পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন্দকুমার হইয়া নন্দকুমারকে কোন কাৰ্য্য দিতে নিষেধ করিয়া হোসেনকুলী থাকে এক পত্র লিখেন। হোসেনকুলী দেওয়ানের ইচ্ছার বিরুদ্ধে কাধ করিতে পারলেন না, নন্দকুমারেরও কোন চাকুরী হইল না। তখন নন্দকুমার প্রধান সেনাপতি মুস্তাফ খার নিকট যাতায়াত করিতে আরম্ভ করিলেন। মুস্তাফা খার সহিত এই সময়ে আবার আলীবর্দীর বিবাদের হুচনা হইয়া উঠিল। মুস্তাফা খার অধীনস্থ সৈন্তগণের বেতন বাকী পড়িয়াছিল। মুস্তাফা তাহার জষ্ঠ নবাবকে উত্যক্ত করায় নবাব কতকগুলি জমীদারের নিকট হইতে আদায় করিয়া লইতে আদেশ দেন। সৈনিক বিভাগের কৰ্ম্মচারীকে অর্থ আদায়ের ভার দিলে, অত্যাচার যে কতটা হয়, তাহা সাধারণে অনায়াসেই বুঝিবেন, কাজেই যে জমীদারদিগের নিকট হইতে খাজনার টাকা আদায় করিবার আদেশ হইয়াছিল, তাহারা আপনাদিগের আসন্ন বিপদ বুঝিলেন, কিন্তু তাহদের এ বিপদে কে রক্ষা করিবে ? স্বয়ং নবাবের আদেশ, দেওয়ান চয়েনরায় কিছু করিতে পারেন না, কাজেই তাহারা মুস্তাফা খাকে শান্ত করিবার উপায় খুজিতে লাগিলেন। এই সময় নন্দকুমার মুস্তাফ খার আনুগত্য করিতেছিলেন, জমীদারেরা তাহাকেই মধ্যস্থ ধরিয়া তাহারই শরণাপন্ন হইলেন। এই কাৰ্য্য হইতেই নন্দকুমার আপন বিপদ উপেক্ষা করিয়া পরহিত ব্ৰতে দৃঢ়ত্রর্তী হইতে প্রথম আরম্ভ করিলেন । নন্দকুমারের নিজের অবস্থা তখন ভাল নহে, কিন্তু জমীদারগণের ভয়াবহ অবস্থার কথা শুনিয়া তিনি মুস্তাফা খার নিকট উপস্থিত হইয়। নিজে জমীদার দিগের জামীন হইবার প্রস্তাব করিলেন। মুস্তাফা খার তখন ' উদ্দেশু অন্তরূপ ছিল। তিনি শীঘ্র শীঘ্র অর্থ আদায় করিয়া লইয়া সৈন্তদিগকে দিতে পারিলে তাহাদিগকে সস্তুষ্ট রাখিতে পরিবেন এবং তাহার পর তাহাদিগকে লইয়া বিহারে গিয়া যিহার অধিকার করিয়া আপনি স্বাধীন শাসনকর্তী হইবেন এইরূপ অভিপ্রায়ে ভিতরে আয়োজন করিতেছিলেন, সুতরাং এ সময়ে নন্দকুমারের জামীনীতে জমীদারদিগকে ছাড়িয়া দেওয়া তাহার পক্ষে শীঘ্র শীঘ্র অর্থপ্রাপ্তির অন্তরায়জনক হইলেও, তিনি নন্দকুমারের সম্মান ও অনুরোধ রাখিলেন। নন্দকুমার জামীন হইলেন বটে, কিন্তু মস্তাফা খার প্রাপ্য অর্থ শীঘ্র শীঘ্ৰ আদায় করিয়া দিতে পারিলেন না। জমীদারেরাও মধ্যস্থ ও জামীন পাইয়া কতকটা যেন নিশ্চিন্ত হইয়াছিলেন, তাহারাও অবশুদেয় অর্থ যথাসময়ের মধ্যে দিয়া উপকারে মুখরক্ষা বা ভবিষ্যৎ বিপদ নিবারণ করিবেন, তাহাও করিলেন না। মুস্তাফা খাও তখন অদম্য ভবিষ্যৎ আশায় নাচিতেছিলেন, তিনিও অপেক্ষা করিতে পারিলেন