পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন্দকুমার কর্তব্যের কোন ক্ৰটী হইত না, বরং যশই বাড়িত, কিন্তু পাছে তাহাতে হেষ্টিংসের বৈরনিৰ্য্যাতন-পৃহার সম্যক্ তৃপ্তির ব্যাঘাত হয়, এই জম্ভ কোন মতেই স্বীকৃত হইলেন না। জঞ্জদিগের অনুরোধে কৃষ্ণজীবন শৰ্ম্ম, বাণেশ্বর শর্শ্ব, কৃষ্ণগোপাল শৰ্ম্ম, গৌরীকান্ত শৰ্ম্ম প্রভৃতি কএকজন পণ্ডিত ব্যবস্থা দেন, কারাগারাদির স্তায় স্থানে ভিন্ন ছাদযুক্ত গৃহে । ম্লেচ্ছাদি সংসৰ্গরহিত হইয়া গঙ্গাজলে স্নামপূজা পাকাদি করিলে পতিত হয় না এবং কারামুক্তির পর বিনা প্রায়শ্চিত্তে সমাজে গৃহীত হইতে পারে । নন্দকুমার এই ব্যবস্থা দেখিয়া হাসিয়া উঠিলেন। পণ্ডিতেরা নন্দকুমারের কারাগৃহ দেখিয়া বলেন, এস্থলে মহারাজের আহার চলিতে পারে না, তবে করিলে জাতি যাইবে না, কেবল চাম্ৰায়ণাদি করিলেই শুদ্ধ হইবেন । যাহা হউক নন্দকুমার এই ব্যবস্থা গ্রাহ না করিয়া উপবাসই করিতে লাগিলেন । তৃতীয়দিনে তাহার পীড়া হয়। ইম্পে ভীত হইয়। ডাঃ নর্দিসনকে রোগীর অবস্থা জিজ্ঞাসা করিলেন। তিনি প্রকৃত শোচনীয় অবস্থা জানাইলে ইম্পে কলিকাতার তখনকার কারাধ্যক্ষ ম্যাথু ইয়ণ্ডেলকে ডাকাইয়। কারাগারের বাহিরের উঠানে একটী তাবু থাটাইয়া দিতে বলিলেন। পরে মহারাজ এই স্থানে স্নানপুজাদি করিতেন । ওদিকে ষড়যন্ত্রের মোকদম আগে দায়ের হইলেও হেষ্টিংসের প্ররোচনায় জালকরার মোকদ্দমার বিচারের দিন शृट्कीह निक़भिङ इहेश । vहे छून विकांद्र ज्ञांब्रड हईल । ৯ই জুন এড়ওয়ার্ড, স্কট, রবার্ট, ম্যাক্‌ফালেন, টমাসুস্মিথ, এড়ওয়ার্ড, এলারিংটন্‌ যোসেফ বার্ণার্ড স্মিথ, জন রবিনসন, জন ফাগুসন, আর্থার আডি, জন কলিস, স্তামুয়েল টাউচেট, এডওয়ার্ড সাটারথেয়েট ও চালর্স ওয়েষ্টন এই ১২ জন জুরী ও স্থপ্রীমকোর্টের চেম্বার্স, হাইড, লেমেষ্টার এই তিন জন জজ এবং প্রধান বিচারপতি ইম্পে বিচারাসনে বসিলেন । ইলিয়টসাহেব দ্বিভাষী এবং নন্দকুমারের পক্ষে এটর্ণী জ্যারেট ও বাক্টিায় ফরার নিযুক্ত হন। ফরিয়াদীর পক্ষে কমালউদ্দীন খ, তাহার তৃতা হোসেন আলি, খাজা পিক্রস সদরউদ্দীন, মোহনপ্রসাদ, রাজা নবকৃষ্ণ, কৃষ্ণজীবন দাস ও সহবৎপাঠক এই আটজন মূল সাক্ষী ছিল। নন্দকুমারের পক্ষেও অনেক সাক্ষী ছিল। ফরিয়াদী পক্ষ হইতে প্রমাণ করিতে চেষ্টা করা হয় যে, অঙ্গীকার-পত্রের সাক্ষী তিনজনের মধ্যে শীলাবৎ উকীলের মৃত্যু হইয়াছে, মাতাব রায় নামে কোন লোক ছিল না, তার মহম্মদ কমলই এই কমাল উদ্দীন খা । নন্দকুমারের পক্ষ হইতে বলা হয়, অঙ্গীকার-পত্রের তিন गाकीब्र३ शृङ्क