পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मझैो ... [ coa J নমুচী নমাজের সময় হইলে এক ব্যক্তি মসজিদে উঠিয়, সকলকে উপাসনার্থ তারস্বরে আহবান করে। এই আহবানকে আজান, এবং আহবানকারীকে মুয়েদ্ধি কহে। নিম্নলিখিত কথাগুলি উচ্চারণ করিয়া আহবান করিতে হয় ; যথা—ঈশ্বর সকলের বড় ( চারিবার), আমি সাক্ষ্য দিতেছি এক ঈশ্বর ব্যতীত অদ্য দেবতা নাই ( দুইবার ), আমি সাক্ষ্য দিতেছি যে মহম্মদ ঈশ্বরের প্রেরিত ( দুইবার), উপাসনার জন্ত এইখানে আইস ( দুইবার), মুক্তির জন্ত এইখানে আইস (হুইবার), ঈশ্বর সকলের বড় । প্রাতঃকালের আহবানে অধিকন্তু বলিতে হয়, নিদ্রা অপেক্ষ উপাসনা শ্রেষ্ঠ । ভারতবর্ষের উত্তরপশ্চিমাঞ্চলবাসী মুসলমানের নিম্নলিখিত কয়েক প্রকার নমাজ করিয়া থাকেন। যথা—ফজর কি নমাজ অর্থাৎ প্রাতরুপাসন, জহর কি নমাজ—মধ্যাহোপাসনা, আসর কি নমাজ অর্থাৎ অপরাহ্লেপাসন, মঞ্জিব কি নমাজ–অস্তোপাসনা ; আয়সা কি নমাজ– সঙ্কোপাসন, নমাজ ইসরা-গ্রাতে ৭• ঘটিকার সময় ; সমাজ চাস্ত—প্রাতে ৯ ঘটিকার সময়, নমাজ তাহাৰ্জুর— রাত্রি ১২ ঘটিকার পর এবং নমাজ-ই-যনাজা অর্থাৎ সৎকারকালীন উপাসনা । নমাজ সমাপনস্তে উপাসক ঈশ্বরের অনুগ্রহ যেন হস্তগত করিবার আশায় উদ্ধে করোত্তোলন করেন এবং করদ্ধয় মুখে বুলাইয়া ঐ অনুগ্রহ সৰ্ব্বাঙ্গে সঞ্চারিত করিয়া দেন। মুসলমানদিগের স্তোত্র আরবী ভাষায় লিখিত । ইহার কিছু পরিবর্তন বা রূপান্তর করিতে নাই । নমি সাধু, রুদ্রটের কাব্যালঙ্কারের একজন টীকাকার। ইনি শালিহুরির ছাত্র। দর্শনসপ্ততিকা নামক গ্রন্থে ইহার উল্লেখ পাওয়া যায়। ইনি ১২২৫ খৃষ্টাব্দে অলঙ্কারটীকা প্রণয়ন করেন। ঐ টীকা অতি প্রয়োজনীয়। নমি, বড় গোল আলুর মত আকারবিশিষ্ট একপ্রকার মুল । नन्,ि रुशन इति । श्ात्र नाम याौत्र मूरुतः शाणम् নমি । ইনি আকবরের রাজসভার একজন সভাসদ ছিলেন। ইনি পাঁচখানি কাব্য লিখিয়াছিলেন, তাহাতে দশ সহস্ৰ, শ্লোক আছে। ১৫৩৩ খৃঃ অবো ইহার মৃত্যু হয়। নমি উল নাম, একজন বিখ্যাত আরব দেীয় কবি । ১০০৮ খৃঃ অন্ধে ইহার মৃত্যু হয় । নমিত (ত্রি) নমোহস্ত সঞ্জাত ইতি তারকাদিত্বাদিত বা নম পিছত, বাহুলকাৎ হ্রস্বঃ । জাতনমস্কার, নামিত। sআপঃ শালগ্রাম প্লবনগরিমোদগারসরসাঃ । সুধীঃ কে বা কেীপীরপি নমিতমূৰ্দ্ধান পিবতি।” (বিদগ্ধমাধব) नभैौ (*) नग बांश्नक९ ने । ঋবিভেদ । “প্ৰহাল্লমীং সায্যং সসস্তং” ( ঋক্ ৬২০৬ ) 'নমীং তৎসংজ্ঞকমুষিম্ (সারণ) so এই ঋষি ইন্দ্রের উপাসক ছিলেন, ইঙ্গ ইহারই জন্ত নমুচিকে নাশ করেন । নমীনাথ, জৈনদিগের বর্তমান অবসপিণীর একবিংশতিসংখ্যক তীর্থঙ্কর। ইক্ষাকুবংশে জন্ম। ইহার পিতার নাম বিজয়, মাতার নাম বিপ্রা। ইহার চরণতিথি আশ্বিনী পূর্ণিম, ইহার বিমানের নাম প্রাণতদেব। শ্রাবণী কৃষ্ণাষ্টমীতে অশ্বিনী নক্ষত্রে মেষ রাশিতে মথুরা নগরে ইহার জন্ম হয়। ৯মাস ৮দিন ইনি গর্ভে ছিলেন। ইহার চিহ্ন কমল, শরীরমান ১৫ ধন্থ, গাত্রবর্ণ পীত, আয়ুষ্কাল ১• • • • বর্ষ। ইনি রাজ উপাধিধারী ও বিবাহিত ছিলেন। মখুর নগরেই ইহার দীক্ষা হয়। ইহার দীক্ষাসঙ্গ ১••• । ইনি ২০ দিন উপবাস করিয়া দিল্লকুমারের গৃহে তুই দিন পরে প্রথমে দুগ্ধ পারণ করেন। আষাঢ়ী কৃষ্ণানবমীতে ইনি দীক্ষা গ্রহণ করেন এবং ৯ মাস ছদ্মস্থ ছিলেন। মথুরা ইহার জ্ঞাননগরী। ইহার গণধর সংখ্যা ১৭, সাধুসংখ্যা ২০ হাজার, সাধৰী সংখ্যা ৪১ হাজার। ইহার সময়ে ৪৫০ জন ১৪শ পূৰ্ব্বী ১৬০০ কেবলী, ১৭০০০০ শ্রাবক এবং ৩৪৮০০০ শ্রাবিক ছিলেন । অগ্রহায়ণী শুক্ল একাদশী ইহার জ্ঞানতীর্থ, বকুল বৃক্ষ ইহার দীক্ষাবৃক্ষ, কায়োৎসর্গই ইহার মোক্ষসন। বৈশাখী কৃষ্ণাদশমীই ইহার মোক্ষতিথি । সমেতশিখরে ইনি মোক্ষলাভ করেন। ইহার প্রথম গণধরের নাম শুভ ও প্রথম আর্যার নাম অমিলা । ( জৈনশাস্ত্র ) নমুচী (পুং) ন মুঞ্চতীতি মুচ-ইন, সচ কিৎ। ১ কাপ। ২ দৈত্যভেদ। বামনপুরাণের মতে শুন্তের তৃতীয় ভ্রাতা। কগুপের দনু নামে এক স্ত্রী ছিল, এই দমুর গর্ভে তিন পুত্র হয়, তাহার মধ্যে জ্যেষ্ঠ শুম্ভ, নিশুম্ভ মধ্যম, নমুচি কনিষ্ঠ । (বামনপু ৫২অ') ২ বিপ্রচিত্তি নামক দানবের পুত্র। এই দানব প্রথমে ইন্দ্রের সখী ছিলেন, ইনি সোমরসের সহিত ইন্দ্রের বলহরণ করেন। ইন্দ্র সরস্বতী ও অশ্বিনীকুমারদ্বয়ের নিকট হইতে সমুদ্রফেণবৎ বাস্ত্র লাভ করিয়া তৎ সাহায্যে নমুচিকে নাশ করিয়াছিলেন। অশ্বিনীকুমারদ্বয় নমুচির বল ইন্দ্রে সংক্রামিত করিয়া দেন। মহাভারতে দেখিতে পাওয়া যায়, নমুচি ইঞ্জের নিকট ভীত হইয়া স্বর্যরশ্মি অবলম্বন করে, এবং সেইখানে ইন্ত্রের সহিত মিত্রত হয়। ইন্দ্র এইরূপ প্রতিজ্ঞা করেন, অামি আর্দ্র অথবা শুষ্ক বস্তু দ্বারা এবং দিবা বা রাত্রিতে তোমাকে বধ করিব না। পরে ইন্দ্র জলের ফেণা দিয়া ইহাকে বধ করেন। (ভারত ৯৪৩ অ” ) ৩ ফুলধন্থ। নিমুচিন্তু পুমান দৈত্যভেদে কুসুমকা কে ' (মেদিনী) IX S8 e