পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নজৰুদ্দৌলা f [ & ex I দিল্লী গমন করেন। জাঠগণের হস্ত হইতে আগ্রাসহর উদ্ধার করায় जल्लाऐ। র্তাহাকে আমীর-উল-উমরা-জুলফিকৃত্ব-উদ্দৌলা উপাধি দাস করেন। ১৭৮২ খৃষ্টাব্দে ৪৯ বৎসর বয়সে র্তাহার মৃত্যু হয়। নজস্ব শেষে সম্রাটের মন্ত্রী হইয়াছিলেন। , বঙ্গের নবাব মীরজাফরের পুত্র। মীরজাফরের মৃত্যুর পর ইংরাজের নজমুদ্দৌলার নিকট হইতে সমধিক অর্থগ্রহণপূর্বক তাহাকে পিতৃসিংহাসনে বসাইরা ছিলেন এবং তাহার সহিত নূতন বন্দোবস্ত করিয়া দেশরক্ষার ভার আপনদের হন্তে লইয়াছিলেন। নজর ( আরবী ) ১ রাজদর্শনার্থ প্রদত্ত অর্থোপহার। ২ রাজকোষে দেয় অর্থোপহার। ৩ অর্থাগুসংগৃহীত অর্থ। ৪ নিম্নপদস্থ লোক কর্তৃক উচ্চপদস্থ লোককে প্রদত্ত উপহার। উপহারাদি র্যাহাকে দেওয়া হয় তাহার দৃষ্টির সম্মুখে উপস্থিত করিতেই হয়, এই ভাবার্থ হইতে বাঙ্গালা ভাষায় নজর অর্থে দৃষ্টি বুঝায়, যথা–কুনজর, ছোট নজর ইত্যাদি। পারস্য ভাষায়ও দৃষ্টি অর্থ পাওয়া যায়, যথা—নেকনজর ( কৃপাদৃষ্টি। ) নজরআন, ১ কোনও বলবান রাজার রাজারোহণের সময় অধীন রাজগণ কর্তৃক অধিরাজকে অবশ্যদেয় অর্থোপহার। ২ উপাধি, সন্মানাদি দান করিবার সময় অবশ্যদেয় অর্থোপহার। নজর-বে-উজবক, আকবরের একজন নয়শতী মনসবদার। যে দিন মানসিংহ আলীমসজিদের নিকট তারিকী জাতিকে পরাজিত করিয়া রাজসমীপে উপস্থিত হন, সেই দিন নজর-বে ও তাহার তিন পুত্র কানবর বে, শাদি বে ও বাকী বে সম্রাটের নিকট পরিচিত হন। সম্রাট্‌ ৰ্তাহদিগের বীরত্বাদি শুনিয়া অতি সন্তুষ্ট হন এবং তাহাদিগকে বিশেষ আদর করেন। পাশানামায় নজর বে হাজারী মনসবদার বলিয়া উল্লিখিত হইয়াছেন। নজর মহম্মদ খাঁ, ১ বলথের অধিপতি। ১৬৪৬ খৃষ্টাব্দে দিল্লীর মোগল সম্রাটু ইহাকে পরাজিত করিয়া ইহার রাজত্ব অধিকার করেন। ২ ভূপালের একজন নবাব। ১৮১৬ খৃষ্টাব্দে ভূপালের নবাব উজীর মহম্মদের মৃত্যু হইলে তৎপুত্র নজর মহম্মদ খা ভূপালের নবাব হন । ( পারসী ) রক্ষিত, বর্ণীকৃত, যাহাতে কোনরূপে দৃষ্টির বহির্ভাগে পলাইয়া যাইতে না পারে। - ( পারসী ) যাহাকে নজরবন্দ করা হইয়াছে। নজরবাজ (পারসী) , ভেকীদার। ২ কুভাবে দর্শনকারী। নজর্বাঞ্জী (পারসী )১ অপাদাদর্শন। ২ ভোজবাজী । নজস্থা (আরবী) বক্র দৃষ্টতে চাহনি। নজরুদৌল, নলিব ধৰে। IX নঞ নজাবৎ খ খানখানান, সম্বাই আলমগীরের