श्रेबोरश्। यश्या क्षांग-उँझैन भैं नःश्। [ 48° 1 নন্দকুমার ফরিয়াদীপক্ষেয় সাক্ষীর সাক্ষ্য দিতে নান, গোলমাল করে । উভয়পক্ষের মানিত সাক্ষী কৃষ্ণজীবনের সাক্ষ্যেও আসামীপক্ষের সুবিধা হয়, কিন্তু ইম্পে জুরাদিগকে চার্জ বুৰাইর, দিবার সময় কেবল ফরিয়াদিপক্ষের সাক্ষীয় কথাই ব্যাখ্যা করিয়া বুঝাইয়। দেন। অবশেষে ১৫ই জুন অধিক রাত্রি পর্যন্ত বিচার চলে। পরদিন রায় প্রকাশ হয়। মহারাজের প্রাণদণ্ডের আদেশ হইল। নন্দকুমার কারাগারে গির একটী তিল গৃহে বাস করেন। . আদেশের পর ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি ফ্রানসিস ও ক্লেভারিংকে একখানি পত্রে নিজ দোষহীনতার কথা লিখিয়াছিলেন। নবাব মোবারক উদ্দৌলাও এই সময়ে কাউন্‌সিলে পত্র লিখির জানাইলেন cष हेरण७ांशिt*ग्न निरु ५ दियग्न छांनांन इॐक ७ शङलिन তাহার আদেশ না আসে, ততদিন নন্দকুমারের ফাসী স্থগিত থাকুক, কিন্তু তাঁহাতে কোন ফল হয় নাই। এই কারাবাসকালে যড়যন্ত্রের মোকদ্দমায়ও নিম্পত্তি হয়, তাহাতে হেষ্টিংসের বিরুদ্ধের অভিযোগে কেহ দোষী হন নাই, কিন্তু বারওয়েলের বিরুদ্ধের অভিযোগে নন্দকুমার ও ফাউক দোষী এবং রাধাচরণ নির্দোষ হন । - সেরিফ ম্যাক্রেবী নন্দকুমারের এই কয়দিনের সাহস, অবিচলত ও গাম্ভীর্য্যের বিষয় বিশেষ করিয়া লিখিয়া গিয়াছেন । ৫ই আগষ্ট প্রাতে সেরিফ কারাগারে উপস্থিত হইলেন । এইদিন তাহার ফাঁসীর দিন। মহারাজ তাহার পূর্ণ রাত্রিতে নিজের হিসাব পত্র দেখিয়াছিলেন। মহারাজ সেরিফকে দেখিয়া নীচে আসিয়া একটা ঘরে বসিলেন এবং প্রসন্নচিত্তে নিজ অমুচর ব্রাহ্মণ তিনজনকে তাহার মৃতদেহ বহনের জন্ত ঈঙ্গিত করিলেন । এই সময় তিনি সেরিফের নিকট ক্লেভারিং মন্‌সনের নামে সন্মান প্রদর্শন করিলেন। তাহাদিগকে গুরুদাসের তত্ত্বাবধান করিতে এবং তাহাকে ব্রাহ্মণ-সমাজের নেতা বলিয়া মনে করিতে র্তাহার শেষ অনুরোধ জানাইলেন । তখনও তিনি স্থির শাস্তু। সেরিফের নিকট সময় জিজ্ঞাসা করাহ্ম সেরিফ বলিলেন, এখনও সময় হয় নাই। শুনিয়া তিনি ঈশ্বরচিস্তায় নিবিষ্ট হইলেন। কিয়ৎপরে মহারাজ উঠিলেন এবং র্তাহার পরিত্যক্ত দ্রব্যাদি রাজা গুরুদাস লইয়া যাইবেন এইরূপ ভাব প্রকাশ করিয়া পান্ধীতে বসিলেন। খিদিরপুরের নিকট কুলীবাজারে (আধুনিক ছেটিংস বধ্য ভূমি স্থির হইয়াছিল। অনুচর ব্রাহ্মণের উপস্থিত হইলে তিনি কিয়ৎক্ষণ পান্ধীতে বসিয়া জপ করিলেন। পরে তিনি ঈঙ্গিত করিলে তাহার হাত ধাধা দিয়া মঞ্চে উঠান হইল। তাহার পর মহারাজের ইঙ্গিতমাত্র তাহার অঙ্গুচয় তাহার মুখাছাদন কন্ধিল । লেক্ষিক