না ; নন্দকুমারকে পীড়া [ :૨8 J. ங் নন্দকুমার नैौफ़ि कैब्रिह नमछ जर्ष भाईनन म, कारखहे कॉफ़ेब्रा भिद्रा নন্দকুমারকে বন্দী করিয়া দেওয়ান চয়েন রায়ের নিকট পাঠাইতে উদ্যত হইলেন। নলকুমার এই সংবাদ পাই৷ কলিকাতায় পলায়ন করেন। কেহই তাহার এ পলায়নসংবাদ জানিতে পারে নাই। সম্ভবতঃ এই সময়ই নলকুমার কলিকাতায় আবাস-বাট নিৰ্ম্মাণ করেন। কিছুদিন এইরূপে কাটিলে আলীবর্দীর সহিত মুস্তাফা খার ষে যুদ্ধ হয়, তাহাতে মুস্তাফা নিহত হন । এই সময়ে দেওয়ান রায়রায় চয়েনরায়ও পরলোক গত হইয়াছিলেন ; সুতরাং অবসর বুঝিয়া নন্দকুমার আবার মুরশিদাবাদে ফিরিয়া আসিলেন এবং মুৎসুদীগণকে অনুরোধ উপরোধ করিয়া নবাব সরকার হইতে সাতশইক পরগণার আমীনী পদ লাভ করেন। ইহা তাহার পিতার হস্তে ছিল, কিন্তু তিনি যখন ইহার আমীনী লইলেন, তখন তাহার পিতার সম্ভবতঃ মৃত্যু হইয়া থাকিবে। এই সময় নন্দকুমার সেথ হাবৎউল্লার নিকট হইতে দুই হাজার টাকা ধার লয়েন। সাতশইকার কিছুদিন কাৰ্য্য করিয়া তিনি মুরশিদাবাদে আসিয়া হিসাবাদি বুঝাইয়া দিয়৷ হুগলী গমন করেন। সাতশইকার আয়ে তাহার সংকুলান হইত না বলিয়, হুগলীতে কোনও বেশী আয়কর জীবিকার অমুসন্ধানেই তিনি হুগলী যান, কিন্তু সেথ হাবৎউল্লা আপনার প্রাপ্য অর্থের জন্ত তাহাকে পেয়াদা-মশীল দেয় ও ৫ দিন আটক করিয়া রাখে। সেখ রস্তম নামে একব্যক্তি জামীন হইয়া ঐ ৫ দিন পরে তাহাকে মুক্ত করেন। এই সময় নন্দকুমার বিশেষ অর্থকষ্টে পতিত হন ; হুগলী হইতে মুরশিদাবাদে আসিবার ব্যয়ও তাহার হাতে ছিল না, কাজেই তিনি চন্দন নগরে গিয়া নিজের গায়ের একখানি দুই হাজার টাকা মূল্যের শাল বার শত টাকায় বেচিয়া এক হাজার টাকা হাবৎউল্লাকে পাঠাইয়া দেন ও বাকী দুইশত মাত্র টাকা মাত্র লইয়া চন্দননগর হইতে মুরশিদাবাদে আসেন। এই সমরে হুগলীর ফৌজদার মহম্মদ ইয়ার বেগ খাঁ পদচ্যুত হন ও হেদায়ং আলী খাঁ তাহার পদে নিযুক্ত হইয়াছিলেন। • १थन cषथाप्न बौछ्न् प्लेमान अबश्ठि, प्ले इोप्न यशोब्रास्त्र ननाङ्कयोप्ग्रग्न প্রাসাদ ছিল। এখনও রামবাগানের মধ্যস্থ একটা রাস্ত মহারাজের পুত্র "ब्राजा ७ङ्गमांप्नद्र झे" नाम यeिश्ठि श्ब्रl cनकांग्लब्र औ१ वृछि छ|गाইয়। রাখিয়াছে। কেহ কেহ বলেন, ৰীড়ন উদ্যানের ভূমি মহে, তাহার शृष्६ि 4ार्थन ८षथांप्म ब्रक्रांजप्त, cनर्थांप्नरे भशंब्रांजांब्र थीनांम झ्शि । dाई দুই মত হইতে অনুমিত হয় যে রামবাগানের এই অঞ্চলের অধিকাংশ छूभित्र ७”ब्र छि९गूजब्रांशा *६ख विद्युऊ शश्न भशब्राप्छद्र यांनान थाक অসম্ভব নহে। -