সমসামরিক এক সন্ত্রাস্ত ব্যক্তি ও হাজারী মনসবদার। ইনি নবাব ছিলেন। সম্রাটু ইহাকে মাস্ত করিতেন। ইনি আকবরের সমসাময়িক মির্জা স্থলেমান বদর্শনীর প্রপৌত্র। ইহার আসল নাম মির্জা স্বজা। ১৬৬৪ খৃষ্টাব্দে উজ্জয়নী নগরে ইহার মৃত্যু হয়। ইহার পিতার মাম মির্জা শাহরুখ। মির্জা শাহরুখ আকবরের কন্যা শুকুরুন্নিসা বেগমকে বিবাহ করেন। [ শাহরুখ দেখ। ] নজিক ( পারসী ) নিকট, সমীপে। খ, কর্ণাটপ্রদেশে নবাব মহম্মদ আলীর ভ্রাতা। ইনি নিজ ভরণপোষণের নিমিত্ত জ্যেষ্ঠের নিকট হইতে ১৭৫৩ খৃষ্টাব্দে নেলুর নামক স্বান প্রাপ্ত হইয়াছিলেন। ১৭৫৭ খৃষ্টাৰে নজিরউল্লা ভ্রাতার বিপক্ষে বিদ্রোহ উথাপিত করিয়াছিলেন, কিন্তু কৃতকাৰ্য্য না হইয়া শরণাগত হন। মজিব উল্লিস বেগম, আকবর বাসাহের ভগিনী এবং খোজা হোসেন নকৃশবন্দির স্ত্রী। নজিব খ, একজন রোহিলা সর্দার। ইনি আলী মহম্মদ খার শাসনকালে রোহিলখণ্ডে আসিয়াছিলেন এবং আপন সাহস ও কার্য্যদক্ষত দ্বারা অনতিকাল মধ্যে সৈনিক সংক্রান্ত উচ্চপদে নিযুক্ত হইয়াছিলেন। তৎপরে তিনি দিল্লীর রাজসংসারে প্রবেশ লাভ করেন। সফদরজঙ্গ বিদ্রোহী হইলে নজিব খ তাহার বিরুদ্ধে প্রেরিত হইয়া তাঁহাকে পরাজিত করিয়াছিলেন। ১৭৫৩ খৃষ্টাব্দে বাদসাছ আহ্মদ শ৷ ইহাকে নজিব-উদ্দৌলা উপাধি প্রদান করিয়াছিলেন । আন্ধদশা আবদালীর সহিত মহারাষ্ট্ৰীয়দিগের যে যুদ্ধ হয়, তাহাতে ইনি উপস্থিত ছিলেন। ১৭৭০ খৃষ্টাব্দে ইহার মৃত্যু হয়। নজির, মোকদম প্রভৃতি বিবাদি ভঞ্জনার্থ প্রমাণিত কাগজপত্র। নজিরী,একজন কবি, নিশাপুরে ইহার জন্মস্থান। ইনি ভারতবর্ষে আসিয় গুজরাটের অন্তর্গত আহ্মদাবাদে বাস করেন। ঐ স্থানে ১০২২ সালে তাহার মৃত্যু হয়। নএ (অব) অভাব সংজ্ঞক। নঞ শখের সমাস হইলে যদি স্বরবর্ণ পরে থাকে, তাহ হইলে নএ স্থানে অন এবং ব্যঞ্জন বর্ণ পরে থাকিলে নঞ, স্থানে বিকল্পে অ হয়। যথা— ন-অস্ত অনন্ত, নাস্ত, ন-চু্যত অচ্যুত নচু্যত। নঞের ৬টী অর্থ যথা—১ সাদৃপ্ত, ২ অভাব, ৩ অন্তত্ব, ৪ অম্লত্ব, ৫ অপ্রশস্ত্য, ৬ বিরোধ। উদাহরণ—অব্রাহ্মণ, এইস্থলে নঞের অর্থ সদৃশ, অব্রাহ্মণ শব্দে ব্রাহ্মণ সদৃশ নয় এইরূপ বুঝাইবে। অপাপ ন-পাপ এই স্থলে অভাব, অর্থাৎ অপাপ শব্দের অর্থ পাপ भारजब्र अछांव । अशः, न-शी, शं रुईएल अळ, uहे अछ जषप्ले ५यहे श्रृंरक्षङ्ग नयार्थी फानाङ्ग। अष्ट्रली कमा, श्रश्नम्री, न-फेनी, ১২৬