পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নক্ষত্র [ 8ના ] নক্ষত্রগণ مسعیsیس سانسیسی سی -----=ے প্রথম পাদ হইতে ভ্ৰমণ আরম্ভ করিয়া কৃত্তিকা নক্ষত্রের পূর্ণ একপাদ পরিভ্রমণ শেষ করিতে ১ মাস সময় লাগিয়া থাকে। এইরূপ চক্সের ২১৫ দগু, মঙ্গলের ৪৫ দিন, বুধের ১৮ দিন, বৃহস্পতির ১ বৎসর, শুক্রের ২৮ দিন, শনির ২ বৎসর ৬ মাস, রাহু ও কেতুর ১৬ মাস সময় লাগিয়া থাকে । ইহা স্বারা গগনমণ্ডলের মধ্যখণ্ডের দ্বাদশভাগে অর্থাৎ দ্বাদশ রাশির কোন রাশিতে কোন গ্রহ কোন সময় অবস্থিত থাকিবে এবং সেই রাশির অন্তর্গত নক্ষত্রে কতক্ষণ ভ্রমণ করিবে, তাহ স্থির করা যাইবে । এক মাত্র নক্ষত্রানুসারেই রাশি দশ প্রভৃতি সকল নির্ণয় করা হয়, তাহার ফলাফল নানা প্রকার লিখিত আছে । নক্ষত্রমান।--যে কোন নক্ষত্রের উদয় হইতে পুনরায় উদয় পৰ্য্যন্ত যে সময় লাগে, তাহাকে এক নাক্ষত্রঅহোরাত্র কহে। এই নক্ষত্রমান—৬• অনুপলে এক বিপল, ৬০ বিপলে এক পল, ৬০ পলে এক দণ্ড, ৬০ দণ্ডে এক নক্ষত্র অহোরাত্র, ৩০ নক্ষত্র অহোরাত্রে এক নক্ষত্র মাস ও ১২ নক্ষিত্রমাসে নাক্ষত্র বৎসর হয়। ৩৬৬ অহোরাত্র ১৫৩১৷৩১৷২৪ অম্পলে এক সৌরবৎসর হয়, অতএব সাবন ৩৬৫ দিন ১৫৩১৷৩১৷২৪ অনুপলে এক নক্ষত্র অহোরাত্রির অধিক হয়। নক্ষত্রগণের উদয় দর্শনক্রমে এই নাক্ষত্রকালের নিশ্চয় হয়। কোন বিশেষ নক্ষত্রের উদয় স্থান হইতে পুনৰ্ব্বার উদয়স্থানে আসিতে যে কাল লাগে, তাহ কোন প্রকারে কোন যন্ত্রদ্বারা স্থির করিলে সেই কাল স্বারা এক নক্ষত্র অহোরাত্রের পরিমাণ স্থির হয়। এই নক্ষত্র অহোরাত্রের প্রতিদিনই সমান থাকে, যেহেতু নক্ষত্রগণের গতির ব্যতায় নাই। নাক্ষত্র অহোরাত্রেও দ্বাদশ লগ্ন হইয়া থাকে। এই নক্ষত্রদিনের দ্বারা পরমায়ু ও দশা প্রভৃতি গণনা হইয়া থাকে। নক্ষত্রের জাতি নিরূপণ—অশ্বিনী ও শতভিষা অশ্বজাতি, রেবতী ও ভরণী হস্তী, কৃত্তিক অজ, রোহিণী ও মৃগশিরা সর্প, আর্দ্র, হস্ত ও স্বাতি ব্যাঘ্ৰ, পুনৰ্ব্বসু মেষ, পুষ্যা, অশ্লেষা ও মঘা ইদুর, পূৰ্ব্বফল্গুনী ও চিত্র মহিষ, বিশাখা ও অনুরাধ হরিণ, জ্যেষ্ঠ কুকুর, মূল ও শ্রৰণা বানর, পূৰ্ব্বাষাঢ়া নকুল, ধনিষ্ঠ, পূৰ্ব্বভাদ্রপদ ও উত্তরভাদ্রপদ সিংহ জাতি। নক্ষত্র দ্বার নাম ও রাশি নির্ণীত হয়। এই নক্ষত্রানুযায়ী নামকরণ শতপদচক্রানুসারে হইয়া থাকে। নক্ষত্রের চারিপাদে চারিট অক্ষর থাকিবে, ঐ নক্ষত্রের মধ্যে জন্ম সময় স্থির করিয়া নক্ষত্রের কোন পাদে জন্ম হইয়াছে, তাহ স্থির করিতে