ব্বি কয়েকটি নুতন রাশি কলন করেন। এইরূপে প্রায় ৬০ট নূতন রাশি স্থই হইল এবং প্রত্যেক রাশির আকার ও নাম প্রদত্ত হইল। পুরাতন ৪৮ এবং এই নূতন ৬-টা লইয়া মোট ১০৮ট রাশির বিচিত্র আকার খগোলক এবং খগোল-মানচিত্রে চিত্রিত হইতে লাগিল । একই নক্ষত্রের অন্তর্গত তারাগুলি গ্ৰীক অক্ষর স্বারা পরম্পর হইতে বিভিন্নীকৃত হয়। বর্ণমালার প্রথম অক্ষর দ্বারা উজ্জ্বলতম তারাট বুঝায়। গ্ৰীকৃ অক্ষরে অকুলান পড়িলে রোমান অক্ষরের সাহায্য লওয়া হয়। অনেকগুলি অত্যুজ্জল তারার বিশেষ বিশেষ নাম আছে। ঔজ্জ্বল্যের তারতম্যানুসারে তারাগুলি প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি পরিমাণে বিভক্ত হইয়া থাকে। সাধারণতঃ চৰ্ম্ম-চক্ষে যে সকল ক্ষুদ্রতম তার দৃষ্টিগোচর হয়, তাহার। পঞ্চম পরিমাণের। কিন্তু অতি তীক্ষ চক্ষুদ্বারা ষষ্ঠ ও সপ্তম পরিমাণের তারাও দৃষ্ট হইতে পারে। জ্যোতিৰ্ব্বিদ পণ্ডিত হর্সেল নির্ণর করিয়াছেন যে, সৰ্ব্বাপেক্ষা উজ্জ্বলতম লুব্ধক তারার ( Sirius ) জ্যোতি ষষ্ঠ পরিমাণের তারার জ্যোতি অপেক্ষ ৩২৪ গুণ অধিক । উত্তর গোলার্থের নক্ষত্রগুলির মধ্যে নিম্নলিখিত তারাগুলি প্রথম পরিমাণের। যথা,—রোহিণী, স্বাতি, Atair, আৰ্দ্ৰ, Capella ( 3 EÛMY ), Procyon ( &iti), Regulus vega ( অভিজিৎ )। দক্ষিণ গোলকাদ্ধের নক্ষত্রগুলির মধ্যে Achernos, Autares (caršti), Canopus (“RSI,) Reigel ( বট্‌জিন্তু ), Sirius (লুব্ধক ) এবং Spica (চিত্র) এই কয়েকট প্রথম পরিমাণের তারা। এই নক্ষত্রগুলি যে কি তাহ নিশ্চিত রূপে স্থির করা অসম্ভব ; কিন্তু ইহা নিঃসন্দেহে বলা যাইতে পারে যে, যদি স্বৰ্য্যকে নক্ষত্রদিগের সমান দূরে স্থাপন করা যায়, তাহ হইলে তিনিও জাকারে এবং লক্ষণে একটা নক্ষত্ররূপে প্রতীয়মান হইবেন। নক্ষত্রগুলির অবস্থান সম্বন্ধে কিঞ্চিৎ অনুসন্ধান করা অবিশুক। কোন কোন নক্ষত্র রবিমার্গের নিকটে, কোন কোনটী দূরে অবস্থিত ; যথা—রোহিণী, পুৰা, চিত্র প্রভৃতি রবিমার্গের নিকটে, আবার স্বাতি, ধনিষ্ঠ ও শ্রবণ। দূরে অবস্থিত। কোন কোন নক্ষত্র পরস্পরের নিকটবর্তী এবং চিত্র ও স্বাতী, আর্দ্র ও পুনৰ্ব্বস্ব পরস্পর দূরবর্তী এক একটা তারা লইয়া কোন কোন নক্ষত্র, আবার বছ তার লইয়া কোন কোন নক্ষত্র কল্পিত হইয়াছে। শত