হইবে, পরে যে পাদে জন্ম হইবে, নক্ষত্রের সেই পাদে লিখিত অক্ষর নামের আদ্য অক্ষর হইবে। কোন নক্ষত্রের কোন পাদে জন্মিলে কি নাম হুইষে তাহার বিষয় প্রদত্ত হইল। “অ ই উ এ কৃত্তিক। ও ববী বু রোহিণী। বে বে। ক কি মৃগশিরা । কু ঘ ঙ ছ আর্দ্র। কে কে হ হি পুনৰ্ব্বস্ব। হ হে হে ড় গুয। তি তুতে তো অশ্লেষ। মমি মুমে মঘ। মোট টি টু পূৰ্ব্বফল্গুনী। টেটো প পি উত্তরফল্কনী । পু য ণ ঠ হস্ত। পে পো র রি চিত্র । রু রে রো ত স্বাতি । তি তু তে তো বিশাখা। ন নি ক্ষু নে অমুরাধা । নো য যৈ যুজ্যেষ্ঠ। যে যে ভ ভি মূল। ভূ ধ ফ ঢ় পূৰ্ব্বাষাঢ়া । ভে তো জ জি উত্তরাষাঢ়া । জু জে জে খ অভিজিৎ । খি খু খে খে। শ্রবণ। গ গি ও গে ধনিষ্ঠ। গোশ শিশু ' শতভিষা । শে শো দ দি পুৰ্ব্বভাদ্রপদ । দু খ ঝ ঞ উত্তরভাদ্রপদ। দে দে চ চি রেবতী । চু চে চোল অশ্বিনী । লি লুলে লে ভরণী ।” ইহার মধ্যে যে কোন নক্ষত্রে জন্ম হইবে, সেই জন্ম নক্ষত্রের কত দণ্ড আছে তাহ প্রথমে নির্ণয় করিবে, নক্ষত্ৰকে চারিভাগ করিয়া সেই চারিভাগের মধ্যে যে ভাগে জন্মিবে, সেই পাদ জানিতে হইবে। প্রতি নক্ষত্রে চারিট করিয়া অক্ষর সন্নিবিষ্ট আছে, নক্ষত্রের যে পাদে জন্মিবে, নক্ষত্রের সেই পাদে যে অক্ষর থাকিবে, সেই অক্ষরই আদ্য অক্ষর হইবে। যথা কৃত্তিক নক্ষত্রের প্রথমপাদে জন্মিলে অকার, দ্বিতীয় পাদে ইকার, তৃতীয় পাদে উকার এবং চতুর্থ পাদে একার আদি নাম হইবে। এইরূপ আর সকল নক্ষত্রের বিষয় জানিতে হইবে। [ নাক্ষত্রিক দশা ও রাশি প্রভৃতির বিবরণ দশা ও রাশি শব দেখ । কোন নক্ষত্রে জন্মিলে জাত বালক কিরূপ গুণসম্পন্ন হইবে তাহ প্রত্যেক নক্ষত্র নাম এবং অপরাপর বিবরণ খগোল শব্দে দেখ। ] ২ হার-বিশেষ, ২৭ নর হারের নাম নক্ষত্রমালা । { নক্ষত্রমালা দেখ। ] নক্ষত্রকল্প (পুং ) অথৰ্ব্ববেদের পরিশিষ্ট বিশেষ। ইহাতে চন্দ্রের অবস্থিতির বিষয় বর্ণিত আছে। নক্ষত্রকান্তিবিস্তার (পুং ) নক্ষত্ৰকান্তীনাং বিস্তারো যত্র । ধবল যাবনাল । ( রাজনি” ) (পুং ) নক্ষত্ৰকূৰ্ম্মের বিভাগ, অর্থাৎ রাশির প্রাধান্তানুসারে দেশের অবস্থানভেদ । নক্ষত্রগণ (পুং ) নক্ষত্ৰঘটতো গণঃ সমুদায়ভেদঃ। নক্ষত্র বিশেষের সমূহাত্মক গণভেদ । এই নক্ষত্রগণের বিষয় বৃহৎ সংহিতায় এইরূপ লিখিত আছে । রোহিণী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ ও উত্তরফাল্গুনী নক্ষত্র ধ্রুবগণ, অর্থাৎ ধ্রুবগণ বলিলে এই সকল নক্ষত্র পাওয়া যাইবে । এই ধ্রুবগণে অভিষেক, শান্তি, তরু, নগর, বীজ ও